ব পৃষ্ঠা ৩৮
- Bengali Word বাসক ২ Bengali definition [বাশোক্] (বিশেষ্য) শয্যাগৃহ; শয়নকক্ষ (বাসক শয়ন-রবীন্দ্রনাথ ঠাকুর)। বাসকসজ্জা, বাসসজ্জা (বিশেষ্য) নায়কের আগমন প্রত্যাশায় যে নারী স্বীয় দেহ ও বাসগৃহ সাজিয়ে প্রতীক্ষা করে। {(তৎসম বা সংস্কৃত) বাস+ক(কন্)}
- Bengali Word বাসন ১ Bengali definition [বাশোন্] (বিশেষ্য) ১ সুগন্ধকরণ; সুবাসিতকরণ; ধূপন। ২ বস্ত্র; বাসস্থান; পাত্র। {(তৎসম বা সংস্কৃত) √বাস্+অন(ল্যুট্)}
- Bengali Word বাসন ২ Bengali definition [বাশোন্] (বিশেষ্য) ১ গৃহস্থালীর কাজে, বিশেষত, বাত খাওয়ার কাজে ব্যবহৃত মাটি বা ধাতব পাত্রবিশেষ; থালা; জলপাত্র। {পর্তুগিজ Bacia}
- Bengali Word বাসনা ১ Bengali definition [বাশোনা] (বিশেষ্য) প্রত্যাশা; কামনা; অভিলাষ; আকাঙ্খা (তোমাকে দেখিতে বাসনা করি)। বাসনাকুল (বিশেষণ) কামনায় অধীর। {(তৎসম বা সংস্কৃত) √বাস্+অন(যুচ্)+আ(টাপ্)}
- Bengali Word বাসনা ২ Bengali definition [বাশ্না] (বিশেষ্য) ১ কলাগাছের শুকনা পাতা বা বাকল। ২ সুগন্ধ; সৌরভ (বিয়েন গাঁথিয়া বাঁধিয়াছে খোঁপা বাসনা দিয়েছে চুলেবন্দে আলী মিয়া)। {(তৎসম বা সংস্কৃত) বাসন>}
- Bengali Word বাসন্ত, বাসন্তিক Bengali definition [বাশোন্তো, বাশোন্তিক্] (বিশেষ্য) ১ বসন্ত ঋতু সম্বন্ধীয়; বসন্তকালীন (বাসন্ত সমীর চির বহিছে সম্বনে-মাইকেল মধুসূদন দত্ত)। □ (বিশেষণ) বসন্তকালে জন্মে এমন। {(তৎসম বা সংস্কৃত) বসন্ত+অ(অণ্), +ইক(ঠঞ্)}
- Bengali Word বাসন্তী Bengali definition [বাশোন্তি] (বিশেষণ) বসন্ত সংক্রান্ত; কমলালেবুর বর্ণযুক্ত (সুরলা তাদের সঙ্গে মিশিয়া উৎসবের বাসন্তী বেশি সজ্জিত হইয়া-ইসমাইল হোসেন শিরাজী)। বাসন্তী পূজা (বিশেষ্য) বসন্তকালে অনুষ্ঠিত হিন্দুদের দুর্গাপূজা। বাসন্তী রং (বিশেষ্য) বসন্তের শুকনা পাতার রং; হলদে বা কমলা রং। {(তৎসম বা সংস্কৃত) বসন্ত+অ(অণ্)+ঈ(ঙীপ্)}
- Bengali Word বাসব Bengali definition [বাশোব্] (বিশেষ্য) দেবরাজ ইন্দ্র (বাসব যাহার করেন পীড়ন সহায় শরণ তুমিই তাহার-সত্যেন্দ্রনাথ দত্ত)। বাসবদত্তা (বিশেষ্য) সুবন্ধুকৃত সংস্কৃত গদ্যকাব্যের নায়িকার নাম। {(তৎসম বা সংস্কৃত) বসু+অ(অণ্)}
- Bengali Word বাসমতী Bengali definition [বাশ্মোতি] (বিশেষ্য) এক প্রকার সুগন্ধি চাল। {(তৎসম বা সংস্কৃত) বাস১+মতী(মৎ+ঈ)}
- Bengali Word বাসর ১, বাসরঘর Bengali definition [বাশোর্, বাসঘর্] (বিশেষ্য) ১ বরকন্যার বিবাহরাত্রি যাপনের সুসজ্জিত কক্ষ (বাসরে কুসুমশয্যা ত্যজি লজ্জাশীলা কুলবধূ, গৃহকার্য উঠিলা সাধিতে-মাইকেল মধুসূদন দত্ত)। ২ সভা (বিবাহ-বাসর)। ৩ বাসর। বাসরজাগানি (বিশেষ্য) বাসরে রাত জাগরণ হেতু বরপক্ষের নিকট কন্যাপক্ষের প্রাপ্য অর্থ। {(তৎসম বা সংস্কৃত) বাসগৃহ>}
- Bengali Word বাসর ২ Bengali definition [বাশোর্] (বিশেষ্য) দিন (জন্মবাসর); বার। বাসরীয়(বিশেষণ) দিবসের (রবিবাসরীয়)। {(তৎসম বা সংস্কৃত) √বাসি+অর}
