Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ভাসুরক Bengali definition [ভাশুরক্‌] (বিশেষ্য) ভাশুর (এ কোন ভাসুরক এসে উপস্থিত হল হে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) ভ্রাতৃশ্বশুর>}
  • Bengali Word ভাস্কর Bengali definition [ভাশ্‌কর্‌] (বিশেষ্য) ১ দিবাকর; সূর্য। ২ অগ্নি। ৩ প্রস্তরাদি থেকে যে মূর্তি ইত্যাদি নির্মাণ করে; sculptor (শত ভাস্কর রচে বুদ্ধের শত জনমের রূপ-সত্যেন্দ্রনাথ দত্ত)। ভাস্করাচার্য দ্বাদশ শতাব্দীর বিখ্যাত ভারতীয় গাণিতিক ও জ্যোতিষী। ভাস্কর্য (বিশেষ্য) ভাস্কর শিল্প; প্রস্তরাদি খোদাই করে বা তা দিয়ে মূর্তি নির্মাণের কাজ; sculpture। {(তৎসম বা সংস্কৃত) ভাস্‌+√কৃ+অ(ট)}
  • Bengali Word ভাস্বতী Bengali definition ⇒ ভাস্বর
  • Bengali Word ভাস্বর, ভাস্বান Bengali definition [ভাশ্‌শর্‌, ভাশ্‌শান্‌] (বিশেষণ) ১ দীপ্তিমান; দ্যুতিমান; আলোকিত; উজ্জ্বল (সূর্যের ভাস্বর শিখা শত-জাহানারা আরজু)। ২ তেজস্বী। ভাস্বতী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √ভাস্‌+বর(বরক্‌), বৎ(বতুপ্‌)}
  • Bengali Word ভাড়া Bengali definition [ভাড়া] (বিশেষ্য) ১ কেবায়া; নির্দিষ্ট কাল ব্যবহারের জন্য দেয় অর্থ (বাড়িভাড়া; রেলের ভাড়া)। ২ মাশুল (মালের ভাড়া)। ৩ মূলধন; সম্বল (তাহা যদি কাটা গেল ফুরাইল ভাড়া-কাশীরাম দাস)। ভাড়া করা (ক্রিয়া) ভাড়া দেওয়ার শর্তে অন্যের জিনিস নির্দিষ্ট সময়ের জন্য নেওয়া। ভাড়া খাটা (ক্রিয়া মজুরি নিয়ে পরের কাজ করা। ভাড়াটে, ভাড়াটিয়া (বিশেষণ) ১ ভাড়া করা বা দেওয়া যায় এমন (ভাড়াটে লেখক)। ২ ঠিকা। ৩ মজুরির বিনিময়ে অসত্য বা অন্যায় কিছু করে এমন (ভাড়াটে গুণ্ডা)। □(বিশেষ্য) ভাড়া বাড়িতে যে বাস করে; tenant। {(তৎসম বা সংস্কৃত) ভাটক>(প্রাকৃত) ভাডঅ>}
  • Bengali Word ভায় ১ Bengali definition [ভায়্‌] (ক্রিয়া) ১ (পদ্যে ব্যবহৃত) দীপ্ত হয় বা প্রকাশ পায়; শোভা পায় (তাহার রূপের ভায় তারা ত ফুটেনি হায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ (পদ্যে ব্যবহৃত) ভালো লাগে (কাজল কাল চোখের কোণে ঈষৎ হাসি ভায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। □(বিশেষ্য) দীপ্তি; প্রভা; উজ্জ্বলতা; শোভা (তাহার রূপের ভায় তারা ত ফুটেনি হায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) Öভাস্‌>}
