Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word বেখরচা Bengali definition ⇒ বে২
  • Bengali Word বেখাপ, বেখাপ্পা Bengali definition ⇒ বে২
  • Bengali Word বেগ ১ Bengali definition [বেগ্‌] (বিশেষ্য) ১ দ্রুতগতি; গতির পরিমাণ (ঘন্টায় তিরিশ মাইল)। ২ স্রোত। ৩ মূত্রাদি ত্যাগের ইচ্ছা (প্রস্রাবের বেগ)। ৪ কষ্ট (বেগ দেওয়া)। ৫ প্রকোপ; প্রাবল্য; আধিক্য। বেগবান (বিশেষণ) ১ শীঘ্রগামী; দ্রুতগতিযুক্ত। ২ খরস্রোত; অত্যন্ত প্রবাহযুক্ত। ৩ দমন করা কঠিন এমন; দুর্দমনীয়। বেগবতী (স্ত্রীলিঙ্গ)। বেগার্ত (বিশেষণ) অতিশয় বেগপূর্ণ (বেগার্ত নদীর বাঁক-বিষ্ণু দে)। বেগিত, বেগী(-গিন্‌) (বিশেষণ) বেগে চালিত; বেগযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) √বিজ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word বেগ ২ Bengali definition [বেগ্‌] (বিশেষ্য) ১ সম্ভ্রান্ত মুসলমানদের উপাধি। ২ মোগল জমিদার। বেগম (স্ত্রীলিঙ্গ)। {(তুর্কি) বেগ (<বক); (তুলনীয়) আইবক; বারবক; উজবক}
  • Bengali Word বেগতিক Bengali definition [বেগোতিক্‌] (বিশেষ্য) (বিশেষণ) নিরুপায়; বেকায়দা; বিপজ্জনক অবস্থা (আমি বেগতিক দেখে গাড়ি থেকে নেমে ছুটলুম-রাজশেকর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) বি+গতিক>; (ফারসি) বে+ (তৎসম বা সংস্কৃত) গতিক}
  • Bengali Word বেগনি Bengali definition ⇒ বেগুনি
  • Bengali Word বেগম Bengali definition [বেগম্‌] (বিশেষ্য) ১ বিবাহিত মুসলিম মহিলা; মুসলিম নারীর নামের শেষাংশ। ২ মুসলমান রানী বা সম্রাজ্ঞী বা সুলতানা। বেগ (পুংলিঙ্গ)। {(তুর্কি) বেগ (<বক); (স্ত্রীলিঙ্গ)বেগম}
  • Bengali Word বেগর Bengali definition [বেগর্‌] (অব্যয়) বিনা; ব্যতীত; ছাড়া (বেগর মেহনতে রুজি দিল এতকাল-সৈয়দ হামজা)। {(আরবি) বেগম}
  • Bengali Word বেগানা Bengali definition [বেগানা] (বিশেষ্য) অনাত্মীয়; নিকট সম্পর্কহীন (বেগানা স্ত্রীলোকে হয়ত এই নিশুতি রাতে হঠাৎ বিপদে পড়েছে)। {(ফারসি) বেগানাহ্‌}
  • Bengali Word বেগার, ব্যাগার Bengali definition [ব্যাগার্‌] (বিশেষ্য) পারিশ্রমিকবিহীন কাজ; কম বেতন বা অনিয়মিত বেতনে বাধ্যতামূলক পরিশ্রম (বেগার সময় চলে ক্ষয়ে ক্ষয়ে-হাবীবুর রহমান)। বেগার ঠেলা, বেগার খাটা (ক্রিয়া) অনিচ্ছাকৃতভাবে কাজ করা। □ (বিশেষণ) অনিচ্ছাকৃতভাবে করত এমন। ভূতের বেগার (বিশেষ্য) বৃথা পরিশ্রম। ভূতের বেগার খাটা ⇒ ভূত। বেগারি (বিশেষণ) শ্রমিক; মজুর (বেগারী বেতন পায়-ঘনরাম চক্রবর্তী)। {(ফারসি) বেগার}
  • Bengali Word বেগার্ত, বেগিত, বেগী Bengali definition ⇒ বেগ১
  • Bengali Word বেগুন Bengali definition [বেগুন্‌] (বিশেষ্য) এক প্রকার তরকারি; বার্তাকু। তেলে-বেগুনে জ্বলে ওঠা (ক্রিয়া) অত্যন্ত ক্রুদ্ধ হওয়া। {(তৎসম বা সংস্কৃত) বাতিঙ্গন>বাইগন>বেগন>}
  • Bengali Word বেগুনি, বেগুনী, বেগনি Bengali definition [বেগুনি, বেগুনী, বেগোনি] (বিশেষণ) বেগুনে রঙের মতো লালচে আভাযুক্ত গাঢ় নীল রংবিশিষ্ট (লজ্জা এসে আমার আকর্ণ বেগুনী করে দিলে-রাজশেকর বসু (পরশু))। □ (বিশেষ্য) বেসম মেখে তেলে ভাজা বেগুনের ফালি; খাদ্যবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) বাতিঙ্গন> (বাংলা) বেগুন+ই, ঈ}
  • Bengali Word বেগোছ Bengali definition ⇒ বে২
