Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word মুষা Bengali definition [মুশা] (বিশেষ্য) ধাতু গলাবার পাত্র বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) □ মুষ্‌+অ(ক)+আ(টাপ্‌)}
  • Bengali Word মুষ্ক Bengali definition [মুশ্‌কো] (বিশেষ্য) অন্ডকোষ; পুং যৌনাঙ্গের অন্ডথলি। মুষ্কশূন্য (বিশেষণ) খোজা; নপুংসক। {(তৎসম বা সংস্কৃত) □ মুষ্‌+ক(কক্‌)}
  • Bengali Word মুষ্টামুষ্টি Bengali definition [মুশ্‌টামুশ্‌টি] (বিশেষ্য) কিলাকিলি; পরস্পর ঘুষাঘুষি; মুষ্টি প্রহার; মুষ্টিযুদ্ধ। {(তৎসম বা সংস্কৃত) মুষ্টি+ (বাংলা) আ=মুষ্টা+ (তৎসম বা সংস্কৃত) মুষ্টি}
  • Bengali Word মুষ্টি Bengali definition [মুশ্‌টি] (বিশেষ্য) ১ মুঠা; মুঠি। ২ কিল; ঘুষি (মুষ্টি প্রহার)। ৩ মুঠ; ডাঁট; হাতল; hilt (তরবারির মুষ্টি)। ৪ মুঠা পরিমাণ; মুঠাপূর্ণ; এক মুঠায় যে পরিমাণ ধরে (এক মুষ্টি চাল)। মুষ্টিবদ্ধ (বিশেষণ) আঙুল মুড়ে রাখা হয়েছে এমন; মুঠাবাঁধা। মুষ্টিভিক্ষা (বিশেষ্য) প্রতি গৃহ বা জনের নিকট থেকে এক মুঠা পরিমিত দ্রব্য (চাউল ইত্যাদি) ভিক্ষা। মুষ্টিমেয় (বিশেষণ) ১ মুষ্টি পরিমাণ। ২ সামান্য; অল্প পরিমাণ; অল্পমাত্র। ৩ অল্পসংখ্যক (যে কজন মুষ্টিমেয় শিক্ষিত ব্যক্তি আছে-আ.ন.ম. বজলুর রশীদ)। মুষ্টিযুদ্ধ (বিশেষ্য) ঘুষঘুষি; ঘুষির সাহায্যে লড়াই। মুষ্টিযোগ (বিশেষ্য) টোটকা; দ্রুত ফলদানকারী ঔষধ। মুষ্ট্যাঘাত (বিশেষ্য) কিল মারা; ঘুষি দ্বারা প্রহার। {(তৎসম বা সংস্কৃত) □ মুষ্‌+ তি(ক্তি)}
  • Bengali Word মুষড়ানো, মুষড়নো Bengali definition [মুশ্‌ড়ানো, মুশ্‌ড়নো] (ক্রিয়া) ১ হতাশ; নিরুৎসাহ বা নিরুদ্যম বা বিষণ্ন হয়ে পড়া। ২ প্রায় শুষ্ক বা বিবর্ণ বা ম্লান হওয়া। ৩ মনমরা হওয়া; মিইয়ে বা দমে যাওয়া (কেমন মুষড়ে গিয়ে মুখ হাঁড়ি করে বসে রইল-সুকুমার রায়)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) মুষিত>; (তৎসম বা সংস্কৃত) মর্ষণ>; (তৎসম বা সংস্কৃত) মূহ্যমান/ ম্রিয়মাণ>}
  • Bengali Word মুসল Bengali definition ⇒ মুষল
  • Bengali Word মুসলমান, মুছলমান, মুসলিম, মোসলেম Bengali definition [মুসল্‌মান, মুছল্‌মান, মুস্‌লিম্‌, মোস্‌লিম্‌] (বিশেষ্য) হজরত মুহাম্মদ (সা.) কর্তৃক প্রবর্তিত ইসলাম ধর্মাবলম্বী সম্প্রদায় বা ব্যক্তি। □ (বিশেষণ) ১ ইসলাম ধর্মে বিশ্বাসী। ২ ইসলাম ধর্ম বা মুসলমান সম্পর্কিত। মুসলমানি (বিশেষ্য) ১ মুসলমানের রীতি। ২ খৎনা; সুন্নৎ; ত্বকচ্ছেদ। ৩ মুসলমান ধর্মাবলম্বিনী নারী। □ (বিশেষণ) মুসলমানের ধর্ম সংক্রান্ত। {(আরবি) মুসলিম; (ফারসি) মুসলমান}
