Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word মুনশি, মুন্সি Bengali definition [মুন্‌শি] (বিশেষ্য) ১ কেরানি; যিনি লেখার কাজ করেন; লেখক। ২ বিদ্বান ব্যক্তি। মুনশিগিরি (বিশেষ্য) মুনশির পেশা বা কর্ম। মুনশিয়ানা (বিশেষ্য) ১ পাণ্ডিত্য; নৈপুণ্য; দক্ষতা; পটুতা। ২ রচনায় নিপুণতা; রচনা কৌশল। খাসমুনশি (বিশেষ্য) ব্যক্তিগত কেরানি; প্রাইভেট সেক্রেটারি। মিরমুনশি (বিশেষ্য) ১ প্রধান কেরানি। ২ চিফ সেক্রেটারি। {(আরবি) মুন্‌শী}
  • Bengali Word মুনসেফ, মুন্সেফ Bengali definition [মুন্‌সেফ্‌] (বিশেষ্য) ইনসাফ করেন যিনি; নিম্ন দেওয়ানি আদালতের বিচারক। মুনসেফি, মুনসেফী (বিশেষ্য) মুনসেফের পেশা বা পদ বা চাকুরি। মুনসেফি, মুন্সেফী (বিশেষণ) মুনসেফের এলাকাভুক্ত (মুনসেফি আদালত)। {(তৎসম বা সংস্কৃত) মুনসিফ}
  • Bengali Word মুনাক্কা Bengali definition ⇒ মনক্কা
  • Bengali Word মুনাজাত, মোনাজাত Bengali definition [মুনাজাত্‌, মোনাজাত] (বিশেষ্য) প্রার্থনা; আরাধনা; আবেদন (আমরা দুহাত তুলে ওদের জন্য মুনাজাত করি-আহসান হাবীব)। {(আরবি) মুনাজাত}
  • Bengali Word মুনাফা, মুনফা Bengali definition [মুনাফা, মুনোফা] (বিশেষ্য) ক্রয়-ব্রিকয়ের লাভ; লভ্যাংশ। {মুনাফা, মুনোফা] (বিশেষ্য) ক্রয়-বিক্রয়ের লাভ; লভ্যাংশ। {(আরবি) মুনাফি}
  • Bengali Word মুনাফাখোর Bengali definition [মুনাফাখোর] (বিশেষ্য) লাভ করার নেশায় মত্ত; profiteer। {(আরবি) মুনাফা}
  • Bengali Word মুনাফেক, মুনাফিক, মোনাফেক Bengali definition [মুনাফেক্‌, মুনাফিক্‌, মেনাফেক্‌] (বিশেষণ) কপট; প্রবঞ্চক; ভণ্ড (কপট বা মোনাফেক সাজিয়া সত্য গোপন করা-মাওলানা মুহম্মদ আকরম খাঁ; মুনাফেক সাথে খাতির জমাতে কেউ বা বলিয়া দিল-আজহারুল ইসলাম)। মুনাফেকি, মোনাফেকি (বিশেষ্য) প্রতারণা; শঠতা; কপটাচার (মোনাফেকী আর মিথ্যাচার-সুফী জুলফিকার)। {(আরবি) মুনাফিক}
  • Bengali Word মুনাসিব, মোনাসিব Bengali definition [মুনাসিব্‌, মোনাসিব্‌] (বিশেষণ) ১ পছন্দসই; মনোমত; ইচ্ছানুযায়ী। ২ যোগ্য; উপযুক্ত। {(আরবি) মুনাসিব}
  • Bengali Word মুনি Bengali definition [মুনি] (বিশেষ্য) ঋষি; তপস্বী; যোগী (মুনগণ ধ্যান ভাঙি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √মন্‌+ই}
  • Bengali Word মুনিব Bengali definition ⇒ মনিব
  • Bengali Word মুনিষ Bengali definition ⇒ মনিষ
  • Bengali Word মুনিয়া Bengali definition [মুনিয়া] (বিশেষ্য) বিভিন্ন বর্ণের এক প্রকার অতি ক্ষুদ্র পক্ষী। {মন+ইয়া>}
  • Bengali Word মুন্সী Bengali definition ⇒ মুনশি
  • Bengali Word মুন্সেফ Bengali definition ⇒ মুনসেফ
  • Bengali Word মুফত, মুফৎ Bengali definition [মুফ্‌ত্‌] (ক্রিয়াবিশেষণ) মাগনা; বিনামূল্যে; বিনা পয়সায়; অমনি (মুফত বিয়ে করেনি সে। পুরো চার চারটে টাকা মোহরানা দিয়ে এক একটা বিয়ে করেছে-জরা)। {ফারসি মুফ্‌ত}
