Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word বাহা ২ Bengali definition বাওয়া
  • Bengali Word বাহা ৩ Bengali definition [বাহা] (মধ্যযুগীয় বাংলা) (ক্রিয়া) বাজানো। {(তৎসম বা সংস্কৃত) বাদ্য>বাজা>}
  • Bengali Word বাহাই Bengali definition [বাহাই] (বিশেষ্য) ইরানের মির্জা হুসেন আলি (১৮১৭-১৮৯২) ওরফে বাহা উল্লাহ প্রবর্তিত ধর্মসম্প্রদায় বিশেষ। সকল ধর্মের ঐক্য; সর্বজনীন শিক্ষা; বিশ্বশান্তি ও নরনারীর সমানাধিকার এই ধর্মের মূলমন্ত্র। {(ফারসি) বাহাই}
  • Bengali Word বাহাছ, বাহাস Bengali definition [বাহাস্‌] (বিশেষ্য) ১ ইসলাম ধর্ম সংক্রান্ত তাত্ত্বিক তর্ক বিতর্ক। ২ যুক্তিতর্ক; বিতর্ক (এখন আর বাহাছ করতে পারব না-মুফাখখারুল ইসলাম)। {(আরবি) বাহাছ}
  • Bengali Word বাহাত্তার, বায়াত্তর Bengali definition [বাহাত্‌তোর্‌, বায়াত্‌তোর্‌] (বিশেষ্য), (বিশেষণ) ৭২ সংখ্যা বা সংখ্যক। বাহাত্তুরে, বাহাত্তরিয়া, বাহাত্তরে, বায়াত্তরে, বায়াত্তরিয়া (বিশেষণ) ১ বাহাত্তর বছর বয়স্ক শক্তিহীন অকেজো বৃদ্ধ; ভীমরতিগ্রস্ত (বাহাত্তরিয়া বৃদ্ধ মীরজাফর তৎকালে কুষ্ঠরোগ প্রায় চলৎশক্তিরহিত হইয়াছিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ বাজে; খারাপ (বাহাত্তরে গালি ছিল তাহা গেল দূর-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) দ্বাসপ্ততি>}
  • Bengali Word বাহাদুর Bengali definition [বাহাদুর্‌] (বিশেষ্য) ইংরেজ আমলের সরকারি খেতাবের অংশ। □ (বিশেষণ) ১ বীর; দুঃসাধ্য কর্ম সম্পন্নকারী; কৃতী (যার বদহজমের বালাই নেই সেই ত বাহাদুর-কেদারনাথ মজুমদার)। ২ সাহসী; নির্ভীক (বাহাদুরের মতোই কাজ করেছে)। ৩ কাজ হাসিল করতে জানে বা পারে এমন (বাহাদুর ছেলে)। বাহাদুরি (বিশেষ্য) পৌরুষ; কৃতিত্বের গৌরব (আমি বাহাদুরি করিয়া বলিলাম-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। বাহাদুরি কাঠ, বাহাদুরী কাঠ (বিশেষ্য) শাল, সেগুন প্রভৃতি বড় গাছের বৃহৎ গুঁড়ি। {(ফারসি) বহাদর; মূলে মঙ্গোলীয়}
  • Bengali Word বাহান Bengali definition [বাহানা] (বিশেষ্য) ১ অছিলা; ছল; ভান; ছুতা; ওজর (বাহানা করিয়া ছোঁয় গো পিরান জাহানার নওরোজের রূপকুমার-কাজী নজরুল ইসলাম)। ২ বায়না; আবদার; ক্রমাগত প্রার্থনা (ছেলেটা একটা ঘুড়ির বাহানা ধরেছে)। ৩ আপত্তি (টাল বাহানা)। বাহানা বাজ (বিশেষ্য) ওজর অছিলায় পটু। {(ফারসি) বাহানাহ্‌}
