Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word ভুট্টা Bengali definition [ভুট্‌টা] (বিশেষ্য) শস্যবিশেষ; মকাই; maize। {(তৎসম বা সংস্কৃত) বৃত্তক>}
 • Bengali Word ভুত Bengali definition ⇒ ভূত
 • Bengali Word ভুতি, ভুতুড়ি Bengali definition [ভুতি, ভুতুড়ি] (বিশেষ্য) ১ কাঁঠালের ভিতরে অখাদ্য অংশ যা কোষের সঙ্গে জড়িত থাকে (কতকগুলি খাসা খাজা কাঁঠাল, কতকগুলির বড় আটা, কতকগুলি কেবল ভুতুড়ি সার গরুর খাদ্য-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ নাড়িভুঁড়ি। {(তৎসম বা সংস্কৃত) বুস্ত>}
 • Bengali Word ভুতুরে, ভুতুরে Bengali definition [ভুতুড়ে, ভুতুরে] (বিশেষণ) ১ ভূতপ্রেতসংক্রান্ত (ভুতুড়ে গল্প)। ২ ভূত দ্বারা কৃত (ভুতুড়ে কাণ্ড)। □(বিশেষ্য) ভূত-প্রেত নিয়ে যে ব্যক্তির কারবার; ভূত নিয়ে যার কাণ্ডকারখানা; ভূতের ওঝা। {(তৎসম বা সংস্কৃত) ভূত+উড়িয়া>উড়ে}
 • Bengali Word ভুনা Bengali definition [ভুনা] (ক্রিয়া) ভাজা (কলিজা কাবাব সম ভুনে মরু রোদ্দুরে-কাজী নজরুল ইসলাম)। □(বিশেষণ) ভাজা হয়েছে এমন (ভুনা মাছ)। {(হিন্দি) ভর্জন>}
 • Bengali Word ভুনা-খিচুড়ি, ভুনি খিচুড়ি Bengali definition [ভুনাখিচুড়ি, ভুনিখিচুড়ি] (বিশেষ্য) চাল ডাল দিয়ে অল্প ভেজে যে খিচুড়ি রান্না করা হয় (এমন বাদল দিনে ভূনাখিচুড়ী ও কোর্মার সারবত্তা ও উপকারিতা সম্বন্ধে কোমর বেঁধে অকাট্য যুক্তিতর্ক প্রদর্শন-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ভর্জন>ভুনা/ভুনি+খিচুড়ি}
 • Bengali Word ভুবঃ ভুবর্লোক Bengali definition [ভুবাহ্‌, ভুবোর্‌লোক্‌] (বিশেষ্য) ১ হিন্দু পুরোণোক্ত সপ্ত স্বর্গের একটি। ২ অন্তরীক্ষ। {(তৎসম বা সংস্কৃত) Öভূ+অস্‌(অসুন্‌)=ভুবঃ, +লোক}
 • Bengali Word ভুবন Bengali definition [ভুবন্‌] (বিশেষ্য) ১ বিশ্বজগৎ; হিন্দু পুরাণে কথিত সপ্ত স্বর্গ ও সপ্ত পাতাল; চতুর্দশ লোক। ২ পৃথিবী। ৩ আবাস (গেলা সবে যে যার ভুবন-বিজয় গুপ্ত)। ৪ দেশ (ছ’মাসের পরে যাবে গৌড় ভুবন-ঘনরাম চক্রবর্তী)। ভুবন-কানা (বিশেষণ) ১ অন্ধত্ব জগৎজোড়া এমন; সম্পূর্ণ অন্ধ। ২ অন্ধকারময় বিশ্বে এমন (সবাই বলে, সে গিয়েছে ভুবন-কানা তাই-রবীন্দ্রনাথ ঠাকুর)। ভুবনত্রয় (বিশেষ্য) ত্রিভুবন; হিন্দুমতে স্বর্গ, মর্ত্য ও পাতাল। ভুবন পাবন (বিশেষণ) জগতের পরিত্রাতা। ভুবনবিখ্যাত (বিশেষণ) বিশ্ব-বিখ্যাত; জগৎপ্রসিদ্ধ। ভুবনজয়ী (বিশেষণ) সমস্ত জগৎ জয় করেছে এমন; বিশ্ববিজয়ী। ভুবনমোহন (বিশেষণ) বিশ্বমুগ্ধকারী; সর্বজনমুগ্ধকর। ভুবনমোহিনী (স্ত্রীলিঙ্গ)। ভুবনেশ্বর (বিশেষ্য) ১ হিন্দুমতে ত্রিভুবনের অধিপতি; ঈশ্বর। ২ উড়িষ্যার অন্তর্গত হিন্দু তীর্থবিশেষ। ৩ হিন্দুদের উরিষ্যার তীর্থের শিবলিঙ্গ। ভুবনেশ্বরী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) হিন্দুমতে দশমহাবিদ্যার একজন। {(তৎসম বা সংস্কৃত) ভূ+অন(ক্যুন)}
