ব পৃষ্ঠা ৪৫
- Bengali Word বিছরণ Bengali definition ⇒ বিছুরন
- Bengali Word বিজন Bengali definition [বিজন্] (বিশেষ্য) নির্জন; জনশূন্য; নিভৃত; গোপন (নির্জন নিদাঘ বেলা বিজন ছায়ার ছিলুম-মহীউদ্দিন)। □ (বিশেষণ) জনশূন্য স্থান (নিঃসঙ্গ বিপুল তোমার হৃদয় বিজন-সত্যেন্দ্রনাথ দত্ত)। বিজলতা (বিশেষ্য) জনহীনতা (পাষাণ প্রাসাদের বিজনতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বি(বিরল)+জন; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিজনন Bengali definition [বিজনোন্] (বিশেষ্য) জন্মদান; জন্ম; প্রসব; উৎপত্তি; সৃষ্টি। {(তৎসম বা সংস্কৃত) বি+√জন্+অন(ল্যুট্)}
- Bengali Word বিজন্মা (-মন্) Bengali definition [বিজন্মা] (বিশেষ্য), (বিশেষণ) জারজ; বেজন্মা; অবৈধ সন্তান। ⇒ বেজন্মা। {(তৎসম বা সংস্কৃত) বি+জন্ম; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিজবিজ Bengali definition [বিজ্বিজ্] (অব্যয়) প্রচুর কীটের একত্র অবস্থানের ভাবসূচক; গিজগিজ; থিকথিক; ঘন সমাবেশের ভাব-প্রকাশক (রিদয় দেখছে কেবল হাঁস আর পালক বিজবিজ করছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word বিজর Bengali definition [বিজর্] (বিশেষণ) বার্ধক্যহীন; জরাশূন্য; চির নবীন। {(তৎসম বা সংস্কৃত) বি+জরা; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিজল, বিজলা Bengali definition [বিজল্] (বিশেষ্য) পিচ্ছিল রসাদি। □ (বিশেষণ) লালা বা শ্লেষ্মার মতো পিছল। {(তৎসম বা সংস্কৃত) পিচ্ছিল>}
- Bengali Word বিজলী, বিজলী, বিজুলি, বিজুলী, বিজুরি, বিজুরী Bengali definition [বিজ্লি, বিজ্লি, বিজুলি, বিজুলি, বিজুরি, বিজুরি] (বিশেষ্য) ১ বিদ্যুৎ; তড়িৎ; চঞ্চলা; চপলা; সৌদামিনী (থির বিজুরী ঝলসে যেন মনে-মনির)। ২ পুষ্পবিশেষ (আটচালার চারিদিকে বাগান, নানাবিধ রঙ্গবিরঙ্গ ফুলের গাছ…গোলসর্ব বিজলী কড়কের জীবন্ত ফুটন্ত অনন্ত বাহার-মীর মশাররফ হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) বিদ্যুৎ>(প্রাকৃত) বিজ্জলিয়া>}
- Bengali Word বিজল্প Bengali definition [বিজল্পো] (বিশেষ্য) ১ জল্পনা; হালকা আলাপ-আলোচনা। ২ অসূয়াপূর্ণ ও কটাক্ষমূলক উক্তি। {(তৎসম বা সংস্কৃত) বি+√জল্প্+অ(ঘঞ্)}
- Bengali Word বিজাত, বেজাত Bengali definition [বিজাত, বেজাত] (বিশেষণ) ১ জারজ; বেজন্মা; অবৈধভাবে জাত। ২ ভিন্ন জাত বা জাতি (তোদের জাত ভগীরথ এনেছে জাত/জাতবিজাতের জুতা ধোয়া-কাজী নজরুল ইসলাম)। ⇒ বেজাত। {(তৎসম বা সংস্কৃত) বি+√জন+ত(ক্ত)}
- Bengali Word বিজাতি Bengali definition [বিজাতি] (বিশেষ্য) ভিন্ন জাতি; ভিন্ন দেশ বা ধর্মের লোক (বিজাতি-বিদ্বেষ)। বিজাতীয় (বিশেষণ) ১ ভিন্ন জাতি সম্পর্কীয় (বিজাতীয় বেশভূষা)। ২ ভীষণ; উৎকট (বিজাতীয় ঘৃণা)। বিজাতীয়তা বি। বিজাতীয় ভেদ (বিশেষ্য) পরস্পর ভিন্ন জাতির মধ্যকার পার্থক্য। {(তৎসম বা সংস্কৃত) বি+জাতি}