- Bengali Word বাসসজ্জা Bengali definition ⇒ বাসক২
- Bengali Word বাসা ১ Bengali definition [বাশা] (বিশেষ্য) ১ বাসস্থান; আবাসস্থল (চোরের বাসা); নীড় (পাখির বাসা)। ২ অস্থায়ী ভাড়াটে আবাস (বাসা ভাড়া করা)। ৩ আশ্রয় (বাসা নেওয়া)। বাসাড়ে, বসাড়িয়া (বিশেষ্য) ভাড়াটে বা অস্থায়ী বাসিন্দা (যখন সব বাসাড়ে মিলিয়া এক সঙ্গে কয়লার উনুনে আগুন দিত-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) বাস>(প্রাকৃত) বাসা}
- Bengali Word বাসা ২ Bengali definition [বাশা] (ক্রিয়া) ১ বোধ করা; অনুভব করা (ভয় বাসা)। ২ মনে করা; ভালোবাসা (পরান অধিক বাসে-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √বশ্(ইচ্ছা করা)>বাস+আ}
- Bengali Word বাসা ৩ Bengali definition [বাশা] (বিশেষ্য) বাসক গাছ। {(তৎসম বা সংস্কৃত) বাসক>}
- Bengali Word বাসি, বাসী Bengali definition [বাশি] (বিশেষণ) ১ মলিন; শুস্ক (বাসি হয় গাঁথা মালা পথের ধূলায় লোটে-কাজী নজরুল ইসলাম)। ২ টাটকা নয় এমন (বাসি ফল)। ৩ পূর্বদিনের বা পূর্বরাত্রের প্রস্তুত (বাসি ভাত)। ৪ গত; পুরনো (সেদিন হয়েছে বাসি-কাজী নজরুল ইসলাম)। ৫ নতুনত্বহীন (বাসি খবর)। বাসি কাপড় (বিশেষ্য) যে কাপড় আগের রাত্রে বিশেষত শয়নকালে ব্যবহৃত হয়েছে। বাসি ঘর (বিশেষ্য) যে ঘরে সকাল বেলা থেকে ঝাঁট পড়েনি (বাসি ঘরগুলো এখনও ঝাড় দেওয়া হয়নি)। বাসি দুধ (বিশেষ্য) পূর্ব দিন দোহন করা বা জ্বাল দেওয়া দুধ। বাসি পানি, বাসি জল (বিশেষ্য) যে পানি পূর্ব দিনে বা রাত্রে তোলা হয়েছে (বাসি পানি পান করানো)। বাসি ফুল বিগত রাতে বা দিনে তোলা ফুল (বাসি ফুল দিয়ে মালা হয় না)। বাসি বিয়ে (বিশেষ্য) হিন্দু বিবাহের পরদিন আচরণীয় অনুষ্ঠানসমূহ। বাসি ভাত (বিশেষ্য) আগের দিন বা রাত্রে রাঁধা ভাত(বাসি ভাত খাওয়া)। বাসি মড়া (বিশেষ্য) হিন্দুমতে যে মৃতদেহ মৃত্যু দিনে রাতের মধ্যে দাহ না করে রাখা হয়েছে। বাসি মুখ (বিশেষ্য) সকালে ঘুম ভাঙার পর যে মুখ ধোয়া হয়নি। {(তৎসম বা সংস্কৃত) পর্যূষিত>; (তৎসম বা সংস্কৃত) বাসিত>(প্রাকৃত) বাসিয়>}
- Bengali Word বাসিত Bengali definition [বাশেতো] (বিশেষণ) ১ সুরভিত; সুগন্ধযুক্ত। ২ বস্ত্রাচ্ছাদিত; পুরাতন। {(তৎসম বা সংস্কৃত) √বাস+ত(ক্ত)}
- Bengali Word বাসিন্দা Bengali definition [বাশিন্দা] (বিশেষ্য) বাসকারী; বসবাসকারী; অধিবাসী (সে পুরাতন ঢাকার আদি বাসিন্দা)। {(ফারসি) বাশিন্দহ্}
- Bengali Word বাসী ২ Bengali definition ⇒ বাসি
- Bengali Word বাসুকি, বাসুকেয় Bengali definition [বাশুকি, বাশুকেয়] (বিশেষ্য) সর্পরাজ অনন্ত। {(তৎসম বা সংস্কৃত) বসুক+ই(ইঞ্), এয়(ঢক্)}
- Bengali Word বাসুদেব Bengali definition [বাশুদেব্] (বিশেষ্য) বসুদেবের পুত্র শ্রীকৃষ্ণ। {(তৎসম বা সংস্কৃত) বসুদেব+অ(অণ্)}