  • Bengali Word ভায় ২ Bengali definition [ভায়্‌] (বিশেষ্য) ভাব; পদ্ধতি; ক্রম (ভায়ে ভায়ে)। {(তৎসম বা সংস্কৃত) ভাগ>(প্রাকৃত) ভাঅ>ভায়}
  • Bengali Word ভায়রা, ভায়রা-ভাই Bengali definition [ভায়রা, ভায়রা-ভাই] (বিশেষ্য) স্ত্রীর ভগ্নিপতি;শ্যালিকার স্বামী। □(বিশেষণ) সমধর্মী; সমগুণসম্পন্ন; ভ্রাতৃতুল্য (এই গুখা আর তাদের ভায়রা ভাই গাড়োয়াল এই দুটো জাতই যুদ্ধের সময় কি রকম ভীষণ হয়ে উঠে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ভ্রাতৃ>(প্রাকৃত) ভায়রা+(বাংলা) আ, +ভাই}
  • Bengali Word ভায়া Bengali definition [ভায়া] (বিশেষ্য) ভাই; ভ্রাতৃসদৃশ ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) ভ্রাতা>}
  • Bengali Word ভায়াদ Bengali definition [ভায়াদ্‌] (বিশেষ্য) ভ্রাতৃ; দায়াদ; জ্ঞাতি ভ্রাতা; সম্পত্তির অংশ-ভাগী উত্তরাধিকারী। ভায়াদি (বিশেষণ) জ্ঞাতিসম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) ভ্রাতৃ+দায়াদ>}
  • Bengali Word ভিক Bengali definition ⇒ ভিখ
  • Bengali Word ভিক্টোরিয়া ক্রস Bengali definition [ভিক্টোরিয়া ক্রোস্‌] (বিশেষ্য) ইংরেজ রাজত্বকালে যুদ্ধে বীরত্ব ও সাহসিকতার পরিচয় দানের জন্য প্রদত্ত পদকবিশেষ (আমাদের মধ্যে ভিক্টোরিয়া ক্রস প্রভৃতি পুরস্কার দেওয়া হল-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) Victoria Cross}
  • Bengali Word ভিক্ষা Bengali definition [ভিক্‌খা] (বিশেষ্য) ১ যাচ্‌ঞা; প্রার্থনা (আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দান; দাতার অনুগ্রহে লভ্য বস্তু। ভিক্ষাচর্যা, ভিক্ষাবৃত্তি (বিশেষ্য) ভিক্ষুকের পেশা। ভিক্ষাজীবী (-বিন্‌) (বিশেষ্য), (বিশেষণ) ভিক্ষুক; ভিক্ষা বৃত্তিতে জীবিকানির্বাহ করে এমন। ভিক্ষাজীবিনী, ভিক্ষোপজীবিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। ভিক্ষান্ন (বিশেষ্য) ভিক্ষালব্ধ অন্ন বা খাদ্য বস্তু। ভিক্ষাপাত্র, ভিক্ষাভাণ্ড (বিশেষ্য) ভিক্ষা দ্বারা প্রাপ্ত বস্তু রাখার আধার। ভিক্ষা-পুত্র (বিশেষ্য) যে ব্রাহ্মণকুমার উপনয়নকালে কোন নারীর নিকট ভিক্ষা নিয়ে তাকে মা বলে গ্রহণ করা হয়। ভিক্ষার্থী (বিশেষণ) ভিক্ষা চায় এমন; ভিক্ষুক; যাচক। ভিক্ষার্থিনী (স্ত্রীলিঙ্গ)। ভিক্ষিত (বিশেষণ) যাচিত; প্রার্থিত; ভিক্ষালব্ধ। {(তৎসম বা সংস্কৃত) √ভিক্ষ্‌+অ+আ(টাপ্‌)}
