Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ব্রিটিশ Bengali definition [ব্রিটিশ্‌] (বিশেষ্য) ব্রিটেনের অধিবাসী। □(বিশেষণ) ১ ব্রিটেনে উৎপন্ন বা নির্মিত। ২ গ্রেট ব্রিটেন সম্বন্ধীয়। {(ইংরেজি) British}
  • Bengali Word ব্রীহি Bengali definition [ব্রিহি] (বিশেষ্য) ধান্যবিশেষ; আউশ ধান। {(তৎসম বা সংস্কৃত) √বৃহ্‌+ই}
  • Bengali Word ব্রীড়া Bengali definition [বিড়া] (বিশেষ্য) লজ্জা (দেখি অন্নদার ক্রীড়া শিবের হইল ব্রীড়া-ভারতচন্দ্র রায়গুণাকর)। ব্রীড়ানত (বিশেষণ) লজ্জায় আনত (ব্রীড়ানত দেহ-সৈয়দ আলী আহসান)। ব্রীড়ানতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √ব্রীড়্‌+অ(ঘঞ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word ব্রীড়িত Bengali definition [ব্রিড়িতো] (বিশেষণ) ১ লজ্জিত। ২ লজ্জাযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) √ব্রীড়্‌+ত(ক্ত)}
  • Bengali Word ব্রুচ Bengali definition ⇒ ব্রোচ
  • Bengali Word ব্রেক Bengali definition [ব্রেক্‌] (বিশেষ্য) চাকা প্রভৃতি রোধকারী যন্ত্র; গতিরোধক যন্ত্র (সঙ্গে সঙ্গেই ব্রেক চেপে পিছন ফিরে তাকালেন-নীলিমা ইব্রাহীম)। {(ইংরেজি) brake}
  • Bengali Word ব্রোচ, ব্রুচ Bengali definition [ব্রোচ্‌, ব্রুচ্‌] (বিশেষ্য) বস্ত্রাদি আঁটার সেফটিপিনজাতীয় অলঙ্কারবিশেষ; যে কোনো পোশাক আঁটার কারুকার্য করা পিনজাতীয় বস্তু। {(ইংরেজি) brooch}
  • Bengali Word ব্লটিং, ব্লটিং পেপার Bengali definition [ব্লাটিঙ্‌, ব্লাটিঙ্‌পেপার্‌] (বিশেষ্য) চোষকাগজ; শোষক কাগজ। {(ইংরেজি) blotting}
  • Bengali Word ব্লাউজ Bengali definition [ব্লাউজ্‌] (বিশেষ্য) মেয়েদের জামাবিশেষ। {(ইংরেজি) blouse}
  • Bengali Word ব্লু ‍ Bengali definition [ব্লু] (বিশেষ্য) নীল। ব্লুব্ল্যাক (বিশেষণ) নীল-কৃষ্ণ বর্ণ (ব্লু-ব্ল্যাক কালি)। {(ইংরেজি) blue; blue-black}
  • Bengali Word ব্লু-ফিল্ম Bengali definition [ব্লু-ফিল্‌ম্‌] (বিশেষ্য) যৌনসঙ্গম-সর্বস্ব চলচিত্র। {(ইংরেজি) blue film}
  • Bengali Word ব্লু-বুক Bengali definition [ব্লু-বুক্‌] (বিশেষ্য) সরকার প্রকাশিত বিশেষ কোনো তথ্য সম্বলিত পুস্তক। {(ইংরেজি) blue book}
  • Bengali Word ব্লুপ্রিন্ট Bengali definition [ব্লু-প্রিন্‌ট্‌] (বিশেষ্য) নীল কাগজে সাদা রঙে মুদ্রিত নকশা ও পরিকল্পনা। {(ইংরেজি) blue print}
