ব পৃষ্ঠা ৭২
- Bengali Word বেতাব Bengali definition [বেতাব্] (বিশেষণ) ১ অশান্ত; চিন্তান্বিত; ব্যাকুল। ২ নিস্তেজ; শক্তিহীন; দুর্বল (বেতাব আমি বিমারির হালে-ফররুখ আহমদ)। {(ফারসি) বে+তাব}
- Bengali Word বেতার Bengali definition ⇒ বে২
- Bengali Word বেতাল ১ Bengali definition [বেতাল্] (বিশেষ্য) ১ প্রেতাত্মা। ২ যে মৃতদেহে ভূতের আবেশ হয়েছে (শব প্রেতাত্মা কর্তৃক আবিষ্ট হলে মানুষ হয় না, বেতাল হয়-প্রমথ চৌধুরী)। ৩ হিন্দুমতে দেবতা শিবের একজন অনুচরের নাম। {(তৎসম বা সংস্কৃত) বে+√তল্+অ(ঘঞ্)}
- Bengali Word বেতাল ২, বেতালা Bengali definition ⇒ বে২
- Bengali Word বেতো Bengali definition [বেতো] (বিশেষণ) বাতরোগে ভুগছে এমন; বাত-ব্যাধিগ্রস্ত। {(তৎসম বা সংস্কৃত) বাত+ (বাংলা) উয়া=বেতুয়া>বেতো}
- Bengali Word বেত্তা Bengali definition [বেত্তা] (বিশেষণ) কোনো বিষয়ে জ্ঞানী বা জ্ঞানসম্পন্ন বা অভিজ্ঞ (ইতিহাসবেত্তা)। {(তৎসম বা সংস্কৃত) √বিদ্+তৃ(তৃচ্)}
- Bengali Word বেত্র Bengali definition [বেত্ত্রো] (বিশেষ্য) ১ বেতগাছ। ২ বেতের লাঠি; বেত। বেত্রদণ্ড (বিশেষ্য) ১ বেত দিয়ে তৈরি ছড়ি। ২ বেত্রাঘাত নামে শাস্তি। বেত্রধর (বিশেষণ) বেত্রদণ্ড ধারণকারী। বেত্রবতী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)বেত হাতে নিয়ে আছে এমন। □ (বিশেষ্য) প্রাচীন মালব দেশের একটি নদী। বেত্রাঘাত (বিশেষ্য) বেতের ছড়ি বা বেত দিয়ে প্রহার। বেত্রাহত (বিশেষণ) বেত দ্বারা প্রহৃত। {(তৎসম বা সংস্কৃত) √বী+ত্র}
- Bengali Word বেথুয়া, বেথো Bengali definition [বেথুয়া, বেথো] (বিশেষ্য) শাকবিশেষ; Chenopodium album। {(তৎসম বা সংস্কৃত) বাস্তূক>}
- Bengali Word বেদ Bengali definition [বেদ্] (বিশেষ্য) ঋক্ সাম যজুঃ অথর্ব-এই চারটি ভাগে বিভক্ত হিন্দুদের প্রাচীনতম শাস্ত্র ও সাহিত্য। বেদজ্ঞ, বেদবিদ (বিশেষণ) বেদ সম্বন্ধে বিশেষ জ্ঞান আছে এমন। বেদবাক্য (বিশেষ্য) (আলঙ্কারিক) অভ্রান্ত; অবিসংবাদিত সত্য; নিশ্চিত প্রমাণ। বেদব্যাস (বিশেষ্য) ব্যাস নামের যে ঋষি বেদের বিভাগকর্তা। বেদমাতা (বিশেষ্য) গায়ত্রী মন্ত্র। {(তৎসম বা সংস্কৃত) √বিদ্+অ(ঘঞ্)}
- Bengali Word বেদআত Bengali definition ⇒ বেদাত
- Bengali Word বেদখল Bengali definition ⇒ বে২
- Bengali Word বেদন Bengali definition [বেদোন্] (বিশেষ্য) ১ বেদনা; কষ্ট। ২ বোধ; অনুভূতি; জ্ঞান। ৩ বিবাহ; দান। বেদনশীলতা (বিশেষ্য) স্বাভাবগত বেদনাবোধ (মানুষের ভেতরের বেদনশীলতা আর তা....আত্মার ব্যাপার-মোতাহের হোসেন চৌধুরী)। বেদনা (বিশেষ্য) ১ অনুভূতি; বোধ। ২ কষ্ট; যন্ত্রণা। ৩ দুঃখ। বেদনার্ত (বিশেষণ) দুঃখক্লিষ্ট (দাওয়ায় বসিয়া বুড়ী বেদনার্ত কণ্ঠে আবার ডাকিল-শামসুদ্দীন আবুল কালাম)। বেদনীয় (বিশেষ্য) জ্ঞেয়; জ্ঞাতব্য। □ (বিশেষণ) অনুভবযোগ্য; অনুভবনীয়। {(তৎসম বা সংস্কৃত) √বিদ্+অন(ল্যুট্)}
- Bengali Word বেদম Bengali definition ⇒ বে২
- Bengali Word বেদর, বেদস্তুর Bengali definition ⇒ বে২
- Bengali Word বেদাগ Bengali definition ⇒ বে২