- Bengali Word বিজারক Bengali definition [বিজারোক্] (বিশেষ্য), (বিশেষণ) যে জিনিসটি অন্য অবস্থায় আনতে পারে, reducing agent (যে বস্তুটি অক্সিজেন সরাইয়া আনে তাকে বলা হয় বিজারক-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। বিজারণ (বিশেষ্য) অন্য অবস্থায় আনয়ন (কোন বস্তু হইতে অক্সিজেন সরাইয়া লওয়াকে বিজারণ বলে-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) বি+জারক}
- Bengali Word বিজিগীষা Bengali definition [বিজিগিশা] (বিশেষ্য) জয়লাভের ইচ্ছা। বিজিগীষু (বিশেষণ) জয়লাভের ইচ্ছুক। {(তৎসম বা সংস্কৃত) বি+√জি+স(সন্)+অ+আ(টাপ্)}
- Bengali Word বিজিত Bengali definition ⇒ বিজয়
- Bengali Word বিজুত, বেজুত Bengali definition [বিজুত্, বেজুত্] (বিশেষ্য) অসুবিধা; অনভিপ্রেত অবস্থা। □ (বিশেষণ) অসুস্থ এমন ভাব। {(তৎসম বা সংস্কৃত) (বিশেষ্য), (ফারসি) বে+(বাংলা) জুত}
- Bengali Word বিজুরি রেহা (ব্রজবুলি) Bengali definition [বিজুরি রেহা] (বিশেষ্য) বিদ্যুতের রেখা (নবজালধর বিজুরি রেহা-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) বিদ্যুৎ রেখা>}
- Bengali Word বিজুরি, বিজুরী, বিজুলি, বিজুলী Bengali definition ⇒ বিজলি
- Bengali Word বিজৃম্ভণ Bengali definition [বিজৃম্ভন্] (বিশেষ্য) ১ হাই তোলা। ২ আশা; ইচ্ছা। ৩ প্রসার; বিকাশ; বিস্তার। বিজৃম্ভিত (বিশেষণ) বিকশিত; প্রসারিত; বিস্তারিত ব্যাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) বি+√জৃম্ভ্+অন(ল্যুট্)}
- Bengali Word বিজেতা, বিজেয় Bengali definition ⇒ বিজয়
- Bengali Word বিজোড় Bengali definition [বিজোড়্] (বিশেষণ) ১ জোড়া নয় এমন; জোড়হীন; অযগ্ম; দুই দিয়ে বিভাজ্য নয় এমন সংখ্যা। ২ বিষম। {(তৎসম বা সংস্কৃত) বি+(যোজিত>(প্রাকৃত) জোডিঅ>)(বাংলা) জোড়)}
- Bengali Word বিজ্ঞ Bengali definition [বিগ্গো] (বিশেষণ) ১ জ্ঞানযুক্ত; জ্ঞানী, পণ্ডিত। ২ অভিজ্ঞতাসম্পন্ন; অভিজ্ঞ; বিচক্ষণ। বিজ্ঞা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বিজ্ঞতা, বিজ্ঞত্ব বি। {(তৎসম বা সংস্কৃত) বি+√জ্ঞা+অ(ক)}
- Bengali Word বিজ্ঞপ্তি Bengali definition ⇒ বিজ্ঞাপন
- Bengali Word বিজ্ঞাত Bengali definition [বিগ্গ্যাঁতো] (বিশেষণ) ১ সম্যক বিদিত বা অবগত। ২ বিখ্যাত; প্রসিদ্ধ। {(তৎসম বা সংস্কৃত) বি+√জ্ঞা+ত(ক্ত)}
- Bengali Word বিজ্ঞান Bengali definition [বিগ্গ্যাঁন্, বিগ্গাঁন] (বিশেষ্য) ১ বিশেষ জ্ঞান। ২ ধারাবাহিক পর্যবেক্ষণ ও গবেষণার ফলে কোনো বিষয়ে প্রাপ্ত ব্যাপক ও বিশেষ জ্ঞান; পরীক্ষা, প্রমাণ প্রভৃতি দ্বারা নিরূপিত শৃঙ্খলাবদ্ধ জ্ঞান; science (পদার্থ বিজ্ঞান)। ৩ তত্ত্বজ্ঞান। ৪ সঙ্গীতশিল্পাদি শাস্ত্র (সঙ্গীতবিজ্ঞান)। বিজ্ঞানী (বিশেষ্য) বিজ্ঞানবিদ; বৈজ্ঞানিক। {(তৎসম বা সংস্কৃত) বি+√জ্ঞা+অন(ল্যুট্)}
