Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word যেরু (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [জেন্‌হো] (ক্রিয়াবিশেষণ) যেন (শোভে যেহ্ন বরুণের জাল-চণ্ডীদাস)। {যেহেন>}
  • Bengali Word যেহেতু Bengali definition [জেহেতু] (অব্যয়) যে কারণে; কারণ নির্দেশ। {(তৎসম বা সংস্কৃত) যে+হেতু}
  • Bengali Word যোগাযোগ, যোগারূঢ়, যোগাসন Bengali definition ⇒ যোগ
  • Bengali Word যেয়াদা Bengali definition ⇒ ‍যিয়াদা
  • Bengali Word যেয়াফত, জেয়াফত Bengali definition [জেয়াফত্‌] (বিশেষ্য) নিমন্ত্রণ; দাওয়াত (ফাতেহা উপলক্ষে যেয়াফত শেষ হইয়া গেলে-কাজী ইমদাদুল হক)। {(আরবি) দিয়াফত}
  • Bengali Word যৈছন, ষৈছে Bengali definition [জোইছন্‌, জোইছে] (ব্রজবুলি) (ক্রিয়াবিশেষণ) ১ যেরূপ; যে প্রকারে। {(হিন্দি) জৈছন, জৈসে}
  • Bengali Word যো সো করে Bengali definition [জো শো কোরে] (ক্রিয়াবিশেষণ) যেমন তেমন করে; যেমনভাবেই হোক না কেন; যে কোনো উপায়ে; কোনো রকমে। {যো+সো+করে}
  • Bengali Word যো ১ (ব্রজবুলি) Bengali definition [জো] (সর্বনাম) যে ব্যক্তি; যিনি; যা। {(তৎসম বা সংস্কৃত) যাঃ>, যৎ>}
  • Bengali Word যো ২ Bengali definition ⇒ জো
  • Bengali Word যো- হুকুমের দল Bengali definition [জো হুকুমের দল্‌] (বিশেষ্য) স্তাবকের দল; চাটুকারের দল। {যো+হুকুম+দল}
  • Bengali Word যোই (ব্রজবুলি) Bengali definition [জোই] (সর্বনাম) যে; যা; যেরূপ (যোই করল সেই নাগর-বিদ্যাপতি)। {(হিন্দি) জো}
  • Bengali Word যোক্তা (-ক্ত্‌) Bengali definition [জোক্‌তা] (বিশেষণ) যোজনকর্তা; যোগকারী; যোজয়িতা। যোক্তী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) যুজ্‌+তৃ(তৃচ্‌)}
  • Bengali Word যোক্ত্র, যোত্র Bengali definition [জোক্‌ত্রো, জোত্‌ত্রো] (বিশেষ্য) লাঙ্লাদির জোয়াল বাঁধার দড়ি। {(তৎসম বা সংস্কৃত) √যুজ্‌+ত্র(ষ্ট্রন্‌)}
  • Bengali Word যোখা, যোঁকা Bengali definition [জোখা, জোঁকা] (ক্রিয়া) পরিমাণ করা; মাপা (যোখল সকল মহীতল-বিদ্যাপতি)। {(হিন্দি) জুখ}
