Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word বিখ্যাত Bengali definition [বিক্‌খাতো] (বিশেষণ) সুপ্রসিদ্ধ; অত্যন্ত খ্যাত; প্রখ্যাত। বিখ্যাতা( স্ত্রীলিঙ্গ) । বিখ্যাতি (বিশেষ্য) অতিশয় খ্যাতি; প্রসিদ্ধি। {(তৎসম বা সংস্কৃত) বি+খ্যাত}
  • Bengali Word বিগগ্ধ Bengali definition [বিদগ্‌ধো] (বিশেষণ) ১ পক্ব; বিপুষ্ট। ২ রসজ্ঞানসম্পন্ন; রসকলাবিদ; রসিক। ৩ চতুর; কুশলী; নিপুণ (সভ্য দেমে সাজা দেওয়ার নানা রকম বিদগ্ধ পদ্ধতি প্রচলিত আছে-সৈয়দ মুজতবা আলী)। ৪ পণ্ডিত; মর্মজ্ঞ; বিদ্বান। বিদগ্ধ সমাজ (বিশেষ্য) ১ বিদ্বানমণ্ডলী; পণ্ডিতমণ্ডলী। ২ সারস্বত সমাজ। বিদগ্ধা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ রসিক; রসগ্রহণে সমর্থা; চতুরা (ফরাসী দেশের মেয়েরা আর পাঁচটা দেশের মেয়েদের তুলনায় ঢের বেশি বিদগ্ধা-সৈয়দ মুজতবা আলী)। ২ সুরসিক নায়িকা। {(তৎসম বা সংস্কৃত) (বিশেষ্য) (বিশেষভাবে)+দগ্ধ(পক্ব); বহুব্রীহি সমাস}
  • Bengali Word বিগত Bengali definition [বিগতো] (বিশেষণ) ১ অতীত; গত (বিগতপ্রাণ)। ২ মৃত; অপগত; নষ্ট। বিগতা( স্ত্রীলিঙ্গ) । বিগম (বিশেষ্য) অবসান; সমাপ্তি; শেষ; অপগম; নাশ; ধ্বংস। {(তৎসম বা সংস্কৃত) বি+গত}
  • Bengali Word বিগর্হ, বিগর্হণ Bengali definition [বিগর্‌হো, বিগর্‌হোন্‌] (বিশেষণ) খারাপ; অনুচিত (নৃপতিকে নিদ্রা হনে জাগাইয়া বন্ধুগণে বুঝিল বিগর্হ হইল কাজ-সৈয়দ আলাওল)। বিগর্হণ, বিগর্হণা (বিশেষ্য) ১ কলঙ্ক; অপবাদ। ২ ভৎসনা; নিন্দা। বিগর্হিত (বিশেষণ) ১ অতিশয় কলঙ্কিত; বিশেষ কলঙ্ককর। ২ অতিশয় নিন্দিত; তিরস্কৃত; ভৎসিত। ৩ নিষিদ্ধ; অত্যন্ত কলঙ্কজনক; দূষিত। {(তৎসম বা সংস্কৃত) বি+√গর্হ্‌,+অন(ল্যুট)}
  • Bengali Word বিগলন Bengali definition [বিগলোন্‌] (বিশেষ্য) ১ গলে যাওয়া; দ্রবণ। ২ ক্ষরণ; স্খলন। বিগলিত (বিশেষণ) ১ ক্ষরিত; ঝরে পড়ছে এমন; গলে গেছে এমন; সম্পূর্ণ গলিত বা নিঃসৃত। ২ স্খলিত; শিথিল; শ্লথ; ঢিলা। ৩ একেবারে পচা। বিগলিতা( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বি+গলন}
  • Bengali Word বিগার Bengali definition [বিগার্‌] (বিশেষ্য) মতিভ্রম (তাতে নারী-পুরুষে জর্ময় বিগার-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) বিকার>}
  • Bengali Word বিগুণ Bengali definition [বিগুন্‌] (বিশেষণ) ১ নির্গুণ; গুণহীন; বিকৃত; বিকৃষ্ট; অপকৃষ্ট। ২ গুণাতীত। ৩ বিরুদ্ধ গুণ; প্রতিকূল (বিধি বিগুণ)। ৪ অপকার; ক্ষতি (তাতে কোন বিগুণ করবে না)। বৈগুণ্য বি। {(তৎসম বা সংস্কৃত) (বিশেষ্য) (প্রতিকূল/বিকৃত/বিগত)+গুণ} বিগুল ⇒ বিউগল
  • Bengali Word বিগ্ন Bengali definition [বিগ্‌নো] (বিশেষণ) ভীত; উদ্বিগ্ন; উৎকন্ঠিত। {(তৎসম বা সংস্কৃত) √বিজ্‌+ত(ক্ত)}
