Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word পরাবর্ত Bengali definition [পরাবর্‌তো] (বিশেষ্য) ১ বিনিময়; অদলবদল; বদলাবদলি। ২ প্রত্যাবর্তন। {(তৎসম বা সংস্কৃত) পরা+ √বৃত্‌+অ(ঘঞ্‌)}
 • Bengali Word পরাবর্তন Bengali definition [পরাবর্‌তোন্‌] (বিশেষ্য) ১ প্রত্যাবর্তন। ২ প্রতিফলন; reflection। {(তৎসম বা সংস্কৃত) পরা+√বৃত্‌+অ(ঘঞ্‌), অন(ল্যুট্‌)}
 • Bengali Word পরাবর্তিত Bengali definition [পরাবোর্‌তিতো] (বিশেষণ) ফিরানো হয়েছে এমন; প্রত্যাবর্তিত। {(তৎসম বা সংস্কৃত) পরা+√বৃত্‌+ণিচ্‌+ত(ক্ত)}
 • Bengali Word পরাবৃত্ত ১ Bengali definition [পরাবৃত্‌তো] (বিশেষণ) ১ ফিরে এসেছে এমন; প্রত্যাবৃত্ত। ২ পলায়িত। পরাবৃত্তি (বিশেষ্য) ১ প্রত্যাবর্তন। ২ পলায়ন। {(তৎসম বা সংস্কৃত) পরা+√বৃত্‌+ত(ক্ত)}
 • Bengali Word পরাবৃত্ত ২ Bengali definition [পরাবৃত্‌তো] (বিশেষ্য) (জ্যোতির্বিজ্ঞান) শঙ্কু ও সমতলের পরস্পর ছেদন থেকে বিশেষভাবে সৃষ্ট বক্ররেখার একটি; hyperbola (কোন কোন ধুমকেতুর কক্ষপথ আবার পরাবৃত্তের মত-শাহ ফজলুর রহমান)। {(তৎসম বা সংস্কৃত) পরা+√বৃত্‌+ত(ক্ত)}
 • Bengali Word পরাভব Bengali definition [পরাভব্‌] (বিশেষ্য) ১ পরাজেয়; হার। ২ অবমাননা; নির্যাতন (প্রেমহি কুলবতী পরাভব সহই-বিদ্যাপতি)। পরাভূত (বিশেষণ) ১ পরাজিত। ২ অতিক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) পরা+√ভূ+অ(অণ্‌)}
 • Bengali Word পরামর্শ Bengali definition [পরামর্‌শো] (বিশেষ্য) ১ মন্ত্রণা; যুক্তি (পরামর্শ করা)। ২ উপদেশ (পরামর্শ দেওয়া)। ৩ বিচার; বিবেচনা। {(তৎসম বা সংস্কৃত) পরা+√মৃশ্‌+অ(ঘঞ্‌)}
 • Bengali Word পরামর্ষ Bengali definition [পরামর্‌শো] (বিশেষ্য) ১ সহ্যকরণ; সহন। ২ ক্ষমা। {(তৎসম বা সংস্কৃত) পর+অমর্ষ}
 • Bengali Word পরামানিক Bengali definition [পরামানিক্‌] (বিশেষ্য) ১ নাপিত। ২ মোড়ল; বিজ্ঞ। {(তৎসম বা সংস্কৃত) প্রামাণিক>পরামানিক(স্বরভক্তির ফলে)}
 • Bengali Word পরার (প্রাচীন বাংলা) Bengali definition [পরার্‌] (বিশেষণ) অন্যের; পরের (পরার পুরুষে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) পর}
 • Bengali Word পরার্থ Bengali definition [পরার্‌থো] (বিশেষ্য) পরের উপকার; অন্যের প্রয়োজন। পরার্থপর (বিশেষণ) পরোপকারী। পরার্থপরতা (বিশেষ্য) পরোপকার-পরায়ণতা। পরার্থবাদ, পরার্থিতা (বিশেষ্য) পরের মঙ্গলের জন্যই মানব জাতির আবির্ভাক এইরূপ দার্শনিক মত; altruism। পরার্থে (বিশেষ্য), (বিশেষণ) পরের জন্য; অন্যের হেতু। {(তৎসম বা সংস্কৃত) পর+অর্থ}
 • Bengali Word পরার্ধ Bengali definition [পরার্‌ধো] (বিশেষ্য), (বিশেষণ) ১ সহস্র লক্ষ কোটি সংখ্যা বা সংখ্যক; ১০০০,০০,০০,০০০,০০,০০,০০০ সংখ্যা বা সংখ্যক; আঠারো অঙ্কের সংখ্যা; ১০১৬। ২ শেষার্ধ। {(তৎসম বা সংস্কৃত) পর+অর্ধ; কর্মধারয় সমাস}
 • Bengali Word পরাশর Bengali definition [পরাশর্‌] (বিশেষ্য) বেদ সংকলয়িতা ব্যাসের পিতা; কর্মশাস্ত্র প্রবর্তক ঋষি (পিতা যাঁর পরাশর শুকদেব-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) পরা+ আ+ √শাস্‌+অর(ডরন্‌)}