  • Bengali Word যোগ Bengali definition [জোগ্‌] (বিশেষ্য) ১ ঐক্য; মিলন (জীবনে জীবন যোগ করা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সম্পর্ক; সম্বন্ধ (রক্তের যোগ)। ৩ সংস্রব; সংসর্গ (ওদের সাথে তোমার যোগ রাখা উচিত নয়)। ৪ অবলম্বন; মাধ্যম (ডাকযোগে, নৌকাযোগে)। ৫ হিন্দুদর্শন মতে জীবাত্মা ও পরমাত্মার মিলন; তপস্যা; ধ্যান; সাধনা (যোগ করা, যোগাসন)। ৬ সাধনার পথ; কর্মকৌশল (কর্মযোগ)। ৭ প্রয়োগ; নিবেশ (মনোযোগ)। ৮ শুভকাল (বিবাহযোগ)। ৯ সুবিধা (লাভের যোগ)। ১০ ঔষধ (মুষ্টিযোগ)। ১১ সময় (রাত্রিযোগে)। ১২ সংকলন; সমষ্টি (চার আর তিন যোগ করলে সাত হয়)। ১৩ যোগের চিহ্ন। ১৪ পর্ব; উৎসব। ১৫ পতঞ্জলি রচিত দর্শনশাস্ত্র। যোগক্ষেম (বিশেষ্য) অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি ও তার রক্ষা; রক্ষণাবেক্ষণ। যোগদান (বিশেষ্য) উপস্থিত হওয়া; নিযুক্ত হওয়া (নতুন চাকরিতে যোগদান); সহযোগিতা; সংস্রব রাখা। যোগনিদ্রা (বিশেষ্য) ১ যোগাবস্থায় সুপ্তি; চিত্তের বিষয়ান্তর নিবৃত্তিরূপে নিদ্রা। ২ (ব্যঙ্গার্থ) ঝিমানো। যোগপট্টি (বিশেষ্য) যোগ পাটা; উত্তরীয়বিশেষ (দিগম্বর বিভূতি ভূষিত কলেরব। গলে যোগপট্ট উপবীত বিষধর-ভারতচন্দ্র রায়গুণাকর)। যোগফল (বিশেষ্য) (গণিত.) যোগক্রিয়ার ফল; প্রাপ্ত রাশি। যোগবল (বিশেষ্য) যোগ প্রভাব বা শক্তি। যোগবাহী (-হিন্‌) (বিশেষণ) ১ সংযোগ ঘটে এমন; মাধ্যম; সহায়ক। ২ ঔষধাদির যোগসাধক (মধু, পারদ)। যোগভঙ্গ (বিশেষ্য) যোগ থেকে বিরতি; যোগাবসান; ধ্যানাবসান। যোগভ্রষ্ট (বিশেষণ) (সিদ্ধি লাভের পূর্বে) যোগমার্গ থেকে বিচ্যুত। যোগমায়া (বিশেষ্য) হিন্দু শাস্ত্রোক্ত দুর্গা দেবী; মহামায়া; ভগবানের লীলা বিস্তারিণী শক্তি; আদ্যাশক্তি। যোগমার্গ (বিশেষ্য) যোগের পদ্ধতি বা নিয়ম; যোগ সাধনের পন্থা। যোগরুঢ় (বিশেষণ) একাধিক শব্দযোগে গঠিত কিন্তু কোনো বিশেষ অর্থজ্ঞাপক (যথা- পঙ্কজ, জলদ, পঞ্চশর)। যোগশাস্ত্র (বিশেষ্য) যে শাস্ত্র বা গ্রন্থে যোগসাধনার নিয়ম পদ্ধতি ইত্যাদি বিষয়ে লিখিত; পতঞ্জলি প্রমুখ মুনি প্রণীত যোগ বিষয়ক গ্রন্থ। যোগসাজশ (বিশেষ্য) অন্যায় কাজে গোপনে সহযোগ ও ষঢ়যন্ত্র। যোগসাধন, যোগসাধনা (বিশেষ্য) হিন্দু শাস্ত্রোক্ত যোগাভ্যাস; যম নিয়ম প্রাণায়ামাদি অভ্যাস। যোগসিদ্ধি (বিশেষ্য) যোগসাধনায় অভীষ্ট প্রাপ্তি; যোগসাধনায় সাফল্য। যোগাযোগ (বিশেষ্য) মিলন; ঐক্য; সংঘটন; সামঞ্জস্য; সংস্রব; সংযোগ; সংবাদ; লেনদেন; তত্ত্বাবধান; সহযোগিতা। যোগারুঢ় (বিশেষ্য) যোগসাধনায় নিবিষ্টচিত্ত। □ (বিশেষণ) যুগোপবিষ্ট। যোগাসন (বিশেষ্য) যোগ সাধনায় উপবেশন বা উপবেশনের পদ্ধতি। যোগে যোগে (ক্রিয়াবিশেষণ) ১ কোনো সুযোগে; দাঁও মতো। ২ কোনো প্রকারে; কষ্টেসৃষ্টে; কায়ক্লেশে। {(তৎসম বা সংস্কৃত) √যুজ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word যোগাওঁ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [জোগাওঁ] (ক্রিয়া) সরবরাহ করি; যোগান দিই। যোগাইবোঁ (মধ্যযুগীয় বাংলা) সরবরাহ করব। {যোগ>}