  • Bengali Word ব্ল্যাকবোর্ড Bengali definition [ব্ল্যাকবোর্ড] (বিশেষ্য) স্কুল-কলেজে ব্যবহৃত কাঠের তৈরি কালো রঙের আয়তকার ফলক, যার উপরে খড়ি-মাটি বা চক দিয়ে লেখা বা ছবি আঁকা হয়। {(ইংরেজি) black board}
  • Bengali Word বৎ Bengali definition [বত্‌] (অব্যয়) তুল্য; সদৃশ্য; ন্যায় (পশুবৎ)। {(তৎসম বা সংস্কৃত) বতি>(প্রত্যয়ের মতো ব্যবহৃত হয়)}
  • Bengali Word বৎস Bengali definition [বত্‌মো] (বিশেষ্য) ১ বাছা-স্নেহ সম্বোধন। ২ বাছুর; বাচ্চা গরু (ধেনু-বৎস একস্থানে বৃষ খুরে ক্ষিতি টানে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৩ পশুশাবক। বৎসতর (বিশেষ্য) এঁড়ে বাছুর। বৎসতরী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) স্ত্রী বাছুর; বকনা বাছুর। বৎসা, বৎসে (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) বাছা-স্নেহ সম্বোধনে প্রযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) √বদ্‌+স}
  • Bengali Word বৎসর, বছর, বচ্ছর Bengali definition [বত্‌শোর, বছোর্‌, বচ্‌ছোর্‌] (বিশেষ্য) বারোমাসকাল; বর্ষ; অব্দ; সন। {(তৎসম বা সংস্কৃত) বৎসর>(প্রাকৃত) বচ্ছর}
  • Bengali Word বৎসল Bengali definition [বত্‌শল্‌] (বিশেষণ) স্নেহপূর্ণ; অনুরক্ত; অপত্য নির্বিশেষে স্নেহপরায়ণ (সে সব জীবেরে কৃষ্ণ বৎসল হইয়া-বৃদে)। বৎসলা (স্ত্রীলিঙ্গ) (পাদপদ্মে দেহ স্থান সেবকবৎসলা-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। বৎসরতাম, বাৎসল্য (বিশেষ্য) স্নেহ; অনরাগ (আত্মীয়রা বাৎসল্য বিছিয়ে আহবান করেন-মনোজ বসু)। {(তৎসম বা সংস্কৃত) বৎস+ল(লচ্‌)}
  • Bengali Word বৎসাদনী Bengali definition [বত্‌শাদোনি] (বিশেষ্য) গুড়ুচি; গুলঞ্চ নামক লতা গাছ। {(তৎসম বা সংস্কৃত) বৎস+অদন+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word বড় ১, বড়ো Bengali definition [বড়ো] (বিশেষণ) ১ বৃহৎ; বিশাল; মস্ত; প্রকাণ্ড (বড় বাড়ি)। ২ প্রশস্ত; স্থূল; মোটা (বড় পেট, বড় পাত্র)। ৫ অত্যন্ত; অতিশয়; খুব বেশি (বড় কষ্টে পড়েছি)। ৬ বয়সে অধিক; মানে শ্রেষ্ঠ (বড় ছেলে, বড় বাবু)। ৭ সম্ভ্রান্ত অভিজাত; মর্যাদাসম্পন্ন; উচ্চ (বড় পরিবার)। ৮ শ্রেষ্ঠ; উৎকৃষ্ট; গণ্যমান্য (বড় লোক)। ৯ উচ্চপদস্থ; অধিষ্ঠিত (বড় সাহেব)। ১০ ধনবান; ধনী (বড় মানুষ)। ১১ মহৎ; উদার; বিশাল (বড় মন)। ১২ নিদারুণ; ভীষণ; খুব খারাপ (বড় দুঃসংবাদ)। ১৩ আসল; প্রকৃত (বড় কথা)। ১৪ দক্ষ; কুশলী; অভিজ্ঞ; খ্যাতিসম্পন্ন (বড় ডাক্তার)। ১৫ আশান্বিত; গর্বিত; অহঙ্কৃত (বড় মুখ)। □ (ক্রিয়াবিশেষণ) অত্যন্ত; খুব; অতিশয় (লোকটা আমাকে বড় মানে)। □ (অব্যয়) ১ নেহাত; নিতান্ত; খুব; একেবারে (বড় মন্দ নয়)। ২ তুচ্ছ; সামান্য (বড় ত চাকরি তোমার!)