ব পৃষ্ঠা ৬৮
- Bengali Word বুড় Bengali definition ⇒ বুড়া১
- Bengali Word বুড়নো Bengali definition ⇒ বুড়া১
- Bengali Word বুড়বক Bengali definition [বুড়্বক্] (বিশেষণ) নিরেট মূর্খ; একান্ত নির্বোধ (তুই লজ্জা পাচ্ছিস কেনরে বুড়বক-সৈয়দ মুজতবা আলী)। {(তুলনীয়) (হিন্দি) বড়ুবাক্}
- Bengali Word বুড়া ১ Bengali definition [বুড়া] (ক্রিয়া) ১ নিমজ্জিত হওয়া; ডোবা; জলমগ্ন হওয়া (জেলে ডিঙ্গা বুড়ে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ২ ভরে যাওয়া (জঙ্গলে বুড়েছে)। বুড়ানো, বুড়নো (ক্রিয়া) ১ ডোবানো। ২ ভরে দেওয়া বা যাওয়া। {(তৎসম বা সংস্কৃত) ব্রুড্>}
- Bengali Word বুড়া ২, বুড়ো, বুড় Bengali definition [বুড়া, বুড়ো, বুড়] (বিশেষ্য) বৃদ্ধ ব্যক্তি। □ (বিশেষণ) ১ প্রবীণ। ২ অতি পুরনো; প্রাচীন (বুড়া বট গাছ)। ৩ অতিশয় বয়স্ক (বুড়া গরু)। ৪ পরিপক্ব; জেঠা; ফাজিল; অকালপক্ব (বুড়ো মেয়ে)। বুড়া আঙ্গুল (বিশেষ্য) অঙ্গুষ্ঠ; বৃদ্ধাঙ্গুলি। বুড়া আঙুল দেখানো (ক্রিয়া) ফাঁকি দেওয়া। বুড়ি১, বুড়ী (বিশেষণ), (বিশেষ্য)( স্ত্রীলিঙ্গ) । বুড়াটে, বুড়ুটে, বুড়োটে (বিশেষণ) ১ বৃদ্ধ সদৃশ; বুড়ার মতো। ২ প্রায় বুড়ো। বুড়াপনা, বুড়োপনা, বুড়ামি, বুড়োমি, বুড়োমো (বিশেষ্য) পাকামি; জেঠামি; বৃদ্ধ না হয়েও তদ্রূপ আচরণ বা ব্যবহার। বুড়ি ছুঁয়ে থাকা (ক্রিয়া) নামমাত্র নিয়ম পালন করা। বুড়ো মেরে খুনের দায় (আলঙ্কারিক) সামান্য অপরাধে গুরুতর ফল ভোগ করা। বুড়ো শালিকের ঘাড়ে রোঁ-বৃদ্ধ বয়সে শিশু বা যুবকের মতো আচরণ। বুড়োহাড় (বিশেষ্য) অভিজ্ঞ লোক। {(তৎসম বা সংস্কৃত) বৃদ্ধ> (প্রাকৃত) বুড্ড>}
- Bengali Word বুড়ি ১ Bengali definition [বুড়ি] (বিশেষ্য) পাঁচগণ্ডা বা সিকিপণ। বুড়িকিয়া, বুড়িকে (বিশেষ্য) বুড়িসম্বন্ধীয় গণনাপদ্ধতি। {(তৎসম বা সংস্কৃত) বোড্রী>}
- Bengali Word বুড়ি ২, বুড়ী, বুড়ুটে, বুড়ো Bengali definition ⇒ বুড়া২
- Bengali Word বৃংহণ Bengali definition [বৃংহণ্] (বিশেষ্য) হাতির ডাক। □ (বিশেষণ) বলকর; পুষ্টিকর। {(তৎসম বা সংস্কৃত) √বৃন্হ্+অন(ল্যুট্)}
- Bengali Word বৃংহিত Bengali definition [বৃঙ্হিত্] (বিশেষ্য) হাতির গর্জন; হাতির চিৎকার। □ (বিশেষণ) ১ বৃদ্ধিপ্রাপ্ত; বর্ধিত। ২ পুষ্ট। {(তৎসম বা সংস্কৃত) √বৃন্হ্+ত(ক্ত)}
- Bengali Word বৃক Bengali definition [বৃকো] (বিশেষ্য) ১ নেকড়ে বাঘ। ২ শৃগাল। ৩ কাক। ৪ জঠরানল; জঠরাগ্নি। ৫ ক্ষত্রিয়। বৃকোদর (বিশেষ্য) ১ মহাভারতোক্ত মধ্যম পাণ্ডব ভীম। ২ নেকড়ে বাঘের মতো উদর যার। {(তৎসম বা সংস্কৃত) √বৃক্+অ(ক)}
