ব পৃষ্ঠা ৬৫
- Bengali Word বীবর Bengali definition [বিবর্] (বিশেষ্য) উত্তর আমেরিকার মূষিকজাতীয় উভচর চতুষ্পদ জন্তুবিশেষ। {(ইংরেজি) beaver}
- Bengali Word বীভৎস Bengali definition [বিভত্শো] (বিশেষণ) ১ অতিশয় কদর্য; ঘৃণ্য; বিকৃত (আয়নায় নিজের মুখ দেখেছি বীভৎস-রাজিয়া খান)। ২ পাপাত্মা; পাপী। □ (বিশেষ্য) ঘৃণা বা জুগপ্সা উৎপাদক রস। বীভৎসতা (বিশেষ্য) কদর্যতা। {(তৎসম বা সংস্কৃত) √বধ্+স(সন্)+অ(ঘঞ্)}
- Bengali Word বীম Bengali definition ⇒ বিম
- Bengali Word বীমা Bengali definition ⇒ বিমা
- Bengali Word বীর Bengali definition [বির্] (বিশেষ্য) ১ বলবীর্যশালী পুরুষ। ২ কাব্যের রসবিশেষ। ৩ বীর্যবান; বলবান; শূর; সাহসী; শক্তিমান। □ (বিশেষণ) ১ তেজস্বী। ২ শ্রেষ্ঠ; প্রধান। ৩ যুদ্ধকুশল; রণনিপুণ। বীরত্ব বি। বীরকুঞ্জর (বিশেষ্য) বীরপ্রধান; শূরশ্রেষ্ঠ (পশিল বীরকুঞ্জর-মাইকেল মধুসূদন দত্ত)।বীরকুলর্ষভ (বিশেষ্য) শূরশ্রেষ্ঠ (অভিমানে মহামানী বীরকুলর্ষভ-মাইকেল মধুসূদন দত্ত)। বীরধর্ম (বিশেষ্য) বীরের ধর্ম; বীরোচিত কাজ (বীরপুরুষ পদে পদে বীর ধর্ম পালন করিয়া গিয়াছিলেন-মাওলানা মুস্তাফিজুর রহমান)। বীরনারী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ শৌর্যবতী; বীর্যবতী। ২ বীরপত্নী; বীরাঙ্গনা। বীরপ্রসবিনী, বীরপ্রসূ (বিশেষণ) বীর পুত্রের জননী; বীর সন্তান প্রসবকারিণী। বীরবর (বিশেষ্য) শূরশ্রেষ্ঠ; শ্রেষ্ঠবীর। বীর বৌলী (বিশেষ্য) বীর পুরুষের কর্ণালঙ্কারবিশেষ; কুণ্ডল (তিন কেলে বুড়ো .....কানে আমলকী পান্নার বীরবৌলী-অবনীন্দ্রনাথ ঠাকুর)। বীরভদ্র (বিশেষ্য) হিন্দু পুরাণমতে শিবের একজন অনুচরের নাম; শূরপ্রধান। বীরভোগ্যা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) বীরের অধিকার বা ভোগের উপযুক্তা (বীরভোগ্য বিপরীত তুমি ললিতে কঠিনে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √বীর্+অ(অচ্)}
- Bengali Word বীর-উত্তম Bengali definition [বির্উত্তম্] (বিশেষ্য) ১৯৭১ সালে সংঘটিত বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতার জন্য সরকার প্রদত্ত খেতাববিশেষ। মর্যাদা-ক্রম:বীরশ্রেষ্ঠ, বীর-উত্তম, বীর-বিক্রম, বীর-প্রতীক। {(তৎসম বা সংস্কৃত) বীর-উত্তম; বহুব্রীহি সমাস}
- Bengali Word বীর-প্রতীক Bengali definition [বির্প্রোতিক্] (বিশেষ্য) ১৯৭১ সালে সংঘটিত বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতার জন্য সরকার প্রদত্ত খেতাববিশেষ। মর্যাদা-ক্রম; বীরশ্রেষ্ঠ, বীর-উত্তম, বীর-বিক্রম, বীর-প্রতীক। {(তৎসম বা সংস্কৃত) বীর-প্রতীক; বহুব্রীহি সমাস}
