Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word মুচকানো, মচকানো Bengali definition [মুচ্‌কানো, মচ্‌কানো] (ক্রিয়া) বাঁকানো; বিকৃত করা (ঠোঁট মুচকানো)। {√মুচকা, √মুচকা+আনো}
  • Bengali Word মুচকি Bengali definition [মুচ্‌কি] (বিশেষণ) ঈষৎ; সামান্য; বদ্ধ ঠোঁটে ঈষৎ প্রকাশিত (মুচকি হাসির মুধার বৃষ্টি চলছে আজি জগৎ জুড়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। মুচকি হাসা, মুচকিয়ে হাসা (ক্রিয়া) মুখ টিপে হাসা; নীরবে মৃদু হাস্য করা। {(তৎসম বা সংস্কৃত) মুখকুঞ্চন>}
  • Bengali Word মুচমুচ Bengali definition [মুচ্‌মুচ্‌] (অব্যয়) সামান্য মচমচ শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word মুচলম, মুছলম, মুছল্লম Bengali definition [মুচ্‌লম্‌, মুছ্‌লম, মুছল্‌লম্‌] (বিশেষণ) সমস্ত; সমগ্র; আস্ত গোটা, সম্পূর্ণ। {(আরবি) মুসল্লম্‌}
  • Bengali Word মুচলেকা, মুসলেকা Bengali definition [মুচ্‌লেকা, মুস্‌লেকা] (বিশেষ্য) ১ শর্ত মানার এবং না মানলে আইনগতভাবে দণ্ডভোগ করার লিখিত অঙ্গীকারপত্র; bond (তাহাদিগকে মুচলেকায় আবদ্ধ করিয়া সাধারণ নাগরিক হিসাবে জীবিকার্জনের সুযোগ দান করিয়াছিলেন-মোঃ ওয়ালিউল্লাহ)। ২ আইন বা হুকুম মোতাবেক চলার নির্দেশনামা। {(তুর্কি) মুচল্‌কা}
  • Bengali Word মুচি ১, মুছি ১ Bengali definition [মুচি, মুছি] (বিশেষ্য) ১ ধাতু গলাবার জন্য ব্যবহৃত পাত্র। ২ ক্ষুদ্র সরা। ৩ অতি ক্ষুদ্র কচি নারকেল। {(তৎসম বা সংস্কৃত) মুষা; (প্রাকৃত) মোচিঅ}
  • Bengali Word মুচি ২, মুচী Bengali definition [মুচি] (বিশেষ্য) চর্মকার (শুচি হয়ে মুচি হয়-কৃষ্ণদাস কবিরাজ); যারা মৃত পশুর চামড়া ছাড়িয়ে নেয়। মুচিনী (স্ত্রীলিঙ্গ)। {পহ্‌লবি. মোচক (জুতা)>; (আরবি) মুজী}
  • Bengali Word মুচুকুন্দ Bengali definition [মুচুকুন্‌দো] (বিশেষ্য) ১ স্বর্ণ চাঁপা বা তার গাছ। ২ মান্ধাতা রাজার পুত্র। ৩ মুনিবিশেষ। ৪ দৈত্যবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) মুচুকুন্দ}
  • Bengali Word মুচ্ছদ্দী, মুচ্ছুদ্দী Bengali definition মুৎসুদ্দি
  • Bengali Word মুচড়ানো Bengali definition ⇒ মোচড়
  • Bengali Word মুছলমান Bengali definition ⇒ মুসলমান
  • Bengali Word মুছল্লম Bengali definition ⇒ মুচলম
  • Bengali Word মুছা Bengali definition ⇒ মোছা
  • Bengali Word মুছি Bengali definition মুচি১
  • Bengali Word মুছি ২ Bengali definition [মুছি] (বিশেষ্য) কাঁঠাল, কলা ইত্যাদির নবজাত ফল; ছোট সরা; সোনা গলানোর ছোট মৃৎপাত্রবিশেষ; পিঠা তৈরি করার ঢাকনি। {(তৎসম বা সংস্কৃত) মুষা> (প্রাকৃত) মোচিঅ>}
