Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word পরিকীর্ণ Bengali definition [পোরিকির্‌নো] (বিশেষণ) ১ বিক্ষিপ্ত; ছড়ানো (শুষ্কপত্র পরিকীর্ণ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ পরিব্যাপ্ত; বিস্তৃত। {(তৎসম বা সংস্কৃত) পরি+√কৃ+ত(ক্ত)}
  • Bengali Word পরিকীর্তন Bengali definition [পোরিকির্‌তোন্‌] (বিশেষ্য) সম্যকভাবে কথন বা প্রশংসা। পরিকীর্তিত (বিশেষণ) সম্যকরূপে কথিত বা প্রশংসিত (ষোড়শ পর্ব পরিকীর্ত্তিত হল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) পরি+কীর্তন}
  • Bengali Word পরিকেন্দ্র Bengali definition [পোরিকেন্‌দ্রো] (বিশেষ্য) সমবাহু ত্রিভুজ বা সমাঙ্গ বহুভুজের কোণ বিন্দুগুলির মধ্য দিয়ে অঙ্কিত বৃত্তের কেন্দ্র; মণ্ডল-মধ্য বিন্দু; circumcentre। {(তৎসম বা সংস্কৃত) পরি+কেন্দ্র}
  • Bengali Word পরিক্লিষ্ট Bengali definition [পোরিক্‌ক্লিশ্‌টো] (বিশেষণ) অতিক্লিষ্ট; অত্যন্ত ক্লেশপ্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) পরি+√ক্লিশ+ত(ক্ত)}
  • Bengali Word পরিক্ষিপ্ত Bengali definition [পোরিক্‌খিপ্‌তো] (বিশেষণ) ১ বিক্ষিপ্ত; ইতস্তত ছড়ানো। ২ পরিবেষ্টিত। ৩ ত্যাগ করা হয়েছে এমন; পরিত্যাক্ত। ৪ নিক্ষিপ্ত (আর্য যে দুস্তর শোকসাগরে পরিক্ষিপ্ত হইলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) পরি+√ক্ষিপ্‌+ত(ক্ত)}
  • Bengali Word পরিক্ষিৎ, পরিক্ষিত Bengali definition ⇒ পরীক্ষিৎ
  • Bengali Word পরিক্ষীণ Bengali definition [পোরিক্‌খিন্‌] (বিশেষণ) ১ অতিশয় ক্ষয়প্রাপ্ত (কুরুকুল পরিক্ষীণ হইলে, অভিমন্যুর ঔরসে উত্তরার গর্ভে তাঁহার জন্ম হয়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ অতিশয় দুর্বল (যুগযুগান্তর ভ্রমি, ক্লিষ্ট জানু, দেহ পরিক্ষীণ-মোহিতলাল মজুমদার)। ৩ অতিকৃশ। {(তৎসম বা সংস্কৃত) পরি+ক্ষীণ}
  • Bengali Word পরিক্ষীয়মাণ Bengali definition [পোরিক্‌খিয়োমান্‌] (বিশেষণ) দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছে এমন; অতিক্ষয়শীল। {(তৎসম বা সংস্কৃত) প+ক্ষীয়মানমান}
  • Bengali Word পরিক্ষেপ Bengali definition [পোরিক্‌খেপ্‌] (বিশেষ্য) ১ বিক্ষেপ। ২ পরিত্যাগ। ৩ পরিবেষ্টন। ৪ নিক্ষেপ। পরিক্ষেপক (বিশেষণ) পরিক্ষেপকারী। {(তৎসম বা সংস্কৃত) পরি+ক্ষেপ}
  • Bengali Word পরিখই (ব্রজবুলি) Bengali definition [পোরিখই] (ক্রিয়া) পরীক্ষা করে (কোই সখী পরিখই-বিদ্যাপতি)। পরিখসি (ব্রজবুলি) (ক্রিয়া) পরীক্ষা করছ। পরিখসে (মধ্যযুগীয় বাংলা) (ক্রিয়া) পরীক্ষা করো (মৈগী)। পরিখেঁ (মধ্যযুগীয় বাংলা) (ক্রিয়া) পরীক্ষা করে (পরিখেঁ ছলে তোমার মতি-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) পরীক্ষতে> পরিখই}