- Bengali Word বীর-বিক্রম Bengali definition [বির্বিক্রম্] (বিশেষ্য) ১৯৭১ সালে সংঘটিত বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতার জন্য সরকার প্রদত্ত খেতাববিশেষ। মর্যাদা-ক্রম; বীরশ্রেষ্ঠ, বীর-উত্তম, বীর-বিক্রম, বীর-প্রতীক। {(তৎসম বা সংস্কৃত) বীর-বিক্রম; বহুব্রীহি সমাস}
- Bengali Word বীরখণ্ডি, বীরখণ্ডী Bengali definition [বিরখোন্ডি] (বিশেষ্য) তিল ও গুড় দ্বারা প্রস্তুত মিঠাইবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) বীরখণ্ড+ (বাংলা) ই}
- Bengali Word বীরশ্রেষ্ঠ Bengali definition [বির্স্রেশ্ঠো] (বিশেষ্য) ১৯৭১ সালে সংঘটিত বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতার জন্য সরকার প্রদত্ত খেতাববিশেষ। মর্যাদা-ক্রম: বীরশ্রেষ্ঠ, বীর-উত্তম, বীর-বিক্রম, বীর-প্রতীক। {(তৎসম বা সংস্কৃত) বীর+শ্রেষ্ঠ; বহুব্রীহি সমাস}
- Bengali Word বীরা Bengali definition [বিরা] (বিশেষণ) ১ বীর্যবতী; পরমা; শ্রেষ্ঠা; উৎকৃষ্টা। □ (বিশেষ্য) ১ পতিপুত্রবতী নারী। ২ আমলকী। {(তৎসম বা সংস্কৃত) বীর+আ(টাপ্)}
- Bengali Word বীরাঙ্গনা Bengali definition [বিরাঙ্গনা] (বিশেষ্য) ১ বীরনারী; বীর্যবতী বা সাহসী নারী (আমি বুঝলাম সে বীরাঙ্গনা আফগানের মেয়ে-কাজী নজরুল ইসলাম)। ২ ১৯৭১ সালে সংঘটিত বাংলাদেশের মুক্তিযুদ্ধে যুদ্ধাহত অথবা হানাদার পাকিস্তানি বাহিনী কর্তৃক নির্যাতিত নারী। ৩ বীরপত্নী। {(তৎসম বা সংস্কৃত) বীর+অঙ্গনা; বহুব্রীহি সমাস}
- Bengali Word বীরাচার Bengali definition [বিরাচার্] (বিশেষ্য) হিন্দু তান্ত্রিক সাধনার পদ্ধতি বিশেষ। বীরাচারী(-রিন্) (বিশেষণ) বীরাচার মতে সাধনা করে এমন। {(তৎসম বা সংস্কৃত) বীর+আচার; ৬তৎপুরুষ সমাস}
- Bengali Word বীরুধ Bengali definition [বিরুধ্] (বিশেষ্য) বৃক্ষ; লতা। {(তৎসম বা সংস্কৃত) বি+√রুধ্+ক্বিপ্}
- Bengali Word বীরেশ্বর Bengali definition [বিরেশ্শর্] (বিশেষ্য) শ্রেষ্ঠ বীর; বীরশ্রেষ্ঠ; সর্বোত্তম বীর। {(তৎসম বা সংস্কৃত) বীর+ঈশ্বর; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word বীর্য Bengali definition [বির্জো] (বিশেষ্য) ১ শৌর্য; বীরত্ব; পরাক্রম; বিক্রম; তেজ; শক্তি। ২ রেত; শুক্র। বীর্যবত্তা (বিশেষ্য) বীরত্ব। বীর্যবন্ত (বিশেষণ) বলবান; বিক্রমশালী। বীর্যবান, বীর্যশালী (বিশেষণ) বীরত্ব যুক্ত বা সম্পন্ন। বীর্যবতী, বীর্যশালিনী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বীর+য(ষ্যঞ্)}
