ব পৃষ্ঠা ৩১
- Bengali Word বাতিক Bengali definition [বাতিক্] (বিশেষ্য) ১ বায়ুর প্রকোপ হেতু মানসিক উত্তেজনা; বায়ুরোগ; বাই। ২ পাগলামি; ছিট। প্রবল বোঁক বা শখ (দেশ-বিষ্ণু দেশের ডাকটিকিট সংগ্রহ করার বাতিক)। □ (বিশেষণ) ১ বায়ুঘটিত (বাতিক জ্বর)। বাতিকগ্রস্ত, বাতিকে (বিশেষণ) বাতিকের ফলে অস্থিরচিত্ত (বাতিকে লোক)। {(তৎসম বা সংস্কৃত) বাত(বায়ু)+ইক(ঠক্)}
- Bengali Word বাতিল Bengali definition [বাতিল্] (বিশেষণ) ১ অগ্রাহ্য; না-মঞ্জুর; পরিত্যক্ত (দলিল তাদের বাতিল, যারা মানুষকে চায় করতে খাটো-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ মিথ্যা; অসার। ৩ নাকচ (তবে বিলকূল বাতিল হবে-রার)। {(আরবি) বাতিল}
- Bengali Word বাতুল, বাতূল Bengali definition [বাতুল্] (বিশেষণ) ১ বায়ু রোগাক্রান্ত। ২ উন্মাদ; পাগল; ক্ষেপা (আমি তত বাতুল নহি-রোসা)। বাতুলতা (বিশেষ্য) পাগলামি (তাহা অনেকটা বাতুলতারূপে প্রতীয়মান হইত-রবীন্দ্রনাথ ঠাকুর)। বাতুলাগার (বিশেষ্য) পাগলা-গারদ (পৃথিবীর গতি আছে এই কথা বলতে মহাত্মা গ্যালিলিওকে বাতুলাগারে যাইতে হইয়াছিল-রোসা)। {(তৎসম বা সংস্কৃত) বাত+ল(লচ্)+উ(উঙ্)}
- Bengali Word বাতেন Bengali definition [বাতেন্] (বিশেষ্য) শাস্ত্রসম্পৃক্ত গোপন কথা; যেসব ঐশী কথা সর্বসাধারণের নিকট প্রকাশের যোগ্য নয়। বাতেনি (বিশেষণ) (তোমরা সে সমস্ত বাতেনী কথা বরদাস্ত করিতে পারিবে না-আলাউদ্দীন আল আজাদ)। {(আরবি) বাতিন}
- Bengali Word বাত্যা Bengali definition [বাত্তা] (বিশেষ্য) প্রবল বায়ুপ্রবাহ; ঝড়; ঝটিকা (গতকাল এ জেলায় প্রচণ্ড বাত্যা বয়ে যায়)। বাত্যাচক্র (বিশেষ্য) ঘূর্ণিবায়ু। বাত্যাপীড়িত (বিশেষণ) ঝড়ের মধ্যে পতিত; ঝঞ্ঝাক্লিষ্ট; ঝটিকাহত (বাত্যাপীড়িতদের জন্য এখনও কোনো সাহায্য প্রেরণ করা হয়নি)। বাত্যাবিধ্বস্ত (বিশেষ্য) ঝড়ে ধ্বংসপ্রাপ্ত (বাত্যা-বিধ্বস্তদের সাহায্য প্রদান করা প্রয়োজন)। {(তৎসম বা সংস্কৃত) √বাত্+য+আ(টাপ্)}
- Bengali Word বাথরুম Bengali definition [বাথ্রুম্] (বিশেষ্য) গোসল করার জন্য বিশেষ কামরা; স্নানাগার; গোসলখানা (বাথরুম থেকে বেরিয়ে মুখহাত মুছতে মুছতে-আলাউদ্দীন আল আজাদ)। {(ইংরেজি) Bathroom}
- Bengali Word বাথান Bengali definition [বাথান্] (বিশেষ্য) ১ গোচারণ-মাঠ। ২ গোশালা; যে স্থানে গরু-মহিষকে রাখা হয় (রাত্রে গরুর বাথানে গরু পাহারা দেওয়া-খানবাহাদুর আবদুল হাকিম)। ৩ গরুর পাল। {(তৎসম বা সংস্কৃত) বাসস্থান>(প্রাকৃত) বাহত্থাণ>বাথান}
