Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ম্যাজিস্ট্রেট, মাজিস্ট্রেট, মাজিস্টর Bengali definition [ম্যাজিসট্রেট্‌, মাজিসট্রেট্‌, মাজিস্‌টর্‌] (বিশেষ্য) ফৌজদারি মকদ্দমার বিচারক (আমি দুদিন বাদে মাথায় পাগড়ি বেঁধে কাছা মেরে জজমাজিষ্টর হয়ে-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) magistrate}
  • Bengali Word ম্যাজেন্টা Bengali definition [ম্যাজেন্‌টা] (বিশেষ্য) ঈষৎ বেগুনি আভামিশ্রিত লাল রঙবিশেষ। {(ইংরেজি) magenta}
  • Bengali Word ম্যাদা Bengali definition ⇒ মেদা
  • Bengali Word ম্যানেজার Bengali definition [ম্যানেজার্‌] (বিশেষ্য) ব্যবস্থাপক; প্রধান কর্মচারী; প্রতিষ্ঠানের কর্তা। {(ইংরেজি) manager}
  • Bengali Word ম্যান্ডারিন Bengali definition [ম্যান্‌ডারিন্‌] (বিশেষ্য) চীনের উচ্চপদস্থ রাজকর্মচারী। {(ইংরেজি) mandarin}
  • Bengali Word ম্যাপ Bengali definition [ম্যাপ্‌] (বিশেষ্য) মানচিত্র; দেশ জমি প্রভৃতির নকশা। {(ইংরেজি) map}
  • Bengali Word ম্যালেরিয়া Bengali definition [ম্যালেরিয়া] (বিশেষ্য) শীত উত্তাপ ও ঘামযুক্ত জ্বরবিশেষ। {(ইংরেজি) malaria}
  • Bengali Word ম্যাড়ম্যাড় Bengali definition [ম্যাড়্‌ম্যাড়্‌] (অব্যয়) মালিন্য ভাবব্যঞ্জক; অনুজ্জ্বল ভাব প্রকাশক। ম্যাড়মেড়ে, ম্যাড়ম্যাড়ে (বিশেষণ) ১ মলিন। ২ অনুজ্জ্বল (উজ্জ্বল সোনা ম্যাড়ম্যাড়ে সোনা দুই ধরনের লাবণ্য দেখালো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ মাড়যুক্ত (ম্যাড়মেড়ে ভাত)। {মাড়+উয়া>মেড়ে>}
  • Bengali Word ম্রক্ষণ Bengali definition [ম্রোক্‌খোন্‌] (বিশেষ্য) ১ লেপন। ২ মিশ্রণ। {(তৎসম বা সংস্কৃত) □ ম্রক্ষ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word ম্রিয়মাণ Bengali definition [ম্রিয়োমান্‌] (বিশেষণ) ১ মরণাপন্ন। ২ বিষণ্ন; দুঃখিত; খিন্ন। ম্রিয়মাণা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) □ মৃ+মান(শানচ্‌)}
  • Bengali Word ম্লান Bengali definition [ম্লান্‌] (বিশেষণ) ১ মলিন (ম্লান মুখ)। ২ বিশীর্ণ; অতিশয় শীর্ণ বা রোগা (রোগে ম্লান)। ৩ ক্ষীণ; নিষ্প্রভ (ম্লান আলো)। ৪ বিষণ্ন; দুঃখিত (ম্লান মুখ)। ৫ ক্লান্ত; শ্রান্ত; পরিশ্রান্ত; দুর্বল; রুগ্ন; রোগগ্রস্ত (ম্লান দেহ)। ম্লানতা, ম্লানত্ব, ম্লানি (বিশেষ্য) ম্লান ভাব। ম্লানাভ (বিশেষণ) ম্লান আভাযুক্ত (স্তিমিত শিখার মতো ম্লানাভ-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ম্লানায়মান (বিশেষণ) ম্লান বা নিষ্প্রভ হচ্ছে এমন। ম্লানিমা (বিশেষ্য) ম্লান ভাব; মলিনতা। {(তৎসম বা সংস্কৃত) □ ম্লৈ+ত(ক্ত)}
