য পৃষ্ঠা ৭
- Bengali Word যিশু, যীশু Bengali definition [জিশু] (বিশেষ্য) ১ খ্রিস্টধর্মের প্রবর্তক ঈসা নবী। {(পর্তুগিজ) Jesu, (ইংরেজি) Jesus}
- Bengali Word যিয়াদা Bengali definition [জিয়াদা] (বিশেষণ) অধিক; বেশ। {(ফারসি) জিয়াদাহ}
- Bengali Word যিয়াফত Bengali definition ⇒ যেয়াফত
- Bengali Word যিয়ারত Bengali definition ⇒ জেয়ারত
- Bengali Word যুঁই Bengali definition ⇒ জুঁই
- Bengali Word যুঁই, যূঁই, জুঁই Bengali definition [জুঁই] (বিশেষ্য) ছোট ছোট সাদা রঙ্গের সুগন্ধি ফুলবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) যূথিকা, যূথী>}
- Bengali Word যুকতি, যুকুতি Bengali definition ⇒ যুক্তি
- Bengali Word যুক্ত Bengali definition [জুক্তো] (বিশেষণ) ১ সংযোজিত; সংলগ্ন; একত্র; মিলিত (যুক্তপাণি)। ২ নিয়োজিত; ব্যাপৃত; রত; নিযুক্ত (কর্মে যুক্ত)। ৩ উপযুক্ত; ন্যায্য; অনুমত (যুক্ত দন্ড)। ৪ পরিমিত; পরিমাণমতো (যুক্তাহার বিহার)। ৫ যোগরত। ৬ বিশিষ্ট (অর্থযুক্ত বাক্য)। ৭ (গণিত.) যোগ করা হয়েছে এমন; সংকলিত। যুক্তা (স্ত্রীলিঙ্গ)। যুক্তকর (ক্রিয়াবিশেষণ) দুই হাত একসঙ্গে; জোড়হাতে; কৃতাঞ্জলিপূর্বক। □ (বিশেষ্য) জোড় করা হাত। যুক্ত প্রদেশ (বিশেষ্য) বর্তমান ভারতের উত্তর প্রদেশ; আগ্রা ও অযোধ্যা প্রদেশ। যুক্তবেণী (বিশেষ্য) ১ নদীর সম্মিলন; প্রয়োগে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর মিলিত ধারা। ২ বেণীবদ্ধ কেশ; খোঁপা। যুক্তরাজ্য (বিশেষ্য) গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ড; United Kingdom। যুক্তরাষ্ট্র (বিশেষ্য) আমেরিকার সংযুক্ত রাষ্ট্রসমূহ; The United States of America। যুক্তাক্ষর (বিশেষণ) মিলিত অক্ষর; সংযুক্ত বর্ণ; একাধিক বর্ণ এক সঙ্গে যুক্ত করে লিখিত ও উচ্চারিত (যথা-র্ধ্ব)। {(তৎসম বা সংস্কৃত) √যুজ্+ত(ক্ত)}
- Bengali Word যুক্তি, যুকতি, যুকুতি Bengali definition [জুক্তি, জুকোতি, জুকুতি] (বিশেষ্য) ১ কারণ; হেতু (যুক্তি প্রদর্শন)। ২ বিচার; ন্যায়; reason (যুক্তিসহ)। ৩ পরামর্শ; মন্ত্রণা ((ওর সঙ্গে যুক্তি করে দেখা যাক)। ৪ সিদ্ধান্ত (শেষ পর্যন্ত এই যুক্তি করলে)। ৫ ন্যাটালঙ্কার বিশেষ। ৬ সংযোগ; মিলন। যুক্তিতর্ক (বিশেষ্য) কার্যকারণসম্মত বিতর্ক। যুক্তিদাতা (বিশেষণ) পরামর্শ দিয়ে থাকেন এমন; মন্ত্রণাদাতা। যুক্তিপূর্বক (ক্রিয়াবিশেষণ) পরামর্শ বা মন্ত্রণা বা আলোচনা করে (পরিশেষে যুক্তপূর্বক মোহনভোগ প্রস্তুত করিয়া ধূমপায়ী তপস্বীর আস্যে অর্পিত করিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। যুক্তিযুক্ত, যুক্তিসঙ্গত, যু্ক্তিসম্মত, যুক্তিসহ (বিশেষণ) উচিত; ন্যায়সঙ্গত; উপযুক্ত; যুক্তিসিদ্ধ। যুক্তিহীন (বিশেষণ) অযৌক্তিক; বিচারহীন; হেতুহীন; অন্যায়। যুক্তিষ্ঠিা (বিশেষণ) যুক্তির প্রতি নিষ্ঠাসম্পন্ন। যুক্তিনিষ্ঠা (বিশেষ্য) যুক্তির প্রতি নিষ্ঠা বা আসক্তি। যুক্তিবাদ (বিশেষ্য) যুক্তিভিত্তিক মতবাদ। যুক্তিবাদী (বিশেষণ) যুক্তিবাদ অনুসারী। {(তৎসম বা সংস্কৃত) √যুজ্+ত(ক্তি)=যুক্তি>(স্বরাগমে) যুকতি, যুকুতি}
- Bengali Word যুগ Bengali definition [জুগ্] (বিশেষ্য) ১ বারো বছর সময়; সত্য ত্রেতা দ্বাপর ও কলি নামক চার যুগ; পৌরণিক কাল বিভাগ। ২ সময়; কাল; আমল (তাদের যুগে এমন হতো না)। ৩ জোড়া; যুগ্ন; যুগল (পদযুগ)। ৪ চার হাত পরিমাণবিশেষ। ৫ জোয়াল; yoke (যুগন্ধর)। যুগক্ষয়, যুগান্ত (বিশেষ্য) প্রলয়কাল; যুগের শেষ। যুগধর্ম (বিশেষ্য) কাল উপযোগী আচার- ব্যবহার; যুগোচিত ধর্ম; কোনো যুগের ঝোঁক বা বৈশিষ্ট্য। যুগন্ধর (বিশেষ্য) ১ জোয়ালের সঙ্গে যুক্ত কাঠ; লাঙ্গলের ঈষ; গাড়ির বোম। ২ পর্বতবিশেষ; মেরুর সর্বাপেক্ষা নিকটবর্তী পর্বত। ৩ যুগকে ধারণ করেন যিনি; অনন্যাসাধারণ প্রতিভাধর; যুগপ্রবর্তক (মধুসূদন ছিলেন যুগন্ধর)। যুগসন্ধি (বিশেষ্য) এক যুগের সমাপ্তি ও অন্য যুগের আরম্ভকাল; transition। যুগান্তর (বিশেষ্য) ১ অন্য বা অপর যুগ। ২ বিশিষ্ট যুগ বা কাল প্রবর্তন (যুগান্তর সৃষ্টি)। যুগান্তর যুগান্তর (বিশেষ্য) যুগের পর যুগ; বহু যুগ। যুগোপযোগী (বিশেষণ) নির্দিষ্ট যুগের পক্ষে উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত)√যুজ্+অ(ঘঞ্)}
- Bengali Word যুগপৎ Bengali definition [জুগোপত্] (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) একই কালে; সমকালীন; একই সঙ্গে (এই অন্যোন্যবিমুখ প্রাথমিক সংস্কার দুটো যগপৎ কার্যকর-সুধীণ্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) যুগ+পদ্}
- Bengali Word যুগল Bengali definition [জুগল্] (বিশেষ্য) জোড়া; যুগ্ম; দুটি। {(তৎসম বা সংস্কৃত) যুজ্+অল(কলচ্)}
- Bengali Word যুগানো Bengali definition ⇒ জোগানো
- Bengali Word যুগান্ত, যুগান্তর Bengali definition ⇒ যুগ