। ৩ বিস্ময়ব্যঞ্জক; অপ্রত্যামিত ভাবসূচক (সে যে বড় এলো)। □ (বিশেষ্য) ধনী বা ঐশ্বর্যশালী ব্যক্তি (বড়র পিরীতি বালির বাঁধ-ভারতচন্দ্র রায়গুণাকর)। বড়ঈ (প্রাচীন বাংলা), বড়য়ি (বিশেষণ) অতি, অতিশয় (আপনী ছাওয়াল বুঝি বড়ই কাহ্নাঞিঁ-বড়ু চণ্ডীদাস)। বড় একটা (ক্রিয়াবিশেষণ) প্রায়; অধিক; বিশেষ (বড় একটা ঘটে না)। বড় কথা (বিশেষ্য) ১ স্পর্ধাব্যঞ্জক বা অহঙ্কারপূর্ণ উক্তি (ছোটো মুখে বড় কথা)। ২ গুরু বা প্রধান বাক্য। ৩ প্রধান বিষয় (এটা হলো বড় কথা)। বড় করা (ক্রিয়া) বাড়িয়ে তোলা; উন্নত; করা। বড় কুটুম্ব, বড় কুটুম (বিশেষ্য) শালা বা সম্বন্ধী; স্ত্রীরভাই। বড় গলা (বিশেষ্য) ১ উচ্চকন্ঠ (বড় গলা করিস কেন?)। ২ গর্ব; অহঙ্কার (বড় গলায় বলতে পারি)। বড় গলা করে বলা (ক্রিয়া) গর্ব করে বলা। বড় চাল (বিশেষ্য) ধনী বা উচ্চপদস্থ লোকের চাল-চলন। বড় ছোট/ বড় ছোটো (বিশেষ্য) ১ উচ্চ-নীচ। ২ ধনী-গরিব। ৩ বয়সে জ্যেষ্ঠ বা কনিষ্ঠ। বড় জোর (বিশেষণ) উর্ধ্ব পক্ষ; খুব বেশি করে ধরলে (বড় জোর পাঁচশো লোক হবে)। বড় ঠাকুর, বট্‌ঠাকুর (বিশেষ্য) (স্ত্রী কর্তৃক স্বামীর বড় ভাইকে বোঝাতে) ভাশুর। বড় তরফ (বিশেষ্য) (ধন, মান ও বয়সে) বংশের বর্ষীয়ান পরিবার। বড় তামাক (বিশেষ্য) গাঁজা। বড়ত্ব (বিশেষ্য) মহত্ত্ব; শ্রেষ্ঠত্ব; জ্যেষ্ঠত্ব। বড় দরের (বিশেষণ) উচ্চস্তরের (বড় দরের নেতা)। বড় দিন (বিশেষ্য) ১ পঁচিশে ডিসেম্বর; যিশু খ্রিষ্টের জন্মদিন; Christmas (day)। ২ একুশে জুন বা আষাঢ় মাসের ৭ তারিখ; বৎসরের দীর্ঘতম দিন। বড় বড় কথা (বিশেষ্য) অহঙ্কার বা আত্মম্ভরিতাপূর্ণ উক্তি। বড়ফট্টাই (বিশেষ্য) বৃথা আত্মশ্লাঘা প্রকাশ। বড় বাবু (বিশেষ্য) অফিসের প্রধান কেরানি; head clerk। বড় মানুষ, বড় লোক (বিশেষ্য) ধনী বা ঐশ্বর্যশালী ব্যক্তি। বড় মানুষি, বড় মানষি (বিশেষ্য) ১ ধনীর মতো আচরণ (বড়মানুষি ধারণা)। ২ ধনী ও পদস্থ লোকের মতো (বড় মানষি চাল)। বড়মানুষিয়ানা (বিশেষ্য) বড়লোকের চালচলন (তিনি বড় মানুষিয়ানা কিছুই বোঝেন না-রবীন্দ্রনাথ ঠাকুর)। বড় মিঞা (বিশেষ্য) বয়স্ক ব্যক্তি সম্পর্কে সম্মানসূচক শব্দ। বড়লাট ⇒ লাট। বড় মুখ (বিশেষ্য) প্রচুর আশা; অনেক উৎসাহ। বড় হওয়া (ক্রিয়া) ১ বয়োবৃদ্ধ হওয়া; বয়স বাড়া। ২ বৃদ্ধি পাওয়া। □ (বিশেষ্য) মহৎ; প্রসিদ্ধ বা ধনী হওয়া। {(তৎসম বা সংস্কৃত) বড্র> বড্‌ড>}
