য পৃষ্ঠা ৮
- Bengali Word যুব Bengali definition [জুবো] (বিশেষ্য) যৌবনপ্রাপ্ত বা তরুণ অর্থে সমাসে পূর্ব পদরূপে ‘যুবা’ শব্দের রূপ। {(তৎসম বা সংস্কৃত) যুবন্>}
- Bengali Word যুবজানি Bengali definition [জুবোজানি] (বিশেষ্য) যুবতী জায়া যার; যুবতী স্ত্রীর স্বামী (পাঁচ পুত্র নৃপতি সবে যুবজানি-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) যুবতী+জায়া; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word যুবতি, যুবতী Bengali definition ⇒ যুবা
- Bengali Word যুবনাশ্ব Bengali definition [জুবোনাশ্শো] (বিশেষ্য) সূর্যবংশীয় রাজা; মান্ধাতার পিতা। {(তৎসম বা সংস্কৃত) যুবন্+অশ্ব}
- Bengali Word যুবরাজ Bengali definition [জুবোরাজ্] (বিশেষ্য) রাজা বর্তমান থাকতে যিনি রাজ্যের ভাবী রাজা বলে স্বীকৃত; রাজ্যের উত্তরাধিকারী ও রাজকার্যের সাহায্যকারী রাজপুত্র; রাজকুমার। {(তৎসম বা সংস্কৃত) যুব+রাজ; (কর্মধারয় সমাস)}
- Bengali Word যুবা, যুবক Bengali definition [জুবা, জুবক্] (বিশেষ্য), (বিশেষণ) ১ প্রাপ্তযৌবন; বিশেষত ১৬ থেকে ৪০ বছর পর্যন্ত বয়সের ব্যক্তি। ২ তরুণ; জোয়ান। যুবতি, যুবতী, যূনী (স্ত্রীলিঙ্গ)। যুবাকাল, যুবা বয়স (বিশেষ্য) যৌবনকাল। {(তৎসম বা সংস্কৃত) √যু+অন(কনিন্), যুবন+ক(কন্)}
- Bengali Word যুবান (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [জুবান্] (বিশেষ্য) জোয়ান; যুবক (সব যুবান রজপুত পাঠান মজবুত-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) যুবন>}
- Bengali Word যুযুধান Bengali definition [জুজুধান্] (বিশেষণ) যুদ্ধকারী; যদ্ধে লিপ্ত; যুদ্ধরত (যুযুধান গোত্রদ্বয়ের মিত্র গোত্রগুলিও সন্ধিশর্তে বাধ্য-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। {(তৎসম বা সংস্কৃত) √যুধ্+আন(শানচ্)}
- Bengali Word যুযুৎসা Bengali definition [জুজুত্শা] (বিশেষ্য) যুদ্ধ করার ইচ্ছা; যুদ্ধাবিলাষ; সংগ্রামের অভিলাষ। যুযুৎসু১ (বিশেষণ) ইচ্ছুক; রণেচ্ছু; যুদ্ধেচ্ছু (সন্ধি হইল যুযুৎসু সব গোত্র দলে-কাজী নজরুল ইসলাম)। □(বিশেষ্য) হিন্দু পুরাণ মতে বৈশ্যকন্যার গর্ভজাত ধৃতরাষ্ট্র তনয়। {(তৎসম বা সংস্কৃত) √ যুধ্+স(সন্)+অ+আ(টাপ্)}
- Bengali Word যুযুৎসু ২, জুজুৎসু Bengali definition [জুজুত্শু] (বিশেষ্য) জাপনি কুস্তি; জাপানি ব্যায়ামবিশেষ। {(জ্যামিতি) জুজুৎসু}
- Bengali Word যুলমাৎ Bengali definition [জুল্মাত্] (বিশেষ্য), (বিশেষণ) অন্ধকার (যুলমাৎ রাতে ঘরে তাহার প্রদীপ জ্বলিতেছে-গোলাম মোস্তফা)। {(আরবি) জুলমাত্}
- Bengali Word যুড়ি Bengali definition [জুড়ি] (বিশেষ্য) দুই ঘোড়ার গাড়ি। {(তৎসম বা সংস্কৃত) যুগ>}
- Bengali Word যুয়ান Bengali definition ⇒ জুয়ান২
- Bengali Word যুয়ায় (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [জুয়ায়্] (ক্রিয়া) যোগ্য বা উপযুক্ত বা উচিত হয় (ইহাতে কি আর পাক করিতে যুয়ায়-কৃষ্ণদাস কবিরাজ)। {(তৎসম বা সংস্কৃত) যোগ্য হয়>}
