Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word বান্ধলি, বাঁধুলি Bengali definition [বান্‌ধুলি] (বিশেষ্য) পুষ্পবিশেষ (লাজে বিম্ব বান্ধুলি গমন বনান্তর-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) বন্ধুলি>}
  • Bengali Word বান্ধা Bengali definition [বান্‌ধা] (ক্রিয়া) বাঁধা (দুয়ারে বান্ধা হাতি)। {(তৎসম বা সংস্কৃত) বন্ধন>(বাংলা) √বান্ধ্‌+আ}
  • Bengali Word বাপ ১, বাপস Bengali definition [বাপ্‌, বাপ্‌স্‌] (অব্যয়) ভয়, বিস্ময় প্রভৃতি সূচক ধ্বনি। {ধ্বন্যাত্মক (হয়তো পিতাকে স্মরণ করা থেকে)}
  • Bengali Word বাপ ২ Bengali definition [বাপ্‌] (বিশেষ্য) ১ বাবা; পিতা; জন্মদাতা। ২ পুত্রস্থানীয় ব্যক্তির প্রতি স্নেহ সম্বোধন। ৩ পিতৃস্থানীয় ব্যক্তি বা পিতৃবৎ পূজ্য ব্যক্তি (ধর্মবাপ)। □ (অব্যয়) ভয় বিস্ময় প্রকাশক শব্দ। বাপকা বেটা (বিশেষণ) পিতার যোগ্য পুত্র। বাপকা বেটা সিপাইকা ঘোড়া কুচ নেহি তো থোড়া থোড়া-পিতার গুণ সন্তানে কিছু না কিছু বর্তায়। বাপকেলে (বিশেষণ)পৈত্রিক; পিতার আমলের; প্রাচীন (বাপকেলে সম্পত্তি)। বাপ বলা (ক্রিয়া) একান্ত নতি স্বীকার করা; বশ্যতা স্বীকার করে নেওয়া (দেবে না? বাপ বাপ বলে দেবে)। বাপ মা তোলা (ক্রিয়া) পিতামাতার উল্লেখ করে গালি দেওয়া। বাপ-মা মরা দায় (বিশেষ্য) বিশেষ দায়; যে বিপদে হীনতা স্বীকার করতে হয়। বাপরে, বাপরে বাপ (অব্যয়) ভয়, বিস্ময়, দুঃখ ইত্যাদি প্রকাশক ধ্বনিবিশেষ (বাপরে বাপ, কী বিরাট দৈত্য)। বাপান্ত করা (ক্রিয়া) পিতা ও পূর্বপুরুষের উল্লেখ করে গালাগালি দেওয়া; (তুলনীয়) চোদ্দ পুরুষ তোলা। বাপের জন্মে, বাপের কালে, বাপের বয়সে-কোনো দিন; কখনও; কোনো কালে (এমন কথা বাপের জন্মেও শুনিনি)। বাপের বেটা (বিশেষ্য) পিতার যোগ্য পুত্র; মরদ; বীরপুরুষ। আপনি বাঁচলে বাপের নাম-বিপদের সময়ে নিজের ভাবনাই আগে ভাবতে হয়। {(তৎসম বা সংস্কৃত) বপ্র (যে বীজ বপন করে)>}
  • Bengali Word বাপন Bengali definition [বাপোন্‌] (বিশেষ্য) (অন্যের দ্বারা) বপন, বয়ন বা মুণ্ডন করা হয়েছে এমন। বাপন (বিশেষ্য), (বিশেষণ) বপনকারী। {(তৎসম বা সংস্কৃত) √বপ্‌+ণিচ্‌(=√বপি)+অন(ল্যুট্‌)}
  • Bengali Word বাপা, বপা Bengali definition [বাপা, বপা] (বিশেষ্য) বাপ; পিতা (সরহ ভণই বপা উজুকট ভাইলা-চর্যাপদ)। {(তৎসম বা সংস্কৃত) বপ্র>}
  • Bengali Word বাপাত, বাপাতি Bengali definition [বাপাত্‌, বাপাতি] (মধ্যযুগীয় বাংলা) (বিশেষণ) বাপকেলে; পিতার কালে। {(বাংলা) বাপ+আত, আতি}
  • Bengali Word বাপান্ত, বাপন্ত Bengali definition [বাপান্‌তো] (বিশেষ্য) বাপ তুরে গালি (উঠতে বসিতে করি বাপান্ত-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(বাংলা) বাপ+অন্ত}
  • Bengali Word বাপি, বাপী Bengali definition [বাপি] (বিশেষ্য) ১ বড় পুকুর বা দিঘি; জলাশয়। ২ বাপ আদরে বাপি; পিতা। {(তৎসম বা সংস্কৃত) √বপ্‌+ই(ইঞ্‌), ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word বাপিত Bengali definition [বাপিতো] (বিশেষণ) ১ বপন করা হয়েছে এমন; মুণ্ডিত বা রোপিত; উপ্ত। ২ বাওয়া ধান। {(তৎসম বা সংস্কৃত) √বপ্‌+ণিচ্‌(=বাপি)+ত(ক্ত)}