  • Bengali Word বিগ্রহ Bengali definition [বিগ্‌গ্রোহো] (বিশেষ্য) ১ দেব; মূর্তি (রসবিগ্রহ)। ২ দেবমূর্তি; প্রতিমা (বিগ্রহ প্রতিষ্ঠা, বিগ্রহসেবা)। ৩ বিবাদ; কলহ; যুদ্ধ (সন্ধিবিগ্রহ)। ৪ ব্যাসবাক্য (বিগ্রহবাক্য)। ৫ বিস্তার। {(তৎসম বা সংস্কৃত) বি+গ্রহ}
  • Bengali Word বিগড়ানো, বিগড়নো Bengali definition [বিগ্‌ড়ানো, বিগ্‌ড়নো] (ক্রিয়া) ১ বিকৃত হওয়া; খারাপ করা (বুদ্ধি বিগড়ানো)। ২ অচল বা বিকল হওয়া (কল বিগড়ানো)। ৩ অসৎপথে যাওয়া; কুপথগামী করা; অধঃপতিত করা; নষ্ট হওয়া (চরিত্র বিগড়ানো)। ৪ প্রতিকূল হওয়া বা করা; বিরোধী হওয়া (সাক্ষী বিগড়ানো)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) বি+√ঘট্‌>(প্রাকৃত) বিঘড়>বিগড়+আনো; (তুলনীয়) (হিন্দি) বিগড়্‌না; ক্রিয়ারূপ-বিগড়াই, বিগড়াও, বিগড়ায়, বিগড়ান, অসমাপিকা ক্রিয়া-বিগড়িয়ে, বিগড়ালে, বিগড়াতে ইত্যাদি}
  • Bengali Word বিঘটন Bengali definition [বিঘটোন্‌] (বিশেষ্য) ১ বিশ্লেষণ; analysis; বিভাগ। ২ ব্যাঘাত; বিরোধ। ৩ অনিষ্ট; ধ্বংস। ৪ বিকাশ; প্রস্ফুটন। {(তৎসম বা সংস্কৃত) বি+√ঘট্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word বিঘত, বিঘৎ Bengali definition [বিঘত্‌] (বিশেষ্য) হাতের বৃদ্ধাঙ্গুলি থেকে কনিষ্ঠাঙ্গুলি পর্যন্ত বিস্তার; আধহাত বা বারো আঙুল পরিমাণ। {(তৎসম বা সংস্কৃত) বিতস্তি>}
  • Bengali Word বিঘা Bengali definition [বিঘা] (বিশেষ্য) ভূমি পরিমাপের একক বিশেষ; ২০ কাঠায় এক বিঘা-যা এক একরের এক-তৃতীয়াংশের প্রায় সমপরিমাণ, তবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিঘার মাপে যথেষ্ঠ হের ফের লক্ষ করা যায়। বিঘাকালি (বিশেষ্য) বিঘার হিসাবে জমির পরিমাণ নির্ণয়। {(তৎসম বা সংস্কৃত) বর্গ>বগ্‌গ>বিঘা}
  • Bengali Word বিঘাত Bengali definition [বিঘাত্‌] (বিশেষ্য) ১ বিনাশ; নিবারণ; নিরাকরণ (বিঘ্নবিঘাত)। ২ আঘাত; প্রহার (শরবিঘাত)। ৩ ব্যাঘাত প্রতিবন্ধ (অবিঘাত গতি)। {(তৎসম বা সংস্কৃত) বি+√হন্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word বিঘাতক, বিঘাতী (-তিন্‌) Bengali definition [বিঘাতোক্‌, বিঘাতি] (বিশেষণ) ১ ব্যাঘাত সৃষ্টি করে এমন; বিঘাত সৃষ্টিকারী। ২ বাধাদায়ক; নিবারক; প্রতিবন্ধক; অন্তরায়। {(তৎসম বা সংস্কৃত) বি+√হন্‌+অ(ঘঞ্‌)+অক(ণ্বুল্‌), ঈ(ইন্‌)}
  • Bengali Word বিঘাতন Bengali definition [বিঘাতোন্‌] (বিশেষ্য) বিনাশন; প্রতিবন্ধক সৃষ্টি। {(তৎসম বা সংস্কৃত) বি+√হন্‌+অ(ঘঞ্‌)+অন(ল্যুট্‌)}
  • Bengali Word বিঘিনি Bengali definition [বিঘিনি] (বিশেষ্য) (পদ্য., (ব্রজবুলি)) বিঘ্ন। {(তৎসম বা সংস্কৃত) বিঘ্ন>বিঘিনি (স্বরাগমে)}
  • Bengali Word বিঘূর্ণন Bengali definition [বিঘুর্‌নন্‌] (বিশেষ্য) বিশেষভাবে ঘূর্ণন। বিঘূর্ণিত বিণ। {(তৎসম বা সংস্কৃত) বি+ঘূর্ণন}
