ব পৃষ্ঠা ৩০
- Bengali Word বাণ Bengali definition [বান্] (বিশেষ্য) ১ তীর; শর; শায়ক; ধনুক থেকে ছুড়বার অস্ত্র (কামারেরা বাণ, দশালকি কাটা ও বাটি প্রস্তুত কচ্ছেনকালীপ্রসন্ন সিংহ)। ২ এক প্রকার তান্ত্রিক মন্ত্রযুক্ত মারণাস্ত্র (বাণ মারা)। ৩ বাণ নামক রাজা। ৪ বাণভট্ট নামক সংস্কৃত সাহিত্যিক। ৫ অগ্নি। ৬ শব্দ ধ্বনি। বাণলিঙ্গ (বিশেষ্য) শিব লিঙ্গ বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √বণ্+অ(ঘঞ্)}
- Bengali Word বাণকাড়া দুধ Bengali definition [বান্কাড়া দুধ] (বিশেষ্য) ১ গরুর বাট থেকে সদ্য গৃহীত দুধ। {বাণ+কাড়া+দুধ}
- Bengali Word বাণতৃণ Bengali definition [বান্তৃনো] (বিশেষ্য) শরতৃণ। {(তৎসম বা সংস্কৃত) বাণ+তৃণ; কর্মধারয় সমাস}
- Bengali Word বাণদণ্ড Bengali definition [বান্দন্ডো] (বিশেষ্য) কাপড় বোনার যন্ত্রবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) বাণ+দণ্ড; কর্মধারয় সমাস}
- Bengali Word বাণধি Bengali definition [বাণোধি] (বিশেষ্য) তৃণ। {(তৎসম বা সংস্কৃত) বাণধি}
- Bengali Word বাণপাণি Bengali definition [বান্পানি] (বিশেষ্য) যার হস্তে বাণ। {(তৎসম বা সংস্কৃত) বাণ+পাণি; বহুব্রীহি সমাস}
- Bengali Word বাণবার Bengali definition [বান্বার্] (বিশেষ্য) বর্ম। {(তৎসম বা সংস্কৃত) বান+বার; বহুব্রীহি সমাস}
- Bengali Word বাণমোক্ষণ Bengali definition [বান্মোক্খোন্] (বিশেষ্য) বাণ বর্ষণ। {(তৎসম বা সংস্কৃত) বাণ+মোক্ষণ; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word বাণিজ্য Bengali definition [বানিজ্জো] (বিশেষ্য) ১ ব্যবসা; পণ্যদ্রব্যাদি ক্রয় বিক্রয়। ২ বিদেশের সঙ্গে কারবার; সওদাগরি (এ বছর বাণিজ্যে সে প্রচুর লাভ করেছে)। বাণিজ্যদূত (বিশেষ্য) বিদেশে নিজ দেশের ব্যবসার স্বার্থ দেখার জন্য নিযুক্ত রাষ্ট্রদূত (বাংলাদেশের বাণিজ্যদূতরূপে তিনি চীন সফর করে এলেন)। বাণিজ্যধানী (বিশেষ্য) দেশের প্রধান প্রধান শহর বা নগর। {(তৎসম বা সংস্কৃত) বণিজ+অ(অণ্)+য(য্যঞ্)}
- Bengali Word বাণিয়া Bengali definition ⇒ বানিয়া
- Bengali Word বাণী Bengali definition [বানি] (বিশেষ্য) ১ শব্দ; ভাষা; কথা; উক্তি; ভাষণ। ২ উপদেশপূর্ণ উক্তি (রবীন্দ্রনাথের সেই সব গান বাণী প্রধান-মোতাহের হোসেন চৌধুরী)। ৩ সরস্বতী। {(তৎসম বা সংস্কৃত) √বণ্+অ(ঘঞ্)+ই(ইন্)+ঈ(ঙীষ্)}
- Bengali Word বাণ্ডিল Bengali definition ⇒ বান্ডিল
- Bengali Word বাত ১ Bengali definition [বাত্] (বিশেষ্য) ১ কথা; উক্তি; বাক্য (একটা নামজাদা লোকের বেটী না আনলে আদমির কাচে বহুত সরমের বাত-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। ২ খবর (ঘরে বসে পুছে বাত-খনার বচন)। {(তৎসম বা সংস্কৃত) বার্তা>(বাংলা) বাত; (তুলনীয়) (হিন্দি) বাৎ}