  • Bengali Word মুফতি Bengali definition [মুফ্‌তি] (বিশেষ্য) মুসলমান আইন ব্যাখ্যাকারী; ইসলাম শাস্ত্রীয় ব্যবস্থা-নির্দশক। {(আরবি) মুফতী}
  • Bengali Word মুবারক, মোবারক Bengali definition [মুবারক্‌, মোবারক্‌] (বিশেষ্য) শুভ; শুভলক্ষণ-যুক্ত; কল্যাণময়; পবিত্র (মুবারক মকামে রসুল করিমের মাযারে বসে আল্লার ইবাদত বন্দেগীতে জীবনের বাকী অংশটা কাটিয়ে দেবে-মোহাম্মদ ওয়াজেদ আলী)। {(আরবি) মুবারক}
  • Bengali Word মুমিন Bengali definition ⇒ মোমিন
  • Bengali Word মুমুক্ষা Bengali definition [মুমুক্‌খা] (বিশেষ্য) মোক্ষলাভেচ্ছা; মুক্তি বা পরিত্রাণ লাভের ইচ্ছা। মুমুক্ষু (বিশেষণ) মোক্ষকামী; মুক্তিলাভেচ্ছু (মুমুক্ষু আমারও মনে বহুবার এসেছে প্রত্যয়-আতাউর রহমান)। {(তৎসম বা সংস্কৃত) √মুচ্‌+স(সন্‌)+অ+আ(টাপ্‌)}
  • Bengali Word মুমূর্ষু Bengali definition [মুমুর্‌শু] (বিশেষণ) ১ মরণাপন্ন; মরণোন্মুখ; মৃত্যুকাল আসন্ন এমন। মুমুর্ষা (বিশেষ্য) মৃত্যুর ইচ্ছা; মরণেচ্ছা; মরণ কামনা। {(তৎসম বা সংস্কৃত) √মৃ+স(সন্‌)+উ}
  • Bengali Word মুরগা Bengali definition ⇒ মোরগ
  • Bengali Word মুরগী, মুর্গি, মুরগী Bengali definition [মুর্‌গি] (বিশেষ্য) (পুংলিঙ্গ)(স্ত্রীলিঙ্গ) কুক্কুট, কুক্কুটী। মুরগি পোষা ভালোবাসা (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) স্বার্থপূর্ণ ভালোবাসা; যে ভালোবাসা প্রকৃত নয় (মুরগি- পোষা ভালোবাসায় হাঁফিয়ে ওঠা)। (পুংলিঙ্গ)মোরগ। {(ফারসি) মরগাহ (পাখি)}
  • Bengali Word মুরছা, মূরছা Bengali definition ⇒ মূর্ছা
  • Bengali Word মুরজ Bengali definition [মুরজ্‌] (বিশেষ্য) এক প্রকার বাদ্যযন্ত্র; মৃদঙ্গ; খোল। {(তৎসম বা সংস্কৃত) মুর+□ জন্‌+অ(ড)}
  • Bengali Word মুরজা Bengali definition [মুরজা] (বিশেষ্য) কুবেরের স্ত্রীর নাম। {(তৎসম বা সংস্কৃত) মুরজ+আ}
  • Bengali Word মুরত Bengali definition ⇒ মুরদ
  • Bengali Word মুরতাদ Bengali definition [মুর্‌তাদ্‌] (বিশেষণ) স্বধর্ম; স্বমত বা স্বদল ত্যাগ করেছে এমন। (বিশেষ্য) যে ব্যক্তি নিজ ধর্ম ত্যাগ করে ভিন্ন ধর্ম গ্রহণ করেছে। {(আরবি) মুরতাদ}
  • Bengali Word মুরতি, মূরতি Bengali definition ⇒ মূর্তি
  • Bengali Word মুরদ, মুরোদ, মুরোত, মুরত Bengali definition [মুরোদ, মুরোদ, মুরোত্‌, মুরোত্‌] (বিশেষ্য) ১ ক্ষমতা; শক্তিসামর্থ্য। ২ পৌরুষ। {(আরবি) মরুৱত}
  • Bengali Word মুরব্বি, মুরব্বী, মুরুব্বি, মুরুব্বী Bengali definition [মুরোব্‌(বিশেষ্য), মুরোব্‌(বিশেষ্য), মুরুব্‌(বিশেষ্য), মুরুব্‌বি] (বিশেষ্য) ১ অভিভাবক। ২ পৃষ্টপোষক। ৩ রক্ষক। ৪ উপদেশক; উপদেষ্টা; সহায়ক। মুরব্বিয়ানা (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) মুরব্বির ব্যবহার বা আচরণ; মাতব্বরি; খবরদারি; অভিভাবকত্ব। {(আরবি) মুরব্বী}