ব পৃষ্ঠা ৬৯
- Bengali Word বৃন্দার Bengali definition [বৃন্দার্] (বিশেষণ) সুন্দর; মনোজ্ঞ। ২ অতি যশস্বী। ৩ সর্বপ্রধান। {(তৎসম বা সংস্কৃত) বৃন্দ+আ+√রা+অ(ক)}
- Bengali Word বৃশ্চিক Bengali definition [বৃশ্চিক্] (বিশেষ্য) ১ বিছা। ২ রাশিচক্রের অষ্টম রাশি। ৩ শূককীট; শুয়াঁপোকা বৃশ্চিকদংশন (বিশেষ্য) ১ বিছার কামড়। ২ (আলঙ্কারিক) তীব্র হৃদয়দাহ; ভীষণ মর্মবেদনা। {(তৎসম বা সংস্কৃত) √ব্রশ্চ্+ইক (কিকন্)}
- Bengali Word বৃষ, বৃষভ Bengali definition [বৃশো, বৃশভ্] (বিশেষ্য) ১ ষণ্ড; ষাঁড়; বলদ; বলবির্দ (ব্যাঘ্রে বৃষভে ঘটাবে সমন্বয়-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ (জ্যামিতি) রাশিচক্রের একটি রাশি। বৃষকাষ্ঠ (বিশেষ্য) হিন্দুদের বৃষোৎসর্গ নামক শ্রাদ্ধে ব্যবহৃত ষাঁড় বাঁধার খুঁটি। বৃষধ্বজ, বৃষবাহন (বিশেষণ) হিন্দুদেবতা শিব। বৃষস্কন্ধ (বিশেষণ) ১ ষাঁড়ের স্কন্ধের মতো স্থূল ও প্রশস্ত স্কন্ধ এমন। ২ অত্যন্ত শক্তিশালী। বৃষোৎসর্গ (বিশেষ্য) হিন্দুদের দ্বারা অনুষ্ঠিত একপ্রকার শ্রাদ্ধ; যাতে ষাঁড় উৎসর্গ করা হয়। {(তৎসম বা সংস্কৃত) √সৃষ্+অ(ক), অভ(অভচ্)}
- Bengali Word বৃষল Bengali definition [বৃশল্] (বিশেষ্য) ১ শূদ্র। ২ অশ্ব। □ (বিশেষণ) ১ পাপী। ২ অধার্মিক। ৩ পতিত। বৃষালী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ শূদ্রা। ২ অবিবাহিতা ঋতুমতী কন্যা। ৩ বন্ধ্যা; যে নারীর সন্তান হয় না। ৪ মৃতবৎসা; যে নারীর সন্তান বাঁচে না। ৫ ঋতুমতী। ৬ কুলটা; অসতী; ব্যীভচারিণী নারী। {(তৎসম বা সংস্কৃত) বৃষ+√লা+অ(ড)}
- Bengali Word বৃষ্টি Bengali definition [বৃশ্টি] (বিশেষ্য) বর্ষণ; মেঘ থেকে পানি পড়া। বৃষ্টিক্লান্ত বিন মেঘাচ্ছন্ন; মেঘাচ্ছাদিত (বৃষ্টিক্লান্ত বহুদীর্ঘ লুপ্ততারা শশী-রবীন্দ্রনাথ ঠাকুর)। বৃষ্টিপাত (বিশেষ্য) মেঘ হতে জল বর্ষণ। বৃষ্টি বিন্দু (বিশেষ্য) বৃষ্টির পানির ফোঁটা। বৃষ্টিমানযন্ত্র (বিশেষ্য) যে যন্ত্র দ্বারা কত ইঞ্চি বৃষ্টি হলো তা মাপা হয়। বৃষ্টিস্নাত (বিশেষ্য) বৃষ্টির পানিতে ধৌত। {(তৎসম বা সংস্কৃত) √বৃষ্+তি(ক্তি)}
- Bengali Word বৃষ্ণি Bengali definition [বৃশ্নি] (বিশেষ্য) ১ যদুবংশ; যাদব। ২ কৃষ্ণ। ৩ জ্যোতি। ৪ ইন্দ্র। ৫ বায়ু। ৬ মেঘ। ৭ অগ্নি। □ (বিশেষণ) ১ বিধর্মাবলম্বী। ২ পাষণ্ড। {(তৎসম বা সংস্কৃত) √বৃষ্+নি}