  • Bengali Word বাপী Bengali definition বাপি
  • Bengali Word বাপু Bengali definition [বাপু] (বিশেষ্য) বাছা; স্নেহপাত্রকে সম্বোধনবিশেষ; বাবু; পিতা (কাজটি শেষ করে ফেলো বাপু)। বাপুজি (বিশেষ্য) মহাত্মা গান্ধীর সম্মানজনক সম্বোধন। বাপু বাছা করা (ক্রিয়া) সস্নেহে বাক্য প্রয়োগ করা। {(তৎসম বা সংস্কৃত) বপ্র}
  • Bengali Word বাপুতি Bengali definition [বাপুতি] (বিশেষণ) বাপের; পিতার (বাপুতি সম্পত্তি)। {বাপু+তি}
  • Bengali Word বাপুর (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বাপুর্‌] (অব্যয়) বৎস; সন্তানের প্রতি স্নেহসূচক সম্বোধন (ভমর বাপুর বিরহে আকুল তুঅ দরশন লাগি-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) বপ্র>}
  • Bengali Word বাপুড়া, বাপুড়ী Bengali definition [বাপুড়া, বাপুড়ি] (প্রাচীন বাংলা) (বিশেষণ) বেচারা (তাই চড়ি নাচঅ ডোম্বী বাপুড়ী-চর্যা)। {(তৎসম বা সংস্কৃত) বপ্র>বাপু+ড়া, ড়ী}
  • Bengali Word বাপ্তিস্মা Bengali definition [বাপ্‌তিস্‌মা] (বিশেষ্য) বিশেষ প্রক্রিয়ায় খ্রিষ্টধর্মে দীক্ষা। {গ্রি. Baptismos> (ইংরেজি) Baptism}
  • Bengali Word বাফতা Bengali definition [বাফ্‌তা] (বিশেষ্য) বস্ত্রবিশেষ; রেশম ও কার্পাস মিশিয়ে প্রস্তুত বস্ত্রবিশেষ। {(ফারসি) বাফতাহ}
  • Bengali Word বাফোই Bengali definition [বাফোই] (অব্যয়) বাপরে বাপ; ভয়, বিস্ময় ইত্যাদি ব্যঞ্জক (কান্দেরে বাঙ্গাল ভাই বাফোই বাফোই-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {বাপ>বাফ>}
  • Bengali Word বাব ((মদ্যযুগীয় বাংলা) ) Bengali definition [বাব্‌] (বিশেষ্য) বিষয়; রাজস্ব (সেলামী কি বাঁশগাড়ী নানা বাবে যত করি না লইব গুজরাট বাসে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(ফারসি) বাবত}
  • Bengali Word বাবই Bengali definition বাবুই
  • Bengali Word বাবত, বাবদ Bengali definition [বাবোত্‌, বাবোদ্‌] (অব্যয়) জন্য; দরুণ; দফা (কোন বাবদে কত টাকা খরচ হয়, তার যথাযথ হিসাব প্রত্যাশা করি)। {(ফারসি) বাবত}
  • Bengali Word বাবদূক Bengali definition [বাব্‌দুক্‌] (বিশেষ্য) বাচাল; বাক্যবাগীশ। {(তৎসম বা সংস্কৃত) √বদ্‌+য(যঙ্‌)+উক(উকঞ্‌)}
  • Bengali Word বাবরি, বাবরী Bengali definition [বাব্‌রি] (বিশেষ্য) লম্বা কোঁকড়ানো চুল; কাঁধ পর্যন্ত লম্বা কোঁকড়ানো চুল (বাবরি চুল)। বাবরি কাটা, বাবরি ছাঁটা (বিশেষণ) বাবরির মতো কুঞ্চিত করে কাটা বা ছাঁটা। {(ফারসি) বাবর}
  • Bengali Word বাবর্চি Bengali definition বাবুর্চি
  • Bengali Word বাবলা Bengali definition [বাব্‌লা] (বিশেষ্য) এক জাতীয় কাঁটাওয়ালা গাছ-যার কাঠে লাঙল ও আঠায় গঁদ প্রস্তুত হয় (বাবলা গাচে হাত লেগে আঙুল গেল ছিঁড়ে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) বর্বুর>}
