Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word বিকানো, বিকনো Bengali definition [বিকানো, বিকোনো] (ক্রিয়া) ১ বিক্রয় হওয়া; বেচা; বিকিয়ে দেওয়া (জীবন বিকানো)। ২ সমাদৃত হওয়া (নামে বিকানো)। ৩ কাটতি হওয়া; চাহিদা হওয়া (এ মাল বিকাবে)। ৪ নিজেকে নিঃশেষ করে দান করা। {(তৎসম বা সংস্কৃত) বিক্রয়>; ক্রিয়ারূপ-বিকাই, বিকাও, বিকায়, বিকান, অসমাপিকা ক্রিয়া – বিকিয়ে, বিকালে, বিকাতে ইত্যাদি}
  • Bengali Word বিকার Bengali definition [বিকার্‌] (বিশেষ্য) ১ অস্বাভাবিক অবস্থা; বৈগুণ্য; অস্বাভাবিক পরিবর্তন (তাতে খুড়র মনে বিকার মাত্র জন্মে না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ স্বাস্থ্যহীনতা; অসুস্থতা; ব্যাধি; রোগ-বৃদ্ধিহেতু উচ্চারিত প্রলাপ (জ্বর বিকার)। ৩ বিকৃতি; খারাপ হওয়া; পচা। ৪ পরিবর্তনে জাত বস্তু; রূপান্তর; রূপ বদল (স্বর্ণের বিকার)। বিকারী (-রিন্‌) (বিশেষণ) রূপান্তরিত; বিকৃতিযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) বি+√কৃ+অ(ঘঞ্‌)}
  • Bengali Word বিকাল, বিকাস Bengali definition [বিকাশ্‌] (বিশেষ্য) ১ প্রকাশ; ব্যক্তকরণ (দন্তবিকাশ)। ২ উন্মেষ; উন্মীলন; উদ্রেক (ভাবের বিকাশ)। ৩ প্রসার; উন্নতি (সাহিত্যের বিকাশ)। ৪ প্রস্ফুটন (পুষ্পের বিকাশ)। বিকাশন (বিশেষ্য) প্রকাশন; প্রসারণ; প্রস্ফুটন। বিকশিত (ণিজন্ত) (বিশেষণ) প্রকাশিত; প্রস্ফুটিত। বিকাশোন্মুখ (বিশেষণ) বিকশিত বা প্রকাশিত হওয়ার পথে এমন। {(তৎসম বা সংস্কৃত) বি+√কাশ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word বিকি Bengali definition [বিকি] (বিশেষ্য) বিক্রয়; বেচা-কেনা। বিকিকিনি (বিশেষ্য) বেচা-কেনা; ক্রয়-বিক্রয় (কেহ রঙ্গ চাহে, কেহ করে বিকিকিনি-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) বিক্রয়>}
  • Bengali Word বিকিনি Bengali definition [বিকিনি] (বিশেষ্য) সাঁতার ও বৌদ্রস্নানের জন্য মেয়েদের একপ্রকার খাটো পোশাকের নাম। {(ইংরেজি) Bikini}
  • Bengali Word বিকির, বিকিরণ Bengali definition [বিকির্‌, বিকিরন্‌] (বিশেষ্য) বিক্ষেপ; বিস্তারকরণ; ছাড়নো (শিক্ষার বিকিরণ)। বিকীর্ণ (বিশেষণ) ছড়ানো হয়েছে এমন; বিক্ষিপ্ত; বিস্তারিত; ছড়ানো (একটি শক্তি কারুণ্য বিশ্বে বিকীর্ণ হইতেছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বি+√কৃ+অ(ক)=বিকির, +অন(ল্যুট্‌)}
  • Bengali Word বিকীর্যমান Bengali definition [বিকির্‌জোমান্‌] (বিশেষণ) বিকীর্ণ বা ছড়ানো হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) বি+√কৃ+আন(শানচ্‌)}
  • Bengali Word বিকুন্ঠ, বিকুন্ঠিত Bengali definition [বিকুন্‌ঠো, বিকুন্‌ঠিতো] (বিশেষণ) বিগত কুন্ঠা বা লজ্জা এমন; নির্লজ্জ; কুন্ঠাহীন। {(তৎসম বা সংস্কৃত) বি+কুন্ঠা, কুন্ঠিত}