 • Bengali Word ভুবর্লোক Bengali definition ⇒ ভুবঃ
 • Bengali Word ভুর Bengali definition [ভুর্‌] (বিশেষ্য) ১ ছল; বুজুরুকি; আড়ম্বর (ভাঙ্গা গেল যত ভুর চাতুরী হৈল চর-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ ভুল; ভ্রম (হায় কি হল দেশের দশা, রিপন রাজার ভুরে-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। ৩ সম্ভ্রম; বুজুর্গি। ভুর করা (বিশেষণ) অবিন্যস্ত; আগোছালো (বিদিশার চল আজ বুকের উপর ভুর করা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ভুরভাঙ্গা, ভুরভাঙা (ক্রিয়া) ১ ভুল ভাঙা (পরিচয় দিলেই ভুর ভাঙ্গিয়া যাইবে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ সম্ভ্রম নষ্ট হওয়া (খসে পড়ে শোলার শাঁখা ভেঙ্গে গেল ভুর-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) ভ্রম>ভুর}
 • Bengali Word ভুরভুর, ভরভর Bengali definition [ভুর্‌ভুর্‌, ভর্‌ভর্‌] (অব্যয়) (ধ্বনাত্মক) ভরপুর; (গন্ধাদি দ্বারা) পরিপূর্ণ বা আমোদিত হওয়ার ভাবব্যঞ্জক। □(বিশেষণ) প্রায় পুরপূর্ণ (চোখের জলে আঁখি ভরভর-রবীন্দ্রনাথ ঠাকুর)। ভুরভুরে (বিশেষণ) পরিপূর্ণ; ভরপুর; সুগন্ধের সঙ্গে সম্পৃক্ত এমন (বেশ ভুরভুরে গন্ধটা-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {ধ্বন্যাত্মক}
 • Bengali Word ভুরা ১, ভুরো Bengali definition [ভুরা, ভুরো] (বিশেষ্য) ১ ভেলা। ২ অপরিষ্কৃত; অপরিচ্ছন্ন চিনি। ৩ মাত কেটে তৈরি শুকনো ও বালির মতো ঝুরঝুরা গুড় (আটপণে আধসের আনিয়াছি চিনি। অন্য লোকে ভুরা দেয় ভাগ্যে আমি চিনি-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(ফারসি) বূরহ}
 • Bengali Word ভুরা ২ Bengali definition ⇒ ভুড়
 • Bengali Word ভুরি Bengali definition ⇒ ভূরি
 • Bengali Word ভুরু, ভুরূ Bengali definition ⇒ ভ্রূ
 • Bengali Word ভুরো Bengali definition ⇒ ভুরা১
 • Bengali Word ভুল Bengali definition [ভুল্‌] (বিশেষ্য) ১ ভ্রম; ভ্রান্তি; প্রমাদ (প্রবন্ধটি ভুলে ভরা)। ২ বিস্মৃতি; বিস্মরণ; মনে না থাকা (ঘর বন্ধ করতে ভুল হয়ে গেছে)। ৩ প্রলাপ; মিথ্যা বকা।□(বিশেষণ) ১ ভ্রান্ত; অযথার্থ ধারণা (শত্রুকে মিত্র বলে ভুল করা)। ২ বেঠিক; ঠিক বা নির্ভুল নয় এমন (ভুল অঙ্ক)। ভুলচুক, ভুলভ্রান্তি (বিশেষ্য) নানা প্রকার ভুল; বিবিধ ভ্রান্তি। ভুলভাঙা (ক্রিয়া) ভুল ধারণা দূর হওয়া। ঠিকেভুল (বিশেষ্য) ১ যোগ দিতে ভুল। □(বিশেষণ) করতে অভ্যস্ত থাকা সত্ত্বেও ভুল করে এমন। {তৎসম বা সংস্কৃত ভ্রম>ভুল্ল>ভুল}
 • Bengali Word ভুলা, ভুলানো, ভুলানি, ভুলানে, ভুলুনে Bengali definition ⇒ ভোলা
