ব পৃষ্ঠা ৬৩
- Bengali Word বিহসলি (ব্রজবুলি) Bengali definition [বিহশলি] (ক্রিয়া) হাসল (বিহসলি থোরি-বিদ্যাপতি)। বিহসন (বিশেষ্য) মৃদু হাস্য। বিহসি অসমাপিকা ক্রিয়া অল্প হাস্য করে (বিহসি পালটি নেহারি-বিদ্যাপতি)। বিহসিত (বিশেষণ) মৃদু হাস্য বিশিষ্ট। □ (বিশেষ্য) মৃদু হাসি। {(তৎসম বা সংস্কৃত) রি+√হস্>}
- Bengali Word বিহা (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বিহা] বিয়ে; বিবাহ (বিহা করিতে না জুআও-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) বিবাহ>}
- Bengali Word বিহাই Bengali definition ⇒ বেহাই
- Bengali Word বিহান ১, বেহান, বিয়ান, বেয়ান ১ Bengali definition [বিহান্, বেহান্, বিয়ান্, বেয়ান্] (বিশেষ্য) প্রভাত; সকাল; প্রাতঃকাল (কখন যে গেছ বিহানে-রবীন্দ্রনাথ ঠাকুর)। বিহানবেলা (বিশেষ্য) সকালবেলা; প্রভাতকাল। {(তৎসম বা সংস্কৃত) বিভাত>}
- Bengali Word বিহান ২, বেয়ান ২ Bengali definition [বিহান্, বেয়ান্] (বিশেষ্য) বৈবাহিক সম্পর্কসূত্রে বর ও কনের পিতা ও মাতা কিংবা ভাই ও বোনের পারস্পরিক সম্বোধন ও আত্মীয়তা। {(তৎসম বা সংস্কৃত) বৈবাহিক>}
- Bengali Word বিহার ১ Bengali definition [বিহার্] (বিশেষ্য) ভারতের প্রদেশবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) বি+√হৃ+অ(ঘঞ্)}
- Bengali Word বিহার ২ Bengali definition [বিহার্] (বিশেষ্য) ১ ক্রীড়ার জন্য বিচরণ (কোন দূরনদী সৈকত বিহার-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ক্রীড়া। ৩ রতিক্রীড়া। ৪ বৌদ্ধমঠ। {(তৎসম বা সংস্কৃত) বি+√হৃ+ অ(ঘঞ্)}
- Bengali Word বিহারি, বিহারী ১ Bengali definition [বিহারি] (বিশেষণ), (বিশেষ্য) ১ ভারতের বিহার প্রদেশের অধিবাসী। ২ বিহার প্রদেশ সম্পর্কিত। ৩ বিহারে জাত। □ (বিশেষ্য) ১৯৪৭ সালের দেশবিভাগের পর ভারতের বিহার থেকে পাকিস্তানে অভিবাসিত শরণার্থী। {(তৎসম বা সংস্কৃত) বিহার+ (বাংলা) ই, ঈ}
- Bengali Word বিহারী ২(-রিন্) Bengali definition [বিহারি] (বিশেষণ) বিহারকারী; বিচরণশীল। বিহারিণী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বি+√হৃ+অ(ঘঞ্)+ইন(ণিনি)}
- Bengali Word বিহি (ব্রজবুলি) Bengali definition [বিহি] (বিশেষ্য) বিধি; বিধাতা (কো বিহি নিরমিল বালা-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) বিধি>}
- Bengali Word বিহিত Bengali definition [বিহিতো] (বিশেষ্য) ১ যথোপযুক্ত ব্যবস্থা। ২ বিধান। ৩ প্রতিকার; প্রতিবিধান (রাজা বাবুরা এর একটা বিহিত করুক-সরদার জয়েনউদ্দীন)। □ (বিশেষণ) অনুষ্ঠিত; কৃত; সাধন করা হয়েছে এমন। ২ উচিত; কর্তব্য; যথাবিধি; নিয়মমতো; নিয়মমাফিক (তাহার যে প্রতিভা ছিল তাহার বিহিত প্রয়োগ হইলে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) বি+√ধা+ত(ক্ত)}
