ব পৃষ্ঠা ৩২
- Bengali Word বাধ Bengali definition [বাধ্] (বিশেষ্য) ১ বাধা; ব্যাঘাত; প্রতিবন্ধ। ২ উপদ্রব; পীড়া। {(তৎসম বা সংস্কৃত) √বাধ্+অ(ঘঞ্)}
- Bengali Word বাধক Bengali definition [বাধোক্] (বিশেষণ) ১ অন্তরায়; বাধা সৃষ্টিকারী; বাধাজনক; প্রতিবন্ধক। ২ সন্তান উৎপাদন রোধক স্ত্রীরোগ; রজেদোষ। {(তৎসম বা সংস্কৃত) √বাধ্+অক(ণ্বুল্)}
- Bengali Word বাধন Bengali definition [বাধোন্] (বিশেষ্য) পীড়ন; ব্যাঘাত; প্রতিষেধ। {(তৎসম বা সংস্কৃত) √বাধ্+অন(ল্যুট্)}
- Bengali Word বাধা ১ Bengali definition [বাধা] (বিশেষ্য) ১ প্রতিবন্ধ; অন্তরায়; বিঘ্ন; ব্যাঘাত; নিষেধ (নিয়তির বাধা না মানে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ লোকবিশ্বাস অনুযায়ী হাঁচি-টিকটিকি জাতীয় দৈবনিষেধের সংকেত (বাধা পড়া)। ৩ প্রতিরোধ (বাধা না মেনে)। {√বাধ্+আ}
- Bengali Word বাধা ২ Bengali definition [বাধা] (ক্রিয়া) ১ রুদ্ধ বা বদ্ধ হওয়া; জড়িত বা লিপ্ত হওয়া; আটকানো (কাঁটায় কাপড় বেধে গেছে)। ২ বাধা পাওয়া; প্রতিবন্ধকতা বা বিরোধ সৃষ্টি হওয়া; লাগা (স্বার্থে স্বার্থে লেগেছে সংঘাত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৫ বন্দী বা ধৃত হওয়া (বেধে আনা)। ৬ বুঝতে অসুবিধে হওয়া। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) আবদ্ধ। বাধানো (ক্রিয়া) ঘটানো। ২ আটকানো; বদ্ধ বা আবদ্ধ করা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √বাধ্+অ(ঘঞ্)+(বাংলা) আ; (তৎসম বা সংস্কৃত) বদ্ধ>}
- Bengali Word বাধিত Bengali definition [বাধিতো] (বিশেষ্য) ১ অনুগৃহীত; অনুগ্রহপ্রাপ্ত; উপকারের ঋণে বা কৃতজ্ঞতায় বদ্ধ (বাধিত হওয়া বা থাকা)। □ (বিশেষণ) বাধাযুক্ত; পীড়িত। {(তৎসম বা সংস্কৃত) √বাধ্+(বাংলা) ইত}
- Bengali Word বাধোবাধো, বাধবাধ Bengali definition [বাধোবাধো] (ক্রিয়াবিশেষণ) বেধে যাচ্ছে এমন; সংকোচযুক্ত বা কুন্ঠাযুক্ত ভাব (বলতে বাধ বাধ ঠেকছে)। {(তৎসম বা সংস্কৃত) √বাধ্+অ(ঘঞ্)+√বাধ্+অ(ঘঞ্)}
- Bengali Word বাধ্য Bengali definition [বাদ্ধো] (বিশেষণ) ১ বশ্য; বশীভূত; আজ্ঞাবহ (বাধ্য ছেলে, নিয়তির বাধ্য, কথার বাধ্য)। ২ নিবারণযোগ্য; নিবারণীয়; নিষেধের। ৩ উপায়হীনতা (একাজ করতে তুমি বাধ্য)। বাধ্যতা বি। বাধ্যবাধকতা (বিশেষ্য) করতেই হবে এমন; পারস্পরিক বশ্যতা; বাধাবাধি। {(তৎসম বা সংস্কৃত) √বাধ্+য(ণ্যৎ)}
- Bengali Word বান ১ Bengali definition [বান্] (বিশেষ্য) এক তক্তার সঙ্গে অন্য তক্তা জোড়া দেওয়ার জন্য যে কাঁজ কাটা হয়। বানবাল (বিশেষণ) ১ নৌকার তক্তার জোড়া ফাঁক হয়ে যাওয়া। ২ ভণ্ডুল; ফেঁসে যাওয়া; বিপর্যয় ঘটা; ভেস্তে যাওয়া (পরিকল্পনা বানচাল হওয়া)। {(ফারসি) বান (রক্ষক)}
