ব পৃষ্ঠা ২৪
- Bengali Word বাঁটোয়ারা Bengali definition ⇒ বাটোয়ারা
- Bengali Word বাঁদর, বানর, বান্দর Bengali definition [বাঁদোর্, বানোর্, বান্দোর্] (বিশেষ্য) মর্কট; কপি; শাখমৃগ; এক প্রকার জন্তু। বাঁদরী, বানরী (বিশেষ্য)( স্ত্রীলিঙ্গ) । বাঁদর নাচ (বিশেষ্য) বাঁদরের নাচের মতো উৎকট নাচ; নাজেহাল অবস্থা; দুর্ভোগ (বিশ্বসংসার আমাকে বাঁদর নাচ না নাচিয়ে ছাড়বে না-সৈয়দ মুজতবা আলী)। বাঁদরমুখো (বিশেষণ) বাঁদরের মতো বিশ্রী মুখবিশিষ্ট। বাঁদরামি, বাঁদরামো (বিশেষ্য) শয়তানি; বানরপ্রকৃতি সুলভ আচরণ; বানরের মতো বিকট দুষ্টামি (অনেকে একে ফাজলামী বা বাঁদরামী বলেও অভিহিত করতে পারেন-কাজী নজরুল ইসলাম)। রাঁদরে (বিশেষণ) বানর সুলভ আচরণ; উৎকট দুষ্টামিযুক্ত (প্রকৃত বাঁদুরে হাঙ্গামে বাজারে নানারকম গান উঠলোকালীপ্রসন্ন সিংহ)। বাঁদুরে বুদ্ধি (বিশেষণ) বানরের মতো দুষ্টামি বুদ্ধি (বাঁদুরে বুদ্ধি খুব আছে)। {(তৎসম বা সংস্কৃত) বানর>}
- Bengali Word বাঁদি Bengali definition [বাঁদি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ক্রতদাসী; দাসী; ঝি; চাকরানি (বাঁদি বলে ফতনা বিবি ফুপায় লেখে বাঘা-ঘনরাম চক্রবর্তী)। বান্দা (বিশেষ্য) পু.। {(ফারসি) বান্দী}
- Bengali Word বাঁদিপোতা, বাঁদীপোতা Bengali definition [বাঁদিপোতা] (বিশেষ্য) বিভিন্ন রঙের ডোরাকাটা একপ্রকার বস্ত্র। {(হিন্দি) বান্দিপোতা}
- Bengali Word বাঁধ Bengali definition [বাঁধ] (বিশেষ্য) ১ বাধা; প্রতিবন্ধক; ব্যাঘাত। ২ জলের প্রবাহ রোধ করার জন্য আল বা প্রাচীন; ভেড়ি; dam। (বাঁধ ভেঙে দাও, বাঁধ বেঙে দাও-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ আটক (তার কোন বাঁধ নেই)। ৪ বন্ধন; আঁটসাঁট ভাব (নিছক শিল্পক্রিয়া থেকেই ঠিকঠাক ছন্দ সুর ছাদ-বাঁধ সমস্তই বেরিয়েছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বন্ধ>}
- Bengali Word বাঁধন Bengali definition [বাঁধোন্] (বিশেষ্য) ১ বন্ধন; অবরোধ; আটক (আজ যেন বাঁধন কাটা পড়েছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বাঁধুনি; সুশৃঙ্খল বিন্যাস (কথায় বাঁধন, গল্পের বাঁধন, লেখার বাঁধন)। বাঁধন ছাড়া (ক্রিয়া) বন্ধন ছিন্ন করা; মুক্ত হওয়া। বাঁধন ছাড়া (বিশেষণ) বন্ধন নেই এমন; বন্ধনহীন (আমি যে সেই বৈশাখী মেঘ বাঁধনছাড়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। বাঁধন ছেঁড়া (ক্রিয়া) বন্ধন ছিন্ন করা। বাঁধনছেঁড়া (বিশেষণ) বন্ধন ছিন্ন হয়েছে এমন (কাঁদন-ভরা বাঁধন-ছেঁড়া হাওয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। বাঁধনদার (বিশেষ্য) যে গান বাঁধে বা রচনা করে। বাঁধন হারা বিণ। {(তৎসম বা সংস্কৃত) বন্ধন>}