 • Bengali Word ভুলো Bengali definition [ভুলো] (বিশেষণ) ১ প্রায়ই ভুল করে বা ভুলে যায় এমন; ভুলে যাওয়া স্বভাব বিশিষ্ট (সে একটা ভুলো হাবা; ভুলো মন)। ২ আনাড়ি। □(বিশেষ্য) ‘ভোলা’ নামের বিকৃত কথ্যরূপ। {ভুল+উয়া=ভুলুয়া>ভুলো}
 • Bengali Word ভুশ, ভুস Bengali definition [ভুশ্‌] (অব্যয়) পানি কাদা প্রভৃতি ভেদ করে ওঠার শব্দ। (ভুস করে ভেসে ওঠা)। {ধ্বন্যাত্মক}
 • Bengali Word ভুশণ্ডি, ভূশণ্ডি, ভুষণ্ডি, ভুশুণ্ডি, ভূষণ্ড Bengali definition [ভুশোন্‌ডি, ভুশোন্‌ডি, ভুশোন্‌ডি, ভুশুন্‌ডি, ভুশন্‌ডো] (বিশেষ্য) ১ হিন্দু পুরাণে উল্লিখিত তিযুগদর্শী কাক। ২ (ব্যঙ্গার্থ) দীর্ঘজীবী; বহুদর্শী; বিষয়বুদ্ধি-কুশল ব্যক্তি (তিনি ভুশুণ্ডির কাক হয়ে বসে আছেন)। ভুষণ্ডির কাক (বিশেষ্য) (আলঙ্কারিক) যে বহু বছর এবং মৃত্যুর বয়স হওয়া সত্ত্বেও জীবিত আছে; অন্যায়ভাবে দীর্ঘজীবী। {(তৎসম বা সংস্কৃত) ভূষণ ও মণ্ডিত শব্দের সংমিশ্রণে জাত}
 • Bengali Word ভুশুড়ি, ভুষুড়ি Bengali definition [ভুশুড়ি] (বিশেষ্য) কাঁঠালের ভুতি। ভুশুড়ি ভাঙা (ক্রিয়া) ১ ক্রমাগত কাঁঠালের কোয়া বের করা। ২ ভুরিভোজন করা; প্রচুর পরিমাণে তৃপ্তিপূর্বক আহার করা। গল্পের ভুশুড়ি ভাঙা (ক্রিয়া) ক্রমাগত বলে যাওয়া। {(তৎসম বা সংস্কৃত) বুস্ত>}
 • Bengali Word ভুষা, ভুষো Bengali definition ⇒ ভুসা
 • Bengali Word ভুষি Bengali definition ⇒ ভুসি
 • Bengali Word ভুষুড়ি Bengali definition ⇒ ভুশুড়ি
 • Bengali Word ভুষ্টিনাশ Bengali definition [ভুশ্‌টিনাশ্‌] (বিশেষ্য) ১ নাশ; ধ্বংস; অপব্যয় (টাকার ভুষ্টিনাশ)। ২ সর্বনাশ (কাজের ভুষ্টিনাশ)। {গোষ্ঠী+নাশ>}
 • Bengali Word ভুস Bengali definition ⇒ ভুশ
 • Bengali Word ভুসঙ্গ Bengali definition [ভুশঙ্‌গো] (বিশেষ্য) ছাই; ভস্ম (হারাজ ভুসঙ্গ মাখিবে-মানিক রাজার গান)। {(তৎসম বা সংস্কৃত) ভস্ম>ভসম্‌>ভসঙ্গ্‌>ভুসঙ্গ}
 • Bengali Word ভুসা, ভুষা, ভুসো, ভুষো Bengali definition [ভুশা, ভুশা, ভুশো, ভুশো] (বিশেষ্য) কাজল; প্রদীপের শিখায় প্রস্তুত কালি বা ঝুল (এদেশে বাচ্চাদের সাজিয়ে গুজিয়ে কপালের একপাশে খানিকটে ভুসো মাখিয়ে দেয়-সৈয়দ মুজতবা আলী; ভুষো মাখা পাঞ্জাখালি-সত্যেন্দ্রনাথ দত্ত)। ভুসঙ্গকালি (বিশেষ্য) ভুসা থেকে তৈরি কালি (দেখতে দেখতে ভুসো কালির মতো রাতের রঙ ক্রমে ফিকে হতে হতে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) ভস্ম>}
 • Bengali Word ভুসি, ভুষি Bengali definition [ভুশি] (বিশেষ্য) শস্যের চোকলা বা খোসা। ২ গরুর খাদ্যবিশেষ। ভুসিমাল (বিশেষ্য) ১ বাজে বা আবর্জনারূপে বস্তু; রদ্দিমান। ২ কলাই প্রভৃতি শস্য (ভুসিমালের ব্যবসা)। {(তৎসম বা সংস্কৃত) বুস>}