- Bengali Word বান ২ Bengali definition [বোন্] (বিশেষ্য) বন্যা; জলপ্লাবন; নদ-নদীর হঠাৎ প্রচুর জলস্ফীতি বা বৃদ্ধি (সন্ধার আগে থেকেই বানের তাণ্ডবলীলা শুরু হয়)। বানডাকা (ক্রিয়া) বন্যা হওয়া। বানের পানিতে ভেসে আসা (ক্রিয়া) (আলঙ্কারিক) তুচ্ছভাবে বা মূল্যহীন হওয়া; সর্বনাশ হয়ে যাওয়া। বানভাসি (বিশেষ্য) ১ বন্যায় যা ভাসিয়ে আনে। ২ বন্যায় ভাসানো (নদীর বানভাসির পর যেমন বান রেখে যায়-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) বন্যা>}
- Bengali Word বানপ্রস্থ Bengali definition [বান্প্রোস্থো] (বিশেষ্য) ১ হিন্দুশাস্ত্র অনুসারে তৃতীয় আশ্রম; সংসার ছেড়ে পৌঢ় বয়সে বনে বসবাস করে ঈশ্বরের চিন্তায় অবশিষ্ট জীবন অতিবাহন। □বিণ তৃতীয় আশ্রম অবলম্বকারী (আমরা বলি, বানপ্রস্থ যৌবনেতেই চলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বনপ্রস্থ+অ(অণ্)}
- Bengali Word বানর Bengali definition ⇒ বাঁদর
- Bengali Word বানস্পত্য Bengali definition [বানোশ্পোত্তো] (বিশেষ্য) পুষ্প ব্যতীত ফল হয় এমন বট অশ্বত্থ ইত্যাদি গাছ; বনস্পতিসমূহ। {(তৎসম বা সংস্কৃত) বনস্পতি+য(ণ্য)}
- Bengali Word বানা Bengali definition [বানা] (বিশেষ্য) ১ তাঁত বোনার কাজে ব্যবহৃত সরু খিল। ২ বাঁশের পাতলা সরু চটা দিয়ে প্রস্তুত মাছ আটকানোর বেড়া। {(তৎসম বা সংস্কৃত) √বাণি>(প্রাকৃত) রণ্ন>(বাংলা) বান+আ}
- Bengali Word বানাওট Bengali definition ⇒ বানোয়াট
- Bengali Word বানাত Bengali definition [বানাত্] (বিশেষ্য) এক প্রকার কাপড় (যে রক্তবর্ণ বানাত তক্তপোষে আছে-বেরো)। {(ইংরেজি) Bonnet}
- Bengali Word বানান Bengali definition [বানান্] (বিশেষ্য) শব্দের বর্ণ বিশ্লেষণ (১৯৯২ সালে বাংলা একাডেমী প্রমিত বাংলা বানানের নিয়ম প্রকাশ করে; বাংলা একাডেমী বানান-অভিধান)। {(তৎসম বা সংস্কৃত) বর্ণন>}
- Bengali Word বানানো Bengali definition [বানানো] (ক্রিয়া) ১ তৈরি করা; গড়া; প্রস্তুত করা (বাড়ি বানানো শেষ হয়েছে)। ২ রাঁধা (রুটি বানানো; কোর্মা বানানো)। ৩ রাঁধবার জন্য কোনো কিছু কোটা (মাংস বানানো, তরকারি বানানো)। ৪ কোনো কিছুর সঙ্গে তুল্য জ্ঞান করা (ভেড়া বানানো)। ৫ কিছুতে পরিণত করা (বোকা বানানো)। □ (বিশেষণ) কৃত্রিম; মিথ্যা। {(তুলনীয়) (হিন্দি) বনানা; ক্রিয়ার রূপ-বানাই, বানাও, বানান, বানাবে, বানিয়ো ইত্যাদি; অসমাপিকার রূপ-বানিয়ে, বানাতে ইত্যাদি}
- Bengali Word বানারসি, বেনারসি Bengali definition [বানারোশি, বেনারোশি] (বিশেষ্য) কাশীতে প্রস্তুত শাড়ি (তোমার বানারসীটা খুব সুন্দর)। {(তৎসম বা সংস্কৃত) বরুণা+অসি=বারাণসি>(বর্ণবিপর্যয়ে) বানারসি>}
