Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word বিচলিত, বিচল Bengali definition [বিচোলিতো, বিচল্‌] (বিশেষণ) ১ চঞ্চল; অস্থির; অধীর; কম্পিত; আলোড়িত; চ্যুত (পিছল পথে বিচল গতি পারব এখন আটকাতে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ উদ্বিগ্ন; ব্যাকুল (এত বিচলিত হলে চলবে কেন?) বিচলা, বিচলিতা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বিচলন (বিশেষ্য) চঞ্চলতা; অস্থিরতা; অধৈর্য; আলোড়ন; উদ্বেগ; ব্যাকুলতা; স্খলন। {(তৎসম বা সংস্কৃত) বি+√চল্‌+ত(ক্ত), অ(অচ্‌)}
  • Bengali Word বিচার Bengali definition [বিচার্‌] (বিশেষ্য) ১ বিবেচনা; যুক্তিপ্রয়োগ; গবেষণা (এত বিচার করিতেছেন কেন?-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ সিদ্ধান্তে উপনীত হওয়া; মীমাংসা; তত্ত্বনির্ণয়; নিষ্পত্তি। ৩ আলোচনা; তর্ক-বিতর্ক (পণ্ডিতে পণ্ডিতে বিচার)। ৪ দোষগুণ অপরাধ ইত্যাদি নির্ণয়; ন্যায়-অন্যায় স্থিরীকরণ (কাব্যবিচার); আসামির বিচার। বিচারক, বিচারকর্তা, বিচারপতি (বিশেষ্য) যিনি বিচার করেন; বিচারকারী; জজ; judge; ন্যায়ধীশ। বিচারক্ষম (বিশেষ্য), (বিশেষণ) যিনি সুবিচার করতে পারেন। বিচারণ, বিচারণা (বিশেষ্য) বিচার; বিচারকরণ; বিবেচনা। বিচারণীয়, বিচার্য (বিশেষণ) বিচারযোগ্য; বিচার করতে হবে এমন; বিবেচ্য; বিবেচনাযোগ্য। বিচার ফল (বিশেষ্য) বিচারকের মত, সিদ্ধান্ত বা রায়। বিচার বিহীন, বিচার শূন্য ;বিণ ন্যায়বিচার বিরহিত; অবিবেচক। বিচারাধীন (বিশেষণ) বিচার করা হচ্ছে এমন; বিবেচনাধীন; বিচার্য; বিচারণীয়। বিচারালয় (বিশেষ্য) বিচার করার স্থান; আদালত; ধর্মাধিকরণ; court। বিচারিত (বিশেষণ) বিচার করা হয়েছে এমন। বিচারী (-রিন্‌) (বিশেষণ) বিচারক; বিচারকারী (বিচারী যদ্যপি অবিচারে রত সেও পড়ে এই হ্রদে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) বি+√চর্‌+অ(অচ্‌)}
  • Bengali Word বিচারা Bengali definition [বিচারা] (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) বিচার বা বিবেচনা করা (বিচারিল মনে)। বিচারলু (ব্রজবুলি) বিচার করলাম। বিচারি (ব্রজবুলি) বিচার করলাম (কিয়ে জাত বিচারি-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) বিচার+(বাংলা) আ}
  • Bengali Word বিচালি, বিচুলি Bengali definition [বিচালি, বিচুলি] (বিশেষ্য) খড়; শস্যহীন শুষ্ক ধান গাছ (বিচালির অভাব গরুর জাবনা দেওয়া হয় নাই-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বি+(তৎসম বা সংস্কৃত) তণ্ডুল>চালি, চুলি}
  • Bengali Word বিচি Bengali definition [চিবি] (বিশেষ্য) ১ চাপ (একটা চিবি দিয়ে তোর পেট গেলে দেবো-আবু ইসহাক)। ১ অসতর্কতার ফলে কোনো কিছুর জোড়ের চিবি লেগেছে-আবু ইসহাক)। ১ ফাটল; ফাঁক। ২ চর্বিত (পানের চিবি)। {(বাংলা) চাপ> চিবা>}
  • Bengali Word বিচি, বীচি Bengali definition [বিচি] (বিশেষ্য) ১ ফল বা শস্যাদির ক্ষুদ্র আঁটি; বীজ (কাঁঠালের বিচি)। ২ অণ্ডকোষ। ৩ ফোঁড়ার মধ্যকার গুটি (বিচি গালা)। {(তৎসম বা সংস্কৃত) বীজ>}
  • Bengali Word বিচিকিচ্ছি Bengali definition বিতিকিচ্ছি