- Bengali Word বৃক্ক Bengali definition [বৃক্কো] (বিশেষ্য) তলপেটের যে যন্ত্র থেকে মূত্র আলাদা করে; কিডনি; kidney। {(তৎসম বা সংস্কৃত) বৃক্ক, (তুলনীয়) বুক্ক (বুক)}
- Bengali Word বৃক্ষ Bengali definition [বৃক্খো] (বিশেষ্য) গাছ; শাখী; বিটপী; দ্রুম; মহীরুহ; তরু; পাদপ। বৃক্কচ্ছায় (বিশেষ্য) বৃক্ষসমূহের ছায়া। বৃক্কচ্ছায়া (বিশেষ্য) গাছের ছায়া। বৃক্কবাটিকা (বিশেষ্য) বাগান-বাড়ি। বৃক্ষাগ্র (বিশেষ্য) গাছের আগা; তরুশির। {(তৎসম বা সংস্কৃত) বৃক্ষ (<√ব্রশ্চস্)}
- Bengali Word বৃত Bengali definition [বৃতো] (বিশেষণ) ১ কোনো কাজের জন্য শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা হয়েছে এমন (সাহিত্য সম্মিলন সভার সভাপতি পদে বৃত হইয়াছিলাম-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সসম্মানে গৃহীত বা নিযুক্ত। ৩ প্রার্থিত। ৪ আবৃত। ৫ আচ্ছাদিত। {(তৎসম বা সংস্কৃত) √বৃ+ত(ক্ত)}
- Bengali Word বৃতি Bengali definition [বৃতি] (বিশেষ্য) ১ কাঁটার বেড়া (ওই যে ফুটেছে ফুল বৃতিপাশে বিচিত্র বরণ-মোতাহের হোসেন চৌধুরী)। ২ বেড়া। ৩ বেষ্টনী। ৪ বরণ। ৫ নিয়োগ; নিযুক্তি। ৬ প্রার্থনা; আবেদন। ৭ আবরণী। ৮ বেষ্টন। ৯ গোপন। ১০ পুষ্পের বহিরাবরণ। {(তৎসম বা সংস্কৃত) √বৃ+তি(ক্তি)}
- Bengali Word বৃত্ত Bengali definition [বৃত্তো] (বিশেষ্য) ১ (জ্যামিতি) একই সমতলে অবস্থিত একটি বিন্দু অন্য একটি বিন্দু থেকে সর্বদা সমান দূরে থেকে যে গোলাকার ক্ষেত্র সৃষ্টি করে; circle। ২ চরিত্র। ৩ শাস্ত্রোক্ত আচার। ৪ ছন্দ; যেসব ছন্দে সাধারণ সেগুলোকে বৃত্তছন্দ বলে। ৫ কচ্ছপ। □ (বিশেষণ) ১ বর্তুল; গোলাকার। ২ জাত; উৎপন্ন। ৩ আবৃত; আচ্ছাদিত। ৪ অভ্যস্ত; অভ্যাস দ্বারা আয়ত্ত। ৫ নিযুক্ত; কার্যরত। বৃত্তকলা (বিশেষ্য) দুই ব্যাসার্ধের দ্বারা সীমাবদ্ধ বৃত্তাংশ। বৃত্তখণ্ড (বিশেষ্য) বৃত্তের যে অংশটি একটি সরল রেখা ও তদ্দ্বারা কর্তিত পরিধি খণ্ডের অন্তর্গত। বৃত্তগন্ধি (বিশেষ্য) কবিত্বপূর্ণ গদ্য রচনা। বৃত্তপুষ্প (বিশেষ্য) শিরীষ কদম্ব প্রভৃতি গোলাকার পুষ্প। বৃত্তবান (বিশেষণ) ১ চরিত্রবান। ২ আচারবান। ৩ গোলাকার। বৃত্তস্থ (বিশেষণ) ১ সচ্চরিত্র। ২ বৃত্তক্ষেত্রে স্থিত। বৃত্তাংশ (বিশেষ্য) বৃত্তের অংশ। বৃত্তানুবর্তী (বিশেষণ) আচারনিষ্ঠ। {(তৎসম বা সংস্কৃত) √বৃত্+ত(ক্ত)}
- Bengali Word বৃত্তা (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বৃত্তা] (বিশেষণ) বৃত্তিভোগকারী (ব্রাহ্মণ বৈষ্ণব বৃত্তা-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) বৃত্তি>বৃত্ত+ (বাংলা) আ}