  • Bengali Word মুসল্লি, মুসুল্লি Bengali definition [মুসোল্‌লি, মুসুল্‌লি] (বিশেষণ) নামজি; যে ‘সালাত’ বা নামাজ পড়ে। {(আরবি) সালাত; মুসল্লি= নামাজি}
  • Bengali Word মুসা Bengali definition [মুসা] (বিশেষ্য) ১ ইহুদিদের ধর্মবিধানদাতা। ২ তৌরাত কিতাবপ্রাপ্ত প্রসিদ্ধ নবি। {(আরবি) মুসা}
  • Bengali Word মুসাফা Bengali definition [মুসাফা] (বিশেষ্য) সাক্ষাৎ কালে করমর্দন। {(আরবি) মুসাফাহ}
  • Bengali Word মুসাফির, মোসাফির Bengali definition [মুসাফির্‌, মোসাফির্‌] (বিশেষ্য) সফরকারী; পথিক; আগন্তুক; পর্যটক। মুসাফিরখানা (বিশেষ্য) সরাই; পান্থশালা; ধর্মশালা। মুসাফিরি (বিশেষ্য) পথ চলা কাজ অর্থে (একটানা মুসাফিরির ধাক্কায় মত তখন এমনি বিকল হইয়া গিয়াছিল-সৈয়দ মুজতবা আলী)। {(আরবি) মুসাফির}
  • Bengali Word মুসাবিদা, মুসাবেদা Bengali definition [মুসাবিদা, মুসাবেদা] (বিশেষ্য) খসড়া; draft। {(আরবি) মুসাবিদা}
  • Bengali Word মুসাম্মৎ, মোসাম্মাৎ, মোসম্মৎ Bengali definition [মুসম্‌মত্‌, মোসাম্‌মাত্‌, মোসাম্‌মত্‌] (বিশেষ্য) ১ মুসলমান মহিলাদের নামের উপাধি (মোসাম্মাৎ মাকসুদা খানম)। ২ শ্রীযুক্তা; Mrs. । {(আরবি) মুসাম্মত}
  • Bengali Word মুসিবত, মুসীবত Bengali definition [মুসিবত্‌] (বিশেষ্য) বিপদ; দুর্যোগ; দুঃসময়। {(আরবি) মুসিবত}
  • Bengali Word মুস্কিল Bengali definition ⇒ মুশকিল
  • Bengali Word মুস্তফি, মোস্তাফি Bengali definition [মুস্‌তোফি, মোস্‌তাফি] (বিশেষ্য) উপাধি বিশেষ; হিসাব- পরীক্ষক। {(আরবি) মুসতাফি}
  • Bengali Word মুহম্মদ, মোহাম্মদ Bengali definition [মুহম্‌মদ্‌, মোহম্‌মদ্‌] (বিশেষ্য) ১ ইসলাম ধর্মের প্রবর্তক হজরত ‍মুহাম্মদ (সা.)। ২ মুসলমানের নামের পূর্বে বা পরে ব্যবহৃত শব্দ। □ (বিশেষণ) প্রশংসিত। {(আরবি) মুহম্মদ}
  • Bengali Word মুহরি ১, মুহুরি ১ Bengali definition [মুহোরি, মুহুরি] (বিশেষ্য) ১ এক নর্দমা; নালা; মুরি; জলনালি। ২ নর্দমার উপস্থিত ধাতু নির্মিত ঝাঁঝরি। ৩ প্যাঁচের মুখে আঁটবার ধাতু দ্রব্য; nut।৪ জামার হাতার প্রান্তদেশের ঘের। {(হিন্দি) মোহরী}
  • Bengali Word মুহরি ২, মুহুরি ২ Bengali definition [মুহোরি, মুহুরি] (বিশেষ্য) ১ এক প্রকার কেরানি। ২ উকিল প্রভৃতির কাজের সহায়ক লেখক। মুহুরিগিরি (বিশেষ্য) কেরানির বৃত্তি পেশা। {(আরবি) মুহাররির}
  • Bengali Word মুহাজির, মোহাজের Bengali definition [মুহাজির্‌, মোহাজির্‌] (বিশেষণ) দেশ ত্যাগ করেছে এমন; উদ্ধাস্তু; আশ্রয়সন্ধানী। {(আরবি) মুহাজির}
