Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word বাজার Bengali definition [বাজার্‌] (বিশেষ্য) ১ পণ্য ক্রয়-বিক্রয়ের স্থান; হাট (ঘুটে কুড়াইয়া স্বামী বেচেন বাজারে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ খরিদ করা জিনিসপত্র; মাছ, তরিতরকারি ইত্যাদি (বাজার এসেছে)। ৩ প্রচুর জনসমাগমের ফলে বিশৃঙ্খলা বা চেঁচামেচি (হট্টগোলের বাজার)। ৪ সুলভ (বাজার সংস্করণের বই)। ৫ দরদাম (পাটের বাজার মন্দা)। ৬ সমাবেশ (রাঙা ফুলের বাজার আজি স্মৃতির কাঁটায় ছাওয়া-কাজী নজরুল ইসলাম)। বাজার খরচ (বিশেষ্য) বাজার থেকে দ্রব্যাদি কেনার খরচ বা অর্থ (আজ বাজার খরচার পয়সা নেই। বাজার-গপ (ক্রিয়া) বেশি গল্প করা (এই বাজার গল্প অতীব অপরিহার্য-সৈয়দ মুজতবা আলী)। বাজার গরম (ক্রিয়া) দ্রব্যাদির মূল্য বৃদ্ধি পাওয়া; পন্যদ্রব্যের বেশি বিক্রয় হওয়া। বাজার চড়া (ক্রিয়া) পণ্যদ্রব্যের দাম বাড়া। বাজার দর (বিশেষ্য) ১ যে দামে পণ্যদ্রব্য বিক্রয় হয় (চাউলের বাজারদর জানো কি?)। ২ সাধারণ (এই বাজারদর চলছে)। বাজার নরম বা মন্দা হওয়া (ক্রিয়া) পণ্যদ্রব্যের দাম বা চাহিদা কমা (বইয়ের বাজার খুব মন্দা)। বাজার বসা (ক্রিয়া) ১ বাজারে কেনাকাটা শুরু হওয়া (সকালের দিকেই বাজার বসে যায়)। ২ নূতন বাজার প্রতিষ্ঠিত হওয়া। ৩ হৈ চৈ শুরু হওয়া (ওঘরে যেন বাজার বসে গেছে)। বাজার সরকার কি কেরানি; বাজারের হিসাবপত্র রাখে যে (তাহাদিগের নিকট বাবু অর্থে কেরানী বা বাজার-সরকার বুঝাইবে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। বাজারে দাঁড়ানো (বিশেষ্য) ভালো কাটতি হওয়া (এই সময় তার একখানা বই বাজারে দাঁড়িয়ে গেলো-ডাঃ লুৎফর রহমান)। {(ফারসি) বাজার}
  • Bengali Word বাজি ১, বাজী Bengali definition [বাজি] (বিশেষ্য) ১ ইন্দ্রজাল; ভেলকি; ম্যাজিক (বাজিকর)। ২ খেলা; কৌতুক (দৌড়বাজি)। ৩ খেলার দান বা দফা (এক বাজি দাবা)। ৪ আতশবাজি (বাজি পোড়ানো)। ৫ জুয়াখেলায় পণ (বাজি রাখা)। ৬ (আলঙ্কারিক) জীবন; জীবলীলা; ভবের লীলা (এবার বাজি ভোর হইল-রামরাম বসু)। বাজিকর, বাজিগর (বিশেষ্য) জাদুকর; ঐন্দ্রজালিক, magician (বাজিকরটি খুব মজার খেলা দেখিয়েছে)। বাজিমাত, বাজিমাৎ (বিশেষ্য) প্রতিযোগিতায় ব্যাপকভাবে জয়লাভ; বিরাট সাফল্য লাভ (খেলায় কতখানি বাজিমাৎ করে ফেলেছেন-হুমায়ুন কবীর)। বাজিয়ে (বিশেষণ) ভালো বাজার এমন; বাদ্যকর (এখানকার গাইয়ে বাজিয়ে কাব্যকার চিত্রকর-অবনীন্দ্রনাথ ঠাকুর)। বাজিয়ে দেখা (বিশেষ্য) পরীক্ষা করে যোগ্যতা দেখা (তাকে আগে বাজিয়ে দেখে তবেই তার ঘাড়ে দায়িত্ব দিও)। {(ফারসি) বাজী}