- Bengali Word বৃত্তান্ত Bengali definition [বৃত্তান্তো] (বিশেষ্য) ১ বিবরণ; বর্ণনা; ২ বার্তা; সংবাদ। ৩ বিষয়; ব্যাপার। ৪ ঘটনা। সর্ববৃত্তাদর্শী (বিশেষ্য) যিনি সকল ব্যাপার জানেন। {(তৎসম বা সংস্কৃত) বৃত্ত+অন্ত; বহুব্রীহি সমাস}
- Bengali Word বৃত্তাভাস Bengali definition [বৃত্তাভাশ্] (বিশেষ্য) ১ প্রায় গোলাকার ক্ষেত্র (অবশ্য দুটো সম্পূর্ণ সভ্যতা ব্যষ্টির বৈপরীত্য ও কালাবর্তের বৃত্তাভাস-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) বৃত্ত+আভাস}
- Bengali Word বৃত্তি Bengali definition [বৃত্তি] (বিশেষ্য) ১ ধর্ম; প্রকৃতি (মনোবৃত্তি)। ২ প্রবৃত্তি;স্বভাব (মানুষের যাযাবর বৃত্তি আমাদের কৌতূহল জাগায়-আহমদ শরীফ)। ৩ উপজীবিকা; ব্যবসায় (চৌর্যবৃত্তি)। ৪ আচরণ; ব্যবহার। ৫ যে ছন্দ অক্ষর সংখ্যা দ্বারা স্থির হয়। ৬ নির্দিষ্ট সময়ের জন্য বা নির্দিষ্ট সময় অন্তর অর্থ সাহায্য; scholarship; stipend (বৃত্তি পরীক্ষা, ছাত্রবৃত্তি)। ৭ টীকা-টিপ্পনি; ব্যাখ্যান। বৃত্তিকার (বিশেষ্য) ব্যাখ্যাত। বৃত্তিচ্ছেদ (বিশেষ্য) উপজীবিকা হরণ বা তার লোপ। বৃত্তিগবেষক (বিশেষ্য) বৃত্তি বা সরকারি অনুদান নিয়ে গবেষণা করেন যিনি। বৃত্তিদান বা জীবিকা-নির্বাহের জন্য ভূমি বা অর্থ সাহায্য দান (এই সমস্ত সংগ্রহ ও তরজমার কাজে মাসিক মোটা বৃত্তি দিয়ে নিয়োগ করেছিলেন-আবদুল মওদুদ)। বৃত্তিভোগী (বিশেষ্য) যে নিয়মিত অর্থসাহায্য পায়। {(তৎসম বা সংস্কৃত) √বৃত্+তি(ক্তি)}
- Bengali Word বৃত্য Bengali definition [বৃত্তো] (বিশেষণ) শ্রদ্ধেয়; বরণীয়; বরেণ্য। {(তৎসম বা সংস্কৃত) √বৃ+য}
- Bengali Word বৃত্র Bengali definition [বৃত্ত্রো] (বিশেষ্য) হিন্দু পুরাণোক্ত শক্তিশালী অসুর। বৃত্রহা, বৃত্রারি (বিশেষ্য) বৃত্রসংহারক দেবরাজ ইন্দ্র। {(তৎসম বা সংস্কৃত) √বৃৎ+র(রক) (তুলনীয়) পহলবি. বেত্রো-সর্পরূপী অসুর}
- Bengali Word বৃথা Bengali definition [বৃথা] (অব্যয়),ক্রিবিন অকারণ; নিষ্কারণ; বিনা কারণে; নিরর্থক; অনর্থক; নিষ্ফল; মিথ্যা; অলীক (আমি বৃথা অভিসারে এ যমুনা পারে এসেছি-রবীন্দ্রনাথ ঠাকুর)।বৃথা মাংস (বিশেষ্য) হিন্দুমতে দেব-দেবীকে উৎসর্গ করা হয়নি এমন পশুর মাংস। {(তৎসম বা সংস্কৃত) √বৃ+থা}