- Bengali Word বাত ২ Bengali definition [বাত্] (বিশেষ্য) ১ বায়ু; বাতাস। ২ রোগবিশেষ; রক্তদুষ্টি ব্যাধি। ৩ দেহগত ত্রিধাতুর একটি (বাত পিত্ত কফ)। বাতকর্ম (বিশেষ্য) পাদ; নিম্নাঙ্গের ছিদ্রপথে অপান-বায়ু বা অধোবায়ু নির্গমন বা ত্যাগ। বাতরক্ত (বিশেষ্য) রক্তদুষ্টি হেতু এক প্রকার রোগ। {(তৎসম বা সংস্কৃত) √বা+ত(ক্ত)}
- Bengali Word বাতগর্ভ Bengali definition [বাত্গর্ভো] (বিশেষণ) অতিরিক্ত কথা; অলীক কথা (ভ্রমে শূন্য পথে বাতগর্ভ-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) বাত+গর্ভ; বহুব্রীহি সমাস}
- Bengali Word বাতলানো, বাৎলানো Bengali definition [বাত্লানো] (ক্রিয়া) ১ পথ বলা; ব্যাখ্যা করা। ২ উপদেশ দেওয়া; উপায় বলে দেওয়া (ইমান আমান খাওয়ার কায়দা বাৎলান হয়-আবুল মনসুর আহমদ)। {(হিন্দি) বাৎলানা; বাংলায় ক্রিয়ার রূপ-বাতলাই, বাতলাও, বাতলায়, বাতলান ইত্যাদি অসমাপিকা ক্রিয়ার রূপ-বাতলিয়ে, বাতলালে ইত্যাদি}
- Bengali Word বাতা Bengali definition [বাতা] (বিশেষ্য) বাখারি; বাঁশ বা কাঠের পাতলা দীর্ঘ ফালি (মনে পড়ে ঘর ছোনের ছাউনি বেড়িয়া চালের বাতা-জসীমউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) (বংশ) পট্ট>পাটা>বাতা}
- Bengali Word বাতানো ১ Bengali definition [বাতানো] (ক্রিয়া) বাখারি, বাঁশ বা কাঠের পাতলা দীর্ঘ ফালি লাগানো। {বাতা+আনো}
- Bengali Word বাতানো ২ Bengali definition [বাতানো] (ক্রিয়া) বলে দেওয়া; নির্দেশ দেওয়া; উপদেম দেওয়া। {বাত+আনো; ক্রিয়ার রূপ-বাতাই, বাতান, বাতায় ইত্যাদি}
- Bengali Word বাতান্বিত Bengali definition [বাতান্নিতো] (বিশেষণ) বায়ু দ্বারা পূর্ণ; aerated। {(তৎসম বা সংস্কৃত) বাত+অন্বিত; ৩ তৎপুরুষ সমাস}
- Bengali Word বাতাপি Bengali definition ⇒ বাতাবি
- Bengali Word বাতাবরণ Bengali definition [বাতাবরোন্] (বিশেষ্য) (বাংলামূলক) কথা দ্বারা সৃষ্ট আবরণ; যুক্তিসিদ্ধ কথা; (হিন্দিমূলক) পরিবেশ; কথার জাল। {বাত+আবরণ; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word বাতাবর্ত Bengali definition [বাতাবর্তো] (বিশেষ্য) ঘূর্ণিবায়ু; ঘূর্ণিঝড়। {(তৎসম বা সংস্কৃত) বাত+আবর্ত; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word বাতাবি, বাতাবী, বাতাপি Bengali definition [বাতাবি, বাতাবি, বাতাপি] (বিশেষ্য) একপ্রকার অত্যন্ত বড় লেবু। {(তৎসম বা সংস্কৃত) যবদ্বীপের রাজধানী বাটাভিয়া>?}