  • Bengali Word বিচিকিৎসা Bengali definition [বিচিকিত্‌শা] (বিশেষ্য) সন্দেহ; সংশয়; ভ্রম; ভ্রান্তি। {(তৎসম বা সংস্কৃত) বি+চিকিৎসা+অ+আ(টাপ্‌)}
  • Bengali Word বিচিত Bengali definition [বিচিতো] (বিশেষ্য) ১ বিশেষভাবে চয়নকৃত; চয়িত; বিত; সংগৃহীত; সমাহ্রত। {(তৎসম বা সংস্কৃত) বি+√চি(চয়ন)+ত(ক্ত)}
  • Bengali Word বিচিত্র Bengali definition [বিচিত্‌ত্রো] (বিশেষণ) ১ বিভিন্ন বর্ণযুক্ত। ২ নানারূপে চিত্রিত; নকশাদার। ৩ বিবিধ বিষয়ুক্ত (বচিত্র জগৎ)। ৪ বিস্ময়কর; আশ্চর্যজনক (বিচিত্র লীলা)। ৫ মনোরম; মনোহর; সুন্দর; সৌন্দর্যময় (বিচিত্র দৃশ্য)। বিচিত্রা( স্ত্রীলিঙ্গ) । বিচিত্রতা (বিশেষ্য) নানা বর্ণরূপ (শূন্যে আমার নিয়ে রচ নিত্য বিচিত্রতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। বিচিত্রবর্ণ (বিশেষণ) নানা বর্ণযুক্ত (সাঁঝের পৃথিবীটা বিচিত্রবর্ণ ধারণ করলো)। বিচিত্রিত (বিশেষণ) নানা বর্ণে বিচিত। বিচিত্রতা( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বি+চিত্র}
  • Bengali Word বিচিত্রবীর্য Bengali definition [বিচিত্‌ত্রোবির্‌জো] (বিশেষণ) ১ আশ্চর্যজনক বীরত্ব বা বিক্রমযুক্ত। ২ মহাভারতে শান্তনু রাজার পুত্র। {(তৎসম বা সংস্কৃত) বিচিত্র+বীর্য; বহুব্রীহি সমাস}
  • Bengali Word বিচিন্তন Bengali definition [বিচিন্‌তন্‌] (ক্রিয়া) নানাভাবে বিবেচনা করা। {(তৎসম বা সংস্কৃত) বি+√চিন্ত্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word বিচিন্তা Bengali definition [বিচিন্‌তা] (বিশেষ্য) নানাভাবে চিন্তন। {(তৎসম বা সংস্কৃত) বি+চিন্তা}
  • Bengali Word বিচিন্তিত Bengali definition [বিচিন্‌তিতো] (বিশেষণ) নানাভাবে বিন্তিত; সুচিন্তিত; বিশেষভাবে ভাবনা বা বিবেচনা করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) বি+√চিন্ত্‌+ত(ক্ত)}
  • Bengali Word বিচিন্ত্য Bengali definition [বিচিন্‌তো] (বিশেষণ) বিশেষভাবে চিন্তনীয়; বিবেচ্য। বিচিন্ত্যমান (বিশেষণ) চিন্তার বা বিবেচনার বিষয়। {(তৎসম বা সংস্কৃত) বিচিন্ত+য(যৎ)}
  • Bengali Word বিচূর্ণ, বিচূর্ণিত Bengali definition [বিচুর্‌নো, বিচুর্‌নিতো] (বিশেষ্য) গুঁড়া; যা বিশেষভাবে বা সম্যকরূপে গুঁড়া করা হয়েছে। বিচূর্ণন (বিশেষ্য) বিশেষভাবে বা উত্তমরূপে বা সম্যকভাবে চূর্ণকরণ; trituration। {(তৎসম বা সংস্কৃত) বি+চূর্ণ/চূর্ণিত}
  • Bengali Word বিচেতন Bengali definition [বিচতন্‌] (বিশেষণ) অচেতন; চেতনাহীন; সংজ্ঞাহীন; বিবেকহীন (প্রাকৃতজনেরাই শোকে মোহে বিচেতন হইয়া থাকে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) বি+চেতন; বহুব্রীহি সমাস}
  • Bengali Word বিচেষ্ট, বিচেষ্টিত ১ Bengali definition [বিচেশ্‌টো, বিচেশ্‌টিতো] (বিশেষণ) ১ চেষ্টাহীন; উদ্যমশূন্য; নিশ্চেষ্ট। ২ অলস। {(তৎসম বা সংস্কৃত) বি+চেষ্ট, চেষ্টিত}
  • Bengali Word বিচেষ্টিত ২ Bengali definition [বিচেশ্‌টিতো] (বিশেষ্য) বিশেষভাবে চেষ্টা। □ (বিশেষণ) অন্বেষিত। {(তৎসম বা সংস্কৃত) বি+চেষ্টিত}
