Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word বেজায় Bengali definition [বেজায়্‌] (বিশেষণ) খুব; বেশি; অত্যন্ত (বাহিরে সে বেজায় মুখচোরা-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(ফারসি) বে+জায়}
  • Bengali Word বেজি, বেজী, বেঁজি, বেঁজি Bengali definition [বেজি, বেজী, বেঁজি, বেঁজি] (বিশেষ্য) নকুল; নেউল; mongoose। {(তৎসম বা সংস্কৃত) বৈদ্য>বেজ>}
  • Bengali Word বেজুত Bengali definition ⇒ বিজুত
  • Bengali Word বেঞ্চ, বেঞ্চি Bengali definition [বেন্‌চ্‌, বেন্‌চি] (বিশেষ্য) একাধিক লোকের বসার জন্য কাঠ ইত্যাদি নির্মিত লম্বা উঁচু আসনবিশেষ। {(ইংরেজি) bench}
  • Bengali Word বেটন ১, বেটম Bengali definition [বেটন্‌, বেটম্‌] (বিশেষ্য) দীর্ঘ পুরু কাষ্ঠফলক যা নানা কজে ব্যবহৃত হয়। {(ইংরেজি) batten}
  • Bengali Word বেটন ২ Bengali definition [ব্যাটোন্‌] (বিশেষ্য) পুলিশ কর্তৃক ব্যবহৃত ব্যাটন নামে পরিচিত লাঠি। {(ইংরেজি) baton}
  • Bengali Word বেটা, ব্যাটা Bengali definition [ব্যাটা] (বিশেষ্য) পুত্র; ছেলে; ‍পুরুষ। বেটাছেলে (বিশেষ্য) ১ পুরুষ জাতীয় ছেলে; পুত্রসন্তান। ২ পুরুষ মানুষ। বেটাচ্ছেলে, বেটার ছেলে (বিশেষ্য) অবজ্ঞাসূচক গালি (পশ্চিম বঙ্গের আঞ্চলিক ভাষায়)। বাপের বেটা (বিশেষ্য) পিতার যোগ্য বা উপযুক্ত পুত্র। (স্ত্রীলিঙ্গ)বেটি বি। {(তৎসম বা সংস্কৃত) বটু>; (তুলনীয়) (হিন্দি) বেটা/বিটি}
  • Bengali Word বেটাইম Bengali definition ⇒ বে২
  • Bengali Word বেটি, বেটী Bengali definition [বেটি] (বিশেষ্য) কন্যা; মেয়ে। {(তৎসম বা সংস্কৃত) বটু>; (তুলনীয়) (হিন্দি) বেটা/বিটি}
  • Bengali Word বেটিল Bengali definition [বেটিল] (প্রাচীন বাংলা) (ক্রিয়া) বেষ্টন করল; ঘিরল (বেটিল হাক-চর্যাপদ)। বেটিয়া (অসমাপিকা ক্রিয়া) বেষ্টন করে। {(তৎসম বা সংস্কৃত) √বৃৎ>}
  • Bengali Word বেঠিক Bengali definition ⇒ বে২
  • Bengali Word বেডোল, বেডৌল Bengali definition [বেডোল্‌, বেডোউল্‌] (বিশেষণ) ডৌল নেই এমন; কুশ্রী; খারাপ গঠন এমন। {(ফারসি) বে+ (হিন্দি) ডোল}
  • Bengali Word বেঢং, বেঢঙ্গ Bengali definition ⇒ বে২
  • Bengali Word বেঢপ, বেঢক Bengali definition [বেঢপ্‌, বেঢক্‌] (বিশেষণ) ১ অপ্রাসঙ্গিক (বেঢপ বিদ্যাবাগীশ দলের যেরূপ গুণকীর্তন করিলাম-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর )। ২ আকার বা গড়ন ভালো নয়; সামঞ্জস্যহীন অবয়ব; আকৃতি অসঙ্গতি; এবড়োথেবড়ো। {(ফারসি) বে + (হিন্দি) ঢব্‌}
  • Bengali Word বেণা Bengali definition ⇒ বেনা
