Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ভুক্তন Bengali definition [ভুক্‌তন্‌] (বিশেষ্য) ১ ত্রুটি পূরণ।২ প্রাপ্য বা মূল্য আদায়করণ। ৩ ভোগ। {(তৎসম বা সংস্কৃত) √ভুজ্‌+অন(লুট্‌)}
  • Bengali Word ভুক্তাবশিষ্ট, ভুক্তাবশেষ Bengali definition ⇒ ভুক্ত
  • Bengali Word ভুক্তি Bengali definition [ভুক্‌তি] (বিশেষ্য) ১ অন্তর্গত; অন্তর্গত হওয়া; ভিতরে অবস্থান; entry। ২ ভোজন। ৩ ভোগ; উপভোগ। ৪ দখল। ৫ প্রাচীন জনপদ। {(তৎসম বা সংস্কৃত) √ভুজ্‌+তি(ক্ত)}
  • Bengali Word ভুখ, ভুক Bengali definition [ভুখ্‌, ভুক্‌] (বিশেষ্য) ১ ক্ষুধা; উদরে খাদ্যাভাবজনিত অবস্থা (কি করে দেহের সুখ পিঞ্জরায় থেকে লাগে ভুক-অবনীন্দ্রনাথ ঠাকুর; ভুকপিয়াসা-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ তীব্র বাসনা। ৩ হেতু; খাতির (গতির ভুখে চলিস রুখে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ভুকপিয়াস (বিশেষ্য) ক্ষুধা-তৃষ্ণা; ক্ষুৎ-পিপাসা (ভুখ পিয়াস ভুলে যাব-মোজাম্মেল হক)। ভুখা (বিশেষণ) ক্ষুধার্ত; ক্ষুৎপীড়িত। ভুখ-মিছিল, ভুখামিছিল (বিশেষ্য) ক্ষুধার্ত জনগণের খাদ্যাভাব প্রতিকারের জন্য শোভাযাত্রা (নগরীর পথে ভুখা মিছিলের আড়ম্বর) hunger march। {(তৎসম বা সংস্কৃত) বুভুক্ষা>ভুক্ষা>}
  • Bengali Word ভুখল, ভখিল Bengali definition [ভুখল্‌, ভুখিল্‌] (বিশেষণ) ক্ষুধিত (ভুখল জন-পীতাম্বর, ভুখল বাঘিনী-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ভুখলি (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অন্নাভাবে কৃশা। {ভুখ+অল, ইল}
  • Bengali Word ভুখালু Bengali definition [ভুখালু] ‍(বিশেষণ) ক্ষুধার্ত (যদি সে ভুখালু হয় তথাপি না কায়-সৈয়দ আলাওল)। {ভুখ+আলু}
  • Bengali Word ভুখিল Bengali definition ⇒ ভুখল
  • Bengali Word ভুগলামি, ভুইগলামি Bengali definition [ভুগ্‌লামি, ভুইগ্‌লামি] (বিশেষ্য) ধূর্ততা; শঠতা। {ভোগা>ভোগল+আমি}
  • Bengali Word ভুগা Bengali definition ⇒ ভোগা
  • Bengali Word ভুগানো Bengali definition ⇒ ভোগান
  • Bengali Word ভুগুতি Bengali definition [ভুগুতি] (বিশেষ্য) ভোজ্য বস্তু; আহার্য (ভুগুতি বণ্টিত হইল সিদ্ধ মনস্কাম-সৈয়দ আলাওল। {(তৎসম বা সংস্কৃত) ভুক্তি>}
  • Bengali Word ভুগ্ন Bengali definition [ভুগ্‌নো] (বিশেষণ) ১ বক্র; বাঁকা। ২ ভগ্নস্বাস্থ্য। {তৎসম বা সংস্কৃত √ভুজ্‌+ত(ক্ত)}
  • Bengali Word ভুচকুনি Bengali definition ⇒ ভোচকানি
  • Bengali Word ভুচরা Bengali definition [ভুচ্‌রা] (বিশেষ্য) কাঁঠালের ভুতি। {(তৎসম বা সংস্কৃত) বুস্ত>}
  • Bengali Word ভুজ Bengali definition [ভুজ্‌] (বিশেষ্য) ১ হস্ত; বাহু। ২ (জ্যামিতি) যে সরলরেখা কোনো ক্ষেত্রের সীমা নির্দেশ করে; কোনো ক্ষেত্রের সীমা নির্দেশকারী সরলরেখা (ত্রিভুজ)। ৩ ভূর্জপত্র। □(বিশেষণ) ভুজবিশিষ্ট। ভুজকোটর (বিশেষ্য) কক্ষ; বগল। বগলদণ্ড (বিশেষ্য) শক্ত সুদৃঢ় বাহু (পুরুষের)। ভুজপাশ, ভুজবন্ধ, ভুজবন্ধন (বিশেষ্য) আলিঙ্গন; বাহুবেষ্টন; বাহুবন্ধন (শহরটি জড়িয়ে ধরে আছে ভুজবন্ধের মত করে-কাজী নজরুল ইসলাম)। ভুজবল (বিশেষ্য) বাহুবল; দেহের শক্তি। ভুজমধ্য (বিশেষ্য) ১ ক্রোড়; কোল। ২ বক্ষঃস্থল। ভুজলতা (বিশেষ্য) লতার মতো কমণীয় ও সুন্দর বাহু (বিশেষত নারীর)। ভুজশির (বিশেষ্য) স্কন্ধ। ভুজস্তব্ধ (বিশেষ্য) বাহুচালনার শক্তিরহিত (ভজিস্তম্ভ কন্ঠরোধ ব্যাসের হইল-ভারতচন্দ্র রায়গুণাকর)। ভুজাকুন্ঠ (বিশেষ্য) হাতের নখ। ভুজাগ্র (বিশেষ্য) হাত; হস্ত; কর। ভুজাদল (বিশেষ্য) হাত। ভুজান্তর, ভুজান্তরাল (বিশেষ্য) ১ অন্যবাহু। ২ বক্ষঃস্থল। {(তৎসম বা সংস্কৃত) √ভুজ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word ভুজংভাজাং Bengali definition [ভুজঙ্‌ভাজাঙ্‌] (বিশেষ্য) অসত্য বা অকিঞ্চিৎকর যুক্তিতর্কাদি দ্বারা বুঝ বা প্রবোধ (ভুজং ভাজং দিয়া টানা)। {(তৎসম বা সংস্কৃত) ভুজঙ্গ>}
