Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word বাড়ন্ত Bengali definition [বাড়োন্‌তো] ১ বাড়ছে এমন; বর্ধিষ্ণু; বৃদ্ধিশীল। {(তৎসম বা সংস্কৃত) বৃদ্ধি>বাড়+(বাংলা) অন্ত}
  • Bengali Word বাড়ব Bengali definition [বাড়োব্‌] (বিশেষ্য) ১ বড়বা অর্থাৎ সিন্ধুঘোটক সম্বন্ধীয়। ২ সমুদ্রোত্থিত অগ্নি, যা সিন্ধুঘোটকের মুখনিঃসৃত অগ্নি বলে ধারণা করা হয়। বাড়ববহ্নি, বাড়বাগ্নি (বিশেষ্য) বাড়বানল;সমুদ্র গর্ভের অগ্নি (আমি বসুধা বক্ষে আগ্নেয়াদ্রি বাড়ব বহ্নি কালানল-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) বড়বা+অ(অণ্)>}
  • Bengali Word বাড়া Bengali definition [বাড়া] (ক্রিয়া) ১ বৃদ্ধি পাওয়া (রোক বাড়া)। ২ পরিবেশন করা (ভাত বাড়া)। ৩ উড়ন্ত ঘুড়ির সুতা ছাড়া (বেড়ে প্যাঁচ খোলা)। ৪ ভেঙে যাওয়া (শাঁখা বেড়েছে)। ৫ সামনে অগ্রসর হওয়া (তুমি আগে বাড়ো)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) অধিক; বেশি (জনক হইতে স্নেহ জননীর বাড়া-ভারতচন্দ্র রায়গুণাকর)। বাড়ানো (ক্রিয়া) ১ বৃদ্ধি করা (দিন বাড়ানো)। ২ অতিরঞ্জিত করা (কারও সম্বন্ধে বাড়িয়ে বোলো না)। ৩ অতিশয় প্রশয় দেওয়া (ছেলেটাকে অত্যন্ত বাড়িয়ে দিয়েছ। ৪ প্রকৃত অপেক্ষা বেশি করে বলা (বয়স বাড়ানো)। ৫ লেখার উপযুক্ত করে কাটা (পেনসিল বাড়া)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সব অর্থে। বাড়াবাড়ি (বিশেষ্য) ১ খুব বেশি বাড় (বাড়াবাড়ি হওয়া)। ২ মাত্রাতিরিক্ত সীমা লঙ্ঘন (বাড়াবাড়ি করা)। পা বাড়ানো (ক্রিয়া) যেতে উদ্যত হওয়া; প্রস্থানের উদ্যোগ গ্রহণ করা। হাত বাড়ানো (ক্রিয়া) পাওয়ার বা ধরার জন্য হস্ত প্রসারণ করা; পাবার লোভে অগ্রসর হওয়া; পাওয়ার জন্য সচেষ্ট বা আগ্রহান্বিত হওয়া। {(তৎসম বা সংস্কৃত) √বৃধ্‌>বাড়+(বাংলা) আ; (তুলনীয়) (হিন্দি) বঢ়্‌না}
  • Bengali Word বাড়ি ১ Bengali definition [বাড়ি] (বিশেষ্য) ১ লাঠি দণ্ড বেত প্রভৃতি দিয়ে আঘাত (উপস্থিত মাথায় বাড়ি কি প্রকারে ঠেকাইবেন তাহারইফিকির করুন-মীর মশাররফ হোসেন)। ২ ঋণ। ৩ সুদ বৃদ্ধি।{(তৎসম বা সংস্কৃত) বৃদ্ধি>(প্রাকৃত) বড়্‌টি>(বাংলা) বাড়ি}
  • Bengali Word বাড়ি ২, বাড়ী Bengali definition [বাড়ি] (বিশেষ্য) ১ আবাসগৃহ; বাসস্থান; বাস্তু সংলগ্ন বেষ্টিত স্থান। ২ উদ্যান; বাগান (বাগানবাড়ি)। বাড়িওয়ালা (বিশেষ্য) বাড়ির মালিক (বাড়িওয়ালা খুব ভাল মানুষ)। বাড়িওয়ালী( স্ত্রীলিঙ্গ) । বাড়িঘর, ঘরবাড়ি (বিশেষ্য) গোটা বাড়ি; সমস্ত ঘর ইত্যাদিসহ বাড়ি। {(তৎসম বা সংস্কৃত) বাটী>}