  • Bengali Word বাহান্ন, বায়ান্ন Bengali definition [বাহান্‌নো, বায়ান্‌নো] (বিশেষ্য), (বিশেষণ) ৫২ সংখ্যা বা সংখ্যক। যাহাঁ বায়ান্ন তাহাঁ তিপান্ন-প্রভেদশূন্য; প্রায় হওয়ার কথা নয় এমন ভাব; বেপরোয়া ভাব। {(তৎসম বা সংস্কৃত) দ্বাপঞ্চাশৎ>}
  • Bengali Word বাহার ১ Bengali definition [বাহার্‌] (বিশেষ্য) ১ শোভা; সৌন্দর্য; জৌলুস; চটক (হলটি নূতন চুনকাম করা হইয়াছে, আলোর বাহারের সুন্দর মানানসই দেখা যাইতেছে-মীর মশাররফ হোসেন)। ২ মজা (সতীনে সতীনে চুলাচুলি করছে আর সবাই বাহার দেখছে)। ৩ সঙ্গীতের রাগিণীবিশেষ (সুর বাহার)। ৪ বসন্তকাল (ইরান মুল্লুক বিরান হল এমন বাহার মরসুমে-কাজী নজরুল ইসলাম)। বাহার দেওয়া (বিশেষণ) শোভা বা সৌন্দর্য বিকশিত করা (জোনাক গুলি ঝাঁকে ঝাঁকে উড়িয়া উড়িয়া বাহার দিয়া ফিরিতেছে-ইসমাইল হোসেন শিরাজী)। বাহারি (বিশেষণ) বাহ্যিক সৌন্দর্যময়; মেকি (ও ভারি নতুন ঘোড়া; ওগুলো নেহাতই বাহারী-গৌরিশঙ্কর চট্টাচার্য)। গুলবাহার (বিশেষণ) ফুল তোলা হয়েছে এমন। পাতা বাহার (বিশেষ্য) বিবিধ বর্ণের পত্রময় ফলপুষ্পহীন গাছ। বাহারে, বাহারিয়া (বিশেষণ) সুন্দর; মনোহর; শোভাযুক্ত (রাস্তাটি যে খুব বাহারে তা বলা যায় না-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) বাহার}
  • Bengali Word বাহার ২ Bengali definition [বাহার্‌] (বিশেষ্য) প্রবাহ। {(তৎসম বা সংস্কৃত) প্রবাহ>}
  • Bengali Word বাহাল Bengali definition বহাল
  • Bengali Word বাহিক Bengali definition [বাহিক্‌] (বিশেষ্য), (বিশেষণ) ১ ভারবাহক; বহনকারী; বাহক। ২ শকট; গরুর গাড়ি প্রভৃতি। {(তৎসম বা সংস্কৃত) বাহ+ইক(ঠন্‌)}
  • Bengali Word বাহিত Bengali definition [বাহিতো] (বিশেষণ) ১ বহন করা বা আনা হয়েছে এমন। ২ চালিত; প্রবাহিত (আকারের বিচিত্রা দিয়েই রসের বিচিত্রতা বাহিত হয় আর্টের জগতে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। বাহিতা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) √বহ্‌+ণিচ্‌ (=√বাহি)+ত(ক্ত)}
  • Bengali Word বাহিনী Bengali definition [বাহিনি] (বিশেষ্য) ১ সৈন্যদল; দলবাহ (গুর্খাবাহিনী, মার্কিন বাহিনী, গুণ্ডাবাহিনী)। ২ অশ্ব, হস্তী প্রভৃতি। ৩ নদী; যা বাহিত হয় (পীযূষস্তন্য বাহিনী)। {(তৎসম বা সংস্কৃত) √বাহ+ইন্‌(ইনি)+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word বাহির, বাইর, বের, বার Bengali definition [বাহির্‌, বাইর্‌, বের্‌, বার্‌] (বিশেষ্য) ১ বহির্ভাগ; বাইরের অংশ; বহির্দেশ; সদর; বাহির-বাড়ি; বৈঠকখানা (তখন মেয়েরা সাধারণত বাইরে আসতেন না)। □ (বিশেষণ) ১ নিষ্ক্রান্ত (ঘরের বাহির)। ২ বের করা হয়েছে এমন; নিষ্কাশিত। ৩ নিঃসৃত।