- Bengali Word বৃষ্য Bengali definition [বৃশ্শো] (বিশেষণ) ১ বীর্ষ বৃদ্ধি করে এমন। ২ বাজীকর। □ (বিশেষ্য) মাষকলাই। বৃষ্যা (বিশেষ্য) ১ শতাবরী। ২ আমলকী। {(তৎসম বা সংস্কৃত) √বৃষ্+য(ক্যপ্)}
- Bengali Word বৃস (প্রাচীন বাংলা) Bengali definition [বৃস] (বিশেষ্য) বৃষরাশি(... মাস বিসরাশি-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) বৃষ>}
- Bengali Word বৃহস্পতি Bengali definition [বৃহশ্পোতি] (বিশেষ্য) ১ সপ্তাহের দিন বা বারবিশেষ; বৃহস্পতিবার। ২ একটি গ্রহের নাম; Jupiter। ৩ হিন্দু পুরাণোক্ত দেবগুরু। {(তৎসম বা সংস্কৃত) বৃহৎ(বাক)+পতি; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word বৃহৎ Bengali definition [বৃহত্] (বিশেষণ) ১ মস্ত বড়; প্রকাণ্ড; বিরাট; বিস্তৃত। ২ উদার; মহৎ। ৩ সমারোহপূর্ণ। বৃহতী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) মহতী। □ (বিশেষ্য) ১ ক্ষুদ্রাকৃতি বেগুনজাতীয় গাছ ও তার ফল। ২ উত্তরীয় বস্ত্র। বৃহত্তর (বিশেষণ) অধিকতর বিস্তৃত; বিশালতর। {(তৎসম বা সংস্কৃত) √বৃহ্+অৎ(অতি)}
- Bengali Word বে ১ Bengali definition ⇒ বিয়ে
- Bengali Word বে ২ Bengali definition [বে] (অব্যয়) ১ বিহীন; বিনা; ব্যতীত; ছাড়া। ২ অভাব; বিরোধ; নিন্দা; বৈপরীত্য ভাব প্রকাশক শব্দ। বেআইন, বেআইনি (বিশেষণ) ১ আইনের বাইরে; আইনের বিরুদ্ধে। ২ অবৈধ। বেআক্কেল (বিশেষণ) জ্ঞানহীন; বির্বোধ; কাণ্ডজ্ঞাহীন। বেআদব, বেয়াদব (বিশেষ্য) অভদ্র; শিষ্টাচারহীন; অশিষ্ট। বেআদবি, বেয়াদবি (বিশেষ্য) অভদ্রতা; অশিষ্টচার(আবদুল্লা তাহার সহিত বেআদবী করে-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। বেআন্দাজ (বিশেষ্য) বেহিসাব; পরিমাণ সম্বন্ধে যার জ্ঞান নেই। বেআবরু (বিশেষণ) ১ বেপর্দা। ২ শ্লীলতাহীন; সম্ভ্রম বা সম্মানহীন। □ (বিশেষ্য) অপমান; অসম্মান। বেইজ্জত (বিশেষণ) ১ অসম্মানিত। ২ অপমানিত। বেইজ্জতি (বিশেষ্য) মানহানি; অপমান। বেইমান, বেঈমান (বিশেষণ) ১ বিশ্বাসঘাতক; নিমকহারাম। ২ ধর্ম-বিশ্বাসহীন। বেইমানি, বেঈমানি (বিশেষ্য) বিশ্বাসঘাতকতা। বেএক্তিয়ার (বিশেষণ) ১ এলাকার বাইরে এমন; এলাকা-বহির্ভূত। ২ ক্ষমতাহীন। ৩ উপায়হীন। ৪ বেসামাল (গোলাপী নেশায় একটুখানি বে-এক্তিয়ার হয়ে-সৈয়দ মুজতবা আলী)। ৫ অধিকার-বহির্ভূত। বেওজর (বিশেষণ) অজুহাত