- Bengali Word বাঁধনি, বাঁধনি Bengali definition [বাঁধোনি, বাঁধুনি] (বিশেষ্য) ১ বন্ধন; বাঁধাছাঁদা; গ্রন্থি (নিজ হাতে বাঁধা বাঁধনি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ শৃঙ্খল; সংহতি (কাজের বাঁধনি)। ৩ শৃঙ্খলাপূর্ণ বিন্যাস; সুসরঙ্গত সৌষ্ঠব (অনেক কবিতাও ও দেখি যার বাঁধুনি চমৎকৃত করে কিন্তু মন টানে না-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বন্ধনী}
- Bengali Word বাঁধা ১ Bengali definition [বাঁধা] (বিশেষ্য) বন্ধন; ঋণের জামিন হিসাবে যা গচ্ছিত রাখা হয় (জমি বাঁধা দিয়ে তবে টাকা পেলাম)। {(তৎসম বা সংস্কৃত) বন্ধ>}
- Bengali Word বাঁধা ২ Bengali definition [বাঁধা] (ক্রিয়া) ১ বন্ধন করা; গিরা দেওয়া (জিনিসপত্র দড়ি দিয়ে বাঁধা)। ২ রচনা করা; ছন্দোবদ্ধ করা (গান বাঁধা)। □ (বিশেষণ) ১ বন্ধ; আটক। ২ বরাদ্দ; নির্ধারিত। ৩ নির্মাণ করা (বেড়া বাঁধা)। ৪ বন্দী করা; রোধ করা; থামানো (ট্রাম বাঁধা, নৌকা বাঁধা)। ৫ ঠিকঠাক করা (পাগড়ি বাঁধা, সেতার বাঁধা, তবলা বাঁধা)। ৬ দৃঢ় করা (বুক বাঁধা, গোড়া বাঁধা)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) ১ বন্ধ; বাঁধা; আটক (বাঁধা সংসারের ঘানিতে, বাঁধা খুটায়)। ২ বরাদ্দ; নির্ধারিত (বাঁধা মাইনে)। ৩ বদলানো যায় না এমন; অপরিবর্তনীয় (বাঁধা নিয়ম)। ৪ ইট সিমেন্ট প্রভৃতি দ্বারা পাকা করা (বাঁধা রাস্তা; বাঁধা ঘাট)। বাঁধাই (বিশেষ্য) ১ বাঁধার কাজ (বই বাঁধাই)। ২ বাঁধার পারিশ্রমিক (বাঁধাই বাবত দশ টাকা দিচ্ছি)। □ (বিশেষণ) মজুদ; জমা; সঞ্চিত (গোলা ভর্তি ধান বাঁধাই আছে মোড়লের)। বাঁধা কপি (বিশেষ্য) সবজি বিশেষ; স্ফীতপত্র আহার্য কপিবিশেষ; Brassica oleracea। বাঁধাগৎ, বাঁধাবাঁধি (বিশেষ্য) ১ অপরিবর্তনীয় নিয়ম। ২ নির্দিষ্ট কথা বা সুর। বাঁধাছাঁদা (বিশেষ্য) শৃঙ্খলাবদ্ধভাবে বা গুছাইয়া বাঁধা। বাঁধা ধরা (বিশেষণ) ১ পূর্ব থেকে নির্ধারিত আছে এমন। ২ নূতনত্ববর্জিত। বাঁধানো (ক্রিয়া) ১ তৈরি বা নির্মাণ করানো; পাকা করানো (রফিকের আম্মার কবর বাঁধানো হয়েছে)। ২ লাগানো বা আবদ্ধ করা (ছবি বাঁধানো)। ৩ মোড়া; শেভিত করা (হীরা দিয়ে বাঁধানো)। ৪ সুসম্বন্ধ করা (বই বাঁধানো)। বাঁধাবাঁধি (বিশেষ্য) সুনির্ধারিত; কড়া নিয়ম; নির্দিষ্ঠ; ধরাবাঁধা (এক মাসের মধ্যেই যে কাজটি শেষ করতে হবে এমন কোনো বাঁধাবাঁধি নেই)। বাঁধা রোশনাই (বিশেষ্য) রাস্তার দুই ধারের আলোকমালা। বাঁধাশরীর (বিশেষ্য) স্বাস্থ্যপূর্ণ সবল শরীর। বাঁধাহুঁকা (বিশেষ্য) রৌপ্য প্রভৃতি ধাতু দিয়ে মোড়া নারিকেলের হুঁকা (তাঁর বাঁধা হুঁকাটা বেশ সুন্দর)। কোমর বাঁধা (ক্রিয়া) কোনো কাজের জন্য প্রস্তুত হওয়া বা উঠে