  • Bengali Word বাবা Bengali definition [বাবা] (বিশেষ্য) ১ পিতা; জনক। ২ পিতার মতো আশ্রয়স্থল। ৩ পুত্র বা পুত্রস্থানীয়কে আদরে ও স্নেহ সম্বোধনে ব্যবহৃত শব্দ। ৪ সাধু সন্ন্যাসী ও দেবতার প্রতি সম্মান সূচক উপাধি (বাবা বিশ্বনাথ বাবা নানক)। ৫ বৎস (দড়ি ছেঁড়া কেন বাবা-সচ)। ৬ আদর, অনুনয় ইত্যাদিসূচক সম্বোধন (বাবা-সোনা করা)। ৭ বন্ধু-বান্ধবদের পরস্পরের প্রতি সম্বোধন (কেন গোলমাল কর বাবা)। ৮ বিতৃষ্ণাজনক উক্তি (বাবা! ও পথে আর নয়)। ৯ অধিকরত শক্তিশালী (এ মেয়ে পুরুষের বাবা)। বাবাগো (বিশেষণ) দুঃখ, যন্ত্রণা ইত্যাদি সূচক উক্তি (বাবাগো মাগো বলে চিৎকার করতে লাগল)। বাবাজান, বা’জান (বিশেষ্য) ১ পিতা। ২ বৎস। বাবাজি, বাবাজী (বিশেষ্য) ১ (হিন্দু সমাজে) বৈষ্ণব সাধু সন্নাসী সম্পর্কে সম্ভ্রমপূর্ণ উক্তি (কৃষ্ণদাস বাবাজী)। ২ পুত্রস্থানীয়দের প্রতি আরোপিত সম্মানজনক শব্দ। বাবা জীবন (বিশেষ্য) জামাতা বা জামাতৃস্থানীয়ের প্রতি সস্নেহ সম্বোধন। {(তৎসম বা সংস্কৃত) বপ্র>; (তুলনীয়) বাবা}
  • Bengali Word বাবাঃ Bengali definition [বাবাহ্‌] (অব্যয়) ভয়, বিস্ময়, বিদ্রূপ প্রভৃতি সূচক ধ্বনিবিশেষ, যাতে বাবাকে স্মরণ করা হয় বলে মনে করা যেতে পারে। {(তৎসম বা সংস্কৃত) বপ্র>; তুর্কি বাবা}
  • Bengali Word বাবু Bengali definition [বাবু] (বিশেষ্য) ১ পদস্থ বাঙালি হিন্দুর সম্ভ্রমসূচক সাধারণ উপাধি (বাবু দ্বারকানাথ ঠাকুর)। ২ বাঙালি হিন্দু ভদ্রলোকের নামের পরে ব্যবহৃত সম্ভ্রমসূচক সাধারণ উপাধি (শরৎবাবু, রমেশ বাবু)। ৩ (প্রাপ্র) উনিশ শতক ও বিশ শতকের প্রথমার্ধে প্রচলিত প্রধানত হিন্দু সম্প্রদায়ের দাপ্তরিক কর্মচারী (বড়বাবু, ছোটবাবু, টিকিটবাবু)। ৪ হিন্দু সমাজে স্বামী; গৃহস্বামী (বাবু এখনও ঘরে ফেরেননি)। ৫ দৈহিক শ্রমবিমুখ ব্যক্তি (তখন তিনি ঘোর বাবু ছিলেন)। □ (বিশেষণ) শৌখিন; বিলাসী; আয়েশি। বাবুকালচার (বিশেষ্য) উনিশ শতকের গোড়ার দিককার কলকাতাকেন্দ্রিক আধুনিক সংস্কৃতি বা কালচার। বাবুগিরি, বাবুয়ানা, বাবুয়ানি (বিশেষ্য) শৌখিন চালচলন; বিলাসী হালচাল (পরের পয়সায় খুব বাবুগিরি করছো)। বাবুজি, বাবাজি, বাবু মশাই (বিশেষ্য)ভদ্রলোকের প্রতি সম্মানজনক সম্বোধন (বাবুজী শুনুন)। বাবু-বাছা করা (ক্রিয়া) পুত্রবৎ জ্ঞান করে সস্নেহ-বাক্যে কথা বলা। বাবু-বাছা বলা (ক্রিয়া) স্নেহ ও আদর করা। {(তৎসম বা সংস্কৃত) বপ্র>বপ্‌পা>বাপা>বাপু>বাবু}
  • Bengali Word বাবুই, বাবই, বাউই Bengali definition [বাবুই, বাবোই, বাউই] (বিশেষ্য) ১ বয়নপটু ক্ষুদ্র পাখিবিশেষ (বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই-রজনীকান্ত সেন)। ২ দীর্ঘ দৃঢ় তৃণবিশেষ। বাবুই-তুলসী (বিশেষ্য) একপ্রকার তুলসী গাছ। {(তৎসম বা সংস্কৃত) বর্বরী}
  • Bengali Word বাবুর্চি, বাবর্চি Bengali definition [বাবুর্‌চি, বাবোর্‌চি] (বিশেষ্য) ১ পাচক। ২ মুসলমান পাচক (লক্ষ্ণৌয়েল বাবুর্চির রান্না বিরিয়ানি)। বাবুর্চি খানা (বিশেষ্য) রান্নাঘর; হেঁসেল; kitchen (বাবুর্চিখানা থেকে খানা নিয়ে এসো)। {তুর্কি বাবর্চি}