  • Bengali Word যোগান, জোগান Bengali definition [জোগান্‌] (বিশেষ্য) ১ এনে দেওয়া; সরবরাহ। ২ নিয়মিত সরবরাহ (দুধের যোগান)। যোগানদার (বিশেষ্য) সরবরাহকারী; supplier (রুটিখানায় যোগানদারের কাজ করতেন)। {(তৎসম বা সংস্কৃত) যোগ+ (বাংলা) আন}
  • Bengali Word যোগানিত (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [জোগানিত] (ক্রিয়া) সরবরাহ করত (নগরিয়া যোগানিত-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {যোগান+ দিত}
  • Bengali Word যোগানো, জোগানো Bengali definition [জোগানো] (ক্রিয়া) ১ সরবরাহ করা; প্রয়োজনীয় জিনিসের অভাব পূরণ করা; supply। ২ ক্রমাগত উৎপন্ন হওয়া বা সরবরাহ করা; শেষ হতে না দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) যোগ+ (বাংলা) আনো; ক্রিয়ারূপ- যোগাই, যোগাও, যোগান, যোগাস/জোগাই, জোগাও, জোগায়, জোগান, জোগাস; (অসমাপিকা ক্রিয়া)-যুগিয়ে, যোগালে, যোগাতে/ জুগিয়ে, জোগালে, জোগাতে ইত্যাদি}
  • Bengali Word যোগাড়, জোগাড় Bengali definition [জোগাড়্‌] (বিশেষ্য) ১ উদ্যোগ; আয়োজন; ব্যবস্থা (রান্নার যোগাড় করা)। ২ উপক্রম (দম নিকলে যাবার যোগাড় হল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ সংগ্রহ; আহরণ (মৌমাছি মধু জোগাড় করতে চললো)। যোগাড় দেওয়া (ক্রিয়া) ১ কারো কাজের সহায়তা করা। ২ প্রধান কর্মকর্তার হাতের কাছে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহ করে সাহায্য করা (বাবুর্চির যোগাড় দেওয়া, রাজমিস্ত্রির যোগাড় দেওয়া)। যোগাড় যন্ত্র (বিশেষ্য) আয়োজনাদি; কোনো কাজ সম্পন্ন করার উপকরণাদি সংগ্রহ। যোগাড়ে/ জোগাড়ে, যোগাড়ি/ জোগাড়ি, যোগালে/জোগালে (বিশেষণ) ১ সংগ্রহকারী; ‍যিনি যোগাড় করতে ওস্তাদ। ২ সাহায্যকারী (রাজমিস্ত্রির যোগাড়ে)। {(তৎসম বা সংস্কৃত) যোগ+ (বাংলা) আড়}