  • Bengali Word বিঘোর Bengali definition বেঘোর
  • Bengali Word বিঘোষণ Bengali definition [বিঘোশোন্‌] (বিশেষ্য) সম্যক বা সর্বত্র ঘোষনা; সর্বসাধারণের ভিতর প্রচার; বিজ্ঞাপন। বিঘোষিত (বিশেষণ) ব্যাপকভাবে সর্বত্র প্রচারিত; বিশেষভাবে ঘোষিত। {(তৎসম বা সংস্কৃত) বি+√ঘুষ্‌+ণিচ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word বিঘ্ন Bengali definition [বিঘ্‌নো] (বিশেষ্য) কর্মসিদ্ধির পথে প্রতিবন্ধক; ব্যাঘাত’ অন্তরায় (বাধা-বিঘ্ন)। বিঘ্নকর (বিশেষণ) বিঘ্ন সৃষ্টি করে এমন। বিঘ্ননাশন, বিনাশন, বিঘ্ননাশক, বিঘ্নহরিী (বিশেষণ) বিঘ্ন দূরকারী। বিঘ্নিত (বিশেষণ) প্রতিহত; ব্যাহত। {(তৎসম বা সংস্কৃত) বি+√হন্‌+অ (ঘঞর্থেক)}
  • Bengali Word বিচ, বীচ Bengali definition [বিচ্‌] (বিশেষ্য) মধ্যে। □ বিচ বিচ মে (ক্রিয়াবিশেষণ) মধ্যে মধ্যে; মধ্যস্থানে মাঝখানে (এরাও বিচ বিচ মে ও কাম করত-কেদারনাথ মজুমদার)। {(হিন্দি) বিচ}
  • Bengali Word বিচক্ষণ Bengali definition [বিচক্‌খোন্‌] (বিশেষণ) ১ সুবিবেচক। ২ জ্ঞানী; অভিজ্ঞ; বিদ্বান; পণ্ডিত (তিনি বিচক্ষণ লোক বটে)। ৩ দুরদর্শী; বিশদদর্শী। ৪ কুশল; দক্ষ (বিচক্ষণ কর্মচারী)। বিচক্ষণতা বি। {(তৎসম বা সংস্কৃত) বি+√চক্ষ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word বিচঞ্চল Bengali definition [বিচন্‌চল্‌] (বিশেষণ) বিশেষভাবে চঞ্চল; অতিশয় অস্থির বা অধৈর্য; চঞ্চল (পাখি সম বিচঞ্চল মৃদুল বাতাসে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) বি+চঞ্চল}
  • Bengali Word বিচনী (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বিচোনি] (বিশেষণ) বেচুনি; বিক্রয়কারিণী; বিক্রেত্রী (খণ্ড বিচনীর কিবা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) বিক্রেত্রী>}
  • Bengali Word বিচরণ Bengali definition [বিচরোন্‌] (বিশেষ্য) ইতস্তত ভ্রমণ; পর্যটন; চলাফেরা করা; ভ্রমণ করা; বেড়ানো (বিচরে সুখে)। বিচরিত বিণ। {(তৎসম বা সংস্কৃত) বি+√চর্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word বিচরা Bengali definition [বিচরা] (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) বিচরণ করা; চলাফেরা করা; ভ্রমণ করা; বেড়ানো (বিচরে সুখে)। {(তৎসম বা সংস্কৃত) বিচরণ>}
  • Bengali Word বিচরানো, বিছরানো Bengali definition [বিচ্‌রানো, বিছ্‌রানো] (বিশেষ্য) (আঞ্চলিক) খোঁজা; অনুসন্ধান করা। {(তৎসম বা সংস্কৃত) বিচরণ>}
  • Bengali Word বিচর্চিকা Bengali definition [বিচোর্‌চিকা] (বিশেষ্য) খোসপাঁচড়া প্রভৃতি চর্মরোগ। {(তৎসম বা সংস্কৃত) বি+চর্চিকা}
  • Bengali Word বিচল Bengali definition বিচলিত