- Bengali Word বিজ্ঞাপন Bengali definition [বিগ্গাঁপোন্, বিগ্গ্যাঁপোন্] (বিশেষ্য) ১ বিজ্ঞপ্তি; নিবেদন; বিশেষভাবে জ্ঞাপন; ঘোষণা (সর্বশেষে সমস্ত বিজ্ঞাপন করিলে তিনি তৎক্ষণাৎ সম্মত হইলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ জনসাধারণকে জানাবার জন্য ঘোষণা বা লেখন। বিজ্ঞপ্তি (বিশেষ্য) বিজ্ঞাপন। ২ আরম্ভ; সূচনা। ৩ নিবেদন; জ্ঞাপন। বিজ্ঞাপনসূচক (বিশেষণ) সম্মতি জ্ঞাপক (শেষ কথাগুলো শ্রবণ করিয়া মহিষী অনুকূলভাবে বিজ্ঞাপনসূচক মস্তক সঞ্চালন করিলেন-মীর মশাররফ হোসেন)। বিজ্ঞাপনী (বিশেষ্য) বিজ্ঞাপন; নোটিশ; ইশতিহার। বিজ্ঞাপনীয় (বিশেষণ) বিজ্ঞাপনের উপযুক্ত; বিজ্ঞাপন দ্বারা ঘোষণা বা প্রচার করতে হবে এমন। বিজ্ঞাপিত (বিশেষণ) বিজ্ঞপ্তি দিয়ে প্রচারিত (বিজ্ঞাপন চিত্রে বিজ্ঞাপিত বস্তুর স্থান ক্রমশ কমিয়ে আনছেন-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) বি+জ্ঞাপন}
- Bengali Word বিজ্ঞেয় Bengali definition [বিগ্গেঁয়ো] (বিশেষণ) বিশেষভাবে জানতে হবে এমন; বিশেষভাবে জ্ঞাপতব্য বা জানার যোগ্য। {(তৎসম বা সংস্কৃত) বি+√জ্ঞা+ য(যৎ)}
- Bengali Word বিজ্বর Bengali definition [বিজর্] (বিশেষণ) জ্বর থেকে মুক্ত (একবারে বিজ্বর হইলাম না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) বি+জ্বর; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিজয় Bengali definition [বিজয়্] (বিশেষ্য) ১ জয়; জিত; পরাজিতকরণ বা দমিতকরণ। ২ গমন; প্রস্থান; চলে যাওয়া (‘গঙ্গাতীরে দেবী করিল বিজয়’)। ৩ প্রাধান্য (ধর্মের বিজয়)। ৪ মৃত্যু। বিজয় কৃঞ্জর (বিশেষ্য) যে হাতি রাজার বাহনরূপে ব্যবহৃত হয়। বিজয় গর্ব (বিশেষ্য) জয় লাভের জন্য গর্ব (সে বিজয়গর্বে মেতে উঠল)। বিজয় দুন্দুভি, বিজয় মর্দল (বিশেষ্য) জয়ঢাক। বিজয় দৃপ্ত (বিশেষণ) জয়লাভে অহঙ্কৃত। বিজয়লক্ষ্মী (বিশেষ্য) জয়ের অধিষ্ঠাত্রী দেবী। বিজয়াবহ (বিশেষণ) জয়সূচক। বিজয়ী, বিজেতা (বিশেষণ) জয়লাভকারী; জয়ী। বিজয়িনী, বিজেত্রী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বিজয়োৎসব (বিশেষণ) বিজয় লাভ হেতু উৎসব; বিজয়া দশমীর উৎসব। বিজয়োন্মত্ত (বিশেষণ) বিজয়লাভের জন্য আনন্দে উন্মত্তপ্রায়। বিজিত (বিশেষণ) ১ পরাজিত (বিজিত শত্রু)। ২ জয়কৃত; জয় করা হয়েছে এরূপ (বিজিত দেশ)। বিজিতা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বিজেয় (বিশেষণ) জয়সাধ্য; জয়যোগ; জয়ের উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) বি+√জি+অ(অচ্)}
- Bengali Word বিজয় দিবস Bengali definition [বিজয়্দিবস্] (বিশেষ্য) ১ যুদ্ধে জয়লাভের দিন এবং ঐ দিনকে স্মরণ করে অনুষ্ঠিত বার্ষিক অনুষ্ঠান। ২ ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর ঢাকার সোহ্রাওয়ার্দি উদ্যানে পরাজিত পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ ও বাংলাদেশের বিজয় অর্জনের স্মারক দিবস। {(তৎসম বা সংস্কৃত) বিজয়+দিবস; কর্মধারয় সমাস}
- Bengali Word বিজয়া Bengali definition [বিজয়া] (বিশেষ্য) ১ দুর্গাদেবী; দুর্গাদেবীর সখী বা কন্যা। ২ সিদ্ধি; ভাং। ৩ যুদ্ধ জয়ের জন্য যাত্রা। ৪ বিসর্জন; হিন্দুদের পূজান্তে প্রতিমা বিসর্জন। বিজয়া দশমী (বিশেষ্য) যে তিথিতে দুর্গা প্রতিমার বিসর্জন দেওয়া হয়। বিজয়া সঙ্গীত (বিশেষ্য) আশ্বিন মাসে পিতৃগৃহ থেকে যাত্রার বেদনাকে অবলম্বন করে রচিত গান। {(তৎসম বা সংস্কৃত) বিজয়+আ(টাপ্)}