ব পৃষ্ঠা ২৫
- Bengali Word বাইচালি (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বাইচালি] (বিশেষ্য) কৌতুকজনক খেলা (শ্যাম প্রিয়ার বাইচালি খেলায়-পূর্ববঙ্গ গীতিকা)। {বাইচ+আলি}
- Bengali Word বাইজ (আঞ্চলিক) Bengali definition [বাইজ্] (বিশেষ্য) বাজনা (বাইজ বাজনার পাটত-মানিক রাজার গান)। {(তৎসম বা সংস্কৃত) বাদ্য>বাদ্দ>বাজ্জ>}
- Bengali Word বাইজি, বাইজী Bengali definition [বাইজি] (বিশেষ্য) পেশাদার সম্ভ্রান্ত বা উচ্চশ্রেণির নর্তকী (বাইজী আসরটি মাত করে দিয়েছিল)। {বাই+জি, জী}
- Bengali Word বাইটা Bengali definition ⇒ বেঁটে
- Bengali Word বাইতি Bengali definition [বাইতি] (বিশেষ্য) হিন্দুসমাজের ঢোল-বাদক জাতি। {(তৎসম বা সংস্কৃত) বাদিত্রী>}
- Bengali Word বাইদ Bengali definition [বাইদ্] (বিশেষ্য) বাদা; বন; নাবাল জমি; low land। (শরিফের বাইদ তদারক করিয়া আসিতে রোজ তাঁর দুই ঘন্টা লাগে-আবুল মনসুর আহমদ)। {(আরবি) বাইত}
- Bengali Word বাইন ১ Bengali definition [বাইন্] (বিশেষ্য) ১ রস জ্বাল দেওয়ার বৃহৎ চল্লি বা স্থান (কিছু শুকনো কাঠ আমার বাইনে রেখে আসবি)। ২ ভিয়ান; জ্বাল দিয়ে প্রস্তুতকরণ (গুড় বাইন করবো বলে মনে করেছি)। {(তৎসম বা সংস্কৃত) বর্জন>ভিয়ান>}
- Bengali Word বাইন ২, বাইম Bengali definition [বাইন্, বাইম্] (বিশেষ্য) সর্পাকৃতি মাছবিশেষ; বাইন বা মাছ (সে বড় একটি বাইন ধরেছে)। {(তৎসম বা সংস্কৃত) বর্মি>বাইম>বাইন}
- Bengali Word বাইন ৩ Bengali definition [বাইন্] (বিশেষ্য) চাষবাস; বীজবপন (নাবি বাইন)। {(তৎসম বা সংস্কৃত) বপন>বাইন}
- Bengali Word বাইন ৪ Bengali definition [বাইন্] (বিশেষ্য) ১ বাহানা; বায়না; আবদার (পুত্র মতিলাল বাল্যাবস্থা অবধি আদর পাইয়া সর্বদাই বাইন করিত-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। ২ অভ্যাস। {(আরবি) বয়ানহ}
- Bengali Word বাইবেল Bengali definition [বাইবেল্] (বিশেষ্য) খ্রিস্টানদের সর্বপ্রধান ধর্মগ্রন্থ। {(ইংরেজি) Bible}
- Bengali Word বাইর Bengali definition = বাহির।
- Bengali Word বাইল Bengali definition [বাইল্] (বিশেষ্য) ১ তাল নারকেল প্রভৃতির শাখা। ২ কপাটের একদিকের পাল্লা বা বাহু। ৩ বৃক্ষবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) পালি>পাইল>বাইল}
- Bengali Word বাইশ Bengali definition [বাইশ্] (বিশেষ্য), (বিশেষণ) দুই অধিক বিংশতি; দ্বাবিংশ; ২২ সংখ্যা বা সংখ্যক। বাইশে, বাইশা (বিশেষণ) ২২ সংখ্যার পূরক; মাসের বাইশ তারিখ (বাইশে শ্রাবণ)। {(তৎসম বা সংস্কৃত) দ্বাবিংশ>}
- Bengali Word বাইস ১, বাস Bengali definition [বাইশ্, বাশ্] (বিশেষ্য) ক্ষুদ্র কোদালের মতো ছুতারের একটি অস্ত্র। {(তৎসম বা সংস্কৃত) বাসি>}
- Bengali Word বাইস ২ Bengali definition [বাইশ্] (বিশেষ্য) পাকসাঁড়াশি; কোনো বস্তু এঁটে ধরবার জন্য ব্যবহৃত এক প্রকার যন্ত্র। বাইসম্যান (বিশেষ্য) পাকসাঁড়াশি ব্যবহারকারী শ্রমিক; viceman। {(ইংরেজি) vice }
- Bengali Word বাইসিকল, বাইসাইকেল Bengali definition ⇒ সাইকেল
- Bengali Word বাইড়ান Bengali definition ⇒ বেড়েন