- Bengali Word বাথানে, বাথানিয়া Bengali definition [বাথানে, বাথানিয়া] (বিশেষণ) বাথানে রাখা ষাঁড়কে দিয়ে পাল দেওয়ার উপযুক্ত; রজঃস্বলা (গাভীর ক্ষেত্রে); যৌন সঙ্গলিপ্সু (ষাঁড় চাহি বুলে যেন বাথানিয়া গাই-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) বাথান+ইয়া>বাথানে}
- Bengali Word বাথুয়া, বেথো Bengali definition [বাথুয়া, বেথো] (বিশেষ্য) শাকবিশেষ। [(তৎসম বা সংস্কৃত) বাস্তুক>(প্রাকৃত) রত্থুআ>বাথুয়া>বেথো}
- Bengali Word বাদ ১ Bengali definition [বাদ্] (বিশেষ্য) ১ কথন; ভাষণ; উক্তি (সাধুবাদ, অসত্যবাদ, নিন্দাবাদ)। ২ তর্ক (বাদপ্রতিবাদ, বাদবিতণ্ডা)। ৩ বাক্য (অনুবাদ)। ৪ ঝগড়া; কলহ (বাদবি সংবাদ)। ৫ মত; মতবাদ; theory (সাম্যবাদ, সাম্রাজ্যবাদ)। ৬ যথার্থ বিচার। বাদ-প্রতিবাদ (বিশেষ্য) তর্কাতর্কি; তর্কবিতর্ক (তাহাদের মধ্যে বাদপ্রতিবাদ শুরু হইল)। বাদবিতণ্ডা (বিশেষ্য) কথা কাটাকাটি; তর্কবিতর্ক; ঝগড়া-কলহ (তাদের বাদবিতণ্ডা চরমে উঠল)। বাত-বিসংবাদ (বিশেষ্য) ঝগড়া-ঝাটি; কলহ (তাদের বাদ-বিসংবাদ লেগেই আছে)। {(তৎসম বা সংস্কৃত) √বদ্+ই(ণিচ্)+অ(অণ্)}
- Bengali Word বাদ ২ Bengali definition [বাদ্] (বিশেষ্য) বাধা; বিঘ্ন; শত্রুতা; বৈরিতা। বাধসাধা (ক্রিয়া) বিঘ্ন বা বিপদ সৃষ্টি করা; বাধা দেওয়া; শত্রুতা সাধন করা। {(তৎসম বা সংস্কৃত) বাধ>}
- Bengali Word বাদ ৩ Bengali definition [বাদ্] বি. (অব্যয়) ছাড়; বিয়োগ; বিযুক্ত; ত্যাগ (তার কথা বাদ দাও)। বাদবাকি (বিশেষণ) অবশিষ্ট (বাদবাকি জিনিসগুলো তুমি পাঠিয়ে দিয়ো)। বাদসাদ (বিশেষ্য) ত্যাগ; বাদ; কিছু অংশ ত্যাগ বা বিসর্জন (কিছু বাদসাধ দাও)।
- Bengali Word বাদক Bengali definition [বাদোক্] (বিশেষ্য), (বিশেষণ) যে বাজায়; বাদ্যকর। বাদন (বিশেষ্য) বাজানো। {(তৎসম বা সংস্কৃত) √বদ্+ণিচ্+অক(ণ্বুল্)}
- Bengali Word বাদল Bengali definition [বাদোল্] (বিশেষ্য) ১ মেঘ (পুবে বাদল উঠলো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ বৃষ্টি; বর্ষা। ৩ দুর্দিন; দুঃসময় (এমন মেঘস্বরে বাদল ঝরঝরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। বাদল-পোকা (বিশেষ্য) বর্ষাকালের ছোট সবুজ পোকা (বাদল পোকার ঝাঁকের মত কেন এত সি.আই.ডি-র আবির্ভাব হল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। বাদলা১ (বিশেষ্য) বাদল; মেঘবৃষ্টি। □ (বিশেষণ) বর্ষাকালীন; বৃষ্টিসিক্ত; বর্ষাস্নাত; মেঘাচ্ছন্ন; বর্ষণযুক্ত (বাদলা রাত)। বাদুলে (বিশেষণ) বাদল সংক্রান্ত; বর্ষাকালের। {মুণ্ডারি বাদর>; (তৎসম বা সংস্কৃত) বার্দল (বাত দ্বারা দলন, নিপাতনে সিদ্ধ)>; (তুলনীয়) (হিন্দি) বাদল}