  • Bengali Word বায় ১ Bengali definition [বায়্‌] (বিশেষ্য) ১ বায়ু; হাওয়া; অনিল; বাতাস; পবন; সমীরণ; সমীর (অঙ্গে নিলাজ পুলক ছোটে বায় যেন হায় নরম লতা-কাজী নজরুল ইসলাম)। ২ গন্ধ; খোশবু। □ (ক্রিয়াবিশেষণ) বাতাসে; হাওয়া। {(তৎসম বা সংস্কৃত) বায়ু>}
  • Bengali Word বায় ২ Bengali definition [বায়্‌] (ক্রিয়া) বোনে (কেহ বায় বস্ত্র-রামেশ্বর ভট্টাচার্য)। ২ বাজে (মৃদঙ্গ মন্দিরা বায় কেহ-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ চালায় (নৌকা বায়)। {(তৎসম বা সংস্কৃত) বাদ্য> বাজায়>বায়}
  • Bengali Word বায় ৩ Bengali definition [বায়্‌] (বিশেষ্য) ১ বয়ন; বপন। □ (ক্রিয়া) বয়ন করে। {(তৎসম বা সংস্কৃত) √বে+অ(অণ্‌)}
  • Bengali Word বায়ক Bengali definition [বায়োক্‌] (বিশেষণ) ১ বাদ্যকর; বাদক। ২ বপনকারক; বয়নকারক। {(তৎসম বা সংস্কৃত) বাদক>}
  • Bengali Word বায়তুলমাল Bengali definition [বায়তুল্‌মাল্‌] (বিশেষ্য) রাজকোষ; ধনাগার (বায়তুলমাল হইতে ভরণপোষণের জন্য তাঁকে কিছু টাকা বৃত্তি লইতে হইত-দৌলত উজির বাহরাম খান)। {(আরবি) বায়তুল্‌মাল্‌}
  • Bengali Word বায়তুল্লাহ Bengali definition [বায়্‌তুল্‌লাহ্‌] (বিশেষ্য) আল্লাহর ঘর; কা’বা (বিশ্ব মুসলিম মিলন কেন্দ্র বায়তুল্লা-মাওলানা মুস্তাফিজুর রহমান)। {(আরবি) বায়তুল্লাহ্‌}
  • Bengali Word বায়ন ১ Bengali definition [বায়োন্‌] (বিশেষণ) বাদ্যকর। {(তৎসম বা সংস্কৃত) বাদন>}
  • Bengali Word বায়ন ২ Bengali definition [বায়োন্‌] (বিশেষ্য) ১ পূজন; সেবন। (গায়নে বায়নে মাগো মাগি এই বর-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ পিষ্টকবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √বয়্‌+ণিচ্‌=√বায়ি(সেবন)+অন(ল্যুট্‌)}
  • Bengali Word বায়না ১ Bengali definition [বায়্‌না] (বিশেষ্য) ১ আবদার; প্রবল আগ্রহের সঙ্গে বার বার চাওয়া (ছোট খাট কত বায়না ছেলের পারে নাই মিটাবার-জসীমউদ্‌দীন)। ২ ছল; উছিলা; ওজর; ছুতা। {(ফারসি) বাহানাহ্‌}
  • Bengali Word বায়না ২ Bengali definition [বায়্‌না] (বিশেষ্য) অগ্রিম মূল্যদান; দাদন; earnest money; মুল্য নির্ধারণ করে কিয়দংশ অগ্রিম দান বা গ্রহণ; মূল্যের কিয়দংশ পূর্বে দান করে ক্রয়ের অঙ্গীকার (জমিটার জন্য গাজী পাঁচ শত টাকা বায়না করেছে)। বায়নাপত্র (বিশেষ্য) বায়না করা হলো-এরূপ স্বীকৃতিপত্র (বায়না-পত্তর করা হয়েছে)। {(আরবি) বয়+(ফারসি) নামাহ}
