Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word যাজ্ঞসেনী Bengali definition [জাগ্‌গোঁশেনি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) দ্রৌপদী। {(তৎসম বা সংস্কৃত) যজ্ঞসেন+ই(ইঞ্‌)+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word যাজ্ঞিক Bengali definition [জাগ্‌গিক্‌] (বিশেষ্য) পুরোহিত। □ (বিশেষণ) যজ্ঞের প্রয়োজনীয় দ্রব্যাদি; যজ্ঞীয়। ২ যজ্ঞের হিতকর। {(তৎসম বা সংস্কৃত) যজ্ঞ+ইক(ঠক্‌)}
  • Bengali Word যাজ্ঞিকান্ন Bengali definition [জাগ্‌গিঁক্‌ অন্‌নো] (বিশেষ্য) যজ্ঞের চরু বা পায়েস। {(তৎসম বা সংস্কৃত) যাজ্ঞিক+অন্ন}
  • Bengali Word যাজ্য Bengali definition ⇒ যাজন
  • Bengali Word যাঠা Bengali definition ⇒ জাঠা
  • Bengali Word যাণাইবোঁ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [জানাইবোঁ] (ক্রিয়া) জানাব (জানাইবোঁ কংস যেন করএ বিচা-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √জ্ঞা>}
  • Bengali Word যাত ১ Bengali definition [জাতো] (বিশেষণ) ১ অতীত; গত। ২ বিদিত; জ্ঞাত। ৩ লব্ধ; প্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) √যা+ত(ক্ত)}
  • Bengali Word যাত ২ Bengali definition [জাতো] (মধ্যযুগীয় বাংলা) (সর্বনাম) ১ যার (যাত খিধা বসে-বড়ু চণ্ডীদাস)। ২ যাতে; যেকানে (সে পথে না জায়িব যাত দাণী কাহ্নাঞি-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) যাত্রা>}
  • Bengali Word যাতনা Bengali definition [জাতোনা] (বিশেষ্য) ১ দুঃখ; সাংঘাতিক যন্ত্রণা; তীব্র বেদনা (কি যাতনা বিষে বুঝিবে সে কিসে-কৃষ্ণচন্দ্র মজুমদার)। ২ নিপীড়ন (ছেলেটি মাকে বড় যাতনা দিক)। {(তৎসম বা সংস্কৃত) যন্ত্রণা>}
  • Bengali Word যাতব্য Bengali definition [জাতোব্‌বো] (বিশেষণ) ১ যাওয়ার যোগ্য। ২ অভিযানের বা আক্রমণের উপযুক্ত। ৩ প্রাপ্তব্য। {(তৎসম বা সংস্কৃত) √যা+তব্য}
  • Bengali Word যাতা (-তৃ) Bengali definition [জাতা] (বিশেষ্য) ১ গমনকারী; গমনকর্তা। ২ স্বামীর ভ্রাতৃপত্নী; জা। ৩ সারথি; রথচালক। ৪ পথিক। {(তৎসম বা সংস্কৃত) √যা+তৃ}
  • Bengali Word যাতায়াত Bengali definition [জাতায়াত্‌] (বিশেষ্য) গমনাগমন; আসা যাওয়া; গতিবিধি। যাতায়াত খরচা (বিশেষ্য) গমনাগমনের জন্য খরচা বা ভাতা রাহা খরচ। {যাতা+ আয়াত}
  • Bengali Word যাতি (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [জাতি] (বিশেষ্য) জাতি (যাতি আজি নষ্ট ভৈল-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) জাতি>}
  • Bengali Word যাত্রা Bengali definition [জাত্‌ত্রা] (বিশেষ্য) ১ গমন (আমাদের যাত্রা হল শুরু-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ প্রস্থান; নির্গমন; বের হওয়া (যাত্রা করা)। ৩ যাপন; অতিবাহন (জীবনযাত্রা)। ৪ উৎসব- বিশেষ (রথযাত্রা)। ৫ বহুলোকের শ্রেণিবদ্ধভাবে গমন; মিছিল (শোভাযাত্রা)। ৬ দৃশ্যপটহীন মঞ্চে নাট্যাভিনয় বা গীতাভিনয়বিশেষ (যাত্রাদল)। ৭ দফা; বার (এ যাত্রা ছেড়েউ দিলাম, যাও)। যাত্রাভঙ্গ (বিশেষ্য) শুভযাত্রা না হওয়া। যাত্রার অধিকারী (বিশেষ্য) যাত্রাদলের পরিচালক বা মালিক। {(তৎসম বা সংস্কৃত) √যা+ত্র(ত্রন্‌+আ(টাপ্‌))}
  • Bengali Word যাত্রিক Bengali definition [জাত্‌ত্রিক্‌] (বিশেষণ) ১ যাত্রাকারী; যাত্রী; গমনকারী; পান্থ; পথিক; মুসাফির। ২ যাত্রা সংক্রান্ত; যাত্রার উপযুক্ত; যাত্রার যোগ্য। □ (বিশেষ্য) ১ তীর্থযাত্রী; তীর্থ ভ্রমণকারী। ২ পথ খরচা; পাথেয়। ৩ যাত্রার সুলক্ষণ। {(তৎসম বা সংস্কৃত) যাত্রা+ইক(ঠক্‌)}