- Bengali Word বাঈ Bengali definition ⇒ বাই
- Bengali Word বাউ Bengali definition [বাউ] বায়ু। {(তৎসম বা সংস্কৃত) বায়ু>}
- Bengali Word বাউই Bengali definition ⇒ বাবুই
- Bengali Word বাউকুড়ানি Bengali definition [বাউকুড়ানি] (বিশেষ্য) ছোট আকারের ঘুর্ণিবায়ু (ধূঁয়া তারি উড়ছে ধূলোয় বাউকুড়ানীর ঠেলায়-জসীমউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) বায়ু>বাউ+(বাংলা) কুড়ানী}
- Bengali Word বাউটা, বাওটা Bengali definition [বাউটা, বাওটা] (বিশেষ্য) বাতাসের মতো দ্রুতগামী বাওটা নামক একপ্রকার হরিণ (বার শিঙ্গা বাউটাদি কস্তুরী তুনারু-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) বাতায়ু>}
- Bengali Word বাউটি, বাউটী Bengali definition [বাউটি] (বিশেষ্য) বলয়জাতীয় অলঙ্কার (দুলে উঠবে তার বাউটী বাজু ঝুমকো-মাহমুদা খাতুন সিদ্দিকা)। {(তৎসম বা সংস্কৃত) বাহুত্রাণ>}
- Bengali Word বাউণ্ডলে Bengali definition [বাউ্ন্ডুলে] (বিশেষণ) ১ ছন্নছাড়া; ভবঘুরে; পথে পথে ঘুরে বেড়ায় এমন (বাউণ্ডুলের আত্মকাহিনী-কাজী নজরুল ইসলাম)। ২ ছলনা; প্রহসন; মিথ্যা (বিয়ে না বাউণ্ডুলে?-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। বাউণ্ডুলেপনা, বাউণ্ডুলিপনা (বিশেষ্য) ছন্নছাড়ার ভাব; খারাপ কাজে মেতে থাকা (তোমার এ খারাপ কাজে মেতে থাকা (তোমার এ-রকম বাউণ্ডুলীপনা করতে গিয়েছিলে কেন?-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) বায়ু>বাউ; অথবা, (তৎসম বা সংস্কৃত) বাতুল>বাউণ্ডুলে}
- Bengali Word বাউনি Bengali definition [বাউনি] (বিশেষ্য) ১ লক্ষ্মীকে গৃহে অচলা করবার পৌষ পার্বণ বিশেষ (বাউনি বাঁধিয়া-ইগু)। ২ যাতে ভর করে লাউ লতাদি উঠতে পারে এমন ডালপাতা বা কাঠি। {(তৎসম বা সংস্কৃত) বন্ধনী>}
- Bengali Word বাউন্ডারি Bengali definition [বাউন্ডারি] (বিশেষ্য) চতুর্দিকের সীমানাচিহ্ন (বাংলাদেশের বাউন্ডারি)। {(ইংরেজি) Boundary}
- Bengali Word বাউরা Bengali definition [বাউরা] (বিশেষণ) ১ পাগল; ক্ষ্যাপা; উদাসীন (বাঞ্চৎ বাউরা হ্যায়দীনবন্ধু মিত্র)। ২ বাতুল; অভিলাষী (গৌরব করয়ে বাউরা নিশ্চিত-সৈয়দ আলাওল)। {√(তৎসম বা সংস্কৃত) বাতুল>}
- Bengali Word বাউরি, বাউরী Bengali definition [বাউরি] (বিশেষ্য) ১ হিন্দু জাতিবিশেষ (বাউরী, চামার, কাওরা, তেওর, পাটনী, কোটাল, কপালী, মালো-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ মাতাল; দুরন্ত (কলাবনের বাউরি বাতাস-জসীমউদ্দীন)। ৩ উন্মাদিনী (হইলা বাউরী নারী-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) বাতুল>বাউল>বাউর+(বাংলা) ই, ঈ}
- Bengali Word বাউল Bengali definition [বায়ুল্] (বিশেষ্য) ১ ধর্ম বা সাধক সম্প্রদায়বিশেষ; একটি গায়ক সম্প্রদায় (এই ভাবধারার পূর্ণতা অভিব্যক্তি ঘটেছে বাউলগানে-আনিসুজ্জামান)। ২ সঙ্গীতের সুরবিশেষ (‘কোথায় গেলে শুনতে পাব বাউলসুরে মধুর গান?’)। ৩ পাগল; ক্ষ্যাপা (ভুজঙ্গে দংশিল ছলে হইয়া মূর্ছিত আউল করএ কেশ বাউল চরিত-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) বৌদ্ধ তান্ত্রিক বজ্রীকুল>বজ্জীউল>বাজুল>বাউল; বাতুল>;}