পড়ে লাগা (কাজ হাসিলের জন্য সে কোমর বেঁধেছে)। চুল বাঁধা (ক্রিয়া) চুল আঁচড়িয়ে খোঁপা করা বা বেণীবদ্ধ করা। জমাট বাঁধা (ক্রিয়া) সংহত হওয়া; গাঢ়বদ্ধ হওয়া; সুসম্বদ্ধ হওয়া; জমে যাওয়া। জোট বাঁধা, দল বাঁধা (ক্রিয়া) সাহস অবলম্বন করা; মন দৃঢ় করা; ধৈর্য ধারণ করা। হাত-পা বাঁধা (বিশেষ্য) একান্ত অসহায় অবস্থা। {(তৎসম বা সংস্কৃত) √বন্ধ্>√বাঁধ্+আ}
- Bengali Word বাঁধাল Bengali definition [বাঁধাল্] (বিশেষ্য) কাঙ্গাল; সেতু; সাঁকো; (জমির) আল। {(তৎসম বা সংস্কৃত) √বন্ধ্>(বাংলা) বাঁধ্+আল}
- Bengali Word বাঁধুনি Bengali definition ⇒ বাঁধনি
- Bengali Word বাঁধুলি Bengali definition ⇒ বান্ধুলি
- Bengali Word বাঁশ Bengali definition [বাঁশ্] (বিশেষ্য) তৃণজাতীয় এক প্রকার লম্বা গাছ; বংশ; বেণু। বাঁশ গাড়ি (বিশেষ্য) জমির সীমা নির্দেশ করা বা দখলের উদ্দেশ্যে খুঁটি গাড়া। (বুকে) বাঁশ ডলা দেওয়া (ক্রিয়া) যন্ত্রণা দেওয়ার জন্য বুকে বাঁশ দ্বারা ডলা। অত্যন্ত যন্ত্রণাদায়ক পীড়ন করা। বাঁশ দেওয়া (ক্রিয়া) সর্বনাশ সাধন করা; নিদারুণ ক্ষতি করা। বাঁশ বনে ডোম কানা (ব্যঙ্গার্থ) বাঁশবনে কোন বাঁশটি সর্বোৎকৃষ্ট তা বুঝতে অক্ষম ডোমের মতো অসংখ্য মূল্যবান ও শৌখিন দ্রব্যের মধ্যে উপযুক্তটি বেছে নিতে অক্ষম। {(তৎসম বা সংস্কৃত) বংশ>}
- Bengali Word বাঁশরি, বাঁশরী Bengali definition [বাঁশোরি] (বিশেষ্য) বাঁশি; মুরলী। {(তৎসম বা সংস্কৃত) বংশী>(বাংলা) বাঁশি; পদ্যে বাঁশরী}
- Bengali Word বাঁশি, বাঁশী Bengali definition [বাঁশি] (বিশেষ্য) বংশী; বেণু; মুরলী; ফুঁ দিয়ে বাজানোর এক প্রকার বাদযন্ত্র। {(তৎসম বা সংস্কৃত) বংশী>}
- Bengali Word বাঁড়া Bengali definition [বাঁড়া] (বিশেষ্য) (অশ্লীল) পুরুষাঙ্গ; শিশ্ন। {(তৎসম বা সংস্কৃত) বণ্ড>}
- Bengali Word বাঁয়া Bengali definition [বাঁয়া] (বিশেষ্য) তবলার সঙ্গে বাঁ হাতে বাজাবার যন্ত্র; ডুগি (বাঁয়া নাই, গোলাবিখিলি নাই, এমন কি একটা থেলোহুঁকোরও অপ্রতুলকালীপ্রসন্ন সিংহ)। ঢাকের বাঁয়া (বিশেষ্য) অপ্রয়োজনীয় কিছু; সঙ্গে আছে কিন্তু বিশেষ কিছু কাজে লাগে না। {(তৎসম বা সংস্কৃত) বাম> বাঁ+আ}
- Bengali Word বাংগি ২, বাঙ্গি ২ Bengali definition [বাঙ্গি] (বিশেষ্য) পাকলে ফেটে যায় এমন শশাজাতীয় ফলবিশেষ। {আঞ্চলিক, অজ্ঞাত মূল}
- Bengali Word বাংগি, বাঙ্গি, বাঙ্গী ১ Bengali definition [বাঙ্গি] দুদিকে শিকাতে ভার বইবার বাঁক। বাংগিদার (বিশেষ্য) বাঙ্গিতে ভার বহনকারী; ভারবাহক। {ওরাও. বাংগী; (তৎসম বা সংস্কৃত) বিহঙ্গিকা>}