  • Bengali Word বড় ২ Bengali definition [বড়্‌] (বিশেষ্য) খড়ের তৈরি মোটা গড়ি (কাপড় উসাস করে যেন মরায়ের বড়-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) বড্র> বড্‌ড>বড় (মোটা অর্থে)}
  • Bengali Word বড়/বড়ো হাজরি Bengali definition [বড়ো হাজ্‌রি] (বিশেষ্য) ভারতে আগত সাহেবদের ভাষায় মধ্যাহ্ন ভোজন সামগ্রী। ((তুলনীয়) ছোট/ছোটো হাজরি breakfast, luncheon)। {(আরবি) হাজরি}
  • Bengali Word বড়ঈ Bengali definition বড়১
  • Bengali Word বড়বা Bengali definition [বড়োবা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ ঘোটকী। ২ পুরাণোক্ত অগ্নিমুখী সিন্ধুঘোটকী। ৩ অশ্বিনী নক্ষত্র। {(তৎসম বা সংস্কৃত) বল+ব+আ(টাপ্‌)}
  • Bengali Word বড়বাগ্নি, বড়বানল Bengali definition [বড়োবাগ্‌নি, বড়োবাগ্‌নল্‌] (বিশেষ্য) ১ সমুদ্রস্থ অগ্নিবিশেষ। ২ বড়বার মুখ হতে নির্গত অগ্নি। {(তৎসম বা সংস্কৃত) বড়বা+অগ্নি, অনল; মধ্য.}
  • Bengali Word বড়বি Bengali definition [বড়োবি] (বিশেষ্য) বড় বিবি (‘কিয়ের লাইগো বড়বি এইতো আমি’)। {বড়ো বিবি>}
  • Bengali Word বড়বড় Bengali definition [বড়্‌বড়্‌] (অব্যয়) ক্রমাগত অর্থহীন কথা বলা বা প্রকাশ। বড়বড়ানি, বড়বড়ানো (বিশেষ্য) ক্রমাগত অর্থহীন কথা উচ্চারণ; বকুনি। বড়বড়ে, বড়বড়িয়া (বিশেষণ) বাক্যবাগীশ; প্রলাপোক্তি উচ্চারণ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word বড়লাট, বড়োলাট Bengali definition [বড়োলাট্‌] (বিশেষ্য) ব্রিটিশ আমলের governor general। {(বাংলা) বড়+(ইংরেজি) Lord}
  • Bengali Word বড়শি, বঁড়শি, বড়শী, বরশী Bengali definition [বোড়্‌শি, বোঁড়্‌শি, বোড়্‌শি] (বিশেষ্য) লোহার বাঁকা ও আলযুক্ত কাঁটা যাতে মাছের টোপ গাঁথা হয় (সফরী আহার করিতে বড়শী লাগিল মুখে-চণ্ডীদাস; তোমার প্রেমের বরশী ফুটেছে অন্তরে-মোহাম্মদ কবীর)। বড়শি গাঁথা (ক্রিয়া) (আলঙ্কারিক) কায়দার বা আয়ত্তে পাওয়া। বড়শি যন্ত্র (বিশেষ্য) বড়শিতুল্য আলযুক্ত বেঁধনাস্ত্রবিশেষ (জানয়ে অনেক তন্ত্র এড়য়ে বড়শীযন্ত্র বিনা অপরাধে পশু মারে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) বড়িশী; বড়িশ}
  • Bengali Word বড়হর Bengali definition [বড়োহর্‌] (বিশেষ্য) ১ ফলবিশেষ (বড়হর খিরিনী খাজুর আর তাল-সৈয়দ আলাওল)। {(মদ্যযুগীয় বাংলা) }