- Bengali Word বৃদ্ধ Bengali definition [বৃদ্ধো] (বিশেষণ) ১ বুড়া; বুড়ো; প্রবীণ (বয়সে বৃদ্ধ)। ২ বৃদ্ধিপ্রাপ্ত; বয়োজ্যেষ্ঠ। ৩ প্রাচীন; বহু বৎসরের। ৪ মুরুব্বি। ৫ অভিজ্ঞ; প্রবুদ্ধ (জ্ঞানবৃদ্ধ)। বৃদ্ধা( স্ত্রীলিঙ্গ) । বৃদ্ধকাক (বিশেষ্য) দাঁড়কাক। বৃদ্ধগঙ্গা (বিশেষ্য) বুড়িগঙ্গা। বৃদ্ধত্ব (বিশেষ্য) বার্ধক্য; বৃদ্ধাবস্থা। বৃদ্ধনাভী (বিশেষণ) স্থূলোদর; ভুঁড়ি। বৃদ্ধ প্রপিতামহ (বিশেষ্য) প্রপিতামহের পিতা। বৃদ্ধ প্রপিতামহী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) প্রপিতামহের পত্নী। বৃদ্ধস্য-বৃদ্ধের; বুড়ালোকের (বৃদ্ধস্য তরুণী ভার্যার অন্তরবিদারী বেদনা-কাজী আবদুল মান্নান)। বৃদ্ধস্য তরুণী ভার্যা (বিশেষ্য) বৃদ্ধের তরুণী স্ত্রী। বৃদ্ধা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) বুড়ি; প্রবীণা। {(তৎসম বা সংস্কৃত) √বৃধ+ত(ক্ত)}
- Bengali Word বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুষ্ঠ Bengali definition [বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুশ্ঠো] (বিশেষ্য) বুড়া আঙুল; অঙ্গুষ্ঠ; হাতের বা পায়ের বুড়া আঙুল। বৃদ্ধাঙ্গুলি দেখানো/প্রদর্শন (ক্রিয়া) ফাঁকি দেওয়া (চাকরটি সুযোগ পেলেই মনিবকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখায়। {(তৎসম বা সংস্কৃত) বৃদ্ধ+অঙ্গুলি, অঙ্গুষ্ঠ; কর্মধারয় সমাস}
- Bengali Word বৃদ্ধি Bengali definition [বৃদ্ধি] (বিশেষ্য) ১ আধিক্য; প্রাচুর্য। ২ বাড়; বিস্তার। ৩ উন্নতি। ৪ সুদ। বৃদ্ধিজীবী (বিশেষণ) সুদখোর। বৃদ্ধিশ্রাদ্ধ (বিশেষ্য) মৃতের জন্য অনুষ্ঠিত হিন্দুদের আভ্যুদয়িক শ্রাদ্ধ। বৃদ্ধোক্ষ (বিশেষ্য) বুড়া ষাঁঢ়। {(তৎসম বা সংস্কৃত) √বৃধ+তি(ক্তি)}
- Bengali Word বৃন্ত Bengali definition [বৃন্তো] (বিশেষ্য) ১ পাতা ফুল ও ফল যে দণ্ডের সঙ্গে সংলগ্ন থাকে; বোঁটা। ২ স্তনাগ্র; চুচুক। ৩ জলপাত্র রাখবার বিড়া। বৃন্তচ্যুত (বিশেষণ) বোঁটা থেকে খসে পড়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √বৃ+ত(ক্ত), ‘ন’ আগম}
- Bengali Word বৃন্তাক Bengali definition [বৃন্তাক্] (বিশেষ্য) বেগুন; তরকারিবিশেষ; বেগুন গাছ। {(তৎসম বা সংস্কৃত) বৃন্তাক}
- Bengali Word বৃন্দ Bengali definition [বৃন্দো] (বিশেষ্য) ১ কয়েকজন; সমূহ; গণ। ২ কতকগুলো। □ (বিশেষণ) শত কোটি সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) √বৃ+দ, ‘ন’ আগম}
- Bengali Word বৃন্দা Bengali definition [বৃন্দো] (বিশেষ্য) ১ তুলসী গাছ। ২ হিন্দুপুরাণে রাধিকার দূতী বা সখী; রাধিকার নামান্তর। {(তৎসম বা সংস্কৃত) বৃন্দ+আ(টাপ্)}
- Bengali Word বৃন্দাবন Bengali definition [বৃন্দাবোন্] (বিশেষ্য) রাধা ও কৃষ্ণের প্রেমের লীলাক্ষেত্র; যমুনা তীরবর্তী মথুরার নিকটবর্তী হিন্দুদের তীর্থস্থান। {(তৎসম বা সংস্কৃত) বৃন্দা+বন}