- Bengali Word বিহিতক Bengali definition [বিহিতক্] (বিশেষ্য) আইন; act। {(তৎসম বা সংস্কৃত) বিহিত+ক}
- Bengali Word বিহীন Bengali definition [বিহিন্] (বিশেষণ) অভাববিশিষ্ট; বর্জিত; বিরহিত; ত্যক্ত। বিহীনা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বিহীনতা বি। {(তৎসম বা সংস্কৃত) বি+√হা+ত(ক্ত)}
- Bengali Word বিহুনে, বিহুন্নে (প্রাচীন বাংলা) Bengali definition [বিহুনে, বিহুন্নে] (ক্রিয়াবিশেষণ) বিনা; ব্যতীত (নিংদ বিহুনে সুইনা জইসে-চর্যাপদ)। {(তৎসম বা সংস্কৃত) বিহীন>}
- Bengali Word বিহ্বল Bengali definition [বিওভল্] (বিশেষণ) বিভোল; বিবশ; আত্মহারা; অভিভূত; অচেতন। বিহ্বলা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বিহ্বলতা (বিশেষ্য) অবসন্নতা; আত্মহারার ভাব। {(তৎসম বা সংস্কৃত) বি+√হ্বল্+অ(অচ্)}
- Bengali Word বিহড়া (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বিহড়া] (ক্রিয়া) বিচ্ছিন্ন বা পৃথক হওয়া বা করা। বিহড়াইল, বিহড়িল (ক্রিয়া) বিচ্ছিন্ন করল (শৈশবের নেহা...বিহড়াইল-বড়ু চণ্ডীদাস; বিহড়িল অষ্টধাতু আয়িল তাহার-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) বিঘট্> (প্রাকৃত) ৱিহড>+ (বাংলা) আ}
- Bengali Word বিড়ঙ্গ Bengali definition [বিড়ঙ্গো] (বিশেষ্য) এক প্রকার কৃমিনাশক ফল যা কবিরাজি ঔষধে ব্যবহৃত হয়। {(তৎসম বা সংস্কৃত) বিড়্+অঙ্গ(অঙ্গচ্)}
- Bengali Word বিড়বিড়, বিড়ির বিড়ির Bengali definition [বিড়্বিড়্, বিড়িব্বিড়ির্] (অব্যয়) অস্পষ্ট ও অনুচ্চ স্বরে উচ্চারিত কথা। {ধ্বন্যাত্মক}
- Bengali Word বিড়ম্বন, বিড়ম্বনা Bengali definition [বিড়ম্বন্, বিড়ম্বনা] (বিশেষ্য) ১ প্রবঞ্চক; প্রতারণা; ছলনা (বৃথা এ বিড়ম্বনা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বৃথা দুর্ভোগ নিগ্রহ। ৩ অনুকরণ; নকল। বিড়ম্বিত (বিশেষণ) প্রবঞ্চিত; ক্লেশপ্রাপ্ত; দুঃখপ্রাপ্ত; অনকৃত। {(তৎসম বা সংস্কৃত) বি+√ডম্ব্+অ(অচ্)+অন(ল্যুট্), +আ(টাপ্)}
- Bengali Word বিড়া, বিড়ে, বিঁড়া, বিঁড়ে Bengali definition [বিড়া, বিড়ে, বিঁড়া, বিঁড়ে] (বিশেষ্য) ১ পাত্রাদি বসানোর জন্য খড়কুটা বা বস্ত্র দ্বারা তৈরি বেষ্টনী (বিড়ার উপরে রাখা কলসি)। ২ মাথার বোঝা বা ভার বহনের জন্য বস্ত্রাদি নির্মিত বেষ্টনীবিশেষ (মাথার উপরে গামছার বিড়া-কাজী আবদুল ওদুদ)। ৩ পানাদি জড়িয়ে বাঁধা গোছা; ৮০টি বা বা কুড়ি গণ্ডা পানের গোছা (মিঠা পান মিঠা গুরু চুন পাথরিয়া। রাখে ছুটা বিড়া বান্ধি খিলি সাজাইয়া-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) বীটি/বীটিকা>}