- Bengali Word বীড়া Bengali definition ⇒ বিড়া
- Bengali Word বু ১ Bengali definition [বু] (বিশেষ্য) মুসলিম পরিবারের বড় বোনকে যে শব্দে ডাকা হয়; জ্যেষ্ঠা ভগিনী বাচক শব্দ। {(হিন্দি) বুয়া>}
- Bengali Word বু ২ Bengali definition [বু] (বিশেষ্য) গন্ধ (বদ্বু)। {(ফারসি) বু}
- Bengali Word বুঁচকি Bengali definition ⇒ বোঁচকা
- Bengali Word বুঁদ ১ Bengali definition [বুঁদ্] (বিশেষণ) বিভোর; চুর; অভিভূত; বিহ্বল (ভাবে বুঁদ হয়ে-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) মুদ>}
- Bengali Word বুঁদ ২, বুঁদি Bengali definition [বুঁদ্, বুঁদি] (বিশেষ্য) ১ ক্ষুদ্র বিন্দু; ছোট ফোঁটা; বৃষ্টির ছোট ছোট ফোঁটা। ২ ভুড়ভুড়ি। {(তৎসম বা সংস্কৃত) বিন্দু>}
- Bengali Word বুঁদিয়া, বুঁদে Bengali definition [বুঁদিয়া, বুঁদে] (বিশেষ্য) বটিকা আকৃতির মিঠাই। {(তৎসম বা সংস্কৃত) বটিকা>; (তৎসম বা সংস্কৃত) বিন্দু+ (বাংলা) ইয়া>}
- Bengali Word বুইল (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বুইলো] ১ বলল। ২ বললাম (সত্য আহ্মে বুইল-বড়ু চণ্ডীদাস)। {(বাংলা) √বল্>}
- Bengali Word বুক ১ Bengali definition [বুক্] (বিশেষ্য) ১ বক্ষঃস্থান। ২ ছাতি (বুক বাড়িয়াছে কার সোহাগে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৩ অন্তর; হৃদয় (বুক ভরা)। বুক চাপড়ানো (ক্রিয়া) শোক প্রকাশপূর্বক বারংবার বুকে চাপড় মারা। বুক চিতিয়ে চলা (ক্রিয়া) অসঙ্কুচিত হয়ে অগ্রসর হওয়া; সাহসের সঙ্গে অগ্রসর হওয়া। বুকজল (বিশেষ্য) বুক পর্যন্ত ডুবে যায় এমন গভীর জল। বুক ঠোকা (ক্রিয়া) সাহস বা ভরসা প্রকাশ করা; বুকে আঘাত করে সাহস দেখানো। বুক দাশ হাত হওয়া, বুক ফুলে ওঠা (ক্রিয়া) আনন্দিত হওয়া; গর্বিত বা অহঙ্কৃত হওয়া। বুক দিয়া পড়া, বুক দেওয়া (ক্রিয়া) সর্বান্তঃকরণে সাহায্য করা। বুক পাতা (ক্রিয়া) দুঃখ-কষ্ট সহ্য করতে প্রস্তুত থাকা। বুক ফাটা (ক্রিয়া) দুঃখে হৃদয় ফেটে যাওয়া; প্রচণ্ড দুঃখ বা শোক পাওয়া (বুক ফাটা কান্না)। বুক ফাটে তো মুখ ফোটে না (ক্রিয়া) মনের গোপন কথা প্রকাশ করার ভীষণ ইচ্ছা সত্ত্বেও মুখে না বলা। বুক ফোলানো (ক্রিয়া) অহঙ্কার প্রকাশ করা। বুক বাঁধা (ক্রিয়া) ১ সাহসে ভরা করা। ২ বিপদে ধৈর্য ধারণ করা। বুক ভাঙ্গা (বিশেষণ) প্রবল দুঃখবাচক (বুক ভাঙা কান্না)। ২ দুঃখে-শোকে মর্মান্তিক কষ্ট পাওয়া। বুক শুকানো (ক্রিয়া) ভয় ইত্যাদির জন্য হৃদয়ে শুষ্কতা অনুভব করা; নিরুৎসাহ বোধ করা। বুকে ঢেঁকির পাড় পড়া (ক্রিয়া) তীব্র আতঙ্কে প্রবল বেগে হৃদপিণ্ডের স্পন্দন হওয়া। বুকে পিঠে করে মানুষ করা (ক্রিয়া) অত্যন্ত আদরে ও যত্নে লালন করা। বুকে বসে দাড়ি উপড়ানো (ক্রিয়া) আশ্রয়দাতা বা প্রতিপালকের অনিষ্ট সাধন করা। বুকে বাঁশ ডলা, বুকে বাঁশ দেওয়া (ক্রিয়া) বাঁশ দ্বারা বুক দলন করা; কঠিন শাস্তিবিশেষ। বুকের পাটা (বিশেষ্য) ১ বুকের প্রসার; ছাতি। ২ (আলঙ্কারিক) শক্তি; সাহস; দুঃসাহস। বুকের রক্ত চুষে খাওয়া (ক্রিয়া) (আলঙ্কারিক) নির্যাতন করে ক্রমশ মৃত্যু ঘটানো। বুকের রক্ত দেওয়া (ক্রিয়া) প্রাণপণে জীবন দেওয়া; সর্বান্তঃকরণে জীবন বিসর্জন দেওয়া; আত্মত্যাগ করা। বুকে হাত দিয়ে বলা (ক্রিয়া) আন্তরিকতা বা সাহসের সঙ্গে বলা; বিবেকের নির্দেশ মেনে চলা। {(তৎসম বা সংস্কৃত) বুক্ক; বক্ষঃ>}
- Bengali Word বুক ২ Bengali definition [বুক্] (বিশেষ্য) ১ আগাম মূল্য দিয়ে আসন সংরক্ষণ বা সিট রিজার্ভ করা। ২ জাহাজে বা রেলে মালপত্র চালান দেবার ব্যবস্থা। ৩ বইপুস্তক। বুক কিপিং (বিশেষ্য) ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব-রক্ষণ। বুকপোস্ট (বিশেষ্য) পুস্তক, খবরের কাগজের মোড়ক ইত্যাদি মুখ-খোলা অবস্থায় কম মাশুলে ডাকযোগে পাঠানোর ব্যবস্থা। বুকশেলফ (বিশেষ্য) বইয়ের তাক। বুকস্টল (বিশেষ্য) বইয়ের দোকান; রেল স্টেশন প্রভৃতি খোলা জায়গায় বইয়ে দোকান। {(ইংরেজি) book}
- Bengali Word বুকনি Bengali definition [বুক্নি] (বিশেষ্য) ১ গুঁড়া; কণা; ক্ষুদ্র টুকরা। ২ মিছরির ক্ষুদ্র ক্ষুদ্র দানা। ৩ টুকরা মন্তব্য বা ফোড়ন; রসালো অথবা চটুল কথার টুকরা; এক ভাষার মধ্যে অন্য ভাষার প্রয়োগ। {(তৎসম বা সংস্কৃত) বুক্ক্+অন = বুক্কন> (প্রাকৃত) বুক্কই>; (তুলনীয়) (হিন্দি) বুকনী}
- Bengali Word বুকি Bengali definition [বুকি] (বিশেষ্য) বোকা বা বুদ্ধিহীন নারী। বোকা পু.। {(বাংলা) বোকা+ই(স্ত্রীপ্রত্যয়)}
- Bengali Word বুক্ক Bengali definition [বুক্কো] (বিশেষ্য) ১ বুক; হৃদপিণ্ড। ২ বোকা পাঁঠা। বুক্কা( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) √বুক্ক্+অ(অচ্)}
- Bengali Word বুক্কুশী Bengali definition [বুক্কুশি] (বিশেষ্য) পিশাচী; প্রেতিনী (যে বেশে বসেছো ঘাটে বুক্কুশী বলবে-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পুক্কশী>}