ব পৃষ্ঠা ৬৭
- Bengali Word বুনা, বুনান, বুনানো Bengali definition ⇒ বোনা
- Bengali Word বুনানো, বোনা Bengali definition [বুনানো, বোনা] (ক্রিয়া) ১ বপন করা; সুবিন্যস্তরূপে ছড়িয়ে দেওয়া। ২ বয়ন করা। {(তৎসম বা সংস্কৃত) বপন>}
- Bengali Word বুনিয়াদ, বুনিয়াদি, বুনিয়াদী Bengali definition ⇒ বনিয়াদ
- Bengali Word বুনো Bengali definition [বুনো] (বিশেষণ) ১ আদিবাসী। ২ অসভ্য; বর্বর; অমার্জিত। ৩ জংলি; বনবাসী; বন-জঙ্গলে বাস করে এমন। ৪ বন্য; বনে উৎপন্ন; বনজাত। {(তৎসম বা সংস্কৃত) বন্য>}
- Bengali Word বুন্দা (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বুন্দা] (বিশেষ্য) বৃষ্টির বড় বড় ফোঁটা। {(তুলনীয়) (হিন্দি) বুন্দ}
- Bengali Word বুবু Bengali definition [বুবু] (বিশেষ্য) (বাঙালি মুসলমান সমাজে কথ্যভাষায়) বড় বোন। {(হিন্দি) বুবু}
- Bengali Word বুভুক্ষা Bengali definition [বুভুক্খা] (বিশেষ্য) ক্ষুধা; ভোজন করার ইচ্ছা। বুভুক্ষিত, বুভুক্ষু (বিশেষণ) ১ ভোজনেচ্ছু। ২ ক্ষুধিত; ক্ষুধার্ত। {(তৎসম বা সংস্কৃত) √ভুজ্+স(সন্)+অ+আ+(টাপ্)}
- Bengali Word বুম্বুক (প্রাচীন বাংলা) Bengali definition [বুম্বুক্] (বিশেষ্য) স্ফীতি (বুম্বুকে উথনে জন ঝাঁট মার পাণী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) √বিম্বক>}
- Bengali Word বুরজোয়া Bengali definition ⇒ বুর্জোয়া
- Bengali Word বুররাক Bengali definition ⇒ বোরাক
- Bengali Word বুরা Bengali definition [বুরা] (বিশেষণ) মন্দ; খারাপ (বুরা না মানো তো একটা কথা বলি)। {(হিন্দি) বুরা}
- Bengali Word বুরুচ Bengali definition ⇒ ব্রোচ
- Bengali Word বুরুজ Bengali definition [বুরুজ্] (বিশেষ্য) ১ মিনারের উপরে অংশ; গম্বুজ (বারো বুরুজ উদয় হবে-জসীমউদ্দীন)। ২ দুর্গপ্রাকার; দুর্গপ্রাকারের উপরের কক্ষ যেখানে সশস্ত্র প্রহরী থাকে। ৩ এক প্রকার তাসখেলা। {(আরবি) বরুজ; (তুলনীয়) (ইংরেজি) bastion}
- Bengali Word বুরুল Bengali definition [বুরুল্] (বিশেষ্য) তিন যব পরিমাণ; বুড়ো আঙ্গুলের প্রস্থ; প্রায় এক ইঞ্চি পরিমাণ। {বুড়া আঙুল>}
- Bengali Word বুরুশ Bengali definition [বুরুশ্] (বিশেষ্য) পশুর লোম ইত্যাদির তৈরি মার্জনী। {(ইংরেজি) brush}
- Bengali Word বুরোক্রাটিক Bengali definition [বুরোক্রাটিক্] (বিশেষণ) আমলাতান্ত্রিক (এই মনোভাবকেই না বুরোক্রোটিক মনোভাব বলে-প্রথম চৌধুরী)। {ফরাসি bureaucratic}
- Bengali Word বুর্জুয়া, বুর্জোয়া Bengali definition [বুর্জুয়া, বুর্জোয়া] (বিশেষ্য) মধ্যবিত্ত শ্রেণি। □ (বিশেষণ) মধ্যবিত্ত ও প্রাচীনপন্থি (ওমর বুর্জুয়া কবির বিদগ্ধ পদ্ধতিতে আপন বক্তব্য প্রকাশ করেছেন-সৈয়দ মুজতবা আলী)। {ফরাসি bourgeois}
