Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word পরিবর্ধক Bengali definition [পোরিবর্‌ধোক্‌] (বিশেষণ) ১ পরিবর্ধনকারী; বৃদ্ধিকারক। {(তৎসম বা সংস্কৃত) পরি+বর্ধক}
  • Bengali Word পরিবর্ধন Bengali definition [পোরিবর্‌ধোন্‌] (বিশেষ্য) ১ বর্ধিতকরণ; সম্প্রসারণ; বিস্তারণ; বাড়ানো। enlargement। ২ সম্যক উন্নতিসাধন; শ্রীবৃদ্ধিকরণ। পরিবর্ধক বিণ। পরিবর্ধিত (বিশেষণ) পরিবর্ধন করা হয়েছে এমন; সম্প্রসারিত; বিস্তারিত। {(তৎসম বা সংস্কৃত) পরি+বর্ধন}
  • Bengali Word পরিবহন, পরিবহণ Bengali definition [পোরিবহোন্‌] (বিশেষ্য) ১ স্থান থেকে স্থানান্তরে প্রাণী ও বস্তু বহন; transport। ২ (বিজ্ঞান.) কোনো বস্তুর মধ্য দিয়ে তড়িৎ তাপ ইত্যাদির সঞ্চালন; conduction। {(তৎসম বা সংস্কৃত) পরি+বহন}
  • Bengali Word পরিবাদ, পরীবাদ Bengali definition [পোরিবাদ্‌] (বিশেষ্য) নিন্দা; অপবাদ; কুৎসা; দুর্নাম (একি পরমাদ দেয় পরিবাদ-চণ্ডীদাস)। পরিবাদক, পরিবাদী (বিশেষণ) নিন্দাকারী; অপবাদ দেয় এমন; কুৎসা রটনাকারী। পরিবাদিনী (স্ত্রীলিঙ্গ) নিন্দাকারিণী। ২ সপ্ততন্ত্রী বীণা। {(তৎসম বা সংস্কৃত) পরি+বাদ}
  • Bengali Word পরিবার Bengali definition [পোরিবার] (বিশেষ্য) ১ পরিজন। ২ আত্মীয়; স্বজন। ৩ পোষ্যবর্গ। ৪ একান্নবর্তী সংসার। ৫ পত্নী। পরিবার- পরিকল্পনা (বিশেষ্য) ১ সন্তান-প্রজনন সিদ্ধান্ত। ২ জন্মনিয়ন্ত্রণ; birth control। ৩ সুনির্দিষ্ট সংখ্যা নিয়ে নির্দিষ্ট পরিবার রচনা; family planning। {(তৎসম বা সংস্কৃত) পরি+√বৃ+অ(ঘঞ্‌)}
  • Bengali Word পরিবাহন Bengali definition [পোরিবাহন্‌] (বিশেষ্য) সঞ্চালন। {(তৎসম বা সংস্কৃত) পরি+ বাহন}
  • Bengali Word পরিবাহী Bengali definition [পোরিবাহি] (বিশেষ্য), (বিশেষণ) ১ পরিবহনকারী; পরিবহন করে এমন। ২ যার মধ্য দিয়ে তাপ সঞ্চালণ হয়; condutor। পরিবাহিতা (বিশেষ্য) (বিজ্ঞান.) পরিবহন শক্তি; conductivity। {(তৎসম বা সংস্কৃত) পরি+বাহী}
  • Bengali Word পরিবৃত Bengali definition [পোরিব্‌বৃতো] (বিশেষণ) ১ পরিবেষ্টিত (অমাত্যবর্গে পরিবৃত হইয়া, অবহিতচিত্তে রাজকার্যের পর্যালোচনা করিতেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ সম্যকভাবে আবৃত; সমাচ্ছাদিত। পরিবৃতি (বিশেষ্য) ১ পরিবেষ্টন; পরিধি। ২ আবরণ; আচ্ছাদন। {(তৎসম বা সংস্কৃত) পরি+বৃত}
  • Bengali Word পরিবৃত্ত Bengali definition [পোরিবৃত্‌তো] (বিশেষ্য) ক্ষেত্র পরিবেষ্টন করে অঙ্কিত বৃত্ত; circumcircle। {(তৎসম বা সংস্কৃত) পরি+বৃত্ত}
  • Bengali Word পরিবেত্তা Bengali definition [পোরিবেত্‌তা] (বিশেষ্য) জ্যেষ্ঠ ভ্রাতা অবিবাহিত থাকাকালীন বিবাহিত কনিষ্ঠ ভ্রাতা। {(তৎসম বা সংস্কৃত) পরি+বেত্তা}
  • Bengali Word পরিবেদন Bengali definition [পোরিবেদোন্‌] (বিশেষ্য) জ্যেষ্ঠ ভ্রাতা অবিবাহিত থাকা সত্ত্বেও কনিষ্ঠের দারপরিগ্রহ। {(তৎসম বা সংস্কৃত) পরি+বেদন}
  • Bengali Word পরিবেদনা Bengali definition [পোরিবেদোনা] (বিশেষ্য) ১ প্রবল বেদনা; নিদারুণ যন্ত্রণা বা ক্লেশ। ২ বিবেচনা (চলচিত্ত ও সদসৎ-পরিবেদনাবিহীন হইয়া তোমায় নির্বাসিত করিয়াছেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) পরি+বেদনা}
  • Bengali Word পরিবেশ, পরিশেষ Bengali definition (রিবল) [পোরিবেশ্‌] (বিশেষ্য) ১ চার পাশের অবস্থা; প্রতিবেশ। ২ পরিধি; পরিবেষ্টন। ৩ পরিমণ্ডল; environment। {(তৎসম বা সংস্কৃত) পরি+বেশ, বেষ}