নেই এমন; আপত্তিহীন। বেওফা (বিশেষণ) অকৃতজ্ঞ; নিমকহারাম; প্রতিজ্ঞা ভাঙ্গকারী (বওফা বদ্জাত এরা খারাবি করিল তেরা-সৈয়দ হামজা)। বেওয়ারিশ, বেওয়ারিশি (বিশেষণ) ১ অভিভাবকহীন। ২ স্বত্বাধিকারশূন্য; দাবিদার নেই এমন। বেকবুল (বিশেষণ) অস্বীকৃত; অসম্মত। বেকসুর (বিশেষণ) দোষশূন্য; অপরাধহীন; নিরপরাধ; নির্দোষ (বেকসুর খালাস)। বেকসুর খালাস (বিশেষ্য) নির্দোষ বলে মুক্তিলাভ। বেকায়দা (বিশেষণ) অসুবিধা; উপায়হীন; নিরুপায়; অনায়ত্ত (বড় বেকায়দায় পড়িয়াছিলেন-মাওলানা মুস্তাফিজুর রহমান)। বেকার (বিশেষণ) ১ অযথা; অকারণ। ২ কর্মহীন; জীবিকাশূন্য। বেকুব=বেয়াকুব। বেকুবি (বিশেষ্য) বোকামি; নির্বুদ্ধিতা; মূর্খতা। বে-খরচ, বে-খরচা (ক্রিয়াবিশেষণ) বিনা খরচে; ব্যয় ব্যতিরেকে। বেখাপ, বেখাপ্পা (বিশেষণ) মিল হয় না বা মানায় না এমন; বেমানান। বেগতিক (বিশেষণ) নিরুপায়; উপায়হীন; অসহায়; প্রতিকারহীন। বেগোছ (বিশেষণ) অগোছালো; এলোমেলো। বেচাল (বিশেষণ) ১ আচার-ব্যবহার শোভনীয় নয় এমন। ২ চরিত্রহীন। বেজুত, বিজুত (বিশেষ্য) ১ অসুবিধা। ২ মনের মতো না হওয়া অবস্থা; অবাঞ্ছিত। বেটাইম (বিশেষ্য) অসময়। □ (বিশেষণ) নির্দিষ্ট সময়ের আগে বা পরে। বেঠিক (বিশেষণ) অসত্য; ভ্রমপূর্ণ; ঠিক নয় এমন (তৌহিদের বাণী ভুল হয়ে গেছি বিমনা বেঠিক-আজহারুল ইসলাম)। বেঢক, বেঢপ (বিশেষণ) বেমানান; ছাঁচের সাথে মেলে না এমন; কদাকার; কুশ্রী। বেতদবির (বিশেষ্য) তদবিরের বা তত্ত্বাবধানের অভাব। বেতমিজ (বিশেষণ) ১ অশিষ্ট। ২ বেআদব; শিষ্টাচারজ্ঞানবর্জিত। ৩ অনভিজ্ঞ। বেতর (বিশেষণ) ১ অসুস্থ; অপ্রকৃতিস্থ; পাগল। ২ বিসদৃশ; বিপরীত; বিরুদ্ধ। বেতরিবত (বিশেষণ) অশিক্ষিত; শিক্ষার বা শিষ্টাচারের অভাব আছে এমন। বেতার (বিশেষণ) ১ বিস্বাদ। ২ তারবিহীন। বেতার বার্তা (বিশেষ্য) যে তারবিহীন যন্ত্রের সাহায্যে দূরবর্তী স্থানের সংবাদ প্রদান করা হয়; রেডিও। বেতার যন্ত্র (বিশেষ্য) বিনা তারে বিদ্যুৎ-প্রবাহের সাহায্যে শব্দ প্রেরিত ও গৃহীত হয় যে যন্ত্রে; রেডিও। বেতাল, বেতালা (বিশেষণ) ১ তালহীন; তালভঙ্গ। ২ কোনো তালজ্ঞান নেই এমন। ৩ অনুপযুক্ত। বেদখল (বিশেষণ) ১ অধিকারহীন; অধিকারচ্যুত। ২ নিজস্ব জিনিস অপরের হাতে চলে যাওয়া। বেদখিল (বিশেষণ) অন্যায়ভাবে অধিকার করা হয়েছে এমন। বেদম (বিশেষণ) ১ দম ফুরিয়ে গেছে এমন। ২ শ্বাসরোধকর। ৩ নিঃশ্বাস ফেলারও অবসর পাওয়া যায় না এমন; নিরবকাশ। ৪ শ্বাস ও প্রাণবায়ু বের করে দেয় এমন মারাত্মক। ৫ নিঃশ্বাস নেওয়ার জন্যও থামে না এমন। বেদল (বিশেষ্য) বিপক্ষ। □ (বিশেষণ) দলছাড়া। বেদলীয় (বিশেষণ) ১ অন্যদলভুক্ত। ২ শত্রুপক্ষের। বেদস্তুর (বিশেষণ) ১ রীতি-বিরুদ্ধ। ২ নিয়মকানুনবহির্ভূত। বেদাগ (বিশেষণ) ১ দাগবিহীন। ২ চিহ্নিত করা হয়নি এমন। ৩ নিষ্কলঙ্ক; কালিমাহীন। বেদীন (বিশেষণ) ১ ধর্মহীন (আসিতে পারে না হেতা বেদীন-কাজী নজরুল ইসলাম)। ২ সত্যধর্মে অবিশ্বাসী। বেদেরেগ (বিশেষণ) নির্মম; করুণাহীন। বেধড়ক (বিশেষণ) অপরিমিত; বেজায়। বেনাম (বিশেষণ) নামহীন; অপরিচিত। □ (বিশেষ্য) ১ প্রকৃত মালিকের বদলে অন্য লোকের নাম। ২ নাম গোপন করা। বেনামি, বেনামা (বিশেষণ) লেখকের নাম গোপন করা হয় এমন; নামহীন (বেনাম চিঠি)। বেপর্দা (বিশেষণ) ১ পর্দা সম্পর্কে সচেতন নয় এমন। ২ উন্মুক্ত। ৩ ঘোমটাহীন; বেআবরু। ৪ লজ্জাহীন। বেপরোয়া (বিশেষণ) নির্ভীক; ভয়হীন; কোনো কিছুই গ্রাহ্য করে না এবং বাধা-নিষেধ মানে না এমন। বেফজুল (বিশেষণ) মিছামিছি; শুধু শুধু (খামাখা বেফজুল খরচ গেল-শওকত ওসমান)। বেফাঁস (বিশেষণ) ১ অসংযত। ২ বন্ধনহীন। ৩ অশ্লীল; নগ্ন। □ (বিশেষ্য) গোপন তথ্যাদি প্রকাশ। বেফায়দা (বিশেষণ) ১ লাভ নেই এমন। ২ বৃথা; নিষ্ফল। বে-বন্দেজ (বিশেষণ) ব্যবস্থাহীন; শৃঙ্খলাশূন্য। বেবন্দোবস্ত (বিশেষণ) ১ ব্যবস্থাশূন্য; ঠিক হয়নি এমন। ২ শৃঙ্খলাশূন্য; বিশৃঙ্খল। বেবাক (বিশেষণ) সবগুলো; সমস্ত; নিঃশেষ। বেমক্কা, বেমওকা (বিশেষণ) ১ অসঙ্গত। ২ অসংযত। ৩ অশোভন (এমন বেমক্কাভাবে হরতাল শুরু করতো না-ওয়ালীউল্লাহ)। বেমতলব (বিশেষ্য) অনিচ্ছা। বেমনাসিব (বিশেষণ) উচিত নয় এমন; অনুচিত। বেমানান (বিশেষণ) ১ মানায় না এমন; বেখাপ্পা। ২ অশোভন। বেমালুম (বিশেষণ), (ক্রিয়াবিশেষণ) জানার মধ্যে নয় এমন; অজ্ঞাতে; অগোচরে। বেমেরামত (বিশেষ্য) ১ মেরামত করা হয়নি বা হয় না এমন অবস্থা। ২ মেরামত করা হয়নি এমন। বেআরাম, ব্যারাম (বিশেষ্য) রোগ ব্যাধি শারীরিক বা মানসিক অবস্থা খারাপ হওয়া (মাটিতে শুলে ব্যায়ারাম হবে বিবি, খাটে উঠে আয়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। বেয়াকুফ, বেয়াকুব (বিশেষণ) বোকা; নির্বোধ; জ্ঞানহীন (বেঅকূফের শিরোমণি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। বেরসিক (বিশেষণ) রস বোঝে না এবং রস করে না এমন; অরসিক। বেশক (ক্রিয়াবিশেষণ) অবশ্যই; নিশ্চয়ই; সত্যই; নিঃসন্দেহে। বেশম (বিশেষণ) বেশ; যথেষ্ট (তোমার বাড়ি; আমার বাড়ি, মধ্যে বেশম দূর-জসীমউদ্দীন)। বেশরম (বিশেষণ) ১ লজ্জা নেই এমন; নির্লজ্জ। ২ বেহায়া। ৩ বেয়াদব। বেশরা (বিশেষণ) ১ শরিয়ত বা ইসলামের বিধান বহির্ভূত কাজ করে এমন; বিধান মানে না এমন (বেশরা ফকির)। বেশুমার (বিশেষণ) অংসখ্য; প্রচুর (বেসুমার বাতি আসমানের অত বড় ছাতি ছাইয়া আছে-আ-হা)। বেসরকারি (বিশেষণ) সরকারের আওতার বাইরে এমন; সরকারের নয় এমন। বেসামাল (বিশেষণ) ১ সাজিয়ে গুছিয়ে থাকতে পারে না এমন। ২ অসাবধান; অসংলগ্ন। বেসুর, বেসুরো (বিশেষণ) ১ ভুল সুর। ২ শ্রুতিকটু। বেহদ, বেহদ্দ (বিশেষণ) ১ অত্যন্ত; খুব। ২ অসীম। বেহাত (বিশেষণ) অন্যের হাতে চলে যাওয়া; হাতছাড়া; নিজের অধিকারের বাইরে যাওয়া; অধিকার-বহির্ভূত। বেহায়া (বিশেষণ) লজ্জাশরম নেই এমন; নির্লজ্জ। বেহায়াপনা (বিশেষ্য) নির্লজ্জ ব্যবহার; লজ্জাহীন আচরণ। বেহিসাব (বিশেষণ) ১ হিসাবশূন্য। ২ অবাধ; নির্বাধ; মুক্তহস্ত। ৩ অসতর্ক; অসাবধান। ৪ সংখ্যাতীত; অসংখ্য; সুপ্রচুর। বেহিসাবি (বিশেষণ) ১ হিসাব করে চলে না এমন। ২ অপরিণামদর্শী। বেহুঁশ, বেহোশ (বিশেষণ) ১ অচৈতন্য; বেখেয়াল। ২ অজ্ঞান; জ্ঞান হারানো। ৩ মূর্ছিত। বেহুদা (বিশেষণ) ১ বে-আদব; বেহায়া; ব্যবহার খারাপ এমন। ২ অনর্থক; বাজে। বেহেড (বিশেষণ) মতিভ্রষ্ট; বিচার-বিবেচনাহীন; উন্মত্ত; কাণ্ডজ্ঞানশূন্য (বেহেড মাতাল)। {(ফারসি) বে}
- Bengali Word বেঁজি, বেঁজী Bengali definition ⇒ বেজি
- Bengali Word বেঁটে ১, বাইটা Bengali definition [বেঁটে, বাইটা] (বিশেষণ) ১ খাটো; ছোট; খর্বকায় (জনতার পুরোভাগে একটি বাইটা লোক আমলাদের সাথে তর্ক করিতেছে-আবুল মনসুর আহমদ)। ২ বামন। বেঁটে-খাটো (বিশেষণ) খর্বকায় (বেঁটেখাটো মানুষটা)। {(তৎসম বা সংস্কৃত) বণ্ঠ>}
- Bengali Word বেঁটে ২ Bengali definition [বেঁটে] (অসমাপিকা ক্রিয়া) ১ বেঁটে; পিষে; পেষণ করে। ২ ভাগবাঁটোয়ারা করে; বণ্টন করে। {(তৎসম বা সংস্কৃত) বণ্ঠ>+ (বাংলা) ইয়া>}
- Bengali Word বেঁধা Bengali definition ⇒ বিঁধা
- Bengali Word বেঁড়ে Bengali definition [বেঁড়ে] (বিশেষণ) ১ লেজশূন্য; লেজকাটা। ২ বেঁটে; খাটো; ছোট; খর্বকায়। {(তৎসম বা সংস্কৃত) বণ্ড>}