- Bengali Word যুগি, যুগী Bengali definition [জুগি] (বিশেষ্য) হিন্দু সম্প্রদায় বিশেষ। যুগিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) যোগী>}
- Bengali Word যুগোপযোগী Bengali definition ⇒ যুগ
- Bengali Word যুগ্ম Bengali definition [জুগ্মো] (বিশেষ্য) যুগল; জোদা; দুই। □ (বিশেষণ) ১ সহযোগী (যুগ্ম সম্পাদক)। ২ (গনিত.) যে সংখ্যাকে দুই ভাগ করলে মিলে যায়; জোড় (যুগ্ম রাশি)। {(তৎসম বা সংস্কৃত) √যুজ্+ম(মক্)}
- Bengali Word যুগ্যি Bengali definition [জুগ্গি] (বিশেষণ) যোগ্য; উপযুক্ত (তুই কি আমার যুগ্যি?-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) যোগ্য>}
- Bengali Word যুজ Bengali definition ⇒ জুজ
- Bengali Word যুঝা Bengali definition [জুঝা] (ক্রিয়া) ১ যুদ্ধ করা; লড়াই করা। ২ বাধাবিঘ্নাদি অতিক্রমপূর্বক কৃতকার্যতা লাভের জন্য প্রাণপণে চেষ্টা করা। যুঝানো (ক্রিয়া) ১ যুদ্ধ করানো; লড়াই করানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। যুঝাযুঝি (বিশেষ্য) দ্বন্দ্বে পরস্পরকে পরাজিত করার চেষ্টা; ধস্তাধস্তি; লড়ালড়ি। {(তৎসম বা সংস্কৃত) √যুধ্>+ (বাংলা) আ}
- Bengali Word যুটি Bengali definition [জুটি] (বিশেষ্য) ১ যুগ্ম; জোড়া; জুটি। ২ সহচরী; সঙ্গিনী। ৩ সমবয়সী; সমবয়স্ক (সমযুটি মেয়েরা)। {(তৎসম বা সংস্কৃত) যুতি>}
- Bengali Word যুত ১ Bengali definition [জুত্] (বিশেষণ) ১ মিলিত; সংযুক্ত; যুক্ত। ২ চার হাত পরিমাণ। {(তৎসম বা সংস্কৃত) √যু+ত(ক্ত)}
- Bengali Word যুত ২, যুৎ Bengali definition [জুত্] (বিশেষ্য) সুবিধা; সুযোগ; কায়দামাফিক; সুবন্দোবস্ত; সুসঙ্গতি; সুসার; আরাম। যুত করা (ক্রিয়া) ১ সুবিধা করা; সুব্যবস্থা করা। ২ বিলি করা। যুতসই (বিশেষণ) সুবিধামতো; কায়দামতো; আরামদায়ক (তেমন যুৎসই নয়-আবু রুশ্দ্)। {(তৎসম বা সংস্কৃত) যোত্র>}
- Bengali Word যুততে Bengali definition [জুত্তে] (অসমাপিকা ক্রিয়া) যাত্রার জন্য গাড়ি প্রস্তুত করতে (যুততে গাড়ী বলতে গিয়ে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {√যুত্+তে}
- Bengali Word যুতা Bengali definition ⇒ জোতা
- Bengali Word যুতি Bengali definition [জুতি] (বিশেষ্য) ১ যোগ; মিলন; মিশ্রণ। ২ গাড়িতে জুড়বার দড়ি বা চর্মরজ্জু। ৩ লাঙল বা জোয়াল যোগ করতে যা ব্যবহৃত হয়। ৪ লম্বা শলাবিশিষ্ট নিক্ষেপযোগ্য মাছ শিকারের যন্ত্র যার সঙ্গে লম্বা দড়ি বাঁধা থাকে। {(তৎসম বা সংস্কৃত) √যু+তি(ক্তি)}