  • Bengali Word বেগোড় Bengali definition [বেগোর্‌] (বিশেষণ) গোড়া নেই এমন; ভিত্তিহীন (বেগোড় মাটিতে প্রাসাদ দেউল দেব গড়ি-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) বে+ (বাংলা) গোড়া; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word বেঘুম Bengali definition [বেঘুম্‌] (বিশেষণ) অনিদ্র; ঘুম আসেনি এমন (ত্রিযামা যামিনী বেঘুম শয়নে এক একা বসে জাগি-জসীমউদ্‌দীন)। {(ফারসি) বে+ (বাংলা) ঘুম}
  • Bengali Word বেঘোর, বেঘোরে, বিঘোর Bengali definition [বেঘোর্‌, বেঘোরে, বিঘোর্‌] (বিশেষ্য) ১ অসহায় অবস্থা (অন্ধ হইয়া বেঘোরে পড়িয়া ছিল-শামসুদ্দীন আবুল কালাম)। ২ অচেতন অবস্থা। {(বাংলা) বিঘোর>}
  • Bengali Word বেঙ, ব্যাঙ, ব্যাঙ্গ Bengali definition [ব্যাঙ্‌, বেঙ, ব্যাঙ্‌গো] (বিশেষ্য) ভেক; মণ্ডূক। বেঙ তড়কা (বিশেষ্য) ব্যাঙের মতো লাফ। বেঙাচি, বেঙ্গাচি, বেঙাছি (বিশেষ্য) ব্যাঙের (লেজ যুক্ত) বাচ্চা। বেঙের/ব্যাঙের আধুলি/সিকি (বিশেষ্য) গরিব লোকের অতি সামান্য অর্থ বা সঞ্চয়। বেঙের ছাতা, ব্যাঙের ছাতা (বিশেষ্য) ছাতার আকারের ছোট উদ্ভিদবিশেষ; ছত্রাক। বেঙের/ব্যাঙের লাথি (বিশেষ্য) হীন বা নগণ্য লোক কর্তৃক অপমান। ব্যাঙর ব্যাঙর করা (ক্রিয়া) বহুক্ষণ ধরে বিরক্তিকর ভাষা ব্যবহার; অবিরত বাজে বকবক করা। ব্যাঙের সর্দি (আলঙ্কারিক) (বিশেষ্য) অসম্ভব ব্যাপার। {(তৎসম বা সংস্কৃত) ব্যাঙ্গ>}
  • Bengali Word বেঙাচি, বেঙ্গাচি Bengali definition ⇒ বেঙ
  • Bengali Word বেঙ্গমা, ব্যাঙ্গমা Bengali definition [ব্যাঙ্‌গোমা] (বিশেষ্য) রূপকথার এক প্রকার পাখি যে মানুষের মতো কথা বলতে পারে। বেঙ্গমী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) বিহঙ্গম>}
  • Bengali Word বেচঈন Bengali definition [বেচোইন্‌] (বিশেষণ) অস্থির (বলিল হাতেমতায়ী অনিবার্য মৃত্যু একদিন দেখা দেবে জিন্দেগীতে কেন তুমি হও বেচঈন-ফররুখ আহমদ)। {(ফারসি) বে+ (হিন্দি) চঈন}
  • Bengali Word বেচা Bengali definition [ব্যাচা] (ক্রিয়া) বিক্রি করা। বেচাকেনা, কেনাবেচা (বিশেষ্য) ক্রয়-বিক্রয়। {(তৎসম বা সংস্কৃত) বি+√ক্রী>বিকা>}
  • Bengali Word বেচানো Bengali definition [ব্যাচানো] (ক্রিয়া) জিনিসপত্র বিক্রয় করানো। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(বাংলা) বেচা+আনো; ক্রিয়ারূপ-বেচাই; বেচাও, বেচান; (অসমাপিকা ক্রিয়া)-বেচাতে, বেচালে, বেচিয়ে ইত্যাদি}
  • Bengali Word বেচারা, বেচারি Bengali definition [ব্যাচারা, ব্যাচারি] (বিশেষণ) শান্তশিষ্ট; নিরীহ; গোবেচারা; উপায়হীন ব্যক্তি। {(ফারসি) বে+চারাহ্‌}
  • Bengali Word বেছন, বিছন Bengali definition [বেছোন, বিছন] (বিশেষ্য) ধান্যাদির বীজ। বেছন রাখা (ক্রিয়া) ভালো বীজ পাবার জন্য পুষ্ট করা। {(তৎসম বা সংস্কৃত) বীজ>}
  • Bengali Word বেজন্মা Bengali definition [বেজন্‌মা] (বিশেষণ) অবৈধ সন্তান; জারজ। {(ফারসি) বে (তৎসম বা সংস্কৃত) জন্ম> (বাংলা) আ}
  • Bengali Word বেজা Bengali definition [বেজা] (বিশেষণ) সীমাতিরিক্ত; অনুচিত। {(ফারসি) বে+জায়}
  • Bengali Word বেজাত Bengali definition [বেজাত্‌] (বিশেষ্য) ১ অন্যজাত। ২ জাতিচ্যুত। □ (বিশেষণ) অবৈধ বা জারজ। {(ফারসি) বে + (আরবি) যাত; (ফারসি) বে + (তৎসম বা সংস্কৃত) জাত}
  • Bengali Word বেজান Bengali definition [বেজান্‌] (বিশেষণ) মৃত; মৃতপ্রায় (তারি লাগি কন্যা জাগে বন্দী ঘরে উন্মনা বেজান-আজহারুল ইসলাম)। {(ফারসি) বে + জান}
  • Bengali Word বেজার, ব্যাজার Bengali definition [ব্যাজার্‌] (বিশেষণ) ১ বিরক্ত; অসন্তুষ্ট (তোর মুখ দেখে মনে হল তুই বড্ড বেজার-সৈয়দ মুজতবা আলী; বাপদাদা ব্যাজার হলে সংসারে কোনদিন উন্নতি হয় না-শামসুল হক)। ২ অপ্রসন্ন। ৩ ক্রুদ্ধ। {(ফারসি) বেজার}