Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word পরিদেবন, পরিদেবনা Bengali definition [পোরিদেবোন্‌, পোরিদেবোনা] (বিশেষ্য) বিলাপ; খেদোক্তি; আপসোস; সন্তাপ; পরিতাপ; অনুতাপ। {(তৎসম বা সংস্কৃত) পরি+দেবন, দেবনা}
  • Bengali Word পরিধান Bengali definition [পোরিধান্‌] (বিশেষ্য) ১ পরিধেয় বস্ত্র; পোশাক; পরিচ্ছদ। ২ অঙ্গে ধারণ। {(তৎসম বা সংস্কৃত) পরি+√ধা+অন(ল্যুট্‌)}
  • Bengali Word পরিধায়ী Bengali definition [পোরিধায়ি] (বিশেষ্য) যে পরে। {(তৎসম বা সংস্কৃত) পরি+√ধা+অ(ঘঞ্‌)+ইন্‌(ণিনি)}
  • Bengali Word পরিধি Bengali definition [পোরিধি] (বিশেষ্য) ১ বৃত্তের বেষ্টনরেখা; প্রান্ত; বেড়। {(তৎসম বা সংস্কৃত) পরি+√ধা+ই(কি)}
  • Bengali Word পরিধেয় Bengali definition [পোরিধেয়ো] (বিশেষণ) পরিধানযোগ্য; অঙ্গে ধারণ করার উপযুক্ত। □ (বিশেষ্য) পরিধান করার বস্ত্র বা কাপড় (পরিধেয় জীর্ণ হইয়াছে-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) পরি+√ধা+য(যৎ)}
  • Bengali Word পরিনির্বাণ Bengali definition [পোরিনির্‌বান্‌] (বিশেষ্য) বুদ্ধের দেহত্যাগ; ভবযন্ত্রণা থেকে মুক্তি; শাক্যসিংহের বুদ্ধত্ব প্রাপ্তি। {(তৎসম বা সংস্কৃত) পরি+নির্বাণ}
  • Bengali Word পরিপক্ব Bengali definition [পোরিপক্‌কো] (বিশেষণ) ১ সুপক্ব; সম্পূর্ণ পাকা। ২ বিচক্ষণ; সুদক্ষ; পারদর্শী (এইরূপ অভিযান করিয়া তাঁহারা পরিপক্ব হইয়াছেন-রাজশেখর বসু (পরশু))। ৩ পরিণত। ৪ উত্তমরূপে রান্না করা হয়েছে এমন। পরিপক্বতা (বিশেষ্য) ১ সুপক্বতা। ২ বিচক্ষণতা। {(তৎসম বা সংস্কৃত) পরি+√পচ্‌+ত(ক্ত)}
  • Bengali Word পরিপত্র Bengali definition [পোরিপত্‌ত্রো] (বিশেষ্য) ইশতিহার; সরকারি ঘোষণা বা বিজ্ঞপ্তি; circular। {(তৎসম বা সংস্কৃত) পরি+পত্র}
  • Bengali Word পরিপন্থী (-স্থিন্‌) Bengali definition [পোরিপোন্‌থি] (বিশেষণ) ১ প্রতিকূল। ২ প্রতিবন্ধকস্বরূপ; বিঘ্নকর; বাধাদায়ক। ৩ শত্রুভাবাপন্ন। □ (বিশেষ্য) বিপক্ষ। {(তৎসম বা সংস্কৃত) পরি√+পন্থি+ইন্‌(ণিনি)}
  • Bengali Word পরিপাক Bengali definition [পোরিপাক্‌] (বিশেষ্য) হজম। {(তৎসম বা সংস্কৃত) পরি+পাক}
  • Bengali Word পরিপাটি, পরিপাটী Bengali definition [পোরিপাটি] (বিশেষ্য) ১ সুবিন্যাস; সুশৃঙ্খলা (অনুষ্ঠানেরও কোন পরিপাটী ছিল না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ নৈপুণ্য; কৌশল; কারিগরি। □ (বিশেষণ) ১ সুবিন্যস্ত; সুশৃঙ্খল (চুল বেঁধেছে পরিপাটি করে-রাজিয়া খান)। ২ নিপুণ। {(তৎসম বা সংস্কৃত) পরি+পাটি, পাটী}