  • Bengali Word বিকুল Bengali definition [বিকুল্‌] (বিশেষণ) ব্যাকুল (আকুল বিকুল হৈলা পুত্রের কারণ-রাজশেখর বসু (পরশু))। বিকুলি (বিশেষ্য) ব্যাকুল ভাব; ব্যাকুলতা; ব্যাকুলতা প্রকাশ। {(তৎসম বা সংস্কৃত) ব্যাকুল> বিয়াকুল>}
  • Bengali Word বিকৃত Bengali definition [বিক্‌কৃতো] (বিশেষণ) ১ পচা (বিকৃত মাংস)। ২ দোষ ত্রুটি বিশিষ্ট; রোগগ্রস্ত (বিকৃতমস্তিষ্ক)। ৩ বিকারপ্রাপ্ত; স্বভাবের বিপরীত; অস্বাভাবিক রূপ বা অবস্থাপ্রাপ্ত। ৪ বিকট; বীভৎস (বিকৃত মূর্তি)। বিকৃতকন্ঠ, বিকৃতস্বর (বিশেষ্য) ভাঙা গলা। □ (বিশেষণ) গলা বা স্বর ভেঙেছে এমন; ভগ্নকন্ঠ। বিকৃত মস্তিষ্ক (বিশেষণ) ১ পাগল। ২ বিকারগ্রস্ত মস্তিষ্ক। বিকৃতরুচি (বিশেষ্য) ১ কুরুচি। □ (বিশেষণ) বিকৃত রুচিযুক্ত। বিকৃতাকৃতি (বিশেষ্য) বিকলাঙ্গ। বিকৃতি (বিশেষ্য) ১ বিকৃত ভাব বা অবস্থা; বৈগুণ্য; অস্বাভাবিক অবস্থা। ২ রূপান্তর; বিকার; অস্বাস্থ্য; ব্যাধি। {(তৎসম বা সংস্কৃত) বি+√কৃ+ত(ক্ত)}
  • Bengali Word বিকৃষ্ট Bengali definition [বিক্‌কৃশ্‌টো] (বিশেষণ) আকৃষ্ট; আসক্ত; উদ্ধৃত; উল্টা দিকে আকৃষ্ট; অপ্রিয়। {(তৎসম বা সংস্কৃত) বি+ কৃষ্ট}
  • Bengali Word বিকেন্দ্রণ Bengali definition [বিকেন্‌দ্রন] (বিশেষ্য) বিকেন্দ্রীকরণ; কোনো বিষয়কে কেন্দ্রীয় সরকারের শাসন থেকে প্রাদেশিক বা আঞ্চলিক সরকারের হস্তে প্রদান; decentralization। {(তৎসম বা সংস্কৃত) বিকেন্দ্র+অন(ল্যুট্‌)}
  • Bengali Word বিকো (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বিকো] (অব্যয়) বিক্রয়ের জন্য (বিকো জাও মথুরার হাট-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) বিক্রয়ার্থ>}
  • Bengali Word বিক্রম Bengali definition [বিক্‌ক্রম] (বিশেষ্য) ১ বল; শক্তি। ২ প্রতাপ; পরাক্রম; বীরত্ব; শৌর্য। বিক্রমশালী, বিক্রমী, বিক্রান্ত (বিশেষণ) শক্তিশালী; পরাক্রান্ত; বীর (পাঁচ হাজার বিক্রান্ত জাঠ সৈন্যসহ আসিয়া শত্রুদলনে প্রবৃত্ত হইলেন-ইসমাইল হোসেন শিরাজী)। {(তৎসম বা সংস্কৃত) বি+√ক্রম্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word বিক্রমাদিত্য Bengali definition [বিক্‌ক্রোমাদিত্‌তো] (বিশেষ্য) ১ উজ্জয়িনীর বিখ্যাত রাজা, বলা হয়, তাঁর নবরত্ন সভায় কবি কালিদাস ছিলেন অন্যতম রত্ন। ২ বহু প্রাচীন রাজার উপাধি। {(তৎসম বা সংস্কৃত) বি+√ক্রম্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word বিক্রমী Bengali definition বিক্রম
  • Bengali Word বিক্রান্তি Bengali definition [বিক্‌ক্রান্তি] (বিশেষ্য) শক্তি; পরাক্রম। {(তৎসম বা সংস্কৃত) বি+√ক্রম্‌+তি(ক্তি)}
