Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ভীত Bengali definition [ভিতো] (বিশেষণ) ভয় পেয়েছে এমন; ভয়প্রাপ্ত; ত্রস্ত; শঙ্কিত। থীতা (স্ত্রীলিঙ্গ)। ভীতচিত্ত (বিশেষণ) ভয়ে আবিষ্ট চিত্ত; চিত্তে ভয়জাত বিহ্বলতা। {তৎসম বা সংস্কৃত √ভী+ত(ক্ত)}
  • Bengali Word ভীতি Bengali definition [ভিতি] (বিশেষ্য) ১ ভয়; শঙ্কা; ত্রাস। ২ আশঙ্কা। ভীতিকর, ভীতিজনক, ভীতিপ্রদ (বিশেষণ) শঙ্কাজনক; ভয় উৎপাদক। ভীতিগ্রস্ত, ভীতিবিহ্বল (বিশেষণ) ভয়ে অভিভূত; ভয়ে কাতর। {(তৎসম বা সংস্কৃত) √ভী+তি(ক্তি)}
  • Bengali Word ভীতু Bengali definition ⇒ ভিতু
  • Bengali Word ভীনে (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ভিনে] (অব্যয়) ভিন্নভাবে। ভীনে ভীনে (মধ্যযুগীয় বাংলা) (অব্যয়) পৃথক পৃথক; ভিন্ন ভিন্ন (হাটের বাটের দান চাহে ভীনে ভীনে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) ভিন্ন>}
  • Bengali Word ভীম Bengali definition [ভিম্‌] (বিশেষণ) ভীষণ; ভয়ঙ্কর; প্রচণ্ড (ভীম বিক্রম)। □(বিশেষ্য) ১ শিব; রুদ্র (ধূমাবতী দেখে ভীম সভয় হইল-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ দ্বিতীয় পাণ্ডব। ৩ দয়মন্তীর পিতা ভীমসেন। ৪ দানবিশেষ। ৫ গন্ধর্ববিশেষ। ভীমা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) (পরাক্রমে ভীমা ভীমা সমা-মাইকেল মধুসূদন দত্ত)। ভীমা, ভীমকর্মা (বিশেষ্য) অতি কর্মী; কর্মবীর। ভীমকান্ত (বিশেষণ) একই সঙ্গে ভীষণ ও চিত্তাকর্ষক। ভীমখণ্ডা (বিশেষ্য) ভাষণ খাঁড়া (ভীম খণ্ডা হাতে বাহিরেন হুহু্ঙ্কারে-মাইকেল মধুসূদন দত্ত)। ভীমদর্শন (বিশেষণ) দেখতে ভীষণ: দেখে ভয়ের উদ্রেক হয় এমন। ভীমনাদ (বিশেষ্য) ভীষণ শব্দ; হুঙ্কার (ভীমনাদে কাঁপে তিভুবন-ভারতচন্দ্র রায়গুণাকর)। ভীমপরাক্রমে, ভীমবিক্রম (বিশেষণ) অতি বলশালী। ভীমপলশ্রী, ভীমপলাশি (বিশেষ্য) একটি রাগিণী (নৌবতে বাজিবে গো ভীমপলাশী-কাজী নজরুল ইসলাম)। ভীমশাসন, ভীমশাসক (বিশেষণ) জবরদস্ত শাসক। □(বিশেষ্য) যম; মৃত্যুদূত {(তৎসম বা সংস্কৃত) √ভী+ম(মক্‌)}
  • Bengali Word ভীমরতি, ভীমরথী Bengali definition [ভিম্‌রোতি, ভিম্‌রোথি] (বিশেষ্য) ১ বয়স সাতাত্তর বছর সাতমাস সাতরাত পূর্ণ হওয়ার অবস্থা। ২ অতিশয় বার্ধক্যবশত বুদ্ধি- ভ্রংশতা; datage (বুড়োর ভীমরতি ধরা)। {(তৎসম বা সংস্কৃত) ভীমরাত্রী>}
  • Bengali Word ভীমরুল Bengali definition ⇒ ভিমরুল
  • Bengali Word ভীমা Bengali definition ⇒ ভীম
  • Bengali Word ভীর (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ভির্‌] (বিশেষণ) ভীরু; কাপুরুষ। {(তৎসম বা সংস্কৃত) ভীরু>}