- Bengali Word যূক, যূকা Bengali definition [জুক্, জুকা] (বিশেষ্য) উকুন; কেশকীট। {(তৎসম বা সংস্কৃত) √যু+ক(কন্)}
- Bengali Word যূথ Bengali definition [জুথো] (বিশেষ্য) পশু ও পাখির স্বজাতীয়ের পাল, দল (যমদূত সম সাজে কোটালের যূথ-ঘনরাম চক্রবর্তী)। যূথচ্, যূথচারী (বিশেষণ) যে জন্তু বা পাখি দলবদ্ধভাবে বিচরণ করে। যূথপতি, যূথনাথ (বিশেষ্য) বন্য একজাতীয় পশুদলের প্রধান; বন্য গজসমূহের দলপতি। যূথভ্রষ্ট (বিশেষণ) দলছুট; দলছাড়া। যূথভ্রষ্টা (স্ত্রীলিঙ্গ) (পদ্মাবতী একাকিনী বৃক্ষমূলে বসিয়া যূথভ্রষ্টা হরিণীর ন্যায় বিষণ্ন বদনে রোদন করিতেছেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। {(তৎসম বা সংস্কৃত) √যু+থ(থক্)}
- Bengali Word যূথী, যূথিকা Bengali definition [জুথি, জুথিকা] (বিশেষ্য) যুঁই ফুল (কেতকী কদম যূথিকা কুসুমে বর্ষায় গাঁথ মালিকা-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) √যূথ্+অ(অচ্)+ঈ(ঙীষ্), √যূথ+অক(ঠন্)+আ(আপ্)}
- Bengali Word যূনী Bengali definition ⇒ যুবা
- Bengali Word যূপ Bengali definition [জুপো] (বিশেষ্য) যজ্ঞস্তম্ভ; বলির পশুকে যে কাষ্ঠখন্ডে বন্ধন করা হয়; হাড়িকাঠ (যূপকাষ্ঠ)। ২ বিজয়স্তম্ভ; জয়স্তম্ভ (পোষাণে খোদিত এক মনোরম মদনের যূপ-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √যূ+প}
- Bengali Word যূষ Bengali definition [জুশ্] (বিশেষ্য) মাংস, ডাল প্রভৃতির ক্বাথ; ঝোল; সুরুয়া; soup। {(তৎসম বা সংস্কৃত) √যূষ্+অ(ক)}
- Bengali Word যে Bengali definition [জে] (সর্বনাম) ১ নির্দিষ্ট বস্তু বা ব্যক্তি (তোমা হতে দূরে যে যায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) কারো সম্পর্কে কথা বলা হয়েছে বা হচ্ছে এমন; উদ্দিষ্ট; উক্ত; উল্লিখিত (যে লোকটা)। □ (অব্যয়) ১ মিশ্র বাক্যে অপ্রধান বাক্যের আরম্ভে (সে বলল যে আমি যাব)। ২ শঙ্কা বা সংযম প্রকাশে (সে যে পড়ে হবে! কি যে বলো)। ৩ হেতুনির্দেশে (বেলা যে পড়ে এলো জলকে চল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ অবাধ্যতাসূচক কাজের শাসন বা প্রশ্ন (তুমি যে আবার এগুলো খাচ্ছ)। ৫ বিরক্তি প্রকাশে; বিস্ময় বোঝাতে (আবার যে এলে!)। ৬ সম্মতি বা স্বীকৃতি প্রদর্শনে (যে আজ্ঞে); আধিক্য বা প্রাচুর্য- সূচক (যে বৃষ্টি, যে লোক হয়েছিল)। যে আজ্ঞা (ক্রিয়া) আদেশ অনুসারে কাজ করা হবে-এ কথা বোঝানো। (তুলনীয়) যো হুকুম। যে কথা সে কাজ (ক্রিয়া) কথার খেলাপ না করা; ঠিক কথানুযায়ী কাজ। যে কেউ, যে কেহ, যে সে সর্ব নির্বিশেষে; প্রত্যেকেই; সাধারণ জনও। যে সেই (অব্যয়) কোনো পরিবর্তন হয়নি এমন; যা ছিল তাই; পূর্ববৎ। যে বা সর্ব যে কেউ; যে কোনোটি বা যে কোনো জন। যে বিয়ের যে মন্ত্র (ক্রিয়া) যে জিনিসের যা নিয়ম। যে যে সর্ব যারা। {(প্রাকৃত)যে; (তৎসম বা সংস্কৃত) যৎ>}
- Bengali Word যেই, যাই Bengali definition [জেই, জাই] (ক্রিয়াবিশেষণ) যৎকালে; যে মুহূর্তে; যেমনি (প্রভাবে হৈল যেই-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) যে; যাই। {(তৎসম বা সংস্কৃত) যাদা>}