  • Bengali Word ম্লেচ্ছ Bengali definition [ম্লেচ্‌ছো] (বিশেষ্য) ১ তুচ্ছার্থে অনার্য জাতি। ২ অহিন্দু। □ (বিশেষণ) ১ অনার্যসুলভ। ২ যাবনিক। ৩ কদাচারী; পাপিষ্ঠ। ম্লেচ্ছাচার (বিশেষ্য) ১ ম্লেচ্ছের মতো আচার ব্যবহার। ২ কদাচার। {(তৎসম বা সংস্কৃত) □ ম্লেছ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word মৎ Bengali definition [মত্‌] (সর্বনাম) আমার; মদীয় (মৎপ্রণীত, মৎকৃত)। মদীয় (বিশেষণ) আমার; মৎ সম্পর্কিত। {(তৎসম বা সংস্কৃত) অস্মদ্‌ শব্দ+৬ষ্ঠী একব}
  • Bengali Word মৎকুণ Bengali definition [মত্‌কুন্‌] (বিশেষ্য) ১ ছারপোকা। ২ উকুন। ৩ ডাঁশ। ৪ দাড়িগোঁফহীন পুরুষ; মাকুন্দ। {(তৎসম বা সংস্কৃত) মৎকুন}
  • Bengali Word মৎত্রজ্জম Bengali definition [মত্‌ত্রোমজ্‌জম্‌] (বিশেষ্য) মুতরজিম; যে তর্জমা করে; অনুবাদক (আমি যখন তরজমা করি তিন চারখান ডিক্সেনারী নেই আর একটা কথা মৎত্রজ্জমকে জিজ্ঞাসা করি-দীনবন্ধু মিত্র)। {(আরবি) মুতর্‌জিম}
  • Bengali Word মৎফরেক্কা Bengali definition [মত্‌ফরেক্‌কা] (বিশেষণ) বিবিধ (আদালতে নম্বর-মোহাম্মদ ওয়াজেদ আলীলী ও মৎফরেক্কার তদ্বির কত্তে হলে ভবানীপুরেই বাসার ঠিকানা হয়-কালীপ্রসন্ন সিংহ)। {(আরবি) মুতাফার্‌বিকাহ}
  • Bengali Word মৎসব Bengali definition [মত্‌শব্‌] (বিশেষ্য) ১ ঈর্ষা; অসূয়া; পরশ্রীকাতরতা (নিজের মৎসর নিয়ে নিশানের পরে সূর্য এঁকে চোখ মেরেছিল তার নীলিমার সূর্যের দিকে-জীবনানন্দ দাশ)। ২ ক্রোধ। □ (বিশেষণ) ১ পরশ্রীকাতর; অসূয়াপরবশ; ক্রুদ্ধ। ২ কৃপণ। মৎসরী (-রিন্‌) (বিশেষণ) ঈর্ষাকারী; লোভী; নীচ; ক্রুদ্ধ; খল; পরশ্রীকাতর। {(তৎসম বা সংস্কৃত) √মদ্‌+সর+অ(অচ্‌)}
  • Bengali Word মৎস্য Bengali definition [মত্‌শো] (বিশেষ্য) ১ মাছ। ২ হিন্দুপুরাণোক্ত বিষ্ণুর প্রথম অবতার। ৩ একটি হিন্দু পুরাণের নাম। ৪ (জ্যোবি.) রাশিচক্রের একটি রাশির নাম; দ্বাদশ রাশির অন্যতম। ৫ একটি প্রাচীন রজ্যের নাম; বিরাট দেশ (আধুনিক ভারতে জয়পুরের নিকট)। মৎসী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)।মৎসকরন্ডিকা (বিশেষ্য) মাছের চুপড়ি; খালুই। মৎসগন্ধা; মৎস্যোদরী (বিশেষ্য) পুরোণোক্ত ঋষি ব্যাসের মাতার নাম; সত্যবতী। মৎস্যজীবী(-বিন্‌) (বিশেষ্য) মাছ ধরে জীবিকা নির্বাহকারী; জেলে; ধীবর। মৎস্যন্যায়, মৎস্য-নীতি, মাৎস্যন্যায়, মাৎস্যনীতি (বিশেষ্য) মাছের মতো পরস্পর হানাহানি; হত্যা ও অরাজকতা। মৎস্যরঙ্গ (বিশেষ্য) মাছরাঙা নামক পাখি (হেরি যথা শফরীরে স্বচ্ছ সরোবরে পড়ে মৎস্যরঙ্গ-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √মদ্‌+স্য(স্যন্‌)}
  • Bengali Word মৎস্যাশী (-শিন্‌) Bengali definition [মত্‌শাশি] (বিশেষণ) মাছ খায় এমন; মৎস্যভোজী; মাছখেকো। {সৎস্য+√অশ্‌+ইন(ণিনি)}
  • Bengali Word মড়ক Bengali definition [মড়োক্‌] (বিশেষ্য) মহামারী; কলেরা; প্লেগ প্রভৃতি রোগে কোনো অঞ্চলে অনেক লোকের মৃত্যু (মড়ক এসে হাড় ছড়ালো-রশিদ খাঁন)। {(তৎসম বা সংস্কৃত) মরক>}