- Bengali Word বাংলা ১, বাঙলা, বাঙ্গালা Bengali definition [বাঙ্লা, বাঙ্লা, বাঙ্গালা] (বিশেষ্য) ১ বঙ্গদেশ (বাংলার মাটি বাংলার জল)। ২ বঙ্গভাষা (বাংলায়ে লেখা)। □ (বিশেষণ) বঙ্গভাষায় লিখিত (বাংলা বই)। {(ফারসি) বাঙ্গালাহ্}
- Bengali Word বাংলাদেশ Bengali definition [বাঙ্লাদেশ] (বিশেষ্য) ১ স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ; ব্রিটিশ ভারতের পূর্ববঙ্গ বা সাবেক পূর্ব পাকিস্তান। ২ বঙ্গদেশ। বাংলাদেশি, বাংলাদেশী (বিশেষ্য) বাংলাদেশের নাগরিক। {(তৎসম বা সংস্কৃত) বঙ্গ>; (তুলনীয়) তিব্বতি. বন্জ (জলাভূমি)>; (ফারসি) বঙ্গালহ্}
- Bengali Word বাংলো ১, বাংলা ২, বাঙলা Bengali definition [বাঙ্লো, বাঙ্লা, বাঙ্লা] (বিশেষ্য) ১ চওড়া বারান্দাযুক্ত এক তলা বাড়িবিশেষ; বিশেষ আদলে তৈরি বাড়ি। ২ গ্রাম বাংলার সম্পন্ন গৃহস্থের বাইরের বৈঠকখানা। ৩ পদস্থ চাকুরেদের সরকারি বাসগৃহ। ৪ মফস্বল পরিদর্শনকালে চাকুরেদের বিশ্রাম ও অবস্থান গৃহ। {(হিন্দি) বাংলা>(ইংরেজি) Bungalow>]
- Bengali Word বাঃ Bengali definition [বাহ্] (অব্যয়) ১ বাহবা। ২ প্রশংসা প্রভৃতি। ৩ বিস্ময়সূচক (বাঃ, তোমার হাতের লেখা তো খুব সুন্দর!; বাঃ, এই বয়সে বিড়ি খাওয়াও শিখে ফেলেছে)। {(হিন্দি) বাহ্}
- Bengali Word বাঅ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বাঅ] (বিশেষ্য) বায়ু (লইত চামরর বাঅ-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) বাত>}
- Bengali Word বাঅন (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বাঅন] (বিশেষণ) ৫২; বায়ন্ন। {(তৎসম বা সংস্কৃত) দ্বাপঞ্চাশৎ>}
- Bengali Word বাআদাব Bengali definition [বায়াদাব্] আদব বা সম্মানের সাথে (হাকিম সাহেব মাথা নওয়াইয়া দক্ষিণ হাত উঠাইয়া বা আদাব বলিলেন, খোদাবন্দ আদাব-মীর মশাররফ হোসেন)। {(ফারসি) বা+(আরবি) আদাব}
- Bengali Word বাই ১ Bengali definition [বাই] (বিশেষ্য) ১ রোগবিশেষ; বায়ুরোগ। □ (বিশেষণ) ১ বাতিক; ছিট; পাগলামি (শুচিবাই, শুচিবাইগ্রস্ত)। ২ প্রবল শখ; প্রচণ্ড ঝোঁক; নেশা; প্রবল আসক্তি (খেলার বা পড়ার বাই)। {(তৎসম বা সংস্কৃত) বায়ু>}
- Bengali Word বাই ১, বাঈ Bengali definition [বোই] (বিশেষ্য) ১ সম্ভ্রান্ত মহিলার নামের শেষে সম্মানসূচক শব্দ-মহারাষ্ট্র, গুজরাট, রাজপুতনা প্রভৃতি অঞ্চলে ব্যবহৃত (লক্ষ্মী বাই)। ২ পেশাদার গায়িকা; নর্তকী। {(তৎসম বা সংস্কৃত) ভগিনী>বহিনী>}
- Bengali Word বাইক Bengali definition ⇒ সাইকেল
- Bengali Word বাইচ, বাইছ Bengali definition [বাইচ্, বাইছ্] (বিশেষ্য) প্রতিযোগিতামূলক নৌকাচালনা (কতগুলি রোক বাইচ খেলিবার আয়োজন করিতেছে-শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন)। {(তৎসম বা সংস্কৃত) বাজী>বজি>বাইচ(?)}