  • Bengali Word ভীরু Bengali definition [ভিরু] (বিশেষণ) ১ ভীত স্বভাব; ভিতু; ভয়শীল; সহজে ভয় পায় এমন। ২ দুর্বল; কাপুরুষ; সাহসশূন্য। ভীরুতা (বিশেষ্য)। ভীরুক (বিশেষণ) ভয়শীল; ভীরু। {(তৎসম বা সংস্কৃত) ভী+রু(ক্রু)}
  • Bengali Word ভীষণ Bengali definition [ভিশন্‌] (বিশেষণ) ১ ভয়াল; ভীতিপ্রদ; ভয়ঙ্কর। ২ সাংঘাতিক; অতিশয় (ভীষণ গরম)। ভীষণা (স্ত্রীলিঙ্গ)। ভীষণতা (বিশেষ্য)। ভীষণ আকার, ভীষণাকার (বিশেষ্য), (বিশেষণ) ভয়ানক আকৃতি বিশিষ্ট। ভীষণদর্শন (বিশেষণ) দেখতে ভয়ানক; দেখে ভয় হয় এমন। {(তৎসম বা সংস্কৃত) √ভী+ণিচ্‌=√ভীষি+অন(ল্যুট্‌)}
  • Bengali Word ভীষ্ম Bengali definition [ভিশ্‌শোঁ] (বিশেষ্য) মহাভারতের রাজা শান্তনু ও গঙ্গার পুত্র এবং কৌরব ও পাণ্ডবদের পিতামহ। □ (বিশেষণ) ভীষণ; ভীতিকর (কী ভীষ্ম অদৃশ্য নৃত্যে মাতি উঠে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ভীষ্মের প্রতিজ্ঞা (বিশেষ্য) ১ (ভীষ্মের প্রতিজ্ঞার মতো) অতি দৃঢ় ও অটল প্রতিজ্ঞা। ২ যা অবশ্যই করা হবে; যে কথার নড়চড় হয় না। {(তৎসম বা সংস্কৃত) √ভী+ম(মক্‌), ষ্‌ আগম}
  • Bengali Word ভীড়ন Bengali definition [ভিড়ন্‌] (বিশেষ্য) যুদ্ধ (ভীড়নে বলিল চঙ্গ বাইস হাজার-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) মিলন>}
  • Bengali Word ভুঁই Bengali definition [ভুঁই] (বিশেষ্য) ১ ভূমি; ক্ষেত্র; মাটি। ২ দেশ (বিভূঁই)। ৩ স্থান; ঠাঁই। ভুই-কদম (বিশেষ্য) ফুলবিশেষ (সুরের নেশায় নুয়ে পড়ে ভুঁইকদম তার পায়ে-কাজী নজরুল ইসলাম)। ভুঁইকুমড়া (বিশেষ্য) এক প্রকার কুমড়া। ভুঁইচাপা (বিশেষ্য) এক প্রকার সৃগন্ধ ফুল। ভুঁইফোড়, ভুঁইফোড়া (বিশেষণ) ১ ভূমি ভেদ করে ওঠে এমন; হঠাৎ উদিত বা আবির্ভূত; অর্বাচীন; পূর্বাপর সম্বন্ধশূন্য; আভিজাত্যহীন (ভুঁইফোড় বড়লোক; ভুঁইফোড়া তত্ত্ব যেন ভূমিতলে খোঁজে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ হঠাৎ ধনী। ৩ কল্পিত; ভিত্তি নেই এমন (এটা ভুঁইফোড়ের লক্ষণ নয় তাও বলতে পারি না-রশিদ করিম)। □(বিশেষ্য) ছত্রাকজাতীয় উদ্ভিদবিশেষ। ভু্ঁইমালী (বিশেষ্য) ঝাড়ুদার শ্রেণির হিন্দু সম্প্রদায়ের পদবি। {(তৎসম বা সংস্কৃত) ভূমি>}
  • Bengali Word ভুঁইয়া Bengali definition ⇒ ভুঁইয়া
  • Bengali Word ভুঁইয়া, ভূঁইয়া Bengali definition [ভুঁইয়া] (বিশেষ্য) ১ ভৌমিক; ভূস্বামী; প্রাচীন জমিদার বা সামন্তরাজ (বার ভুঁইয়া)। ২ পদবিবিশেষ (আবদুর রশীদ ভুঁইয়া)। বারোভুঁইয়া (বিশেষ্য) মধ্যযুগে বঙ্গদেশের বারোজন বিখ্যাত জমিদার। {(তৎসম বা সংস্কৃত) ভৌমিক>}