৪ প্রকাশিত। ৫ বিজ্ঞাপিত। ৬ আবিষ্কৃত। ৭ বহিষ্কৃত। ৮ শাসন বা দমন করা হয়েছে এমন। ৯ আয়ত্ত বহির্ভূত। ১০ বাইরে অবস্থিত; বহির্দেশস্থ (বাহির মহল)। বেরোনো. বাহিরানো (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। □ (ক্রিয়া) বহির্গত হওয়া; বাইরে যাওয়া। বাহিরায় (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) বহির্গত হয় (বাহিরায় যবে নদী-মাইকেল মধুসূদন দত্ত)। বাহিরিল (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) বহির্গত হলো। বাইরে, বাহিরে (বিশেষ্য) ১ বহির্ভাগে; বহিঃস্থ স্থানে (বাইরে গেছে); অন্য স্থানে; অন্য জায়গায় (ঘরে-বাইরে)। □ (অব্যয়) অতিরিক্ত; বেশি (এর বাইরে কিছু জানি না)। বাহিরে কোঁচার পত্তন ভিতরে ছুঁচোর কেত্তন⇒কোঁচা। {(তৎসম বা সংস্কৃত) বহিঃ>}
  • Bengali Word বাহু Bengali definition [বাহু] (বিশেষ্য) ১ ভূজ; স্কন্ধ থেকে হাতের আঙুল পর্যন্ত অঙ্গ; arm (আজানুলম্বিত বাহু)। ২ কনুইয়ের উপরিভাগ (বাহুতে বাজুবন্ধ)। ৩ চৌকাঠের পার্শ্বদেশ। ৪ ক্রিভুজ ইত্যাদির পার্শ্বদেশ (ত্রিভুজের বাহুদ্বয়)। ৫ দৈহিক শক্তি বা অস্ত্রাদির শক্তি। বাহুত্র, বাহুত্রাণ (বিশেষ্য) হস্তাবরক বর্ম। বাহুবন্ধ (বিশেষ্য) বাজুবন্ধ (বাহু যদি তেমন করে জড়ায় বাহুবন্ধ-রবীন্দ্রনাথ ঠাকুর)। বাহুবল (বিশেষ্য) গায়ের জোর; দেহশক্তি (খিলজি বাহুবলে বাংলা দখল করেছিলেন)। বাহুমূল (বিশেষ্য) বগল। বাহুযুদ্ধ (বিশেষ্য) হাতাহাতি; কুস্তি। {(তৎসম বা সংস্কৃত) √বহ্‌+উ(কু)}
  • Bengali Word বাহুল্য Bengali definition [বাহুল্‌লো] (বিশেষ্য) ১ আধিক্য; প্রাচুর্য; বাড়াবাড়ি (ব্যয়বাহুল্য, বাগ্‌বাহুল্য, মেদবাহুল্য)। ২ অতিরিক্ত; অনাবশ্যক ব্যাপার (সে কথা বলাই বহুল্য)। {(তৎসম বা সংস্কৃত) বহুল+য(ষ্ণ্য)}
  • Bengali Word বাহুড়ানো Bengali definition [বাহুড়ানো] (ব্রজবুলি) (ক্রিয়া) ১ ফিরানো। ২ নিবৃত্ত করা বা প্রতিহত করা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। বাহুড়াব (ব্রজবুলি) (ক্রিয়া) ফিরাবে (বাহুরাব কোই-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) প্রঘূর্ণন>(প্রাকৃত) পহোলন>বাহোরনা>}