  • Bengali Word পরিখা Bengali definition [পোরিখা] (বিশেষ্য) শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য দুর্গ; প্রাসাদাদির চারদিকে খনিত খাত; গড়খাই (অতি প্রশস্ত মৃন্ময় প্রাচীরের পাদদেশে এক বৃহৎ পরিখা ছিলো-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। পরিখীকৃত (বিশেষণ) পাপিয়া দ্বারা ঘেরাও বা বেষ্টিত। {(তৎসম বা সংস্কৃত) পরি+√খন্‌+অ(ড)+আ(টাপ্‌)}
  • Bengali Word পরিখ্যাত Bengali definition [পোরিক্‌খ্যাতো] (বিশেষণ) প্রখ্যাত; বিশেষভাবে প্রসিদ্ধ। {(তৎসম বা সংস্কৃত) পরি+খ্যাত}
  • Bengali Word পরিগণন, পরিগণনা Bengali definition [পোরিগনোন্‌, পোরিগনোনা] (বিশেষ্য) বিশেষভাবে গণিত বা সংখ্যাত। ২ বিবেচিত। পরিগণিতা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) পরি+গণন, গণনা}
  • Bengali Word পরিগম Bengali definition [পোরিগম্‌] (বিশেষ্য) প্রতিবেশ; পারিপার্শ্বিক অবস্থা; environment। {(তৎসম বা সংস্কৃত) পরি+√গম্‌+অ(অপ্‌)}
  • Bengali Word পরিগৃহীত Bengali definition [পোরিগ্‌গৃহিতো] (বিশেষণ) ১ গ্রহণ (দার পরিগ্রহ)। □ (বিশেষণ) ধারণ (সমুদ্র ভীষণ রূপে পরিগ্রহ করেছে)। পরিগ্রাহক (বিশেষণ) পরিগ্রহকারী; পরিগ্রহণ করে এমন। পরিগ্রাহিকা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) পরি+√গ্রহ্‌+অ(অপ্‌)}
  • Bengali Word পরিঘ Bengali definition [পোরিঘো] (বিশেষ্য) মুদ্‌গরের ন্যায় বর্তুল আকার প্রাচীন যুদ্ধাস্ত্র (কৃপাণ পরশু খড়্‌গ পরিঘ ভীষণ-কায়কোবাদ)। {(তৎসম বা সংস্কৃত) পরি+√হন্‌+অ(অপ্‌)}
  • Bengali Word পরিঘাত, পরিঘাতন Bengali definition [পোরিঘাত্‌, পোরিঘাতোন্‌] (বিশেষ্য) ১ পরিঘ। ২ হনন। ৩ মারাত্মক আঘাত। ৪ প্রতিবন্ধক। ৫ বিঘ্ন; ব্যাঘাত। {(তৎসম বা সংস্কৃত) পরি+ঘাত, ঘাতন}
  • Bengali Word পরিঘোষ Bengali definition [পোরিঘোশ্‌] (বিশেষ্য) মেঘের ধ্বনি বা গর্জন। {(তৎসম বা সংস্কৃত) পরি+ঘোষ}
  • Bengali Word পরিচর Bengali definition [পোরিচর্‌] (বিশেষ্য) ১ সেবক; ভৃত্য। ২ সহচর (অকর্মণ্য অনুচর পরিচরেরও অভাব নাই-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) পরি+চর}
  • Bengali Word পরিচর্যা Bengali definition [পোরিচর্‌জা] (বিশেষ্য) ১ সেবা; শুশ্রুষা। ২ পূজা; উপাসনা। {(তৎসম বা সংস্কৃত) পরি+√চর্‌+অ(শ)+য(যক্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word পরিচলন Bengali definition [পোরিচলন্‌] (বিশেষ্য) ১ সঞ্চলন। ২ (বিশেষ্য) (বিজ্ঞান.) বায়ব বা তরল দ্রব্যের প্রবাহের তাপ ও বিদ্যুতের সঞ্চালন; convection। {(তৎসম বা সংস্কৃত) পরি+চলন}