  • Bengali Word পরিপালক Bengali definition [পোরিপালক্‌] (বিশেষ্য) ১ প্রতিপালনকারী; রক্ষণাবেক্ষণকারী। ২ পরিচালক; অধ্যক্ষ; শাসক। {(তৎসম বা সংস্কৃত) পরি+পালক}
  • Bengali Word পরিপালন Bengali definition [পোরিপালোন্‌] (বিশেষ্য) প্রতিপালন; লালন-পালন; রক্ষণ ও পোষণ। {(তৎসম বা সংস্কৃত) পরি+পালন}
  • Bengali Word পরিপালিত Bengali definition [পোরিপালিতো] (বিশেষণ) প্রতিপালিত। {(তৎসম বা সংস্কৃত) পরি+পালিত}
  • Bengali Word পরিপুষ্ট Bengali definition [পোরিপুশ্‌টো] (বিশেষণ) ১ অতিশয় পুষ্ট; সুপুষ্ট; নিটোল। ২ বৃদ্ধিপ্রাপ্ত; বর্ধিত। পরিপুষ্টা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । পরিপুষ্টতা, পরিপুষ্টি (বিশেষ্য) সুপুষ্টতা। {(তৎসম বা সংস্কৃত) পরি+পুষ্ট}
  • Bengali Word পরিপূরক Bengali definition [পোরিপুরক্‌] (বিশেষণ) পরিপূর্ণকারী; সম্পূর্ণ করে এমন। {(তৎসম বা সংস্কৃত) পরি+পূরক}
  • Bengali Word পরিপূরণ Bengali definition [পোরিপুরণ্‌] (বিশেষ্য) ১ সম্পূর্ণকরণ; পরিপূর্তি। ২ অভাব দূরীকরণ। {(তৎসম বা সংস্কৃত) পরি+পূরণ}
  • Bengali Word পরিপূর্ণ Bengali definition [পোরিপুর্‌নো] (বিশেষণ) ১ সামগ্রিকভাবে পূর্ণ; ভরপুর। ২ সম্পূর্ণ। ৩ পরিতৃপ্ত। ৪ সফল। পরিপূর্ণা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । পরিপূর্ণতা (বিশেষ্য) ১ সম্পূর্ণতা। ২ পরিতৃপ্তি। {(তৎসম বা সংস্কৃত) পরি+পূর্ণ}
  • Bengali Word পরিপূরয়ে (ব্রজবুলি) Bengali definition [পরিপুরয়ে] (ক্রিয়া) পরিপূর্ণ করে (পুলকে পরিপূরয়ে কেহ-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) পরিপূর>}
  • Bengali Word পরিপৃক্ত Bengali definition [পোরিপৃক্‌তো] (বিশেষণ) বিশেষভাবে সিক্ত; saturated। পরিপৃক্তি (বিশেষ্য) সম্যক সিক্ততা। {(তৎসম বা সংস্কৃত) পরি+পৃক্ত}
  • Bengali Word পরিপোষণ Bengali definition [পোরিপোশোন্‌] (বিশেষ্য) ১ পরিপালন; প্রতিপালন; সংরক্ষণ। ২ মনে ধারণ (ক্রোধ পরিপোষণ)। পরিপোষিত (বিশেষণ) পরিপোষণ করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) পরি+পোষণ}
  • Bengali Word পরিপ্রেক্ষিত Bengali definition [পোরিপ্‌প্রেক্‌খিত্‌] (বিশেষ্য) দৃশ্যমান বিষয়ের বিভিন্ন অংশের আকৃতি দূরত্ব নৈকট্য প্রভৃতি চিত্রে প্রতিফলন; পটভূমি; পরিবেষ্টনী; পারিপার্শ্বিক অবস্থা; perspective। এ অর্থে ‘প্রেক্ষিত’ অশুদ্ধ প্রয়োগ। {(তৎসম বা সংস্কৃত) পরি+প্র+√ঈক্ষ্‌+ত(ক্ত)}
