Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word মুরলা Bengali definition [মুরলা] (বিশেষ্য) ১ নর্দমা নদী। ২ ভারতের কেরলা রাজ্যের একটি নদী। {(তৎসম বা সংস্কৃত) মুর+ √লা+অ(ক)+আ(টাপ্‌)}
  • Bengali Word মুরলী Bengali definition [মুরোলি] (বিশেষ্য) বাঁশি (নীরব রবাব বীণা মুরজ মরলী-মাইকেল মধূসূদন দত্ত)। মরলীধর (বিশেষ্য) কৃষ্ণ। {(তৎসম বা সংস্কৃত) মুর্‌+□ লা+অ(ক)+ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word মুরশিদ Bengali definition ⇒ মুর্শিদ
  • Bengali Word মুরাকবা Bengali definition ⇒ মোরাকাবা
  • Bengali Word মুরারি Bengali definition [মুরারি] (বিশেষ্য) ‘মুর’ নামের দৈত্যের অরি বা শত্রু; কৃষ্ণ- মুর নামক দৈত্যকে নিহত করেন যিনি। {(তৎসম বা সংস্কৃত) মুর+অরি}
  • Bengali Word মুরি Bengali definition [মুরি] (বিশেষ্য) নালা; জলনালি; নর্দমা। {অজ্ঞাতমূল}
  • Bengali Word মুরিদ Bengali definition [মুরিদ্‌] (বিশেষ্য) মুসলমান ভক্ত বা শিষ্য; সাধক। ২ পীরের শিষ্য। {(আরবি) মুরিদ্‌}
  • Bengali Word মুরুব্বি, মুরুব্বী Bengali definition ⇒ মুরব্বি
  • Bengali Word মুরোত Bengali definition ⇒ মুরদ
  • Bengali Word মুর্গি Bengali definition ⇒ মুরগি
  • Bengali Word মুর্তজা Bengali definition [মুর্‌তজা] (বিশেষণ) ১ যার উপর আল্লাহ রাজি। ২ চতুর্থ খলিফা হজরত আলীর উপাধি বিশেষ (আসে মুর্তজা সিপাহ্‌সালার-ফই)। {(আরবি) মুরতদা}
  • Bengali Word মুর্দা Bengali definition [মুর্‌দা] (বিশেষ্য) শব; মৃতদেহ; মড়া। মুর্দাফরাশ, মুর্দাফরাস, মুদ্দাফরাশ, মুদ্দোফরাশ (বিশেষ্য) যে মৃতদেহ বহন করে বা পোড়ায়; শব দাহনকারী ডোম (তুই কি পাগল না মুদ্দাফরাশ-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ফারসি) মুর্দহ্‌}
  • Bengali Word মুর্শিদ, মুরশিদ Bengali definition [মুর্‌শিদ্‌] (বিশেষণ) আধ্যাত্মিক গুরু; পীর; পথ- প্রদর্শক (দুর্যোগ রাত্রির মুর্শিদ ধরিয়াছিলেন হাল-গোলাম মোস্তফা)। মুর্শিদি, মুরশিদি (বিশেষ্য) ১ আধ্যাত্মিক; অধ্যাত্মসম্পর্কীয়। ২ মরমি লোকগীতি। {(আরবি) মুরশিদ}
  • Bengali Word মুরৎ Bengali definition [মুরত্‌] (বিশেষ্য) ১ মূর্তি; প্রতিমা (মানুষের মনের আঙ্গিনায় যে অসংখ্য মুরৎ আল্লাকে আড়াল করিয়া দাঁড়াইল-গোলাম মোস্তফা)। ২ আকৃতি; চেহারা। {(তৎসম বা সংস্কৃত) মূর্তি<স্বরাগমে মুরতি>মুরত্‌}
  • Bengali Word মুল, মূল Bengali definition [মুল্‌] (বিশেষ্য) দাম; মূল্য (হেরি অকালের ফুল শুধাইল কত মূল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) মূল্য>}
  • Bengali Word মুলত(বিশেষ্য), মুলতবী, মুলতুবি Bengali definition [মুল্‌তো(বিশেষ্য), মুল্‌তবী, মুল্‌তুবি] (বিশেষ্য) একটি নির্দিষ্ট সময় পর্যন্ত স্থগিত; অন্য সময়ের জন্য রেখে দেওয়া (কিছুদিনের জন্য আড়াআড়ি মুলতবি রাখিব-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(আরবি) মুলতৱী}