  • Bengali Word যাত্রী (-ত্রিন্‌) Bengali definition [জাত্‌ত্রি] (বিশেষ্য), (বিশেষণ) যাতায়াত করে এমন; যাত্রাকারী; গমনকারী; মুসাফির; তীর্থযাত্রী। যাত্রিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) যাত্রা+ইন্‌(ইনি)}
  • Bengali Word যাথাতথ্য Bengali definition [যাথাতোত্‌থো] (বিশেষ্য) ১ প্রকৃত তত্ত্ব। ২ যথার্থতা। {(তৎসম বা সংস্কৃত) যথাতথা+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word যাথাযথ্য Bengali definition [জাথাজোত্‌থো] (বিশেষ্য) ঠিক অবস্থা; যাথার্থ্য। {(তৎসম বা সংস্কৃত) যথাযথ+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word যাথার্থ্য Bengali definition [জাথার্‌থো] (বিশেষ্য) সত্য; সত্যতা; হকিকত; স্বরুপ; প্রকৃত তথ্য; যথার্থতা। {(তৎসম বা সংস্কৃত) যথার্থ+য(ষঞ্‌)}
  • Bengali Word যাদঃপতি Bengali definition [জাদোপ্‌পোতি] (বিশেষ্য) হিন্দু বিশ্বাস মতে বরুণদেব; জলের অধিপতি; সমুদ্র (যাদঃপতি রোধঃ যথা চলোমি আঘাতে-মাইকেল মধূসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) যাদব্‌+পতি; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word যাদব Bengali definition [জাদোব্‌] (বিশেষ্য) কৃষ্ণ; যদুনন্দন। □ (বিশেষণ) যদুবংশীয়। ২ যদুবংশ সম্বন্ধীয়। যাদবী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ হিন্দদেবী দুর্গা। ২ কুট্টিনী। ৩ সুরা; মদিরা। {(তৎসম বা সংস্কৃত) যদু+অ(অণ্‌)}
  • Bengali Word যাদু ১, জাদু Bengali definition [জাদু] (বিশেষ্য) তন্ত্রমন্ত্র; কুহক; মায়া; আকর্ষণ। যাদুকর, জাদুকর (বিশেষ্য) যে যাদু দেখায়; মেজিশিয়ান। যাদুবিদ্যা, জাদুবিদ্যা (বিশেষ্য) ভোজবাজি; যাদু বিষয়ক কলা। {(ফারসি) জাদু}
  • Bengali Word যাদু ২ Bengali definition [জাদু] (বিশেষ্য) বৎস; আদরের খোকা (আমার যাদুরে); বিদ্রূপে- বাছাধন (এবার টের পাবে যাদু)। {(ফারসি) জাদু}
  • Bengali Word যাদু, যাদুকর, যাদুঘর Bengali definition ⇒ জাদু২
  • Bengali Word যাদৃচ্ছিক Bengali definition [জাদৃচ্‌ছিক্‌] (বিশেষণ) যথেচ্ছ; ইচ্ছামতো। {(তৎসম বা সংস্কৃত) যদৃচ্ছা+ইক(ঠক্‌)}
  • Bengali Word যাদৃশ, যাদৃক (শ্‌) Bengali definition [জাদৃশো, জাদৃক্‌] (বিশেষণ) যেমন; যে প্রকার; যে রকম। যাদৃশী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) যদ্‌+√দৃশ্‌+ক্বিন্‌}
  • Bengali Word যান Bengali definition [জান্‌] (বিশেষ্য) যার সাহায্যে স্থানান্তরে যাওয়া যায়; বাহন; অশ্ব, হস্তী, নৌকা, শকট, গাড়ি ইত্যাদি। যানজট (বিশেষ্য) যানবাহনের অতিরিক্ত ভিড়ের জন্য সাময়িকভাবে যানচলাচল বন্ধ থাকা। যানবাহ, যানবাহক (বিশেষণ) গাড়ি টানে এমন। যানবাহন (বিশেষ্য) গাড়ি, বাস, ট্রাম ইত্যাদি যা বহন করে বা যাতায়াতের জন্যে ব্যবহৃত হয়। অর্ণবযান (বিশেষ্য) সমুদ্রগামী জাহাজ, স্টিমার ইত্যাদি। অশ্বযান (বিশেষ্য) ঘোড়ার গাড়ি; ঘোড়গাড়ি। আকাশযান, ব্যোমযান, বায়ুযান (বিশেষ্য) আকাশে উড্ডয়নক্ষম বেলুন বিমান উড়োজাহাজ ইত্যাদি। বাষ্পযান (বিশেষ্য) বাষ্পচালিত গাড়ি। {(তৎসম বা সংস্কৃত) √যা+অন(ল্যুট্‌)}
  • Bengali Word যানা (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [জানা] জানা (এ তীরু ভূবনে যানে-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √জ্ঞা>}
  • Bengali Word যান্ত্রিক Bengali definition [জান্‌ত্রিক্‌] (বিশেষণ) ১ যন্ত্র চালনে দক্ষ; যন্ত্রবিশারদ; যন্ত্রসয়ক্রান্ত; mechanic; যন্ত্র নির্মাণ করে এমন। ২ যন্ত্রের মতো ছক-বাঁধা; নিষ্প্রাণ। যান্ত্রিকতা (বিশেষ্য)। যান্ত্রিকী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) যন্ত্র+ইক(ঠক্‌)}
  • Bengali Word যাপক Bengali definition ⇒ যাপন