- Bengali Word বানি, বানী Bengali definition [বানি] (বিশেষ্য) অলঙ্কার ইত্যাদি প্রস্তুত করবার মজুরি অর্থাৎ বানানোর পারিশ্রমিক। {(তৎসম বা সংস্কৃত) √বাণি>(প্রাকৃত) রণ্ন>(বাংলা) বান+ই; (তুলনীয়) (আরবি) বাণী}
- Bengali Word বানিয়া, বেনিয়া, বেনে Bengali definition [বানিয়া, বেনিয়া, বেনে] (বিশেষ্য) ১ ব্যবসাদার; ব্যবসায়ী; দোকানি। ২ অত্যন্ত ব্যবসায় বুদ্ধিসম্পন্ন ব্যক্তি (তুমি দিন দিন বেনিয়া হয়ে যাচ্ছে)। বানিয়ানি, বেনেনি( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বাণিজ>(প্রাকৃত) বণিঅ>বনিয়া,>}
- Bengali Word বানীর Bengali definition [বানির্] (বিশেষ্য) বেতগাছ; বেতস লতা; বঞ্জুল। {(তৎসম বা সংস্কৃত) √বন্+ঈর্(ঈরণ্)}
- Bengali Word বানু Bengali definition [বানু] (বিশেষ্য) উচ্চবংশীয়া অভিজাত সম্ভ্রান্ত মুসলিম মহিলা। {(ফারসি) বানু}
- Bengali Word বানুরে Bengali definition [বানুরে] (বিশেষণ) বানরসুলভ; বানরোচিত; বানরের ন্যায় স্বভাববিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) বানর+ইয়া>}
- Bengali Word বানেয় Bengali definition [বানোয়ো] (বিশেষণ) বনজাত; বনবাসী। {(তৎসম বা সংস্কৃত) বানর+এয় (ঢক্)}
- Bengali Word বানোয়াট, বানাওট Bengali definition [বানোয়াট্, বানাওট্] (বিশেষণ) কৃত্রিম; কল্পিত; মিথ্যা (এসবই দেনা না দিবার মতলব বানাওট কথা-মনসুর)। {(বাংলা) বানা+ওয়াট; (তুলনীয়) (হিন্দি) বনাওট}
- Bengali Word বান্ত Bengali definition [বান্তো] (বিশেষণ) বমি করা হয়েছে এমন; বমিত; উদগীর্ণ। {(তৎসম বা সংস্কৃত) √বম্+ত(ক্ত)}
- Bengali Word বান্দর Bengali definition ⇒ বাঁদর
- Bengali Word বান্দা Bengali definition [বান্দা] (বিশেষ্য) ১ গোলাম; দাস; ক্রীতদাস; একান্ত বাধ্য (যেমন আদেশ বান্দার উপর-তাহা হোক হয়রত-মোহিতলাল মজুমদার; বন্দেগী করিবে বান্দা জমিন টুকিয়া-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ ব্যক্তি (শাশুড়ির কান্দে ভর করিয়া দিবার মূলেই এই বান্দা-মীর মশাররফ হোসেন)। ৩ সৃষ্ট মানব; মানুষ (তোমার বান্দার প্রতি সহায় হও, হে খোদা)। ৪ অনুগত লোক; বশীভূত ব্যক্তি (বান্দা হাজির)। ৫ (বিদ্রূপ) সহজ সরল ব্যক্তি (বান্দা বুঝেছে এবার)। আল্লার বান্দা (বিশেষ্য) আল্লাহ কর্তৃক সৃষ্ট মানুষ। বন্দি, বান্দী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) দাসী; ক্রীতদাসী। {(ফারসি) বান্দাহ্}
- Bengali Word বান্ধব Bengali definition [বান্ধোব্] (বিশেষ্য) প্রিয়জন; বন্ধুবান্ধব; আত্মীয়স্বজন। বান্ধবী( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বন্ধু+অ(অণ্)}