  • Bengali Word ভিক্ষু Bengali definition [ভিক্‌খু] (বিশেষ্য) ১ চুতর্থাশ্রমী সন্ন্যাসী; শ্রমণ। ২ ভিখারি। ৩ পরিব্রাজক। ভিক্ষুণী (স্ত্রীলিঙ্গ)। ভিক্ষুতা (বিশেষ্য) ভিক্ষুধর্ম; সংসার বাসনা ত্যাগ। {(তৎসম বা সংস্কৃত) √ভিক্ষ্‌+উ}
  • Bengali Word ভিক্ষুক Bengali definition [ভিক্‌খুক্‌] (বিশেষণ), (বিশেষ্য) ১ ভিখারি; অন্নের জন্য যে অপরের উপর নির্ভর করে। ২ ভিক্ষাপ্রার্থী; প্রার্থী। ভিক্ষুকাশ্রম (বিশেষ্য) সন্ন্যাসাশ্রম। {(তৎসম বা সংস্কৃত) ভিক্ষু+ক(কন্‌)}
  • Bengali Word ভিখ, ভিক Bengali definition [ভিখ্‌, ভিক্‌] (বিশেষ্য) ভিক্ষা; দান (নেয়নি মাগিয়া ভিক-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ভিক্ষা>}
  • Bengali Word ভিখারি, ভিখিরি Bengali definition [ভিখারি, ভিখিরি] (বিশেষণ), (বিশেষ্য) ভিক্ষাজীবী; ভিক্ষুক; প্রার্থী। ভিখারিনী (স্ত্রীলিঙ্গ)। ভিখারি বিদায় (বিশেষ্য) ভিক্ষুককে দান-খয়রাত দিয়ে বিদায় করার কাজ (কোন রবিবারেই ভিখারী-বিদায় ব্যাপারটা বিনা গোলমালে নিষ্পন্ন হয় না-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) ভিক্ষাকারী>}
  • Bengali Word ভিজন Bengali definition [ভিজন্‌] (বিশেষ্য) সিক্তকরণ। {(তৎসম বা সংস্কৃত) অভ্যঞ্জন>(বাংলা) √ভিজ্‌+আ}
  • Bengali Word ভিজা ১, ভিজে, ভেজা ১ Bengali definition [ভিজা, ভিজে, ভেজা] (ক্রিয়া) ১ সিক্ত বা আর্দ্র হওয়া (বৃষ্টিতে ভিজে যাওয়া, ঘাসে ভেজা)। ২ নরম বা দয়ার্দ্র বা করুণাপরবশ হওয়া (মন ভেজা)। □(বিশেষণ) ১ পানিতে সিক্ত বা বাষ্পযুক্ত; আর্দ্র (ভিজাবায়ু বয়-মোহিতলাল মজুমদার)। ২ সিক্ত (ঘামে ভেজা জামা)। ভিজা জুলজুল (বিশেষ্য) বৃষ্টিতে বা ঘামে ভিজে জড়সড় অবস্থা (সুন্দরীর বনে বাঘ ভিজে জুলজুল-জীবনানন্দ দাশ)। ভিজা বিড়াল, ভিজা বেড়াল (বিশেষ্য) (আলঙ্কারিক) দেখতে জলে ভিজা অবস্থায় বিড়ালের মতো হলেও প্রকৃতপক্ষে অনিষ্টকারী দুষ্টু লোক; হিংস্র প্রকৃতিযুক্ত কুমতলববাজ (অমন একটি হিংসুটে ভিজে বেড়াল আমরা আরি দেখি নাই-সুবি)। ভিজা ভাতে দই যে জিনিস খেতে বিস্বাদ; মুখরোচক নয়। {(তৎসম বা সংস্কৃত) অভ্যঞ্জন>√ভিজ্‌+আ}
  • Bengali Word ভিজানো, ভেজানো Bengali definition [ভিজানো, ভেজানো] (ক্রিয়া) ১ পানিতে ডুবিয়ে রাখা। ২ সিক্ত করা। {ভিজা+আনো; ক্রিয়ারূপ-ভিজাই, ভেজাই, ভিজাও, ভেজাও, ভেজায়, ভিজায়, ভেজান, ভিজান; অসমপিকা ক্রিয়া-ভিজিয়ে, ভিজালে, ভিজাতে ইত্যাদি}
  • Bengali Word ভিজিট Bengali definition [ভিজিট্‌] (বিশেষ্য) চিকিৎসককে প্রদেয় দর্শনী; ফি (ডাক্তারের পারিশ্রমিক ভিজিট লাগে না-হাই)। {(ইংরেজি) visit}