- Bengali Word বেঁয়ে Bengali definition [বেঁয়ে] (বিশেষণ) ন্যাটা; বাঁ হাতে কাজ করে এমন (লোকটা বেঁয়ে-বাঁ হাতে বল করে)। {(তৎসম বা সংস্কৃত) বাম>বাঁ+ (বাংলা) ইয়া>}
- Bengali Word বেঅ, বে Bengali definition [বেঅ, বে] (প্রাচীন বাংলা) (বিশেষ্য) বেদ (বেএঁ-চর্যাপদ)। {(তৎসম বা সংস্কৃত) বেদ>}
- Bengali Word বেআকুল Bengali definition [বেয়াকুল] (মধ্যযুগীয় বাংলা) (বিশেষণ) ব্যাকুল (আকুল পরাণ মোর, বেআকুল মন, বাঁশীর শবদে মোর আউলাইলো বাঁধন-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) ব্যাকুল>}
- Bengali Word বেআলি (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বেয়ালি] (বিশেষ্য) অমিল; গরমিল; ঝগড়া (পোয়ে ঝিয়ে হয় বেআলি-ডাকের বচন)। {(ফারসি) বে+ (বাংলা) আলি(মিল)}
- Bengali Word বেউফা, বেওফা Bengali definition [বেওফা] (বিশেষণ) অকৃতজ্ঞ; নিমকহারাম; প্রতিজ্ঞা ভঙ্গকারী (বেওফা বদজাত এরা খারাবি করিল তেরা-সৈয়দ হামজা)। {(ফারসি) বে +(আরবি) রফা}
- Bengali Word বেউল Bengali definition [বেউল] (মধ্যযুগীয় বাংলা) (বিশেষণ) ব্যাকুল (বেউল হইনু অতি-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) ব্যাকুল>}
- Bengali Word বেউড় বাঁশ Bengali definition [বেউড়্ বাঁশ্] (বিশেষ্য) কাঁটাযুক্ত বাঁশ; বেড়া দেওয়ার জন্য জন্য ব্যবহৃত বাঁশ (বেউড় বাঁশের বাঁশী যে আমার যেতে নারে ততদূর-জসীমউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) বেষ্ট>বেউড়+ (বাংলা) বাঁশ}
- Bengali Word বেওয়া, ব্যাওয়া Bengali definition [ব্যাওয়া] (বিশেষ্য) বিধবা নারী; পতিহীনা (বেওয়ারিশ বেওয়া মলে এঁরা তার উত্তরাধিকারী হয়ে বসেন-কালীপ্রসন্ন সিংহ)। {(ফারসি) বেরহ্}
- Bengali Word বেওয়ারিশ Bengali definition ⇒ বে২
- Bengali Word বেকত (ব্রজবুলি) Bengali definition [বেকতো] (বিশেষণ) ব্যক্ত; প্রকাশিত; খোলা; অনাবৃত (বেকত অষ্ট-বিদ্যাপতি)। বেকতয় (ব্রজবুলি) (ক্রিয়া) ব্যক্ত বা প্রকাশ করে (বেকতায় হৃদয় লুকাওয়ে লাজে-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) ব্যক্ত}
- Bengali Word বেকল Bengali definition ⇒ বিকল
- Bengali Word বেকসুর, বেকায়দা, বেকার, বেকুব, বেকুবি Bengali definition ⇒ বে২
- Bengali Word বেকাঁ Bengali definition ⇒ বাঁকা