  • Bengali Word বিচ্ছায় Bengali definition [বিচ্‌ছায়্‌] (বিশেষ্য) ১ ছায়াশূন্যতা। □ (বিশেষণ) ছায়াশূন্য। {(তৎসম বা সংস্কৃত) বি+ছায়; বহুব্রীহি সমাস}
  • Bengali Word বিচ্ছিত্তি Bengali definition [বিচ্‌ছিত্‌তি] (বিশেষ্য) ১ বিচ্ছেদ; বিনাশ; ধ্বংস; শেষ। ২ বিশিষ্টতা; বিচিত্রতা। {(তৎসম বা সংস্কৃত) বি+√ছিদ্‌+তি(ক্তি)}
  • Bengali Word বিচ্ছিন্ন Bengali definition [বিচ্‌ছিন্‌নো] (বিশেষণ) ১ সম্পূর্ণ বা সম্যক ছিন্ন; পৃথককৃত (দেশ থেকে বিচ্ছিন্ন)। ২ বিযুক্ত; বিভক্ত; খণ্ডিত। বিচ্ছিন্ন)। ২ বিযুক্ত; বিভক্ত; খণ্ডিত। বিচ্ছিন্না( স্ত্রীলিঙ্গ) । বিচ্ছিন্নতা বি। {(তৎসম বা সংস্কৃত) (বিশেষ্য) +ছিদ্‌+ত(ক্ত)}
  • Bengali Word বিচ্ছিরি, বিচ্ছিরী Bengali definition [বিচ্‌ছিরি] (বিশেষ্য) বিশ্রী; কদর্য; কুৎসিত; অশোভন; লজ্জাজনক; জঘন্য; ঘৃণ্য (বিচ্ছিরি ব্যাপার)। {(তৎসম বা সংস্কৃত) বিশ্রী>}
  • Bengali Word বিচ্ছু Bengali definition [বিচ্‌ছু] (বিশেষ্য) ১ কাঁকড়া বিছা; বৃশ্চিক; বিষাক্ত কীটবিশেষ। ২ বিচ্ছুর মতো ক্ষুদ্র কিন্তু ভয়ঙ্কর; ক্ষুদ্র কিন্তু তীব্র আঘাতদানে সক্ষম। ৩ (আলঙ্কারিক) অত্যন্ত ধূর্ত ও সর্বনাশা লোক। {(তৎসম বা সংস্কৃত) বৃশ্চিক>}
  • Bengali Word বিচ্ছুরণ Bengali definition [বিচ্‌ছুরন্‌] (বিশেষ্য) ১ অনুলেপন; অনুরঞ্জন। ২ (ত্রিপার্শ্ব কাচ ইত্যাদি দ্বারা) আলোকরশ্মির নানা বর্ণে বিশ্লেষণ; আলোক রশ্মির বিকিরণ; dispersion। বিচ্ছুরিত (বিশেষণ) অনুলেপিত; রঞ্জিত; বিকীর্ণ; বিচিত্র বর্ণে বিশ্লিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) বি+√ছুর্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word বিচ্ছেদ Bengali definition [বিচে্‌ছেদ্‌] (বিশেষ্য) ১ বিয়োগ; ভেদ; বিভেদ; বিভাগ (বিচ্ছদ চিহ্ন)। ২ বিরহ (প্রিয় বিচ্ছেদ বেদনা)। ৩ মনান্তর; ছাড়াছাড়ি (এই নিয়ে শেষ বিচ্ছেদ ঘটে নাকি?)। ৪ বিরতি; বিরাম; বিশ্রাম। বিচ্ছেদন (বিশেষ্য) কর্তন; প্রথক্‌করণ। {(তৎসম বা সংস্কৃত) বি+√ছিদ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word বিচ্যুত Bengali definition [বিচ্‌চুতো] (বিশেষণ) ১ স্খলিত; পতিত। ২ বিচ্ছিন্ন; ভ্রষ্ট। বিচ্যুতা( স্ত্রীলিঙ্গ) । বিচ্যুতি (বিশেষ্য) ১ স্খলন; পতন। ২ ভ্রংশ; বিচ্ছিন্নতা (ক্রুটিবিচ্যুতি)। {(তৎসম বা সংস্কৃত) বি+√চ্যু+ত(ক্ত)}
  • Bengali Word বিচয়ন, বিচয় Bengali definition [বিচয়োন্‌, বিচয়্‌] (বিশেষ্য) ১ একত্রীকরণ; সংগ্রহ; তুলে একত্র করা; অনুসন্ধান। ২ পুষ্পাদি চয়ন। বিচিত (বিশেষণ) একত্রীকৃত; সংগৃহীত; অনুসন্ধিত। {(তৎসম বা সংস্কৃত) বি+√চি+অন(ল্যুট্‌), অ(অচ্‌)}
  • Bengali Word বিছন, বেছন Bengali definition [বিছোন্‌, বেছোন্‌] (বিশেষ্য) ধ্যান্যাদির বীজ। বিছনরাখা (ক্রিয়া) ভাল বীজ পাবার জন্য পুষ্ট করা (কুমড়ার বিছন রাখা)। {(তৎসম বা সংস্কৃত) বীজ>}
  • Bengali Word বিছর (ব্রজবুলি) Bengali definition [বিছর] (বিশেষণ) বিস্মৃত; বিগত স্মৃতি (যত বিছরিয়ে তত বিছরন যাই-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) বিস্মরণ> (তুলনীয়) (হিন্দি) বিসর্‌না}