  • Bengali Word মুজতাহিদ Bengali definition [মুজ্‌তাহিদ্‌] (বিশেষ্য) ১ শাস্ত্রীয় বিধান সম্বন্ধে মতামত দানে সক্ষম এমন জ্ঞানী ও পণ্ডিত ব্যক্তি (তা সে নির্দেশ মুজতাহীদ ইমাম গাউস কুতুব মৌলবী মুশায়ের রাজা মন্ত্রী পাদরী পুরুত যার কাছ থেকেই আসুক না কেন-আনিসুজ্জামান)। □ (বিশেষণ) চেষ্টাশীল; উদ্যোগী। {(আরবি) মুজ্‌তাহিদ্‌}
  • Bengali Word মুজদা Bengali definition [মুজ্‌দা] (বিশেষ্য) সুসংবাদ (খুশীর মুজদা পাঠালো তার-তালিম হোসেন)। {ফারসি মুঝদহ্‌}
  • Bengali Word মুজন্দার Bengali definition ⇒ মজুমদার
  • Bengali Word মুজরা, মুজরো Bengali definition [মুজ্‌রা, মুজ্‌রো] (বিশেষ্য) ১ পারিশ্রমিকের বদলে নাচ-গান করা। ২ প্রাপ্য টাকার ছাড়; রাজস্ব মওকুব। ৩ সম্মান প্রদর্শন। {(আরবি) মুজরা}
  • Bengali Word মুজরিম Bengali definition [মুজ্‌রিম্‌] (বিশেষ্য) আসামি; দোষী; অপরাধী; culprit। {(আরবি) মুজরিম}
  • Bengali Word মুজাদ্দিদ Bengali definition [মুজাদ্‌দিদ্‌] (বিশেষণ) ধর্মসংস্কারক-মুসলমানি বিশ্বাস মতে হাজার বছরে একজন ধর্মসংস্কারকের আবির্ভাব হয় (জ্ঞানের প্রেমের নিশান তুলেছে হাজার সালের মুজাদ্দিদ-ফররুখ আহমদ)। {(আরবি) মুজাদ্‌দিদ্‌}
  • Bengali Word মুজাহিদ Bengali definition [মুজাহিদ্‌] (বিশেষণ) ১ জিহাদকারী। ২ বীর সৈনিক (দাও সাড়া দাও মুজাহিদ সেনা-ফররুখ আহমদ)। {(আরবি) মুজাহিদ}
  • Bengali Word মুঝে Bengali definition (মধ্যযুগীয় বাংলা, ব্রজবুলি) [মুঝে] (সর্বনাম) আমাকে। {(তুলনীয়) (হিন্দি) মুঝকো}
  • Bengali Word মুঞি Bengali definition ⇒ মুই
  • Bengali Word মুঞে Bengali definition ⇒ মুয়ে
  • Bengali Word মুঞ্জ Bengali definition [মুন্‌জো] (বিশেষ্য) এক প্রকার তৃণ; সুজ নামক এক প্রকার ঘাস। {(তৎসম বা সংস্কৃত) √মুঞ্জ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word মুঞ্জরা, মুঞ্জরী, মুঞ্জরিত Bengali definition ⇒ মঞ্জরা, মঞ্জরি, মঞ্জুরিত।
  • Bengali Word মুট Bengali definition ⇒ মুঠ
  • Bengali Word মুটমুট Bengali definition [মুট্‌মুট্‌] (অব্যয়) শুষ্ক ও সহজে ভঙ্গুর বস্তুর ভাঙার শব্দ। মুটমুটে (বিশেষণ)। মুটুর মুটুর (অব্যয়) সহজে ভঙ্গুর বস্তু কোমলবাবে ভাঙার শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word মুটে, মুটিয়া Bengali definition [মুটে, মুটিয়া] (বিশেষ্য) যে মোটি বহন করে জীবিকা অর্জন করে; মোট বহনকারী; কুলি; ভারিক। মুটে-মজুর (বিশেষ্য) ১ গরিব শ্রমিক। ২ অতি সাধারণ শ্রমজীবী। {মোটা+ইয়া, মোটিয়া>মুটে, (তুলনীয়) (হিন্দি) মোটিয়া, (তুলনীয়) তামিল. মুট্টে}