  • Bengali Word মুলতান ১ Bengali definition [মুল্‌তান্‌] (বিশেষ্য) সঙ্গীতের একটি রাগিণীর নাম (দুপুরে যে ধরেছিল দীপক তান বেলাশেষে গাহিবে সে মুলতানে গানে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) মূলস্থান}
  • Bengali Word মুলতান ২ Bengali definition [মুল্‌তান্‌] (বিশেষ্য) পশ্চিম পাঞ্জাবের একটি জেলা ও শহর। মুলতানি (বিশেষণ) মুলতানে জাত বা উৎপন্ন (মুলতানি গরু)। {(তৎসম বা সংস্কৃত) মূলস্থান>}
  • Bengali Word মুলতু(বিশেষ্য), মুলতুবী Bengali definition ⇒ মুলতবি
  • Bengali Word মুলা ১, মূলা, মুলো Bengali definition [মুলা, মুলা, মুলো] (বিশেষ্য) এক প্রকার কন্দ; তরকারিবিশেষ; radish। {(তৎসম বা সংস্কৃত) মূলক>}
  • Bengali Word মুলা ২ Bengali definition ⇒ মুলানো
  • Bengali Word মুলাকাত, মোলাকাত Bengali definition [মুলাকাত্‌, মোলাকাত্‌] (বিশেষ্য) সাক্ষাৎ; ভেট। {(আরবি) মুলাকাত}
  • Bengali Word মুলানো, মুলা ২ Bengali definition [মুলানো, মুলা] (ক্রিয়া) ১ দর করা। ২ ক্রয় করা; কেনা। {দুল. (হিন্দি) মোলানো; ক্রিয়ারূপে- মুলাই, মুলাও, মুলায়, মুলান, মুলাস; (অসমাপিকা ক্রিয়া)- মুলিয়ে, মুলাতে, মুলালে ইত্যাদি}
  • Bengali Word মুলিবাঁশ Bengali definition [মুলিবাঁশ্‌] (বিশেষ্য) ফাপা সরু বাঁশবিশেষ। {মুরলী বাঁশ>}
  • Bengali Word মুলুক, মুল্লুক Bengali definition [মুলুক্‌, মুল্‌লুক্‌] (বিশেষ্য) দেশ; বৃহৎ এলাকা (নীলকর বেইনদের জুলুমে মুলুক খাক হইয়া গেল-প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(আরবি) মূলক}
  • Bengali Word মুশকিল, মুস্কিল Bengali definition [মুশ্‌কিল্‌] (বিশেষ্য) ১ বিপদ; সংকট; বিপত্তি; বাদা; বিঘ্ন। ২ অসুবিধা। মুশকিল- আসান/ আহসান (বিশেষ্য) বিপদ বা অসুবিধা কেটে যাওয়া; বিপদ নিবারণ বা মোচন। {(আরবি) মুশকিল}
  • Bengali Word মুশতারা Bengali definition [মুশ্‌তারা] (বিশেষ্য) বৃহস্পতি; Jupiter (নিয়ে যায় ঐ পারবিন মুশতারা-মোহিতলাল মজুমদার)। {(আরবি) মশতারী}
  • Bengali Word মুশল Bengali definition ⇒ মুষল
  • Bengali Word মুশায়রা, মুসায়রা Bengali definition [মুশায়্‌রা] (বিশেষ্য) আমন্ত্রিত কবিদের স্বরচিত কবিতা আবৃত্তি করার আসর (মুশায়রায় উর্দু কবিরা সকলেই উপস্থিত)। {(ফারসি) মুশায়্‌রা}
  • Bengali Word মুষল, মুশল Bengali definition [মুশল্‌] (বিশেষ্য) ১ মুশুর; মদ্‌গর। ২ ঢেঁকির মোনা; হামানদিস্তার ডাঁটি। ৩ উদূখলের মর্দক বা পেষণদন্ড। মুষলধার, মুষলধারা (বিশেষ্য) অত্যন্ত মোটা ধারা; অজস্র ধারা; প্রচুর (তার মধ্যে মুষল ধারে বৃষ্টি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) □ মুষ্‌+অল}