  • Bengali Word পরিচারক Bengali definition [পোরিচারোক্‌] (বিশেষ্য) ভৃত্য; সেবক; চাকর। পরিচারিকা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) চাকরানি; সেবিকা। {(তৎসম বা সংস্কৃত) পরি+ √চর্‌+ই(ণিচ্‌)+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word পরিচারণ Bengali definition [পোরিচারোন্‌] (বিশেষ্য) সেবা। {(তৎসম বা সংস্কৃত) পরি+√চর্‌+ই(ণিচ্‌)+অন(ল্যুট্‌)}
  • Bengali Word পরিচালক Bengali definition [পোরিচালোক্‌] (বিশেষ্য), (বিশেষণ) ১ যিনি পরিচালনা করেন; পরিচালনাকারী (সিনেমা বা সঙ্গীত পরিচালক); বিভাগের প্রধান; director। ২ অদক্ষ। পরিচালিকা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । (তুলনীয়) প্রশাসনিক পরিভাষায় পদের ক্রমানুসারে (নিম্ন থেকে উচ্চ) সহপরিচালক, উপপরিচালক, পরিচালক, মহাপরিচালক। {(তৎসম বা সংস্কৃত) পরি+চালক}
  • Bengali Word পরিচালন, পরিচালনা Bengali definition [পোরিচালোনা, পোরিচালোনা] (বিশেষ্য) ১ কোনো সংস্থা বা অফিস ইত্যাদি চালানো। ২ সঞ্চালন। ৩ সম্পাদন। ৪ নির্বাহ। ৫ শাসন। পরিচালিত (বিশেষণ) ১ সঞ্চালিত। ২ সম্পাদিত। {(তৎসম বা সংস্কৃত) পরি+চালন, চালনা}
  • Bengali Word পরিচায়ক Bengali definition [পোরিচায়োক্‌] (বিশেষণ) ১ পরিচয় করিয়ে দেয় এমন; পরিচয় প্রদানকারী। ২ জ্ঞাপক; সূচক; নির্দেশক। পরিচায়িকা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) পরি+ √চি + ই(ণিচ্‌) অক(ণ্বুল্‌)}
  • Bengali Word পরিচিত Bengali definition [পোরিচিতো] (বিশেষণ) ১ পরিচয় জানা আছে এমন; পরিচয়বিশিষ্ট। ২ জানাশুনা আছে এমন; জানিত; আলাপিত। ৩ জ্ঞাত। ৪ অভ্যস্ত। পরিচিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। পরিচিতি (বিশেষ্য) পরিচয়। {(তৎসম বা সংস্কৃত) পরি+√চি+ত(ক্ত)}
  • Bengali Word পরিচিন্তন Bengali definition [পোরিচিন্‌তোন্‌] (বিশেষ্য) ১ পরিকল্পনা। ২ বিশেষ-ভাবে চিন্তাকরণ; সম্যক চিন্তন। পরিচিন্তিত (বিশেষণ) যার পরিচিন্তন বা পরিকল্পনা করা হয়েছে। {(তৎসম বা সংস্কৃত) পরি+চিন্তন}
  • Bengali Word পরিচেয় Bengali definition [পোরিচেয়ো] (বিশেষণ) পরিচয়ের উপযুক্ত; পরিচয়যোগ্য; জানার যোগ্য। {(তৎসম বা সংস্কৃত) পরি+√চি+য(যৎ)}
  • Bengali Word পরিচ্ছদ Bengali definition [পোরিচ্‌ছদ্‌] (বিশেষ্য) ১ আচ্ছাদন। ২ পোশাক; বসন; জামাকাপড়। {(তৎসম বা সংস্কৃত) পরি+√ছাদি+অ(ঘ)}