Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word যাপন Bengali definition [জাপোন্‌] (বিশেষ্য) কালক্ষেপণ; সময় কাটানো; অতিবাহন (জীবন যাপন, রাত্রিযাপন)। যাপক (বিশেষণ) অতিবাহিত করে এমন; যাপনকারী। যাপনীয় (বিশেষণ) অতিবাহন করার যোগ্য; যাপ্য। যাপিত (বিশেষণ) যাপন করা বা কাটানো হয়েছে এমন; অতিবাহিত। {(তৎসম বা সংস্কৃত) √যা+ণিচ্‌(√যাপি)+অন(ল্যুট্‌)}
  • Bengali Word যাপা Bengali definition [জাপা] (ক্রিয়া) অতিবাহন করা; যাপন করা; অতিক্রমণ করা; কাটানো। {(তৎসম বা সংস্কৃত) √যাপি+ (বাংলা) আ}
  • Bengali Word যাপিত Bengali definition ⇒ যাপন
  • Bengali Word যাপ্য Bengali definition [জাপ্‌পো] (বিশেষণ) ১ যাপনীয়; যাপনযোগ্য। ২ গোপনীয়। ৩ নিন্দনীয়; ‍নিন্দাযোগ্য। ৪ আবরণীয়। ৫ সম্পর্ণরূপে আরোগ্য করা যায় না এমন। {(তৎসম বা সংস্কৃত) √যা+ণিচ্‌(=√যাপি)+য(যৎ)}
  • Bengali Word যাব Bengali definition [জাব্‌] (বিশেষ্য) অলক্তক; আলতা। {(তৎসম বা সংস্কৃত) যাবক>}
  • Bengali Word যাবক Bengali definition [জাবোক্‌] (বিশেষ্য) ১ অলক্তক; আলতা (আঙ্গুলির মাঝে যাবক সাজে মিহির শোভিতজন-চণ্ডীদাস)। ২ বোরো ধান। ৩ অর্ধপক্ব যব। {(তৎসম বা সংস্কৃত) √যু+অ(অপ্‌)+ক(কন্‌)}
  • Bengali Word যাবচ্চন্দ্রদিবাকর Bengali definition [জাবোচ্‌চন্‌দ্রোদিবাকর্‌] (ক্রিয়াবিশেষণ) অনন্তকাল; চিরকাল; যতকাল চন্দ্রসূর্য বর্তমান থাকবে। {(তৎসম বা সংস্কৃত) যাবৎ+চন্দ্র+দিবাকর}
  • Bengali Word যাবজ্জীবন Bengali definition [জাবোজ্‌জিবোন্‌] (ক্রিয়াবিশেষণ) চিরজীবন; আরমণ; যতদিন জীবন আছে ততদিন; জীবৎকাল। {(তৎসম বা সংস্কৃত) যাবৎ+জীবন}
  • Bengali Word যাবনাল Bengali definition [জাবনাল্‌] (বিশেষ্য) একপ্রকার শস্য; জনার নামক শষ্য। {(তৎসম বা সংস্কৃত) যবনাল+অ(অণ্‌)}
  • Bengali Word যাবনিক Bengali definition ⇒ যবন
  • Bengali Word যাবনী Bengali definition [জাবোনি] (বিশেষণ) যবন সম্পৃক্ত; মিশাল (যাবনী ভাষা)। {(তৎসম বা সংস্কৃত) যবন+অ(অণ্‌)+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word যাবৎ Bengali definition [জাবোত্‌] (ক্রিয়াবিশেষণ) ১ যতক্ষণ পর্যন্ত; যতদিন অবধি। ২ পর্যন্ত; ধরে (অনেকদিন যাবৎ)। □ (বিশেষণ) যে পরিমাণ; যত; যা কিছু; সমস্ত (যাবৎ ধন আছে সমস্তই)। যাবতীয় (বিশেষণ) সমস্ত; সমুদয়; যত কিছু (যাবতীয় বস্তু)। {(তৎসম বা সংস্কৃত) যদ্‌+বৎ(বতুপ্‌)}
  • Bengali Word যাম Bengali definition [জাম্‌] (বিশেষ্য) এক প্রহর; সমস্ত দিন রাতের ১/৮ ভাগ সময়; তিন ঘন্টা। □ (বিশেষণ) যম সম্বন্ধীয় (বিরল)। যামঘোষ (বিশেষ্য) ১ যারা প্রহরে প্রহরে ডাক দেয়; শৃগাল। ২ মোরগ। ৩ ঘড়ি। যামাঘোষা (বিশেষ্য) ঘটিকা যন্ত্র। যামাবতী (বিশেষ্য) ত্রিযামা; রাত্রি; নিশি। যামার্ধ (বিশেষ্য) অর্ধপ্রহর; দেড় ঘন্টা। {(তৎসম বা সংস্কৃত) √যা+ম(মন্‌)}
  • Bengali Word যামল Bengali definition [জামোল্‌] (বিশেষ্য) ১ জোড়া; যুগ্ম; যুগল। ২ তন্ত্রশাস্ত্রবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) যমল+অ(অণ্‌)}