- Bengali Word বিড়াল, বেড়াল Bengali definition [বিড়াল্, বেড়াল্] (বিশেষ্য) সুপরিচিত লোমশ চতুষ্পদ গৃহপালিত প্রাণীবিশেষ; মার্জার; felis catus। ২ বিড়ালের আকৃতিবিশিষ্ট একই প্রজাতির কয়েকটি বন্যপ্রাণী (বনবিড়াল)। বিড়ালি, বিড়ালী( স্ত্রীলিঙ্গ) । বিড়ালতপস্বী (বিশেষ্য) (আলঙ্কারিক) সাধুর বেশে দুষ্ট লোক; ভণ্ড বা কপট ব্যক্তি। বিড়ালাক্ষী, বিড়ালচোখী (বিশেষণ) চোখের তারা কালো নয় এমন (স্ত্রীলোক); বিড়ালের চোখের মতো কটা (এই উট-কপালী বিড়ালাক্ষী মায়াবিনীর সহিত-রাজশেখর বসু (পরশু))। বিড়ালের গলায় ঘন্টা বাঁধা (ক্রিয়া) আসল ঝুঁকি নেওয়া। বিড়ালের ভাগ্যে শিকা ছেঁড়া (ক্রিয়া) ভাগ্যক্রমে প্রত্যাশিত সুযোগ লাভ করা। {(তৎসম বা সংস্কৃত) √বিড়্+আল(কালন্)}
- Bengali Word বিড়ি, বিড়ী, বিঁড়ি Bengali definition [বিড়ি, বিড়ি, বিঁড়ি] (বিশেষ্য) ১ ধূমপানের জন্য দেশীয় পদ্ধতির ক্ষুদ্রাকার সিগারেট-যা পূর্বে শাল, টেণ্ডু তমাল প্রভৃতি পাতার মধ্যে তামাক চূর্ণ মুড়িয়ে তৈরি করা হতো এবং বর্তমানে একই আকারের কাগজে মোড়ানো হয় (আকিজ বিড়ি; কারিকর বিড়ি)। ২ পানের খিলি (এক বিড়ি পান)। {(তৎসম বা সংস্কৃত) বীটী>}
- Bengali Word বিয়ন্ত Bengali definition [বিয়ন্তো] (বিশেষণ) সদ্য প্রসব করেছে এমন; সদ্য প্রসবকারিণী। {(বাংলা) বিয়ন+ত}
- Bengali Word বিয়া, বিয়ে Bengali definition [বিয়া] (বিশেষ্য) বিবাহ; পরিণয় (সেই সে ইহারে করাইতে পারে বিয়া-বিজয় গুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) বিবাহ>বিভা>বিহা>}
- Bengali Word বিয়াই Bengali definition ⇒ বেহাই
- Bengali Word বিয়াকুল Bengali definition ⇒ ব্যাকুল
- Bengali Word বিয়ান ১ Bengali definition ⇒ বিহান১
- Bengali Word বিয়ান ২, বিয়েন Bengali definition [বিয়ান্, বিয়েন্] (বিশেষ্য) প্রসব; জন্মদান; গর্ভবিমোচন। এক বিয়েন/বিয়েনে (বিশেষণ) একবার প্রসব করেছে যে (গরু প্রভৃতি)। {(তৎসম বা সংস্কৃত) √বী(গর্ভ গ্রহণ বা ক্ষেপণ করা)> (বাংলা) বি+আন, এন}
- Bengali Word বিয়ানো, বিয়ান ৩ Bengali definition [বিয়ানো] (ক্রিয়া) প্রসব করা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √বী+আনো}
- Bengali Word বিয়াবান Bengali definition [বিয়াবান্] (বিশেষ্য) শূন্য ময়দান; মরুভূমি; জনমানব-শূন্য স্থান (বিয়াবানে এলি গুল ভুলি-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) বীয়াবান্}