  • Bengali Word বায়নাক্কা, বায়নাক্কা Bengali definition [বায়্‌নাক্‌কা, বয়্‌নাক্‌কা] (বিশেষ্য) বিস্তৃত বিবরণ; বিস্তারিত বিবরণ; খুঁটিনাটি; ফর্দ; টালবাহানা (পোলাও মাংস বাছতে হয় দেখতে হয় বহুৎ বয়নাক্কা-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) বর্ণনাক্রম>}
  • Bengali Word বায়ব, বায়বীয়, বায়ব্য Bengali definition [বায়োবো, বায়োবিয়ো, বায়োব্‌বো] (বিশেষণ) ১ বায়ু বিষয়ক; বাতাস থেকে উৎপন্ন; বায়ুতুল্য; বায়ুপথে চলে এমন। বায়ব্য বায়ু (বিশেষ্য) মৌসুমি বায়ু; monsoon। বায়ব্যমুল (বিশেষ্য) যে মূল্য বা শিকড় শূন্যে বিস্তৃত; বটের ঝুড়ি। বটের ঝুড়ি। বায়ব্যাস্ত্র (বিশেষ্য) প্রাচীন অস্ত্র বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) বায়ু+অ(অণ্‌); ঈয়, +য(যৎ)}
  • Bengali Word বায়স Bengali definition [বায়োশ্‌] (বিশেষ্য) ১ কাক (পক্ষী হইলেই স্পর্ধা করয় বায়সে-সৈয়দ আলাওল)। ২ অগুরু বৃক্ষ। বায়সী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) স্ত্রীজাতীয় কাক। বায়সান্তক, বায়সারি (বিশেষ্য) পেচক। {(তৎসম বা সংস্কৃত) বয়স্‌+অ(অণ্‌)}
  • Bengali Word বায়স্কোপ Bengali definition [বায়োস্‌কোপ্‌] (বিশেষ্য) চলচ্চিত্র; ছায়াছবি; সিনেমা। {(ইংরেজি) Bioscope}
  • Bengali Word বায়া Bengali definition [বায়া] (বিশেষ্য) স্বত্ব বিক্রয়কারী (আদালতের ভাষা)। {(আরবি) বায়ে}
  • Bengali Word বায়াত্তর, বায়াত্তুরে, বায়াত্তরিয়া Bengali definition বাহাত্তর
  • Bengali Word বায়ু Bengali definition [বায়ু] (বিশেষ্য) ১ বাতাস; হাওয়া; পবন; বাত; অনিল; মরুৎ; মারুত; সমীর; সমীরণ (হঠাৎ বাতাস বইতে শুরু করল)। ২ বাই; বাতিক (মনিবের ধন সম্পর্কে নীলকন্ঠের একটা কৃপণতার বাতিক আছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ দেহমধ্যস্থ ধাতুবিশেষ; দেহস্থ পাঁচটি বায়ু-প্রাণ, অপান, সমান, উদান, ব্যান (প্রাণ-বায়ু)। বায়ুকেতু (বিশেষ্য) ধূলি। বায়ুকোণ (বিশেষ্য) উত্তর ও পশ্চিম দিকের মদ্যবর্তী কোণ (বায়ু কোণের বাতায়নে বসে তাকিয়ে আছি-সুধা)। বায়ুকোষ (বিশেষ্য) ফুসফুস; শরীরের মধ্যস্থ বায়ু থাকার আধার। বায়ুগতি (বিশেষণ) বায়ুর মত দ্রুতগতি। বায়ুগ্রস্ত (বিশেষণ) ১ বায়ুরোগাক্রান্ত। ২ বাতিকগ্রহস্ত। বায়ুঘরট্ট (বিশেষ্য) বায়ু প্রবাহের দ্বারা চালিত ঘরট্ট। বায়ুজীবী (বিশেষণ) কেবল বায় আহার পূর্বক জীবন ধারণ করে এমন। বায়ুতনয়, বায়ুনন্দন (বিশেষ্য) হনুমান। বায়ুপথ (বিশেষ্য) আকাশ। বায়ুপরিবর্তন (বিশেষ্য) স্বাস্থ্যলাভার্থ এক স্থান হতে অন্য স্থানে গমন (আমি কহিলাম বায়ু পরিবর্তন-রবীন্দ্রনাথ ঠাকুর)। বায়ুপ্রবাহ (বিশেষ্য) বায়ুর স্রোত বা বেগ। বায়ু বাহিনী (বিশেষ্য) বায়ু সঞ্চারিণী শিরা। বায়ু বিজ্ঞান (বিশেষ্য) আবহবিদ্যা; meteorology (বায়ু-বিজ্ঞান বিষয়ক কতগুলি গ্রন্থ প্রণয়ন করেন-আকবর আলী)। বায়ুভুক (বিশেষণ) বায়ু ভক্ষণ করে বাঁচে এমন; বায়ুভক্ষণকারী। □ (বিশেষ্য) সাপ; অহি। বায়ুমণ্ডল (বিশেষ্য) ১ পৃথিবীর উপরে আকাশে যতদূর পর্যন্ত বাতাস আছে। ২ আকাশ; শূন্য। বায়ুমান যন্ত্র (বিশেষ্য) যে যন্ত্রে বায়ুর চাপ মাপা হয়; barometer। বায়ুরোগ (বিশেষ্য) উন্মাদ রোগ; ক্ষিপ্ততা বা পাগলামি রোগ; বাতিক। বায়ুরোধী (বিশেষণ) বাতাস প্রবেশ করতে বা বের হতে না পারে এমনভাবে আবদ্ধ; air-tight। বায়ুসখ, বায়ুসখা (বিশেষ্য) অগ্নি। বায়ুসেবন (বিশেষ্য) খোলা জায়গায় ভ্রমণের দ্বারা বিশুদ্ধ বায়ু গ্রহণ। বায়ুস্তর (বিশেষ্য) বায়ুর বিভিন্ন থাক বা পর্যায়। {(তৎসম বা সংস্কৃত) √বা+উ(উণ্‌)}
  • Bengali Word বায়েত, বায়াত Bengali definition [বায়েত্‌, বয়াত্‌] (ক্রিয়া) ১ দীক্ষাদান করা (এনাম হোসেন তৎক্ষণাৎ তাহার হস্ত স্পর্শ করিয়া তাহাকে বয়াত করিলেন-মীর মশাররফ হোসেন)। ২ আনুগত্য স্বীকার করা। {(আরবি) বাইআত}
  • Bengali Word বায়েন Bengali definition [বায়েন্‌] (বিশেষ্য) বাদ্যকর; বাদক; দক্ষ বাদক। {(তৎসম বা সংস্কৃত) বাদন>}
  • Bengali Word বি Bengali definition [বি] (অব্যয়) বিকার; বিশেষ, বৈপরীত্য প্রভৃতি ভাসসূচক উপসর্গ। {(তৎসম বা সংস্কৃত) অর্পি>; এই অর্থে প্রা(বাংলা) বি/বী : পঞ্চ (বিশেষ্য) ডাল (চর্যাপদ)}
  • Bengali Word বি কম Bengali definition (বিশেষ্য)
  • Bengali Word বি. এ., বি. এসসি., বি.কম. Bengali definition [বিয়ে, বিয়েস্‌সি, বিকম্‌] (বিশেষ্য) ১ বিশ্ববিদ্যালয় প্রদত্ত যথাক্রমে কলা, বিজ্ঞান ও বাণিজ্য বিষয়ক Bachelor of Arts, Bachelor of Science এবং Bachelor of Commerce উপাধিসমূহ। ২ যথাক্রমে স্নাতক করা, স্নাতক বিজ্ঞান ও স্নাতক বাণিজ্য শ্রেণি। ৩ গ্রাজুয়েট ডিগ্রিধারী শিক্ষিত যুবক (কত বি.এ., এম.এ. দরখাস্ত করবে)। {(ইংরেজি) B.A., B.Sc., B.Com.}
  • Bengali Word বি. এল. Bengali definition [বিয়েল্‌] (বিশেষ্য) আইন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে বিশ্ববিদ্যালয় থেকে প্রদত্ত Bachelor of Law উপাধি। {(ইংরেজি) B.L}
  • Bengali Word বি. এসসি. Bengali definition বি. এ.
  • Bengali Word বিঁধ Bengali definition [বিঁধ্‌] (বিশেষ্য) ছিদ্র; ফোঁড় (বিধটা ছোট হয়েছে)। {(তৎসম বা সংস্কৃত) √বাধ্‌; (তৎসম বা সংস্কৃত) বিদ্ধ>(বাংলা) বিন্ধ>}