- Bengali Word যেকেন্দানি, যাঁকান্দানি, জাঁকান্দনী Bengali definition [জেকেন্দানি, জাঁকান্দানি, জাঁকান্দোনি] (বিশেষ্য) শ্বাস ওঠা (হঠাৎ তাঁর মনে হইল রোগীর যেকেন্দানি উঠিয়াছে-আবুল মনসুর আহমদ)। {(ফারসি) জান+কন্দন + (বাংলা) ই+ঈ}
- Bengali Word যেখান Bengali definition [জেখান্] (বিশেষ্য) যত্র; যথায়; যেস্থানে। যেখানকার (বিশেষণ) যেস্থানের। যেখান সেখান (বিশেষ্য) যত্রতত্র; সর্বস্থান; যেথায় সেথায়। যেখানে (ক্রিয়াবিশেষণ) যে অবস্থায়; যে স্থানে। যেখানে সেখানে (ক্রিয়াবিশেষণ) স্থান বিচার না করে; যত্রতত্র; সর্বত্র; ইতস্তত। {(তৎসম বা সংস্কৃত) যৎস্থান>}
- Bengali Word যেতে বসা Bengali definition ⇒ যাওয়া
- Bengali Word যেথা Bengali definition [জেথা] (বিশেষ্য) যে স্থান বা জায়গা। □ (ক্রিয়াবিশেষণ) যথায়; যেখানে (যেথা যাই)। যেতাকার (বিশেষণ) যে জায়গার। যেথায় (ক্রিয়াবিশেষণ) যেখানে; যেথা। যেথাসেথা (ক্রিয়াবিশেষণ) যেখানে সেখানে; যত্রতত্র; সর্বত্র; ইতস্তত। {(তৎসম বা সংস্কৃত) যত্র>}
- Bengali Word যেথায় (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [জেথায়্] (অব্যয়) হেথা; এখানে (যেথায় আণিঞ্জা দিলে কাহ্ন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) অত্র>}
- Bengali Word যেন Bengali definition [জ্যানো] (ক্রিয়াবিশেষণ) যেরূপ; যেমন। □ (অব্যয়) ১ প্রার্থনায়; কামনায়; অভিলাষ প্রকাশে (আল্লাহ, সে যেন সেরে ওঠে)। ২ অনুমানে (দেখা যাচ্ছে যেন)। ৩ তুলনায়; উপমায় (নির্মল যেন ফুল)। ৪ কল্পনায় (মনে করো যেন বিদেশ ঘুরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৫ সতর্কীকরণে (বইটা যেন না হারায়)। ৬ স্বীকৃতি জ্ঞাপনে (তাই যেন হলো)। যেন তেন প্রকারে/ প্রকারেণ- যেকোনো উপায়ে; যে উপায়ে হোক; যেমন তেমন করে; অসুাধুভাবে; যেকোনো ব্যবস্থা অবলম্বন করে (তখন সেই যেন তেন প্রকারেণ রক্ষা করবার জন্য মানুষ বদ্ধপরিকর হয়ে ওঠে-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) যদ্, (পুংলিঙ্গ)৩য়া (একবচন)}
- Bengali Word যেমতি, যেমত Bengali definition [জেমোতি, মেতো] (ক্রিয়াবিশেষণ) (পদ্যে ব্যবহৃত) যেমন; রূপ; যে প্রকার; যদ্রূপ (আমার পরাণ যেমতি করিছে-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) যৎ+মত; (তুলনীয়) (হিন্দি) জৈসা}
- Bengali Word যেমন Bengali definition [জ্যামোন্] (বিশেষণ) ১ যে রকম; যে প্রকার (যেমন কুকুর তেমন মুগুর)। ২ যথা; দৃষ্টান্তস্বরূপ। □ (ক্রিয়াবিশেষণ) যেইমাত্র; যে মুহূর্তে; সমকালে (যেমন সে এলো অমনি বৃষ্টি)। □ (অব্যয়) বিস্ময় ইত্যাদি ব্যঞ্জক (সেও যেমন)। যেমনই (বিশেষণ) যে প্রকারেই; যেরূপেই। যেমন তেমন, যেমন তেমনি (বিশেষণ) যে কোনো প্রকার; অতি সামান্য (যেমন- তেমন জিনিস)। যেমন নেড়া তেনি নেড়ি- একই স্বভাবের। যেমনি (ক্রিয়াবিশেষণ) যেমন; ঠিক; যে রকম; যখনই; যে মাত্র; যে মুহূর্তে। {(তৎসম বা সংস্কৃত) যস্মিন্>}