- Bengali Word বেদাঙ্গ Bengali definition [বেদাঙ্গো] (বিশেষ্য) শিক্ষা, কল্প, ব্যাকরণ নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ-বেদের এ ছয়টি অঙ্গ; ছয় প্রকার শাস্ত্র। {(তৎসম বা সংস্কৃত) বেদ+অঙ্গ}
- Bengali Word বেদাত, বেদআত Bengali definition [বেদ্আত্] (বিশেষ্য) (শাস্ত্রে অনুক্ত) নুতন রীতির প্রচলন। {(আরবি) বিদ’আত}
- Bengali Word বেদানা Bengali definition [বেদানা] (বিশেষ্য) ফলবিশেষ; ক্ষুদ্রবীজবিশিষ্ট ডালিম-জাতীয় সুস্বাদু ফল। {(ফারসি) বে+দানাহ}
- Bengali Word বেদান্ত Bengali definition [বেদান্তো] (বিশেষ্য) ১ বেদব্যাসের রচিত দর্শনশাস্ত্র (সুফির শিরাজ করবে বিরাজ বেদান্তের এই ভিতে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ বেদের জ্ঞানকাণ্ড। ৩ উপনিষদ। বৈদান্তিক বিণ। বেদান্তবাদ (বিশেষ্য) বেদান্ত দর্শনের মত। বেদান্তবাদী(-দিন্), বেদান্তী (-ন্তিন্) (বিশেষণ) বেদান্তবাদ মানে এমন। {(তৎসম বা সংস্কৃত) বেদ+অন্ত}
- Bengali Word বেদাশ্রয় Bengali definition [বেদাস্স্রয়্] (বিশেষ্য) হিন্দুশাস্ত্রে যাকে আশ্রয় বা অবলম্বন করে বেদ রচিত হয়েছে; হিন্দুদেবতা বিষ্ণু। {(তৎসম বা সংস্কৃত) বেদ+আশ্রয়; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word বেদি, বেদী, বেদিকা Bengali definition [বেদি, বেদী, বেদিকা] (বিশেষ্য) ১ বসার জন্য বা বক্তৃতা দেওয়ার জন্য নির্মিত উচ্চ ভূমি বা মঞ্চ; পীঠ;platform। ২ হিন্দুদের যজ্ঞ বা পূজার জন্য প্রস্তুত উচ্চভূমি। {(তৎসম বা সংস্কৃত) √বিদ্+ই, ঈ(ঙীষ্)}
- Bengali Word বেদিত Bengali definition [বেদিতো] (বিশেষণ) ১ নিবেদন করা হয়েছে এমন; নিবেদিত। জানান হয়েছে এমন; জ্ঞাপিত। {(তৎসম বা সংস্কৃত) √বিদ্+ণিচ্+ত(ক্ত)}
- Bengali Word বেদিতব্য Bengali definition [বেদিতোব্বো] (বিশেষণ) জ্ঞাতব্য। {(তৎসম বা সংস্কৃত) √বিদ্+তব্য}
- Bengali Word বেদিয়া, বেদে, বাদিয়া Bengali definition [বেদিয়া, বেদে, বাদিয়া] (বিশেষ্য) যাযাবর; সাপুড়ে জাতিবিশেষ, বিষবৈদ্য। {(তৎসম বা সংস্কৃত) বৈদ্য>বাইদিয়া>বাইদ্যা>; (আরবি) বাদিয়াহ্(যাযাবর)}
- Bengali Word বেদী Bengali definition ⇒ বেদি
- Bengali Word বেদীন Bengali definition ⇒ বে২
- Bengali Word বেদুইন, বেদুঈন, বেদুয়িন Bengali definition [বেদুইন] আরবের একটি যাযাবর জাতি (ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি) বেদুঈন্, বদুরী}
- Bengali Word বেদে Bengali definition ⇒ বেদিয়া
- Bengali Word বেদ্য Bengali definition [বেদ্দো] (বিশেষ্য) জ্ঞাতব্য; জ্ঞেয়। (বিশেষণ) ১ অখ্যাত। ২ পরিণেয়। {(তৎসম বা সংস্কৃত) √বিদ্+য(ণ্যৎ)}
- Bengali Word বেধ Bengali definition [বেধ] (বিশেষ্য) ১ গভীরতা; স্থূলতা। ২ বিঁধ; ছিদ্র। ৩ বিদ্ধকরণ। ৪ হিন্দুমতে বিবাহের শুভকর্মে যে গ্রহকে অশুভ বলে মনে করা হয়। বেধক (বিশেষণ) ১ বিদ্ধকারী। ২ মণিমুক্তা ছিদ্র করে এমন। বেধন (বিশেষ্য) বিদ্ধকরণ। বেধনী, বেধনিকা (বিশেষণ) শলাকা; সুচ; ছুঁচ। বেধনীয়, বেধ্য (বিশেষণ) ১ বেধনযোগ্য। ২ বেধনসাধ্য। ৩ লক্ষ্য। বেধা (বিশেষণ) বেধক। {(তৎসম বা সংস্কৃত) √বিধ্+অ(ঘঞ্)}