  • Bengali Word ভুজগ, ভুজঙ্গ,ভুজঙ্গম Bengali definition [ভুজগ্‌, ভুজঙ্‌গো, ভুজঙ্‌গম্‌] (বিশেষ্য) সর্প; সাপ; অহি (অঙ্গদ বলয় হইল ভুজঙ্গমগণ-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ভুজগী, ভুজঙ্গী, ভুজঙ্গিনী (স্ত্রীলিঙ্গ) (পথিকের পদস্পর্শে কাল ভুজঙ্গিনী উঠে যথা গজরিয়া-কায়কোবাদকোবাদ)। ভুজগেন্দ্র, ভুজগপতি (বিশেষ্য) হিন্দুপুরাণ মতে শঙ্খ নামক অষ্টনাগের শেষ নাগ। ভুজঙ্গজননী (বিশেষ্য) মনসা। {(তৎসম বা সংস্কৃত) ভুজ+√গম্‌+অ(ড), অ(খচ্‌)-‘ম্‌’ (মুম্‌) আগম}
  • Bengali Word ভুজঙ্গপ্রয়াত Bengali definition [ভুজঙ্‌গোপ্রোয়াতো] (বিশেষ্য) সংস্কৃত পদ্যের ছন্দবিশেষ; একটি সংস্কৃত ছন্দের নাম (ভুজঙ্গপ্রয়াতে কহে ভারতী দে-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) ভুজঙ্গ+প্রয়াত}
  • Bengali Word ভুজা ১ Bengali definition [ভুজা] (ক্রিয়া) ভোগ করা। {(তৎসম বা সংস্কৃত) √ভুজ+বাংলা আ}
  • Bengali Word ভুজা ২ Bengali definition [ভুজা] (বিশেষ্য) যা ভাজা হয়েছে (ভাজাভুজা)। {(তৎসম বা সংস্কৃত) ভাজা>}
  • Bengali Word ভুজা ৩ Bengali definition [ভুজা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) বাহু; ভুজ (দশভুজা)। {(তৎসম বা সংস্কৃত) √ভুজ্‌+আ(টাপ্‌)}
  • Bengali Word ভুজালি, ভোজালি, ভোজলি Bengali definition [ভুজালি, ভোজালি, ভোজোলি] (বিশেষ্য) এক প্রকার ছোট তরবারি, নেপালি খড়্‌গবিশেষ; কুকরি (ভোজলি হাতে কোন মারাঠা ডাকাত-মুনীর চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) ভুজপালিকা>}
  • Bengali Word ভুজিষ্য Bengali definition [ভুজিশ্‌শো] (বিশেষ্য) চাকর। {(তৎসম বা সংস্কৃত) ভুজ্‌+ইষ্য(কিষ্যন্‌)}
  • Bengali Word ভুজুং, ভুজুং ভাজুং Bengali definition ⇒ ভোজং
  • Bengali Word ভুঞা, ভুইঞা, ভূঞা Bengali definition [ভূআঁ, ভুইআঁ, ভুআঁ] (বিশেষ্য) ১ অধিপতি, ভূস্বামী। ২ পদবি। ভুঞি, ভুই (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) ভূমি; মাটি। ভুঞে-মাটিতে (তুলিয়া আছাড়ে ভুঞে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) ভূমি>}
  • Bengali Word ভুঞ্জন Bengali definition [ভুন্‌জন্‌] (বিশেষ্য) উপভোগ (শুধু নীরবে ভুঞ্জন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √ভুঞ্জ+অন(ল্যুট্‌)}
  • Bengali Word ভুঞ্জা Bengali definition [ভুন্‌জা] (ক্রিয়া) ১ (পদ্যে ব্যবহৃত) ভোগ করা (ভুঞ্জিব অশেষ ক্লেশ না পাব জ্ঞানের লেশ-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ (পদ্যে ব্যবহৃত) ভোজন বা আহার করা। ভুঞ্জানো (ক্রিয়া) উপভোগ করানো; ভোজন করানো (আর শান্ত ভুঞ্জান দুজনকেই-সত্যেন্দ্রনাথ দত্ত)। ভুঞ্জিত (বিশেষণ) ভুক্ত; ভোগ বা উপভোগ করা হয়েছে এরূপ; ভোজন করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √ভুজ্>(প্রাকৃত) √ভুঞ্জ্‌+(বাংলা) আ}
  • Bengali Word ভুটভাট, ভুটভুট Bengali definition [ভুট্‌ভাট্‌, ভুট্‌ভুট্‌] (অব্যয়) অজীর্ণতার জন্য পেটের মধ্যে সৃষ্ট শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ভুটান Bengali definition [ভুটান্‌] (বিশেষ্য) ভারতের উত্তর-পূর্বে অবস্থিত হিমালয়ের পাদদেশস্থ দেশবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) ভোটাঙ্গ>}
  • Bengali Word ভুটি, ভুটী Bengali definition [ভুটি] (বিশেষ্য) কম্বল; মোটা কাপড়বিশেষ। {ভোট+ই, ঈ}