  • Bengali Word মুহুঃ Bengali definition [মুহু্‌] (অব্যয়) ১ ঘন ঘন; বার বার; বারংবার; পুনরায়; পুনঃপুন। ২ সদ্য। মুহুর্মুহু (অব্যয়) বারে বারে; পুনঃপুন; ঘনঘন। {(তৎসম বা সংস্কৃত) মুহুস্‌>}
  • Bengali Word মুহুর্ত Bengali definition [মুহুর্‌তো] (বিশেষ্য) ১ দিনরাতের ৩০ ভাগের এক ভাগ; আটচল্লিশ মিনিট। ২ অতি অল্প সময়। মুহুর্তেক (বিশেষণ) (ক্রিয়াবিশেষণ) ১ এক মূহূর্ত কাল। ২ অত্যল্প কাল। এই মুহূর্তে (ক্রিয়াবিশেষণ) এখনই; এক্ষুনি; অবিলম্বে; একটুও বিলম্ব না করে। {(তৎসম বা সংস্কৃত) □ হুর্চ্ছ+ত(ক্ত), ‘মু’ (মুট্‌) আগম}
  • Bengali Word মুহ্যমান Bengali definition [মুজ্‌ঝোমান্‌] (বিশেষণ) দুঃখ বা শোকে কাতর। □ (বিশেষ্য) ১ যে মুষড়ে পড়েছে। ২ মোহগ্রস্ত; আচ্ছন্ন। মুহ্যমানা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মুহ্‌+আন, ‘ম’ আগম; (তৎসম বা সংস্কৃত) মুহ্যন্‌}
  • Bengali Word মুৎসুদ্দি, মুচ্ছুদ্দি, মুচ্ছদ্দি Bengali definition [মুত্‌সুদ্‌দি, মুত্‌চ্‌ছুদ্‌দি, মুচ্‌ছদ্‌দি] (বিশেষ্য) ১ ভারপ্রাপ্ত কর্মচারীবিশেষ; agent। ২ প্রধান কেরানি। ৩ প্রতিনিধি। ৪ বংশীয় পদবি। {(আরবি) মুতস্‌দ্দী}
  • Bengali Word মুড় Bengali definition [মুড়্‌] (বিশেষ্য) মুণ্ড; মাথা; মস্তক (বুড় ছাগলের মুড়-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। মাথা-মুড় (বিশেষ্য)মূল বা আগা। {(তৎসম বা সংস্কৃত) মুণ্ড>}
  • Bengali Word মুড়কি, মুড়কী Bengali definition [মুড়্‌কি] (বিশেষ্য) গুড় বা চিনির রসে জারিত বা মাখানো খই (উড়কি ধানের মুড়কি)। মুড়ি-মুড়কি (বিশেষ্য)১ মুড়ির সঙ্গে মিশ্রিত মুড়কি। ২ (আলঙ্কারিক) অতি সাধারণ বা নিতান্ত অকিঞ্চিৎকর ভোজ্য দ্রব্য। {ম(মধু)+উড়কি}
  • Bengali Word মুড়নো Bengali definition ⇒ মুড়ানো
  • Bengali Word মুড়মুড় Bengali definition [মুড়্‌মুড়্‌] (অব্যয়) মৃদু মড়মড় ধ্বনি। মড়মড়ে (বিশেষণ) মুড়মুড়্‌ শব্দ করে এমন। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word মুড়া ১, মুড়ো ১ Bengali definition [মুড়া, মুড়ো] (বিশেষ্য) ১ মাছের মাথা; মুণ্ড। ২ আগা; অগ্রভাব। ৩ সীমা; প্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) মুণ্ড>}
  • Bengali Word মুড়া ২, মুড়ো ২ Bengali definition [মুড়া, মুড়ো] (বিশেষণ) ১ মুণ্ডিত; নেড়া; ন্যাড়া; ক্ষৌরীকৃত মস্তক। ২ ক্ষয়প্রাপ্ত; শাখাশূন্য (ঐ যে মুড়ো তাল গাছ খোয়াইয়ের পারে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ নির্জলা (মুড়া মাখন)। মুড়া খ্যাংরা, মুড়াঝাঁটা (বিশেষ্য) অধিক ব্যবহারে ক্ষয়প্রাপ্ত ঝাঁটা। {(তৎসম বা সংস্কৃত) মুণ্ডিত>মুণ্ডা> (বাংলা) মুড়া}