  • Bengali Word যামী Bengali definition [জামি] (বিশেষ্য) ১ রাত্রি; নিশি। ২ ধর্মপত্নী; সহধর্মিণী; কূলবধূ (সঙ্গে চারি পাঁচ যামী-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। ৩ কন্যা; তনয়া। ৪ দক্ষিণ দিক। যামিনী (বিশেষ্য) রাত্রি; রজনী (কেন যামিনী না যেতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। যামিনীনাথ, যামিনীপতি, যামিনী- ভূষণ (বিশেষ্য) শশী; চন্দ্র। {(তৎসম বা সংস্কৃত) যম=অ(অণ্‌)+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word যাম্য Bengali definition [জাম্‌মো] (বিশেষণ) দক্ষিণ দিকস্থ; দক্ষিণ দেশীয়। ২ যম সম্পর্কিত। □ (বিশেষ্য) শমনানুচর; যমদূত। যাম্যবৃত্ত (বিশেষ্য) কৃমেরু; দক্ষিণ মেরু। যাম্যোত্তর (বিশেষ্য) যে বৃত্ত উভয় মেরু ভেদ করে অবস্থিথ; মধ্যরেখা; meridian line। {(তৎসম বা সংস্কৃত) যামী+য(ণ্য)}
  • Bengali Word যাযাবর Bengali definition [জাজাবর্‌] (বিশেষ্য), (বিশেষণ) যাদের বা যারা কোনো নির্দিষ্ট বাসস্থান নেই; যারা নিয়ত ভ্রমন করে বেড়ায়; যারা এক স্থানে বেশি দিন থাকে না; ভবঘুরে। {(তৎসম বা সংস্কৃত) √যা+য(যঙ্‌)+বর(বরচ্‌)}
  • Bengali Word যার Bengali definition [জার্‌] (সর্বনাম) যে বস্তুর; যে বিষয়ের; যাহার (সাধু রূপ)। যারতার সর্ব যে- কোনো লোকের; নগণ্য লোকের; অখ্যাত বা অজ্ঞাত লোকের; ভালো মন্দ বিচার করে না এমন লোকের (কি করে প্রাণ ধরে যার তার হাতে দিই বলত-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। যার ধন তার নয় নেপোয় মারে দই- (আলঙ্কারিক) অত্যন্ত চালাক লোক; ধূর্ত; বাটপার; অন্যলোকের পরিশ্রমের সুফল ফাঁকি দিয়ে যে ভোগ করে। যার- পরনাই- যৎপরোনাস্তি; অত্যধিক; সাতিশয় (সরফরাজ খান ক্রমশঃ যারপরনাই ভীষণ হইয়া উঠিলেন-ইসমাইল হোসেন শিরাজী)। {(তৎসম বা সংস্কৃত) যৎ>}
  • Bengali Word যালিম Bengali definition ⇒ জালিম
  • Bengali Word যাসনে Bengali definition [জাস্‌নে] (ক্রিয়া) (অবজ্ঞায়) যেয়ো না। {(তৎসম বা সংস্কৃত) √যা>+না>}
  • Bengali Word যাসি (ব্রজবুলি) Bengali definition [জাসি] (ক্রিয়া) যাচ্ছ (কাহে মোহে সম্ভাষি না যাসি-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √যা, বর্তমানকাল (লট্‌) মধ্যম (পুংলিঙ্গ)(একবচন)}
  • Bengali Word যাহা Bengali definition ⇒ যা২
  • Bengali Word যাহিল Bengali definition ⇒ জাহিল
  • Bengali Word যায় ১ Bengali definition [জায়্‌] (বিশেষ্য) ১ ফর্দ; তালিকা; list (যায় মাফিক)। ২ বাবত; দরুন; জন্য; নিমিত্ত (কিসের যায়ে)। {(তৎসম বা সংস্কৃত) যায়}
  • Bengali Word যায় ২ Bengali definition [জায়্‌] (ক্রিয়া) ১ গমন করে। ২ গত হয়; শেষ হয়; ফুরায় (দিন যায়)। ৩ বের হয় (প্রাণ যায়)। {(তৎসম বা সংস্কৃত) √যা>}
  • Bengali Word যায় ৩ Bengali definition [জায়্‌] (বিরল) (সর্বনাম) (পদ্যে ব্যবহৃত) যায়; যাকে; যারে। {(তৎসম বা সংস্কৃত)√যা>}
  • Bengali Word যিগর Bengali definition ⇒ জিগর
  • Bengali Word যিদ Bengali definition ⇒ জিদ
  • Bengali Word যিনি Bengali definition [জিনি] (সর্বনাম) (সম্মান প্রদর্শনে) যে ব্যক্তি; যে সম্মানী লোক। যাঁহারা, যাঁরা সর্ব যে ব্যক্তিবর্গের; যেসব সম্মানিত ব্যক্তির। {(তৎসম বা সংস্কৃত) যঃ>}
  • Bengali Word যিযিয়া Bengali definition ⇒ জিজিয়া