Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word বিয়ারিং Bengali definition ⇒ বেয়ারিং
  • Bengali Word বিয়াল্লিশ, বেয়াল্লিশ Bengali definition [বিয়াল্‌লিশ, বেয়াল্‌লিশ] (বিশেষ্য), (বিশেষণ) ৪২ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) দ্বিচত্বারিংশৎ, দ্বাচত্বারিংশৎ>}
  • Bengali Word বিয়ে, বে Bengali definition [বিয়ে, বে] (বিশেষ্য) বিবাহ; পরিণয়। বিয়ে-থাওয়া (বিশেষ্য) বিবাহাদি অনুষ্ঠান (একটা বিয়েথাওয়া দিয়ে দাও-রবীন্দ্রনাথ ঠাকুর)। বিয়ের পানি গায়ে লাগা (ক্রিয়া) বিয়ের আলোচনা শুনলে কন্যা শীঘ্রই যৌবনবতী হয় এরূপ সংস্কার; বিয়ের সম্ভাবনা হওয়া। বিয়ের ফুল ফোঁটা (আলঙ্কারিক) বিয়ে আসন্ন এমন; বিয়ের সম্ভাবনা হওয়া। {(তৎসম বা সংস্কৃত) বিবাহ>}
  • Bengali Word বিয়েন Bengali definition ⇒ বিয়ান২
  • Bengali Word বিয়োগ Bengali definition [বিয়োগ্‌] (বিশেষ্য) ১ বেদনা (কোন খেনে দূর হৈবে মনেরবিয়োগ-দৌলত উজির বাহরাম খান)।২ বিরহ; বিচ্ছেদ। ৩ অভাব-শূন্যতা। ৪ মৃত্যু; মরণ। ৫ (গণিত.) এক সংখ্যা বা রাশি থেকে অন্য সংখ্যা বা রাশি বাদ দেওয়া; ব্যবকলন। বিয়োগান্ত (বিশেষণ) শেষে বিচ্ছেদ বা মৃত্যু ঘটে এমন; (নায়ক-নায়িকার) বিচ্ছেদে যার সমাপ্তি (বিয়োগান্ত নাটক)। বিয়োগী (-গিন্‌) (বিশেষণ) বিরহী; বিরহযুক্ত; বিচ্ছেদযুক্ত; সংযোগহীন। বিয়োগিনী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বিয়োগবিধুর (বিশেষণ) বিয়োগজনিত দুঃখে কাতর (বিয়োগবিধুর আত্মীয়-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। {(তৎসম বা সংস্কৃত) বি+√যুজ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word বিয়োজিত Bengali definition [বিয়োজিতো] (বিশেষ্য) বিযুক্ত; বিচ্ছিন্ন করা হয়েছে এমন। □ (বিশেষণ) ১ পৃথক্‌কৃত; বিশ্লিষ্ট (আমি পুত্র ও প্রেয়সী উভয়ের সহিত বিয়োজিত হইয়াছি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ বিরহিত। {(তৎসম বা সংস্কৃত) বি+যোজিত}
  • Bengali Word বিয়ৎ Bengali definition [বিয়ত্‌] (বিশেষ্য) আকাশ। {(তৎসম বা সংস্কৃত) বি+√যম্‌+ক্বিপ্‌}
  • Bengali Word বীক্ষণ Bengali definition [বিক্‌খন্‌] (বিশেষ্য) ১ নিরীক্ষণ; বিশেষভাবে দর্শন। ২ যার সাহায্যে বিশেষভাবে দেখা যায়। বীক্ষণীয় (বিশেষণ) দর্শনীয়; দর্শনযোগ্য; বীক্ষণসাধ্য। বীক্ষমাণ (বিশেষণ) দর্শন করছে এমন। বীক্ষিত (বিশেষণ) নিরীক্ষিত; বিশেষভাবে দৃষ্ট। বীক্ষ্যমাণ (বিশেষণ) বীক্ষিত বা নিরীক্ষিত হচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত) বি+ঈক্ষ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word বীচ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বিচ্‌] (বিশেষ্য) বীজ। বীচচারা, বীচতা (বিশেষ্য) ধান প্রভৃতি শস্যের চারা তৈরি করার ভূমিখণ্ড। {(তৎসম বা সংস্কৃত) বীজ>}