  • Bengali Word মড়মড় Bengali definition [মড়্‌মড়্‌] (অব্যয়) ১ কাঠ ইত্যাদি শক্ত জিনিস ভাঙার শব্দ। ২ শুকনো পাতায় চাপ পড়লে যে শব্দ হয় (এমন সময় মরা পাতার মড়মড় আওয়াজ কানে এলো-রশিদ করিম)। মড়মড়ে (বিশেষণ) শক্ত; রসশূন্য; খেতে মড়মড় শব্দ হয় এমন (মঁড়মড়ে ভাজা)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word মড়া Bengali definition [মড়া] (বিশেষ্য) শব; লাশ; মৃতদেহ; মৃত শরীর। মড়াখেকো, মড়াখেগো (বিশেষণ) অতি কৃশ; অস্থিচর্মসার (মড়াখেকো একটা গেঁয়ো কুত্তা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। মড়ার উপর খাঁড়ার ঘা-রুগ্ন ও মৃতপ্রায় ব্যক্তির উপর অত্যাচার। বাসিমড়া (বিশেষ্য) মৃত্যুর দিন যে মৃতুদেহের অন্ত্যেষ্টিক্রিয়া হয়নি। {(তৎসম বা সংস্কৃত) মতৃ> (প্রাকৃত) মড (বাংলা) মড়+আ}
  • Bengali Word মড়াচে Bengali definition [মড়াচে] (বিশেষণ) পরপর কয়েকটি সন্তান হয়ে মরে যাওয়ার পর জীবিত সন্তান সংক্রান্ত (এই ক্ষ্যাপাই মায়ের মড়াচে ঝোকদার ছেলে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) মৃত> (বাংলা) মড়া+(তৎসম বা সংস্কৃত) শাবক>ছা=মড়া+ছা+ইয়া=মড়াছে>মড়াচে}
  • Bengali Word মড়াৎ Bengali definition [মড়াত্‌] (বিশেষ্য) (অব্যয়) মরা ডাল ভাঙার শব্দবিশেষ (একটা ডালে লাফ দিয়েছি অমনি মড়াৎ-ছদরুদ্দীন)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word মড়িঘর Bengali definition [মোড়িঘর্‌] (বিশেষ্য) হাসপাতালাদিতে যে ঘরে মৃতদেহ রাখা হয়; জানঘর; লাশঘর মর্গ; morgue। {মৃত>মড়+ই=মড়ি, ঘড়ির জন্য ঘর (৪ (তৎপুরুষ সমাস))]
  • Bengali Word মড়িপোড়া Bengali definition [মোড়িপোড়া] (বিশেষ্য) হিন্দুদের মধ্যে শবদাহ কাজে সাহায্যকারী পতিত ব্রাহ্মণ। {মতৃ>মড়+আ=মড়া+ই=মড়ি। পোড়ানিয়া>পোড়াইয়া-মড়া পোড়ায় যে, উপপদ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word মড়ুঞ্চে, মড়াঞ্চে Bengali definition [মোড়ুন্‌চে, মড়ান্‌চে] (বিশেষণ) সন্তান হয়ে বাঁচে না এমন; মৃতবৎসা। মড়ুঞ্চে পোয়াতি (বিশেষ্য) যে স্ত্রীলোকের সন্তান হয়ে বাঁচে না। মড়ুঞ্চে নাম (বিশেষ্য) মড়ুঞ্চে পোয়াতির সন্তানের নাম; যেমন-এককড়ি, পচা, ফেলা, দুখু। {(বাংলা) মরা+ছা(<বৎস)+ইয়া>মড়াঞ্চিয়া>মড়ুঞ্চে; (তৎসম বা সংস্কৃত) মৃতাপত্যা>}
  • Bengali Word ময়ঙ্ক Bengali definition [ময়োঙ্‌কো] (বিশেষ্য) চন্দ্র (নয়ান ফটিক নব ময়ঙ্ক আকার-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) মৃগাঙ্ক>}
  • Bengali Word ময়দা Bengali definition [ময়্‌দা] (বিশেষ্য) গমের মিহি চূর্ণ; আটার চেয়ে মিহি ও পরিষ্কার গুঁড়া। {(ফারসি) ময়্‌দাহ্‌}
  • Bengali Word ময়দান Bengali definition [ময়্‌দান্‌] (বিশেষ্য) মাঠ; প্রান্তর (তোমার নামের মাহাত্ম্য প্রচার হয় ময়দানে মসজেদে-রশিদ খাঁন)। {(আরবি) ময়দান্‌}