  • Bengali Word বিক্রি Bengali definition বিক্রয়
  • Bengali Word বিক্রিয়া Bengali definition [বিক্‌ক্রিয়া] (বিশেষ্য) বিকৃতি; বিকার; পরিবর্তন; রূপান্তর (চিত্তবিক্রিয়া)। ২ রাসায়নিক প্রতিক্রিয়া। {(তৎসম বা সংস্কৃত) বি+ক্রিয়া}
  • Bengali Word বিক্রীত, বিক্রেতা, বিক্রেয় Bengali definition বিক্রয়
  • Bengali Word বিক্রীড়িত Bengali definition [বিক্‌ক্রিড়িতো] (বিশেষ্য) বিবিধ ক্রীড়া; gambling। শার্দূল বিক্রীড়িত (বিশেষ্য) সংস্কৃত ছন্দের নামবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) বি+√ক্রীড়্‌+অ(অচ্‌)+আ(টাপ্‌)+ত(ক্ত)}
  • Bengali Word বিক্রয়, বিক্রি Bengali definition [বিক্‌ক্রয়, বিক্‌ক্রি] (বিশেষ্য) মূল্যের বদলে দ্রব্যের স্বত্ব ত্যাগ; বেচা। বিক্রয়িক, বিক্রয়ী, বিক্রেতা (বিশেষণ) বিক্রয় করে এমন; বিক্রয়কারী। বিক্রয়িকা, বিক্রয়িনী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বিক্রীত (বিশেষণ) বিক্রয় করা হয়েছে এমন। বিক্রেয় (বিশেষণ) বিক্রয়যোগ্য; বিক্রয় করা হবে এমন। {(তৎসম বা সংস্কৃত) বি+ক্রয়}
  • Bengali Word বিক্লব Bengali definition [বিক্‌ক্লব] (বিশেষ্য) ১ ভয়; ব্যাকুলতা। ২ বিহবলতা। ৩ উদাসীনতা। বৈক্লব্য। □ (বিশেষণ) ১ উদাসীন। ২ বয়ব্যাকুল। ৩ বিহবল। {(তৎসম বা সংস্কৃত) বি+√ক্লব্‌+অ(অচ্‌)}
  • Bengali Word বিক্ষত Bengali definition [বিক্‌খতো] (বিশেষণ) বিশেষভাবে আহত; আঘাতের ফলে উৎপন্ন ক্ষত (ক্ষতবিক্ষত)। {(তৎসম বা সংস্কৃত) বি+ক্ষত}
  • Bengali Word বিক্ষিপ্ত Bengali definition [বিক্‌খিপ্‌তো] (বিশেষণ) ১ ইতস্তত ছড়ানো। ২ ব্যাকুলিত; অস্থির; অব্যবস্থিত (বিক্ষিপ্তচিত্ত)। {(তৎসম বা সংস্কৃত) (বিশেষ্য) √ক্ষপ্‌+ত(ক্ত)}
  • Bengali Word বিক্ষুব্ধ Bengali definition [বিক্‌খুব্‌ধো] (বিশেষণ) ১ ক্ষোভযুক্ত; অত্যন্ত দুঃখিত। ২ বিচলিত; আলোড়িত; অস্থির। {(তৎসম বা সংস্কৃত) বি+ক্ষুব্ধ}
  • Bengali Word বিক্ষেপ Bengali definition [বিক্‌খেপ্‌] (বিশেষ্য) ইতস্তত ছড়ানো বা নিক্ষেপ; অস্থিরতা। {(তৎসম বা সংস্কৃত) বি+√ক্ষপ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word বিক্ষোভ Bengali definition [বিক্‌খোভ্‌] (বিশেষ্য) ১ ক্ষোভ; আলোড়ন; চাঞ্চল্য (সমুদ্রের বিক্ষোভ)। ২ গভীর অসন্তোষজনিত আন্দোলন (ছাত্রবিক্ষোভ)। {(তৎসম বা সংস্কৃত) বি+√ক্ষুভ+অ(ঘঞ্‌)}
  • Bengali Word বিখ ((মদ্যযুগীয় বাংলা) , (ব্রজবুলি)) Bengali definition [বিখ] (বিশেষ্য) বিষ (বিখ তরু ভোগ-জ্ঞানদাস)। {(তৎসম বা সংস্কৃত) বিষ>}
  • Bengali Word বিখাউজ Bengali definition [বিখাউজ্‌] (বিশেষ্য) চর্মরোগবিশেষ; eczema। {(তৎসম বা সংস্কৃত) খর্জু, (তুলনীয়) (হিন্দি) খুজ্‌লি}