- Bengali Word বুর্জোয়া, বুরজোয়া Bengali definition [বুর্জোয়া] (বিশেষ্য) মধ্যবিক্ত শ্রেণির লোক; পুঁজিবাদী বা ধনতান্ত্রিক ব্যবস্থার ফলে সৃষ্ট উচ্চবিত্ত বা ধনিক-শ্রেণির লোক। □ (বিশেষণ) মধ্যবিত্ত শ্রেণির মনোভাবসম্পন্ন (উদীয়মান বুর্জোয়া শ্রেণীর পক্ষে সেই সঞ্চিত মূলধন ... স্বাধীনভাবে নিযুক্ত করা সম্ভব নয়-আনিসুজ্জামান)। {ফরাসি bourgeois}
- Bengali Word বুলক, বুলাক Bengali definition [বুলক্, বুলাক্] (বিশেষ্য) নাকের অলঙ্কারবিশেষ (নাকেতে বুলক, গলায়দ হাসুলী-জসীমউদ্দীন)। {(ফারসি) বুলাক}
- Bengali Word বুলন্দ Bengali definition [বুলন্দ্] (বিশেষণ) উচ্চ (প্রাণের বুলন্দ দরওয়াজার-কাজী নজরুল ইসলাম)। বুলন্দনসিব (বিশেষণ) সৌভাগ্য (দুজনার হবে বুলন্দনসিব; লাখে লাখে হবে বদনসিব এ নহে বিধান ইসলামের-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) বুলন্দ}
- Bengali Word বুলবুল, বুলবুলি Bengali definition [বুল্বুল্, বুল্বুলি্] (বিশেষ্য) মিষ্টি সুরের এক জাতীয় পাখি (বুলবুলের মতো তার দৃষ্টি থাকে গোলাপ কুঞ্জের দিক-মোতাহের হোসেন চৌধুরী)। {(ফারসি) বুলবুল}
- Bengali Word বুলভরি Bengali definition [বুল্ভোরি] (বিশেষ্য) শহরের প্রধান রাস্তা; এভিন্যু (এ রাস্তা কাবুলিদের বুলভার-সৈয়দ মুজতবা আলী)। {ফরাসি boulevard}
- Bengali Word বুলা (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বুলা] (ক্রিয়া) ভ্রমণ করা; বিচরণ করা; ঘুরে বেড়ানো (ঘুরিয়া ঘুরিয়া বুলে-গোবিন্দদাস)। {(প্রাকৃত) √বোল্লা>}
- Bengali Word বুলাক Bengali definition ⇒ বুলক
- Bengali Word বুলানো Bengali definition ⇒ বোলানো
- Bengali Word বুলি Bengali definition [বুলি] (বিশেষ্য) ১ কথা; শব্দ; বাক্য; বোল; ভাষা; dialect (ফরাসি বুলি)। ২ মুখস্থ ভাষা বা গৎ (বুলি আওড়ানো)। ৩ অস্পষ্ট কথা; আঞ্চলিক ভাষা; উপভাষা (শিশুর বুলি)। {(হিন্দি) বোলী}
- Bengali Word বুলেট Bengali definition [বুলেট্] (বিশেষ্য) বন্দুকের গুলি; ছররা (গোটা কয়েক শুভেচ্ছা বুলেটের গতিতে এসে ঠোকর খেলো মীনার মস্তিকে-নীলিমা ইব্রাহীম)। {(ইংরেজি) bullet}
- Bengali Word বুসা Bengali definition [বুসা] (বিশেষ্য) চুম্বন (সত্যই মহানবীর তুই, বুসা দেই তোকে আয়-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) বুসাহ}
- Bengali Word বুস্তাঁ, বুস্তান, বোস্তান Bengali definition [বুস্তাঁ, বুতান্, বোস্তান] (বিশেষ্য) ফুলের বাগান (হে ধ্যানী তোমার মন বুস্তান গুলান-ফররুখ আহমদ)। {(ফারসি) বুস্তান}
- Bengali Word বুহিত Bengali definition [বুহিত্] (বিশেষ্য) নৌকা; তরণী; বাণিজ্য তরী (জীবন সংশয় দেখি হারায়ে বুহিত-কবি মঈনুদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) বহিত্র>}