  • Bengali Word পরিপ্লব, পরিপ্লবন Bengali definition [পোরিপ্‌প্লোবো, পোরিপ্‌প্লোবোন্‌] (বিশেষ্য) ১ প্লাবন (বর্ণাপেক্ষা, নয়নাপেক্ষা, সর্বাপেক্ষা সেই সৌন্দর্য্যের পরিপ্লব মুগ্ধকর-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ আকুল; অস্থির। পরিপ্লবা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) পরি+প্লব, প্লবন}
  • Bengali Word পরিপ্লুত Bengali definition [পোরিপ্‌প্লুতো] (বিশেষণ) ১ আপ্লুত; অভিষিক্ত; সিক্ত (একটি অব্যক্ত ভক্তি-মাধুর্যে পরিপ্লুত হইয়া যাইত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ প্লাবিত (নয়নযুগল আনন্দাশ্রু সলিলে পরিপ্লুত হইত-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ নিমজ্জিত। ৪ কম্পমান। ৫ আকুল। পরিপ্লুতি (বিশেষ্য) আকুলতা; কম্প (আছে কি স্মরণে সখী উৎসবের উগ্র উম্মাদনা করদ্বয়ে পরিপ্লুতি-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) পরি+প্লুত}
  • Bengali Word পরিবন্ধ Bengali definition [পোরিবন্‌ধো] (বিশেষ্য) বন্ধন; বাঁধুনি (আঁচড়িল কেশ তার নানা পরিবন্ধে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পরি+বন্ধ}
  • Bengali Word পরিবর্জন Bengali definition [পোরিবর্‌জোন্‌] (বিশেষ্য) পরিত্যাগ; বিসর্জন। পরিবর্জিত (বিশেষণ) পরিত্যক্ত। {(তৎসম বা সংস্কৃত) পরি+বর্জন}
  • Bengali Word পরিবর্ত Bengali definition [পোরিবর্‌তো] (বিশেষণ) পরিবর্তন। □ (বিশেষ্য) ১ বদল; বিনিময়। ২ বদলি (পরিবর্ত খেলোয়াড়)। {(তৎসম বা সংস্কৃত) পরি+√বৃত্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word পরিবর্তক Bengali definition [পোরিবর্‌তোক্‌] (বিশেষণ) ১ পরিবর্তনকারী। ২ প্রত্যাবর্তনকারী। {(তৎসম বা সংস্কৃত) পরি+√বৃত্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word পরিবর্তন Bengali definition [পোরিবর্‌তোন্‌] (বিশেষ্য) ১ বদল। ২ অবস্থান্তর; রূপান্তর। ৩ সংস্কার। ৪ আবর্তন। পরিবর্তনীয়, পরিবর্তনশীল (বিশেষণ) ১ পরিবর্তিত বা বদল হতে পারে এমন; পরিবর্তনযোগ্য। ২ ‍বিনিময়যোগ্য। পরিবর্তমান (বিশেষণ) পরিবর্তনশীল (আমি এই ঘূর্ণমান পরিবর্তনমান স্বপ্নপ্রবাহের মধ্য হইতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। পরিবর্তিত (বিশেষণ) ১ বদলা বা পরিবর্তন হয়েছে এমন। ২ অবস্থান্তরিত। {(তৎসম বা সংস্কৃত) পরি+√বৃত্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word পরিবর্তী (-তিন্‌) Bengali definition [পোরিবোর্‌তি] (বিশেষণ) ১ পরিবর্তনশীল। ২ (পদার্থ.) মধ্যে মধ্যে দিক পরিবর্তনশীল। {(তৎসম বা সংস্কৃত) পরি+বর্তী}