- Bengali Word যুদ্ধ Bengali definition [যুদ্ধো] (বিশেষ্য) ১ লড়াই; সংগ্রাম; সমর; রণ; বিগ্রহ; আহব। ২ দ্বন্দ্ব; বলের প্রতিযোগীতা বা লড়াই। যুদ্ধোত্তর (বিশেষণ) যুদ্ধ পরবর্তী। যুদ্ধনীতি, যুদ্ধরীতি (বিশেষ্য) রণ- বিষয়ক নিয়মাদি; যুদ্ধের আইন- কানুন; সমরনীতি। যুদ্ধবিগ্রহ (বিশেষ্য) আহব; যুদ্ধ। যুদ্ধবিদ্যা (বিশেষ্য) সমর-বিজ্ঞান; সংগ্রাম-কৌশল; সংগ্রাম সম্পর্কিত জ্ঞান বা শাস্ত্র। যুদ্ধবিশারদ (বিশেষণ) যুদ্ধবিদ্যায় যিনি পারদর্শী; রণনিপুণ; সংগ্রামদক্ষ। যুদ্ধযাত্রা (বিশেষ্য) যুদ্ধের জন্য গমন; অভিযান। যুদ্ধাজীব (বিশেষণ), (বিশেষ্য) যুদ্ধ করে যে জীবন ধারণ করে; যোদ্ধা; সৈনিক বৃত্তি অবলম্বন করে যে। যুদ্ধাবসান (বিশেষ্য) যুদ্ধের শেষ; সংগ্রামের সমাপ্তি; শান্তির সন্ধি। যুদ্ধার্থ (ক্রিয়াবিশেষণ) সংগ্রামের জন্য; যুদ্ধ করার জন্য; রণনিমিত্ত। যুদ্ধার্থী (-র্থিন্) (বিশেষণ) রণোন্মুখ; সংগ্রামপ্রার্থী; যুদ্ধ করার উপক্রমকারী। যুদ্ধি (ক্রিয়া) যুদ্ধ করি; সংগ্রাম করি (বাদশাহী গেছে মুর্গীও গেল, আর কার লোভে যুদ্ধি-কাজী নজরুল ইসলাম)। যুদ্ধোপকরণ (বিশেষ্য) আয়ূধ; অস্ত্রশস্ত্র, রশদ ইত্যাদি। যুদ্ধোন্মাদ (বিশেষ্য) যুদ্ধজনিত উন্মদনা; যুদ্ধ করার প্রবল বাসনা; রণোন্মত্ততা। □ (বিশেষণ) রণোন্মত্ত। {(তৎসম বা সংস্কৃত) √যুধ্+ত(ক্ত)}
- Bengali Word যুধিষ্ঠির Bengali definition [জুধিশ্ঠির্] (বিশেষ্য) মহাভারতোক্ত ধর্মপুত্র; পঞ্চপান্ডবের জ্যেষ্ঠ পান্ডব। □ (বিশেষণ) যুদ্ধের সময়ে বুদ্ধি স্থির রাখতে পারেন এমন। {(তৎসম বা সংস্কৃত) যুধি+স্থির, অলুক ৭ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word যুধ্যমান Bengali definition [জুদ্ধোমান্] (বিশেষণ) সংগ্রামকারী; যুদ্ধ করছে এমন; যুদ্ধরত। {(তৎসম বা সংস্কৃত) √ যুধ্+মান(শানচ্)}
- Bengali Word যুনান, য়ুনান Bengali definition [উনান্] (বিশেষ্য) গ্রিস দেশের পশ্চিমে অবস্থিত আইওনিয়া দ্বীপসমূহ। য়ুনানি (বিশেষণ) ১ গ্রিস সম্বন্ধীয়; যাবনিক। ২ গ্রিক তিব্বি (য়ুনানি দাওয়াখানা)। □ (বিশেষ্য) আয়োনিয়ার অধিবাসী; গ্রিক; যবন। য়ুনানি চিকিৎসা (বিশেষ্য) গ্রিক চিকিৎসা-শাস্ত্র অনুযায়ী চিকিৎসা; হেকিমি চিকিৎসা; তিব্বি চিকিৎসা। {(আরবি) য়ুৱনান}