  • Bengali Word বীচি ১ Bengali definition [বিচি] (বিশেষ্য) ছোট আঁঠি; বীজ। ২ অণ্ডকোষ। বীচিকলা (বিশেষ্য) বীজপূর্ণ কলা। {(তৎসম বা সংস্কৃত) বীজ>}
  • Bengali Word বীচি ২ Bengali definition [বিচি] (বিশেষ্য) ১ ঢেউ; তরঙ্গ (নাচে যথা সিন্ধুবক্ষে ক্ষুদ্র বীচিমালা-কায়কোবাদকোবাদ)। ২ কিরণ; দীপ্তি; আলোকতরঙ্গ; ray। ৩ আনন্দ; হর্ষ। বীচিভঙ্গ (বিশেষ্য) তরঙ্গ সৃষ্টি; ঢেউ ওঠা। {(তৎসম বা সংস্কৃত) √বে+ঈচি(ডিৎ)}
  • Bengali Word বীজ Bengali definition [বিজ্‌] (বিশেষ্য) ১ নতুন ফসল উৎপাদনের উদ্দেশ্যে সংরক্ষিত শস্য (গমবীজ)। ২ শস্যাদির আঁটি; অঙ্কুর। ৩ মূল কারণ (কলহের বীজ)। ৪ জীবাণু (রোগের বীজ)। ৫ বীর্য; শুক্র। বীজকোষ, বীজকোশ (বিশেষ্য) পুষ্পের যে অংশে বীজ থাকে; পুষ্পবীজের আধার। বীজঘ্ন (বিশেষণ) বীজাণু ধ্বংসকারী; জীবাণুনাশক; disinfectant। বীজবারক (বিশেষণ) জীবাণুর উৎপত্তি নিবারণকারী; antiseptic। {(তৎসম বা সংস্কৃত) বী+√জন্‌+অ(ড)}
  • Bengali Word বীজগণিত Bengali definition [বিজ্‌গোণিত্‌] (বিশেষ্য) গণিতশাস্ত্রের একটি শাখা। {(তৎসম বা সংস্কৃত) বীজ+গণিত}
  • Bengali Word বীজঘ্ন Bengali definition ⇒ বীজ
  • Bengali Word বীজন Bengali definition [বিজন্‌] (বিশেষ্য) ১ চামর; পাখা (ঝর্ঝর পল্লবদল করিয়া বীজন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বাতাস করার কাজ; ব্যজন। ৩ চক্রবাক। বীজিত (বিশেষণ) বাতাস দেওয়া হয়েছে এমন; কৃতব্যজন। বীজিতা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) √বীজ+ই(ণিচ্‌) (=বীজি)+অন(ল্যুট্‌)}
  • Bengali Word বীজবারক Bengali definition ⇒ বীজ
  • Bengali Word বীজাণু Bengali definition [বিজানু] (বিশেষ্য) জীবাণু; অতি ক্ষুদ্র ও সূক্ষ্ম মূল বীজ; আদিবীজ; germ। {বীজ+অণু; ৬ তৎপুরুষ সমাস}
  • Bengali Word বীজীপুরুষ Bengali definition [বিজিপুরুশ্‌] (বিশেষ্য) আদি পুরুষ। ২ যা থেকে বংশবিশেষের সূত্রপাত। {(তৎসম বা সংস্কৃত) বীজ+ইন্‌(ইনি)+পুরুষ}
  • Bengali Word বীট ১ Bengali definition [বিট্‌] (বিশেষ্য) এক প্রকার কন্দ; পালং জাতীয় শাকের কন্দ। {(ইংরেজি) beet}
  • Bengali Word বীট ২ Bengali definition [বিট্‌] (বিশেষ্য) কনস্টেবল পিয়ন পাহারাওয়ালা প্রভৃতির টহল দেওয়ার সীমা (পথে বীট পুলিশের পোষাকের নিষ্প্রাণ শাদায়-শাখা)। {(ইংরেজি) beat}
  • Bengali Word বীটী Bengali definition ⇒ বিটি
  • Bengali Word বীণ Bengali definition ⇒ বীন১