  • Bengali Word বাজি ২ Bengali definition [বাজি] (বিশেষ্য) অশ্ব; ঘোড়া; বাণ। বাজিনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) স্ত্রী অশ্ব; মাদি ঘোড়া। বাজীকরণ (বিশেষ্য) রতিশক্তি বৃদ্ধির ঔষধ বা রতিশক্তি বৃদ্ধিকারী প্রক্রিয়া। বাজীপাল (বিশেষ্য) সহিস (সাজাইয়ে বাজীপাল-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) বাজ্‌+ইন্‌(ইনি)}
  • Bengali Word বাজী ৩ Bengali definition [বাজি] (বিশেষ্য) ধোঁকা; ফাঁকি; শয়তানে বাজী দিল না পেয়ে কোরান-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(ফারসি) বাজী}
  • Bengali Word বাজু Bengali definition [বাজু] (বিশেষ্য) ১ বাহু; হাতের উপরের অংশ (নাহি আর বাজুতে কুওত-কাজী নজরুল ইসলাম)। ২ বাহুভূষণ; বাহুর অলঙ্কার বিশেষ (কৃষাণের বউ পঁইছে বাজু বানায়-বিষ্ণু দে)। ৩ চৌকাঠ বা খাটের পাশের লম্বা কাষ্ঠ খণ্ডদ্বয় (খাটের বাজু)। ৪ পক্ষ; ডানা। বাজুবন্দ, বাজুবন্ধ (বিশেষ্য) বাহুভূষণ বিশেষ; বাহুতে পরার অলঙ্কার বিশেষ (সোনাদানা বাজবন্দ পাইল পুরস্কার-ঘন; পৈঁচি বাজুবন্দ-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) বাজু}
  • Bengali Word বাজে Bengali definition [বাজে] (বিশেষণ) ১ অকেজো; মন্দ; খরাপ (বাজে লোক)। ২ অনাবশ্যক; অপ্রয়োজনীয়; ফালতু (বাজে খরচ)। ৩ অসার; মিথ্যা (বাজে কথা)। ৪ নিরর্থক; তুচ্ছ (বাজে কাজ)। ৫ অতিরিক্ত; বাড়তি (বাজে পরিশ্রম)। বাজে জমা (বিশেষ্য) নিজ জমার অতিরিক্ত আয়; অনির্দিষ্ট ও সামান্য বিষয়ে লাভ সঞ্চার (অভাগীর প্রতি বাজে জমার মালিক-ভারতচন্দ্র রায়গুণাকর)। বাজে মার্কা (বিশেষণ) খেলো; খারাপ; অসার; অকেজো। {(আরবি) বাদ্‌}
  • Bengali Word বাজেট Bengali definition [বাজেট্‌] (বিশেষ্য) আয়-ব্যয়ের আগাম হিসাব; আয়-ব্যয় (কৃষকের বাজেটে চিকিৎসা আর লেখাপড়ার জন্য কোনো ব্যয়ের বরাদ্দ সাধারণত দেখা যেত না-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। {(ইংরেজি) Budget}
  • Bengali Word বাজেয়াপ্ত, বাজেয়াফত Bengali definition [বাজেয়াপ্‌তো, বাজেয়াফ্‌তো] (বিশেষণ) সরকার ইত্যাদি দ্বারা দখলীকৃত বা অধিকৃত; খেসারতে বা ক্ষতিপূরণে চিরতরে দখল (বিষয়সম্পত্তি বাজেয়াপ্ত-মাওলানা মুস্তাফিজুর রহমান)। বাজেয়াপ্তি (বিশেষ্য) বাজেয়াপ্তকরণ (দেবোত্তর সম্পত্তি বাজেয়াপ্তির ফলে-আনিসুজ্জামান)। {(ফারসি) বাজ+ইয়াফত}
  • Bengali Word বাজ্জ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বাজ্‌জ] (বিশেষ্য) বাজনা (সংখ ঘন্টা বাজ্জ-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) বাদ্য>}