  • Bengali Word বাহ্য ১ Bengali definition [বাজ্‌ঝো] (বিশেষণ) ১ বাইরের (বাহ্য দৃশ্যে ভুলোনারে মন-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। ২ অসত্য; অপ্রকৃত; অপ্রধান (প্রভু কহে এহো বাহ্য আগে কহ আর-কৃষ্ণদাস কবিরাজ)। বাহ্যজগৎ (বিশেষ্য) দৃশ্যমান জড়জগৎ। বহ্যজ্ঞান (বিশেষ্য) বহির্বিষয়ের জ্ঞান; ইন্দ্রিয় দ্বারা লব্ধ জ্ঞান; চেতনা; সাংসারিক জ্ঞান বা কাণ্ডজ্ঞান। বাহ্যদৃষ্টি (বিশেষ্য) চক্ষু দ্বারা দর্শন; সাধারণ দৃষ্টি (বাহ্যদৃষ্টিতে ব্যাপারটা তো খারাপ)। বাহ্যমান (বিশেষ্য) বের হচ্ছে এমন। বাহ্যিক (বিশেষণ) ১ বাইরের। ২ আপাত দৃশ্যমান। বাহ্যেন্দ্রিয় (বিশেষ্য) চক্ষু কর্ণ নাসিকা জিহবা ত্বক-এই পঞ্চ ইন্দ্রিয়। {(তৎসম বা সংস্কৃত) বহিঃ+য(ণ্য)}
  • Bengali Word বাহ্য ২ Bengali definition [বাজ্‌ঝো] (বিশেষ্য) মল; বিষ্ঠা। বাহ্যকরা (ক্রিয়া) মলত্যাগ করা। বাহ্যপাওয়া (ক্রিয়াবিশেষণ) মলত্যাগের বেগ হওয়া। {(তৎসম বা সংস্কৃত) বাহিঃ+য(ণ্য)}
  • Bengali Word বাৎ Bengali definition [বাত্‌] (বিশেষ্য) কথা; বাক্যালাপ (যদি আমি খাস হিন্দীতে বাৎ চালাইতে পারিতাম-রবীন্দ্রনাথ ঠাকুর)। বাৎচিত, বাতচিত (বিশেষ্য) আলাপ আলোচনা; কথাবার্তা (‘তোমার সাথে মোর থোড়া বাৎচিত আছে’)। {(হিন্দি) বাৎ}
  • Bengali Word বাৎলানো Bengali definition বাতলানো
  • Bengali Word বাৎসরিক Bengali definition [বাত্‌শোরিক্‌] (বিশেষণ) প্রতি বর্ষে অনুষ্ঠিত; বার্ষিক; বৎসর-সংক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) বৎসর+ইক(ঠঞ্‌)}
  • Bengali Word বাৎসল্য Bengali definition [বাত্‌শোল্‌লো] (বিশেষ্য) স্নেহ; সন্তানের প্রতি পিতামাতার মায়া-মমতা। {(তৎসম বা সংস্কৃত) বৎসল+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word বাৎস্যায়ন Bengali definition [বাত্‌শায়োন্‌] (বিশেষ্য) কামসূত্র গ্রন্থের প্রণেতা। {(তৎসম বা সংস্কৃত) বাৎস্য+আয়ন(ফক্‌)}
  • Bengali Word বাড় Bengali definition [বাড়্‌] (বিশেষ্য) ১ বুদ্ধি; পুষ্টি (ছেলেটার বাড় নাই)। ২ স্পর্ধা; ঔদ্ধত্য; বাড়াবাড়ি; গ্রাহ্য না করা (বড় বাড় বেড়েছে)। ৩ উন্নতি। {(তৎসম বা সংস্কৃত) বৃদ্ধি>}
  • Bengali Word বাড়ই, বাড়ুই Bengali definition [বোড়োই, বাড়ুই] (বিশেষ্য) ছুতার; ঘরামি। {(তৎসম বা সংস্কৃত) বর্ধকি>(প্রাকৃত) বাড্‌ঢই>}
  • Bengali Word বাড়তি Bengali definition [বার্‌তি] (বিশেষণ) ১ বৃদ্ধি। ২ উদ্বৃত্ত; প্রয়োজন অপেক্ষা বেশি; অতিরিক্ত; প্রয়োজনাতিরিক্ত। {(তৎসম বা সংস্কৃত) বৃদ্ধি>বাড়+(বাংলা) তি}
  • Bengali Word বাড়ন ১ Bengali definition [বাড়োন্‌] (বিশেষ্য) ‍বৃদ্ধি; পুষ্টি। {(তৎসম বা সংস্কৃত) বর্ধন>}
  • Bengali Word বাড়ন ২ Bengali definition [বাড়োন্‌] (বিশেষ্য) সম্মার্জনী; ঝাঁটা; ঝাড়ন। {(তৎসম বা সংস্কৃত) বর্ধনি>}