- Bengali Word বাতাস Bengali definition [বাতাশ্] (বিশেষ্য) ১ বায়ু; হওয়া (ঝড়ো বাতাস)। ২ সংস্রব; প্রভাব (বউটির বাতাস ভালো নয়)। ৩ দূষিত বায়ুর বা বাতাসরূপী অপদেবতার প্রভাব (ছেলেটার বাতাস লেগেছে)। ৪ ব্যজন; পাখা (বাতাস করা)। বাতাস করা (ক্রিয়া) হাওয়া দেওয়া। বাতাস খাওয়া (ক্রিয়া) মুক্তবায়ু বা পাখার হাওয়া উপভোগ করা। বাতাস দেওয়া (ক্রিয়া) ১ (আলঙ্কারিক) উত্তেজিত করা; আগুন জ্বালোনো। ২ বাতাস দিয়ে ঠাণ্ডা করা। বাতাসের সঙ্গে লড়াই করা (ক্রিয়া) (আলঙ্কারিক) বিনা কারণে ঝগড়া করা। {(তৎসম বা সংস্কৃত) বাত>; (তুলনীয়) (হিন্দি) বতাস}
- Bengali Word বাতাসা Bengali definition [বাতাশা] (বিশেষ্য) চিনি বা গুড় দিয়ে প্রস্তুত এক প্রকার মিষ্ট দ্রব্যবিশেষ (পুলকের ফেনা সফেদ বাতাসা শুভ্র চামেলি ফুল-সত্যেন্দ্রনাথ দত্ত)। ফেনিবাতাসা (বিশেষ্য) চিনির তৈরি এক প্রকার বড় বাতাসা (মেলা থেকে এক সের ফেনি বাতাসা নিয়ে এসো)। বাতাসা কাটা (ক্রিয়া) বাতাসা প্রস্তুত করা। {(ফারসি) বাতাশা}
- Bengali Word বাতাসি, বাতাসী Bengali definition [বাতাশি] (বিশেষ্য) তিন কাঁটাযুক্ত পাবদা জাতীয় এক ধরনের ছোটো মাছ। □ (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) হালকা-পাতলা গড়নবিশিষ্ট। {বাতাস+ই}
- Bengali Word বাতায়ন Bengali definition [বাতায়োন্] (বিশেষ্য) ১ ঘরের মধ্যে আলো-বাতাস প্রবেশের পথ; জানালা। ২ গবাক্ষ। বাতায়নবর্তিনী (বিশেষ্য)( স্ত্রীলিঙ্গ) জানালার সন্নিকটবর্তিনী (উপরিতলের বাতায়নবর্তিনী অদৃশ্য শ্রোণীগণের কর্ণপথে প্রবেশ করিতে পারে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বাত(বায়ু)+অয়ন; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word বাতি (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বাতি] (বিশেষণ) সামান্য; ক্ষুদ্র; ছোট্ট। {(তৎসম বা সংস্কৃত) পতী>পাতি>বাতি}
- Bengali Word বাতি ১ Bengali definition [বাতি] (বিশেষ্য) ১ দীপ; প্রদীপ; বর্তিকা (বাতিটা জ্বালিয়ে দাও)। ২ আলো; আলোক; আলোকবর্তিকা। ৩ সলতেযুক্ত মোম প্রভৃতি ক্ষুদ্র দণ্ড; candle। ৪ গাছের সরু দীর্ঘ গুঁড়ি বা কাণ্ড। ৫ মোমবাতির মতো দীর্ঘ জিনিস। বাতি দান (বিশেষ্য) দীপাধার। বংশে বাতি দেওয়া (ক্রিয়া) হিন্দু সমাজে কার্তিক মাসে পিতৃপক্ষে পিতৃপুরুষের আত্মার মঙ্গলের জন্য আকাশ-প্রদীপ দান করা। ২ (আলঙ্কারিক) বংশ লোপ হতে না দেওয়া (বংশে বাতি দেওয়ার মতো কেউ রইল না)। সাঁঝবাতি দেওয়া (ক্রিয়া) সন্ধ্যার সময়ে গৃহে বাতি-জ্বালানো রূপ প্রতিদিনের কারণীয় কর্ম করা। সাঁঝের বাতি (বিশেষ্য) সন্ধ্যাবেলা দেবতার উদ্দেশ্যে জ্বালানো প্রদীপ। {(তৎসম বা সংস্কৃত) বর্তি>(প্রাকৃত) বত্তি>}