  • Bengali Word যোগিনী Bengali definition [জোগিনি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ যে মহিলা যোগসাধন করেন; মায়াবিদ্যায় নিপুণা নারী। ২ হিন্দু পুরাণ অনুসারে দুর্গার ৬৪ জন সখী বা সহচরী; উক্ত সহচরীদের একজন। ৩ তপস্বিনী। ৪ (জ্যোতিষ শাস্ত্র) একটি তিথি। {(তৎসম বা সংস্কৃত) √যুজ্‌+ইন্‌(ঘিনুন্‌)+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word যোগিয়া Bengali definition [জোগিয়া] (বিশেষণ) ১ যোগীদের মধ্যে প্রাপ্য। ২ যোগী থেকে উদ্ভূত বা জাত। □ (বিশেষ্য) একটি রাগিণী। {(তৎসম বা সংস্কৃত) যোগ+ (বাংলা) ইয়া}
  • Bengali Word যোগী (-গিন্‌) Bengali definition [জোগি] (বিশেষ্য) ১ যিনি যোগ সাধন করেন; হিন্দু তপস্বী; সন্ন্যাসী বা ধ্যানী। ২ জাতিবিশেষ; যুগি। যোগিনী (স্ত্রীলিঙ্গ)। যোগীন্দ্র, যোগীশ, যোগীশ্বর ,যোগেশ, যোগেশ্বর, যোগেন্দ্র (বিশেষ্য) হিন্দু যোগীদের মধ্যে শ্রেষ্ঠ; হিন্দু দেবতা মহেশ্বর শিব মহাদেব বা বিষ্ণু। {(তৎসম বা সংস্কৃত) √যুজ্‌+ইন্‌(ঘিনুণ্‌)}
  • Bengali Word যোগ্য Bengali definition [জোগ্‌গো] (বিশেষণ) ১ উপযুক্ত (যোগ্য ব্যবহার); লায়েক (কাজের যোগ্য)। ২ কার্যদক্ষ; সমর্থ (এ কাজের যোগ্য ব্যক্তি বটে)। ৩ উচিত (যোগ্য শাস্তি)। যোগ্যা (স্ত্রীলিঙ্গ)। যোগ্যতা (বিশেষ্য) ১ উপযুক্ততা; সুসঙ্গতি। ২ সামর্থ্য; ক্ষমতা। {(তৎসম বা সংস্কৃত) যোগ+য(যৎ)}
  • Bengali Word যোজক Bengali definition [জোজোক্‌] (বিশেষণ) সংযোগ স্থাপনকারী। □ (বিশেষ্য) ১ (ভূবিদ্যা) যে সংকীর্ণ ভূখন্ড দুটি বৃহৎ ভূখন্ডকে যুক্ত করে; isthmus। {(তৎসম বা সংস্কৃত) √যুজ্‌+অক(ণ্বূল্‌)}
  • Bengali Word যোজন Bengali definition [জোজোন্‌] (বিশেষ্য) ১ সংযোজন; একত্ররণ। ২ সংঘটন। ৩ চারক্রোশ। যোজনগন্ধা (বিশেষ্য) ১ গন্ধ যোজন ব্যাপিয়া বিস্তৃত; মৃগনাভি; মিশ্‌ক; কস্তুরী। ২ হিন্দু পুরোণোক্ত ব্যাসজননী সত্যবতী; মৎস্যগন্ধা। যোজনা (বিশেষ্য) যুক্ত করা; সংযোজন; নিয়োজন; সংঘটন পরিকল্পনা; plan। যোজনীয় (বিশেষণ) যোজনার যোগ্য। যোজিত (বিশেষণ) সংযুক্ত বা একত্র কবরা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √যুজ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word যোজিত Bengali definition ⇒ যোজন
  • Bengali Word যোটক Bengali definition [জোটোক্‌] (বিশেষণ) মিলিত করে এমন; ঘটক। □ (বিশেষ্য) মিলন; যোগ। রাজযোটক (বিশেষ্য) রাশি- গ্রহ সবদিক থেকে বরকন্যার শুভ বিধায়ক মিল; শ্রেষ্ঠ যোটকবিশেষ; চমৎকার মিল। {(তৎসম বা সংস্কৃত) √যৌট্‌>}
  • Bengali Word যোটা Bengali definition ⇒ জোটা
  • Bengali Word যোটানো Bengali definition ⇒ জোটানো