- Bengali Word বাদলা ২ Bengali definition [বাদ্লা] (বিশেষ্য) জরির সুতা; উক্ত সুতায় উৎপন্ন। বাদলার কাজ (বিশেষ্য) জুরির সুতা দিয়ে তৈরি নকশা ইত্যাদি। {বাদল+আ}
- Bengali Word বাদশাহ, পাদশাহ Bengali definition [বাদ্শাহ্, পাদ্শাহ্] (বিশেষ্য) মূলে পারস্য-সম্রাট; মহারাজ; রাজাধিরাজ। বাদশাহজাদা (বিশেষ্য) ১ বাদশাহর ছেলে; রাজপুত্র। ২ (ব্যঙ্গার্থ) ধনীর দুলাল (কী বাদশাহজাদা আমার!)। বাদশাহজাদি/বাদশাহজাদী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) বাদশার কন্যা; রাজকন্যা। বাদশাহি, বাদশাই (বিশেষ্য) ১ বাদশাহের ঐশ্বর্য ও সম্পদ; সম্রাটের কর্তৃত্ব (তাদেরই আভাস পেলে মনে হয় পাইলাম বাদশাহী-কাজী নজরুল ইসলাম)। ২ জাঁকজমকময় জীবন; বাদশাহগিরি; ভোগবিলাস (দুদিনের বাদশাহী পেয়ে ধরাকে সরাজ্ঞান করা)। ৩ বাদশাহর কাজ; বাদশাহগিরি; সর্বময় কর্তৃত্ব (বাদশাহী উবে গেছে, ডুবেছে বিলাস-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৪ সম্রাটের ঐশ্বর্য ও সম্পদ। □ (বিশেষণ) বাদশাহ সংক্রান্ত; রাজকীয়। {(ফারসি) বাদ্শাহ্}
- Bengali Word বাদহাটা (মধ্যযুগীয় বাংলা) Bengali definition (ক্রিয়া) বাধা দেওয়া; রোধ করা (বড় কেলা বাদহাটা আগুলিয়া পথ-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(আরবি) বাআদ}
- Bengali Word বাদা Bengali definition [বাদা] (বিশেষ্য) ১ জলাভূমি; বাদা নামে পরিচিত সুন্দরবন অঞ্চল (বাদাতে ধান কাটা আরম্ভ হইয়াছে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। ২ দক্ষিণবঙ্গের জঙ্গলময় অঞ্চল (কতবার তাহারা দুইজনে সুদূর বাদা মুল্লুকে ধান কাটিতে গিয়াছে-কাজী আবদুল ওদুদ)। {(আরবি) বাদিয়াহ}
- Bengali Word বাদানুবাদ Bengali definition [বাদানুবাদ্] (বিশেষ্য) তর্ক-বিতর্ক; কলহ; কথা কাটাকাটি (তাদের মধ্যে প্রায়ই বাদানুবাদ হয়)। {(তৎসম বা সংস্কৃত) বাদ+অনু+বাদ}
- Bengali Word বাদাম ১ Bengali definition [বাদাম্] (বিশেষ্য) নৌকার পাল (বাদাম লাগাইয়া বন্ধু কই ভসিয়া যাও-জসীমউদ্দীন)। {(ফারসি) বাদ্(বাতাস)+ বান(রক্ষক)}