  • Bengali Word বীণা Bengali definition [বিনা] (বিশেষ্য) এক প্রকার তারযুক্ত বাদ্যযন্ত্র (মোর বীণা ওঠে কোন সুরে বাজে-রবীন্দ্রনাথ ঠাকুর)। বীণানিন্দিত, বীণাবিনিন্দিত, বীণাবিনিন্দিতা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বীণাপাণি (বিশেষ্য) ১ বীণা পাণিতে (হাতে) যার। ২ পুরাণোক্ত বাগ্‌দেবী; সরস্বতী দেবী। {(তৎসম বা সংস্কৃত) √বী+ ন+আ(টাপ্‌)}
  • Bengali Word বীত Bengali definition [বিতো] (বিশেষণ) বিগত; অপগত; অতীত; নিবৃত্ত। বীতকাম (বিশেষণ) কামনাবর্জিত; নিঃস্পৃহ। বতিনিদ্র (বিশেষণ) বিনিদ্র; নিদ্রাহীন; জাগ্রত। বীতভয় (বিশেষণ) ভয়হীন; ভয়মুক্ত; নির্ভয়। বীতরাগ (বিশেষ্য) বিরক্ত (সাংসারিক বিষয়ে নিরতিশয় বীতরাগ হইয়া বিবেচনা করিতে লাগিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। □ (বিশেষণ) আসক্তিহীন; অনাসক্ত। বীতশোক (বিশেষণ) শোকবিহীন; শোকমুক্ত (আমি কিয়ৎ অংশে বীতশোক ও আশ্বাসিত হইয়াছি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। বীতশ্রদ্ধ (বিশেষ্য), (বিশেষণ) শ্রদ্ধা দূর হয়েছে এমন; শ্রদ্ধাহীন; আস্থাহীন (নীলকরদের অত্যাচারে বীতশ্রদ্ধ হয়ে তিনি চাকরি ছেড়ে দেন-সৈয়দ মুজতবা আলী)। বীতস্কন্ধ (বিশেষণ) স্কন্ধহীন (স্ফীতকন্ঠ বীতস্কন্ধ সংগীতের শরীরী সপ্তম-বুদ্ধদেব বসু)। বীতস্পৃহ (বিশেষণ) ১ বিরক্ত। ২ বীতরাগ। ৩ স্পৃহাহীন; উদাসীন। {(তৎসম বা সংস্কৃত) বি+√ই+ত(ক্ত)}
  • Bengali Word বীতংস Bengali definition ⇒ বিতংস
  • Bengali Word বীতিহোত্র Bengali definition [বিতিহোত্‌ত্রো] (বিশেষ্য) ১ অগ্নি; অনল (জাগিছে সুগ্রীব মিত্র বীতিহোত্ররূপী-মাইকেল মধুসূদন দত্ত)। ২ সূর্য; দিবাকর; ভাস্কর। {(তৎসম বা সংস্কৃত) √বী+তি(ক্তিন্‌)+হোত্র}
  • Bengali Word বীথি, বীথী, বীথিকা Bengali definition [বিথি, বিথী, বিথিকা] (বিশেষ্য) ১ সারি; পঙ্‌ক্তি; শ্রেণি (বেদনায় তরু বল্লবী বীথি নড়ে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ উভয়পার্শ্ব; বৃক্ষশ্রেণি দ্বারা সুশোভিত পথ; avenue। {(তৎসম বা সংস্কৃত) √বিথ্‌+ই(কিন্‌), ঈ(ঙীষ্‌), ক(কন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word বীন ১, বীণ Bengali definition [বিন্‌] (বিশেষ্য) বাদ্যযন্ত্রবিশেষ; বীণা। বীনকার (বিশেষ্য) বীণা বাজায় যে; বীণাবাদক (তোমার বীণায় সব তার বাজে ওহে বীনকার-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বীণা>}
  • Bengali Word বীন ২ Bengali definition [বিন্‌] (বিশেষ্য) শিমজাতীয় ফল বিশেষ; শিম। {(ইংরেজি) bean}
  • Bengali Word বীপ্সা Bengali definition [বিপ্‌শা] (বিশেষ্য) ১ ব্যাপ্তি; ইচ্ছা। ২ যা পুনঃপুন ঘটে। {(তৎসম বা সংস্কৃত) বি+√আপ্‌+স(সন্‌)+অ+আ(টাপ্‌)}