- Bengali Word বাস্তব Bengali definition [বাস্তোব্] (বিশেষণ) ১ বস্তু বিষয়ক; প্রকৃত; যথার্থ; সত্তাযুক্ত। ২ ইন্দ্রিয়গোচর। □ (বিশেষ্য) সত্য (কাল্পনিক নয়, বাস্তব)। বাস্তবতা, বাস্তববাদ (বিশেষ্য) ইন্দ্রিয়গোচর জগৎই একমাত্র সত্য-এ মতবাদ; realism। বাস্তবাদী (বিশেষ্য), (বিশেষণ) বাস্তববাদ মানে এমন; যে কল্পনাসর্বস্ব নয়; বস্তুবাদী। বাস্তবিক (বিশেষণ) যথার্থ; সত্য; প্রকৃত। □ (ক্রিয়াবিশেষণ) প্রকৃতপক্ষে। {(তৎসম বা সংস্কৃত) বস্তু+অ(অণ্)}
- Bengali Word বাস্তব্য Bengali definition [বাস্তোব্বো] (বিশেষ্য) বসবাসের উপযুক্ত; বাস করা যায় এমন; বাসযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) √বস্+ণিচ্+তব্য(তব্যৎ)}
- Bengali Word বাস্তু Bengali definition [বাস্তু] (বিশেষ্য) বাসস্থান; বহুকালের বসতভূমি; পুরুষানুক্রমে যে বাড়িতে বাস করা হয়। বাস্তুকর্ম (বিশেষ্য) বাসগৃহ নির্মাণ। বাস্তুকার (বিশেষ্য) বাসগৃহ প্রভৃতির নির্মাতা; civil engineer। বাস্তুকলাবিদ (বিশেষ্য) স্থপতি। বাস্তু ঘুঘু (বিশেষ্য) সুদীর্ঘকাল থেকে গৃহে বসবাসকারী যে দুষ্ট ব্যক্তিকে দুল করা দূরুহ; ঘনিষ্ঠ অথচ দুষ্ট ও সর্বনাশা ব্যক্তি। বাস্তুদেবতা, বাস্তুপুরুষ (বিশেষ্য) গৃহদেবতা বা বংশের অধিদেবতা; পুরুষানুক্রমে অর্চিত দেবতা। বাস্তুবিদ্যা (বিশেষ্য) স্থাপত্যবিদ্যা। বাস্তুভিটা (বিশেষ্য) যে ভূমির উপর পুরুষানুক্রমিক বাসগৃহ নির্মিত বা প্রতিষ্ঠিত। বাস্তুসাপ (বিশেষ্য) দীর্ঘকাল যাবৎ বাস্তুভিটায় বাসকারী সাপ-যে গৃহস্থের ক্ষতি করে না। {(তৎসম বা সংস্কৃত) √বস্+তু(তুণ্)}
- Bengali Word বাস্তুক Bengali definition [বাস্তুক্] (বিশেষ্য) বেতুয়া নামক শাক গাছ। {(তৎসম বা সংস্কৃত) বাস্তু+ক(কন্)}
- Bengali Word বাহ ২ Bengali definition [বাহো] (বিশেষ্য) অশ্বাদি ভারবাহী পশু। {(তৎসম বা সংস্কৃত) √বহ্+অ(অণ্)}
- Bengali Word বাহক Bengali definition [বাহোক] (বিশেষণ) ১ বহন করে এমন। ২ সারথি। বাহিকা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) √বহ্+অক(ণ্বুল্); √বাহি+অক(ণ্বুল্)}
- Bengali Word বাহন Bengali definition [বাহোন্] (বিশেষ্য) ১ যে বহন করে অথবা যা দিয়ে বহন করা হয়; অশ্ব, হস্তী, শিবিকা, রথ ইত্যাদি (ঐরাবত ইন্দ্রের বাহন)। ২ যানবাহন (ভগ্নবাহন)। ৩ মাধ্যম (মাতৃভাষাই শিক্ষার বাহন)। ৪ অনুচর; স্তাবক (ভাগ্নে, ছিল মামার বাহন)। {(তৎসম বা সংস্কৃত) √বহ্ √ণিচ্ (=√বাহি)+অন(ল্যুট্)}
- Bengali Word বাহবা, বাহা ১ Bengali definition [বাহোবা, বাহা] (অব্যয়) প্রশংসাসূচক উক্তি; বিস্ময়, উপহাস প্রভৃতি সূচক উক্তি। বাহা বাহা (অব্যয়) চমৎকার (অনেক সময়ে, ব্যঙ্গার্থে)। {(ফারসি) বাহ}
- Bengali Word বাহবাস্ফোট Bengali definition [বাওভাস্ফোটো/বাওভাস্ফোট্] (বিশেষ্য) বাহুতে বা দেহে চাপড় মেরে আস্ফালন বা দম্ভ প্রকাশ; মালসাট। {(তৎসম বা সংস্কৃত) বাহু+আস্ফোট}