  • Bengali Word পরিবেশন, পরিবেষণ Bengali definition [পোরিবেশোন্‌] (বিশেষ্য) ১ বিতরণ। ২ ভাগ করে প্রদান। পরিবেশক (বিশেষ্য), (বিশেষণ) পরিবেশন করে যে; পরিবেশনকারী। {(তৎসম বা সংস্কৃত) পরি+বেশন, বেষণ}
  • Bengali Word পরিবেষ্টন Bengali definition [পোরিবেশ্‌টন্‌] (বিশেষ্য) ১ আবেষ্টন; ঘের; বেড়া। ২ ঘেরাওকরণ; ঘিরে ফেলা। ৩ প্রদক্ষিণ। {(তৎসম বা সংস্কৃত) পরি+বেষ্টন}
  • Bengali Word পরিবেষ্টনী Bengali definition [পোরিবেশ্‌টোনি] (বিশেষ্য) ১ আবেষ্টনী; উত্তম বেষ্টনী। ২ প্রতিবেশ। {(তৎসম বা সংস্কৃত) পরি+বেষ্টনী}
  • Bengali Word পরিবেষ্টিত Bengali definition [পোরিবেশ্‌টিতো] (বিশেষণ) পরিবৃত; ঘেরাও করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) পরি+ বেষ্টিত}
  • Bengali Word পরিব্রজন Bengali definition [পোরিব্‌ব্রোজোন্‌] (বিশেষ্য) ভ্রমণ; পর্যটন। {(তৎসম বা সংস্কৃত) পরি+ব্রজন}
  • Bengali Word পরিব্রজ্যা Bengali definition [পরিব্রোজ্‌জা] (বিশেষ্য) ১ পরিব্রাজক ধর্ম; প্রব্রজ্যা বা সন্ন্যাস। ২ ধর্মার্থে পরিভ্রমণ। {(তৎসম বা সংস্কৃত) পরি+ব্রজ্যা}
  • Bengali Word পরিব্রাজক Bengali definition [পোরিব্‌ব্রাজোক্‌] (বিশেষ্য) ১ পর্যটক; ভ্রমণকারী। ২ পর্যটনকারী ভিক্ষু বা সন্নাসী। পরিব্রাজিকা (বিশেষ্য)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) পরি+ব্রাজক}
  • Bengali Word পরিব্রাজন Bengali definition [পোরিব্‌ব্রাজোন্‌] (বিশেষ্য) পরিভ্রমণ; পর্যটন। {(তৎসম বা সংস্কৃত) পরি+ব্রাজন]
  • Bengali Word পরিভঙ্গ Bengali definition [পোরিভঙ্‌গো] (বিশেষ্য) অপসরণ (চৈতন্য পাইল বামা বিষ গেল দূর। যেন ঘন পরিভঙ্গে উগিলেন্ত সূর-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) পরি+ভঙ্গ}
  • Bengali Word পরিভব Bengali definition [পোরিভব্‌] (বিশেষ্য) পরাভব; পরাজয়। {(তৎসম বা সংস্কৃত) পরি+ভব}
  • Bengali Word পরিভাবা (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পোরিভাবা] (ক্রিয়া) বিশেষ করে ভেবে দেখা; বিচার করা (হেন পরিভাবি রাধা-বড়ু চণ্ডীদাস)। পরিভাবিল (ক্রিয়া) ভেবে দেখলাম। {(তৎসম বা সংস্কৃত) পরি+ভাব+(বাংলা) আ}
  • Bengali Word পরিভাষা Bengali definition [পোরিভাষা] (বিশেষ্য) বিশিষ্ট অর্থবাচক শব্দ; বিশেষ অর্থে ব্যবহৃত শব্দ বা পদ; সংজ্ঞাবিশেষ। পরিভাষিত (বিশেষণ) পরিভাষা দ্বারা নিরূপিত বা বিজ্ঞাপিত। {(তৎসম বা সংস্কৃত) পরি+ভাষা}
  • Bengali Word পরিভায় (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পোড়িভায়্‌] (ক্রিয়া) প্রতিভাত হবে; (মনে) পড়বে; ভেবে দেখ (মনে পরিভায় কাহ্নাঞিঁ আহ্মার বচন-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) পরিভাবা>}
  • Bengali Word পরিভুক্ত Bengali definition [পোরিভুক্‌তো] (বিশেষণ) উপভোগ করা হয়েছে এমন; উপযুক্ত। পরিভোগ (বিশেষ্য) । {(তৎসম বা সংস্কৃত) পরি+ভুক্ত}
  • Bengali Word পরিভূত Bengali definition [পোরিভুতো] (বিশেষণ) পরাভূত; পরাজিত {(তৎসম বা সংস্কৃত) পরি+ভূত}
  • Bengali Word পরিভৃতি Bengali definition [পোরিভৃতি] (বিশেষ্য) পারিশ্রমিক; বেতন, emolument। পরিভুক্ত বিণ। {(তৎসম বা সংস্কৃত) পরি+ভৃতি}
  • Bengali Word পরিভোগ Bengali definition [পোরিভোগ্‌] (বিশেষ্য) সম্ভোগ; পরিপূর্ণভাবে উপভোগ। {(তৎসম বা সংস্কৃত) পরি+ভোগ}