  • Bengali Word বাঞ্চত Bengali definition [বান্‌চোত্‌] (বিশেষ্য), (বিশেষণ) (অশ্লীর) গালিবিশেষ; নিজের বোনকে ধর্ষণকারী। {(হিন্দি) বাঞ্চত্‌}
  • Bengali Word বাঞ্ছনীয় Bengali definition [বান্‌ছোনিয়ো] (বিশেষ্য) অভিলষণীয়; কাম্য; ঈপ্সিত (এহেন ব্যবহার তোমার কাছ থেকে অন্ততঃ বাঞ্ছনীয় ছিল না)। {(তৎসম বা সংস্কৃত) √বাঞ্ছ+অনীয় (অনীয়র্‌)}
  • Bengali Word বাঞ্ছা Bengali definition [বান্‌ছা] (বিশেষ্য) কামনা; সাধ; ইচ্ছা; অভিলাষ। বাঞ্ছাকল্পতরু (বিশেষ্য) সকল ইচ্ছা পূর্ণকারী স্বর্গীয় বৃক্ষ বিশেষ; সকল পূর্ণকারী। {(তৎসম বা সংস্কৃত) √বাঞ্ছ্‌+অ+আ(টাপ্‌)}
  • Bengali Word বাঞ্ছিত Bengali definition [বান্‌ছিতো] (বিশেষণ) অভিলাষিত; ঈপ্সিত; প্রিয়; কাম্য (আজ কালু হৈব ভাল, এই মতে গেল কাল না পুরিল মনের বাঞ্ছিত-সৈয়দ আলাওল)। কাঞ্ছিতা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) √বাঞ্ছ+ত(ক্ত)}
  • Bengali Word বাট ১ Bengali definition [বাট্‌] (বিশেষ্য) পথ; রাস্তা (যখন পড়বে না মোর পাযের চিহ্ন এই বাটে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বর্ত্ম>বট্ট>}
  • Bengali Word বাট ২ Bengali definition [বাট্‌] (বিশেষ্য) সোনরুপা ইত্যাদির চাঙড়, তাল বা পিণ্ড; bullion; ingot। {(তৎসম বা সংস্কৃত) বট্‌+অ(অণ্‌)}
  • Bengali Word বাটকে Bengali definition [বাট্‌কে] (বিশেষ্য) বাটা মাছ। {আঞ্চলিক}
  • Bengali Word বাটখারা Bengali definition [বাট্‌খারা] (বিশেষ্য) পড়েন; দ্রব্যাদি ওজনের জন্য পাথরের বা লোহার খণ্ড (বাটখারা লয়ে মাপিতে শিখেছি কতটা ওজন কার-জসীমউদ্‌দীন)। {(তুলনীয়) (হিন্দি) বটখারা}
  • Bengali Word বাটদান (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বাট্‌দান্‌] (বিশেষ্য) পথ-কর; পথ ব্যবহারের জন্য দেয় কর (বাটদান হাটদান লইগোঁ ব্রজঘরে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) বর্ত্ম>(প্রাকৃত) বট্ট>(বাংলা) বাট+(তৎসম বা সংস্কৃত) দান}
  • Bengali Word বাটন, বাঁটা Bengali definition [বাটোন্‌, বাঁটা] (বিশেষ্য) পিষ্টকরণ; পেষা; মসলাদি পেষা; মসলা বাটা। {(তৎসম বা সংস্কৃত) বর্তনী>}
  • Bengali Word বাটপাড়, বাটপার, বাটওয়ার Bengali definition [বাট্‌পাড়্‌, বাট্‌পার্‌, বাট্‌ওয়ার্‌] (বিশেষ্য), (বিশেষণ) প্রতারক; ঠক; রাহাজানকারী; লুটেরা (রামচন্দ্র বাবু প্রথম শ্রেণির বাটপাড়-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। বাটপাড়ি, বাটপারি (বিশেষ্য) বাটপাড়ের বৃত্তি বা পেশা। {(তৎসম বা সংস্কৃত) বর্ত্ম>; (তুলনীয়) (হিন্দি) বাটপার্‌ণা}