  • Bengali Word ভুঁকা, ভুকা Bengali definition [ভুঁকা, ভুকা] (ক্রিয়া) বিদ্ধ হওয়া; প্রবেশ করা (ভুঁকিল কুশের কাঁটা-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তুলনীয়) (হিন্দি) √ভোংক্‌}
  • Bengali Word ভুঁদি Bengali definition [ভুঁদি] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ স্থূলদেহী নারী। ২ স্থূল উদরযুক্ত নারী। ভোঁদা (পুংলিঙ্গ)। {(হিন্দি) ভোংদু>ভোঁদা>}
  • Bengali Word ভুঁদো Bengali definition ⇒ ভোঁদা
  • Bengali Word ভুঁড়া ১, ভুড়ে, ভুড়ো Bengali definition [ভুঁড়া, ভুড়ে, ভুড়ো] (বিশেষণ) ১ ভড়িওয়ালা; পেটমোটা; ভুঁড়িযুক্ত (বড় ভুঁড়ো পেট-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ মোটাসোটা কুৎসিত ব্যক্তি। ভুঁড়া শেয়াল (বিশেষ্য) পেটমোটা শেয়াল (বিদ্রূপে স্থূলাকার স্থূলোদর কুরূপ ব্যক্তি)। {(তৎসম বা সংস্কৃত) ভূরি>}
  • Bengali Word ভুঁড়া ২ Bengali definition [ভুঁড়া] (বিশেষ্য) ধান ইত্যাদি রাখবার খড়ের পাত্রবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) পুল>}
  • Bengali Word ভুঁড়া ৩ Bengali definition [ভুঁড়া] (বিশেষণ) গুঁড়া (ভুঁড়া চূর্ণ)। {(হিন্দি) বূরা}
  • Bengali Word ভুঁড়ি Bengali definition [ভুঁড়ি] (বিশেষ্য) মোটাপেট; নাদাপেট; স্থূল উদর। {(তৎসম বা সংস্কৃত) ভূরি>}
  • Bengali Word ভুঁড়ে, ভুঁড়ো Bengali definition ⇒ ভুঁড়া
  • Bengali Word ভুঁয়েস Bengali definition [ভুঁয়েশ্‌] (বিশেষ্য) মৃত্তিকার গহ্বরবাসী জন্তুবিশেষ (আর জন বলে ভাই সাপ মেনে নয়, ভুঁয়েসের গা এটা একথা নিশ্চয়-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) ভূমিশয়>}
  • Bengali Word ভুও Bengali definition ⇒ ভুয়া
  • Bengali Word ভুক Bengali definition ⇒ ভুখ
  • Bengali Word ভুক, ভুকভুক Bengali definition [ভুক্‌, ভুক্‌ভুক্‌] (অব্যয়) ১ সরুমুখ পাত্র থেকে তরল পদার্থের প্রবেশ অথবা নির্গমনের শব্দ। ২ কুকুরের শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ভুকা Bengali definition ⇒ ভুখা
  • Bengali Word ভুক্ত Bengali definition [ভুক্‌তো] (বিশেষণ) ১ ভোজন করা হয়েছে এমন। ২ অন্তর্গত (দলভুক্ত, সমাজভুক্ত)। ভুক্তপূর্ব (বিশেষণ) পূর্বে ভোগ করা হয়েছে এমন। ভুক্তভোগী (বিশেষণ) পূর্বে কোনো বিষয় ভোগ করেছে বা সেজন্য কষ্ট পেয়েছে এমন। ভুক্তাবশেষ; ভুক্তাবশিষ্ট (বিশেষ্য) ভোজের পর পাতে যা পড়ে থাকে; উচ্ছিষ্ট। □(বিশেষণ) ঝুটা; এঁটো। {(তৎসম বা সংস্কৃত) √বুজ্‌+ত(ক্ত)}