  • Bengali Word বেণি, বেণী Bengali definition [বেনি] (বিশেষ্য) ১ বিনুনি; বিনানো চুল (কার বেণী কার খোঁপা-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ পানির প্রবাহ (ত্রিবেণী)। বেণিসংহার (বিশেষ্য) ১ কেশবন্ধন; চুল বাঁধা। ২ একটি সংস্কৃত নাটকের নাম। {(তৎসম বা সংস্কৃত) √বেণ্‌+ই(ইন্‌), ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word বেণিয়া Bengali definition ⇒ বানিয়া
  • Bengali Word বেণী Bengali definition ⇒ বেণি
  • Bengali Word বেণীর Bengali definition [বেনির্‌] (বিশেষ্য) ১ রিঠা গাছ। ২ রিঠা গাছের ফল। {(তৎসম বা সংস্কৃত) বেণি>}
  • Bengali Word বেণু Bengali definition [বেনু] (বিশেষ্য) ১ বংশ; বাঁশ (বেণুবন সমীরণ হাহাকার করে-কাজী নজরুল ইসলাম)। ২ বাঁশি (বিরহশীর্ণা গিরি ঝরণার তীরে পাহাড়ী বেণু হাতে ফেরে সুর ভাঁজি-কাজী নজরুল ইসলাম)। বেণুক (বিশেষ্য) ২ পাঁচনবাড়ি। বেণুকা (বিশেষ্য) ১ বাঁশি (বেণুকা বাজায়ে পথে এনে হায় কোথা তুমি লুকাইলে-কাজী নজরুল ইসলাম)। ২ বাঁশবন। বেণুবন (বিশেষ্য) বাঁশঝাড়; বাঁশবন। বেণুরব (বিশেষ্য) বাঁশির সুর; ধ্বনি। {(তৎসম বা সংস্কৃত) √বেণ্‌+উ}
  • Bengali Word বেণ্ডুয়া (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বেন্‌ডুয়া] (বিশেষ্য) ১ বিঁড়ে। ২ শিকে (দুগুটি বেণ্ডুয়া-বড়ু চণ্ডীদাস)। {বেড়+উয়া}
  • Bengali Word বেত Bengali definition [বেত্‌] (বিশেষ্য) ১ বেত্র; কঞ্চি। ২ বেত্রাঘাত (যত পায় বেত না পায় বেতন, তবু না চেতন মানে-রবীন্দ্রনাথ ঠাকুর)। বেত মারা, বেত লাগানো (ক্রিয়া) বেত দিয়ে প্রহার করা; বেতানো। বেতানো (ক্রিয়া) বেত দিয়ে মারা। {(তৎসম বা সংস্কৃত) বেত্র>}
  • Bengali Word বেতদবির Bengali definition ⇒ বে২
  • Bengali Word বেতন Bengali definition [বেতোন্‌] (বিশেষ্য) মাহিনা; মাশোহারা; পারিশ্রমিক; মজুরি; ভাড়া; দাম; কর্ম-মূল্য। বেতনগ্রাহী, বেতনভুক, বেতনভোগী (বিশেষণ) টাকা বা বেতন নিয়ে কাজ করে এমন। {(তৎসম বা সংস্কৃত) √বী+তন(তনন্‌)}
  • Bengali Word বেতমিজ, বেতমীয Bengali definition ⇒ বে২
  • Bengali Word বেতর, বেতরিবত Bengali definition ⇒ বে২
  • Bengali Word বেতল Bengali definition [বেতল্‌] (বিশেষ্য) ফুলগাছবিশেষ (ইতল বেতল ফুলের বনে ফুল ঝুর ঝুর করে-জসীমউদ্‌দীন)। {আঞ্চলিক}
  • Bengali Word বেতস Bengali definition [বেতশ্‌] (বিশেষ্য) বেতগাছ (নদীতীরবর্তী বেতস যে কুব্জভার অবলম্বন করে সে কি স্বেচ্ছাবশতঃ সেইরূপ করে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর )। বেতসবৃত্তি (বিশেষ্য) ১ বেত গাছের মতো নমনীয়তার ভাব বা নমনশীলতা। ২ (আলঙ্কারিক) ব্যক্তিত্বসম্পন্ন লোকের সামনে নত হয়ে থাকার স্বভাব। বেতস লতা (বিশেষ্য) বেত গাছ। {(তৎসম বা সংস্কৃত) √বে+অস(অসচ্‌)}
  • Bengali Word বেতাগ Bengali definition [বেতাগ্‌] (বিশেষণ) লক্ষ্যহীন; লক্ষ্যভ্রষ্ট। {(ফারসি) বে+তাগ(<তাক)}
  • Bengali Word বেতানো Bengali definition ⇒ বেত