  • Bengali Word বাটা ১, বাঁটা Bengali definition [বাটা, বাঁটা] (বিশেষণ) পেষণকৃত; পিষ্ট (ডাল বাটা; হলুদ বাটা)। □ (ক্রিয়া) পেষণ করা। {(তৎসম বা সংস্কৃত) (উদ্‌) বর্তন>(প্রাকৃত) (উব্‌) বট্টন>বট্ট>বাট+আ; (তুলনীয়) (হিন্দি) বাট্‌না}
  • Bengali Word বাটা ২ Bengali definition [বাটা] (বিশেষ্য) ১ এক প্রকার থালা; পানের থালা; তাম্বুল করঙ্ক (কেহ এ তাম্বুল জোগাএ সুবর্ণ বাটা ভরি-শেখ ফয়জুল্লাহ)। ২ জামাইষ্ঠীতে জামাতাকে দেয় থালাপূর্ণ খাদ্য। {(তৎসম বা সংস্কৃত) (উদ্‌) বর্তন>প্রা (উব্‌) বট্টন>বট্ট>বাট+আ}
  • Bengali Word বাটা ৩ Bengali definition [বাটা] (বিশেষ্য) একজাতীয় সাদা ছোট মাছ (বাটা মাছ ভাজে যেই তেলে-জীবনানন্দ দাশ)। {আঞ্চলিক}
  • Bengali Word বাটা ৪, বাট্টা Bengali definition [বাটা, বাট্‌টা] (বিশেষ্য) ক্রয় বিক্রয়ের সময়ে প্রকৃত মূল্য থেকে যা বাদ যায়; commission; discount। বাটা লাগা (ক্রিয়া) ভাটা লাগা; হানি হওয়া (কাণ্ড-কারখানার ফলে বাট্টা লেগে গেল তৈমুরিক খান্দানী মর্যাদায়-জগলুল হায়দার আফরিক)। {(তুলনীয়) (হিন্দি) বট্টা}
  • Bengali Word বাটালি, বাটালী Bengali definition [বাটালি] (বিশেষ্য) কাঠ চাঁচবার অস্ত্রবিশেষ (তার প্রতি অক্ষর বাটালি দিয়ে খোদা-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) √বট্‌+অ(ঘঞ্‌)=বাট+(বাংলা) আলি, আলী; (হিন্দি) বট্টালী}
  • Bengali Word বাটি, বাটী ১ Bengali definition [বাটি] (বিশেষ্য) প্রান্তভাগ উঁচু ক্ষুদ্র বাসন; পেয়ালা; কটোরা (বাটিতে দুধ আনো)। বাটি চালা (ক্রিয়া) অজ্ঞাত অপরাধী স্থির করা বা ধরার জন্য মন্ত্রবলে বাটিকে চলমান করা। জামবাটি (বিশেষ্য) বৃহৎ আকৃতির বাটি। {(তুলনীয়) (হিন্দি) বট্টা}
  • Bengali Word বাটিকা Bengali definition [বাটিকা] (বিশেষ্য) ক্ষুদ্র গৃহ; ছোট বাড়ি; বৃক্ষবাটিকা (বৃক্ষ-বাটিকাতে উপস্থিত হইয়া আলবালে জল সেচন আরম্ভ করিলে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) বাটি+ক(কন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word বাটী ২ Bengali definition [বাটি] (বিশেষ্য) বাড়ি; গৃহ; বাসা; আবাস; বাটিকা; ক্ষুদ্র বাড়ি। {(তৎসম বা সংস্কৃত) বট্‌+অ(ঘঞ্‌)+ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word বাটুল, বাঁটুল Bengali definition [বাটুল্‌, বাঁটুল্‌] (বিশেষ্য) ১ লৌহ; সিসা বা মাটির গুলি (বিহঙ্গ বাটুলে বিন্ধে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ২ ক্ষুদ্রাকৃতি গোলগাল মানুষ। {(তৎসম বা সংস্কৃত) বর্তুল>}
  • Bengali Word বাটোয়ারা, বাঁটোয়ারা Bengali definition [বাটোয়ারা, বাঁটোয়ারা] (বিশেষ্য) বিভাগ; বন্টন; ভাগ বাটোয়ারা। {(হিন্দি) বটবারা>}