- Bengali Word বাদাম ২ Bengali definition [বাদাম্] (বিশেষ্য) বৃক্ষবিশেষ ও তার ফল; almond। বাদামি, বাদামী (বিশেষণ) পাটকিলা; পাটকিলে; বাদামের ন্যায় বর্ণযুক্ত; পিঙ্গল; হলুদাভ; ধূসর; বাদামের মতো (ইংরেজী অক্ষরে বাদামী কেতায় নাম খোদা বি.এন.বি. উপরের জোড়া সিংহের আকৃতি-মীর মশাররফ হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) বাতাম্র>}
- Bengali Word বাদাড় Bengali definition [বাদাড়্] (বিশেষ্য) জঙ্গল; জংলা অঞ্চল (দুপুরবেলা বনে-বাদাড়ে ঘুরে বেড়িও না)। বন-বাদাড় (বিশেষ্য) বন-জঙ্গল। {বাদা>বাদাড়}
- Bengali Word বাদিত Bengali definition [বাদিতো] (বিশেষণ) ধ্বনিত; শব্দিত। {(তৎসম বা সংস্কৃত) √বদ্+ণিচ্+ত(ক্ত)}
- Bengali Word বাদিত্র Bengali definition [বাদিত্ত্রো] (বিশেষ্য) বাদ্যযন্ত্র; বাজনা (বাজিল চৌদিকে ত্রিদিব বাদিত্র-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √বদ্+ণিচ্+ইত্র(ণিত্র)}
- Bengali Word বাদিয়া Bengali definition ⇒ বেদিয়া
- Bengali Word বাদী (-দিন্) Bengali definition [বাদি] (বিশেষ্য) রাগ বা রাগিণীর প্রধান সুর। □ (বিশেষণ) ১ অভিযোগকারী; অভিযোক্তা; নালিশ করে এমন; ফরিয়াদি (বাদী পক্ষ)। ২ বাধা দান করে এমন। ৩ বক্তা; কথক (সত্যবাদী, প্রিয়বাদী স্পষ্টবাদী)। ৪ মতবলম্বী; বিশেষ মতবাদ অনুসারী (বাস্তববাদী, সাম্রাজ্যবাদী)। বাদিনী( স্ত্রীলিঙ্গ) । বাদিতা বি.। {(তৎসম বা সংস্কৃত) √বদ্+ইন্(ণিনি)}
- Bengali Word বাদীপোতা Bengali definition ⇒ বাঁদিপোতা
- Bengali Word বাদুড়, বাদুর Bengali definition [বাদুড়্, বাদুর্] (বিশেষ্য) চামচিকা অপেক্ষা বৃহৎ স্তন্যপায়ী ও ডানাযুক্ত নিশাচর প্রাণী (আঁধারের শরীরে বিকল বাদুরের নৈশ পাখার দাপট-আবদুল গনি হাজারী)। বাদুড় চোষা (বিশেষণ) বাদুরে চুষেছে এমন। বাদুর ঝোলা (বিশেষণ) চলন্ত বাস-ট্রেনে বাদুরের মতো ঝুলে থাকা। [(তৎসম বা সংস্কৃত) বাতুলি>}
- Bengali Word বাদে Bengali definition [বাদে] (অব্যয়) ১ ব্যতীত; ছাড়া (তুমি বাদে কেউ জানে না)। ২ পরে গেলে; অতীত হলে। ৩ অবর্তমানে (তোমার বাদে কে করবে? তিন দিন বাদে আবার এসো)। {(আরবি) বাআদ}
- Bengali Word বাদ্য Bengali definition [বাদ্দো] (বিশেষ্য) যা বাজানো হয়; বাজনা; বাজনার যন্ত্র। বাদ্যকর (বিশেষ্য) বাজনদার; বাজিয়ে। বাদ্যভাণ্ড (বিশেষ্য) বাদ্যযন্ত্রসমূহ। {(তৎসম বা সংস্কৃত) √বদ্+ণিচ্(=√বাদি)+য(যৎ)}