  • Bengali Word ভিজিটর Bengali definition [ভিজিটর্‌] (বিশেষ্য) ১ সাক্ষাৎপ্রার্থী (অফিসে আজ না আসতে পারলে কয়েকটা ভিজিটর ফিরে যাবে-সৈয়দ মুজতবা আলী)। ২ মেহমান; আগন্তুক। ৩ পরিদর্শক। {(ইংরেজি) Visitor}
  • Bengali Word ভিট Bengali definition [ভিট্‌] (বিশেষ্য) ১ ভিটা। ২ মেটে ঘরের মেঝে। ভিটায় ঘুঘু চরানো ⇒ ভিটা {(তৎসম বা সংস্কৃত) ভিত্তি>ভিত}
  • Bengali Word ভিটকিলামি, ভিটকিলিমি Bengali definition [ভিট্‌কিলামি, ভিট্‌কিলিমি] (বিশেষ্য) ভণ্ডামি; বিটলামি। {বিটকেল+আমি}
  • Bengali Word ভিটরে Bengali definition [ভিট্‌রে] (বিশেষণ) ধরিবাজ; দুষ্ট (লাফিয়ে ডিঙ্‌নু দেয়াল দেখি এক ভিটরে শেয়াল-কাজী নজরুল ইসলাম)। {বিটকেলে>}
  • Bengali Word ভিটা, ভিটি, ভিটে Bengali definition [ভিটা, ভিটি, ভিটে] (বিশেষ্য) ১ পৈতৃক বাস্তুভূমি; জমিন থেকে অপেক্ষাকৃত উঁচু করে প্রস্তুত যে ভূমিতে বাসগৃহ নির্মিত হয়। ২ ঘরের ভিত; পোতা। ভিটা কামড়ে পড়ে থাকা (ক্রিয়া) প্রতিকূল অবস্থায়ও বাস্তুভূমি কিছুতেই ত্যাগ না করা (সকল অত্যাচার সহ্য করে সে ভিটে কামড়ে পড়ে আছে)। ভিটেমাটি (বিশেষ্য) বাস্তুভিটা। ভিটামাটি উৎসন্ন করা (ক্রিয়া) বাস্তুভিটা উচ্ছেদ করা; সমূলে ধ্বংস করা; বাস ত্যাগ করানো। ভিটামাটি চাটি করা (ক্রিয়া) বাসগৃহ একেবারে ধ্বংস করা; বাস্তুভিটের মাটি পর্যন্ত লোপ করে সমভূমি করা। ভিটায় ঘুঘু চরানো বা সরিষা বোনা (ক্রিয়া) (আলঙ্কারিক) সর্বস্বান্ত বা উৎপন্ন করা; উচ্ছেদ সাধন বা সর্বনাশ করা। {(তৎসম বা সংস্কৃত) ভিত্তি>ভিট্টি>ভিটি>ভিটা}
  • Bengali Word ভিটামিন Bengali definition [ভিটামিন্‌] (বিশেষ্য) খাদ্যপ্রাণ; খাদ্যমধ্যস্থ জীবনীশক্তি বর্ধক উপাদান। {(ইংরেজি) Vitamin}
  • Bengali Word ভিটি, ভিটে Bengali definition ⇒ ‍ভিটা
  • Bengali Word ভিণ্ডিবাল Bengali definition [ভিন্‌ডিবাল্‌] (বিশেষ্য) গুরুভার দণ্ডাস্ত্রবিশেষ। {ভিন্দপাল>}
  • Bengali Word ভিত Bengali definition [ভিত্] (বিশেষ্য) ১ ভিত্তি; বুনিয়াদ; গৃহের বা দেয়ালের যে অংশ মাটির নিচে থাকে; foundation (উন্নত চরিত্রের দ্বারাই তাঁরা সমাজের ভিতকে নাড়াতে পেরেছিলেন-কাজী আবদুল মান্নান)। ২ ঘরের ভূমি থেকে মেঝে পর্যন্ত অংশ; plinth (তাহার ভিত পাকা-সামসু)। ৩ (পদ্যে ব্যবহৃত) দিক; পাশ (চারিভিতে)। ৪ উন্নত ভূমি। ৫ তীর। {(তৎসম বা সংস্কৃত) ভিত্তি>}