 • Bengali Word পরাশ্রয় Bengali definition [পরাস্‌স্রয়] (বিশেষ্য) অন্যের আশ্রয় বা অবলম্বন। পরাশ্রয়ী (-য়িন্‌) (বিশেষণ) অন্যকে আশ্রয় বা অবলম্বন করে এমন। পরাশ্রিত (বিশেষণ) ১ অন্যের আশ্রিত। ২ অপরের পালিত। পরাশ্রিতা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) পর+আশ্রয়}
 • Bengali Word পরাস্ত Bengali definition [পরাস্‌তো] (বিশেষণ) পরাজিত (নিদ্রায় আসক্ত হতে গিয়ে তবু বেদনায় জেগে ওঠে পরাস্ত নাবিক-জীবনানন্দ দাশ)। {(তৎসম বা সংস্কৃত) পরা+√অস্‌+ত(ক্ত)}
 • Bengali Word পরাহ Bengali definition [পরাহো] (বিশেষ্য) পরদিন। {(তৎসম বা সংস্কৃত) পর+অহ(অহন্‌)}
 • Bengali Word পরাহত Bengali definition [পরাহোতো] (বিশেষণ) ১ পরাজিত; পরাস্ত। ২ আহত। ৩ ব্যাহত; বাধাপ্রাপ্ত (যম তখন পরাহত ব্যাঘ্রের ন্যায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ আক্রান্ত। (তুলনীয়) সুদূরপরাহত-বহুদিনের জন্যে বাধাপ্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) পর+আহত}
 • Bengali Word পরাহ্ণ Bengali definition [পরান্‌হো] (বিশেষ্য) বৈকাল; অপরাহ্ণ; বিকাল। {(তৎসম বা সংস্কৃত) পর+আহ; কর্মধারয় সমাস}
 • Bengali Word পরাৎপর Bengali definition [পরাত্‌পর্‌] (বিশেষণ) শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ; স্বশ্রেষ্ঠ; মহতের মহৎ (বন্দি পরাৎপর ব্রহ্ম-ঘনরাম চক্রবর্তী)। □ (বিশেষ্য) পরমেশ্বর; জগদীশ্বর (পরমপুরুষ পরাৎপর-ভারতচন্দ্র রায়গুণাকর)। পরাৎপরা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) (তুমি দেবী পরাৎপরা-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) পরাৎ+পর}
 • Bengali Word পরায়ত্ত Bengali definition [পরায়োত্‌তো] (বিশেষণ) অন্যের অধিকারভূক্ত; পরাধীন; পরবশ। {(তৎসম বা সংস্কৃত) পর+আয়ত্ত}
 • Bengali Word পরায়ন Bengali definition [পরায়োন্‌] (বিশেষণ) ১ অতিশয় আসক্ত বা অনুরক্ত; একনিষ্ঠ (কর্তব্যপরায়ণ)। ২ শ্রেষ্ঠ বা প্রধান অবলম্বন। পরায়ণা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) পর+অয়ন}
 • Bengali Word পরি ১ Bengali definition ⇒ পরী
 • Bengali Word পরি ২ Bengali definition [পোরি] (অব্যয়) ব্যাপ্তি; বিরোধ; নিন্দা প্রভৃতিসূচক উপসর্গবিশেষ (পরিণত, পরিপন্থী, পরিচ্ছেদ)। {(তৎসম বা সংস্কৃত) উপসর্গ}
 • Bengali Word পরিকর Bengali definition [পোরিকর্‌] (বিশেষ্য) ১ কটিবন্ধ (বদ্ধপরিকর)। ২ সহকারী; সহচর। ৩ গণ; সমূহ। {(তৎসম বা সংস্কৃত) পরি+√কৃ+অ(অপ্‌)}
 • Bengali Word পরিকর্ম Bengali definition [পোরিকর্‌মো] (বিশেষ্য) কেশবিন্যাস; প্রসাধন; কুঙ্কুমাদি অঙ্গরাগ এবং অলঙ্কারাদি দিয়ে সজ্জিতকরণ। {(তৎসম বা সংস্কৃত) পরি+কর্ম}
 • Bengali Word পরিকর্মা Bengali definition [পোরিকর্‌মা] (বিশেষ্য) ভৃত্য; পরিচালক। {(তৎসম বা সংস্কৃত) পরি+√কৃ+মন্‌(মনিন্‌)}
 • Bengali Word পরিকল্পক, পরিকল্পনাধিকারিক Bengali definition [পোরিকল্‌পোক্‌, পোরিকল্‌পোনাধিকারিক্‌] (বিশেষ্য) পরিকল্পনা করে এমন সরকারি কর্মচারী; planning officer। {(তৎসম বা সংস্কৃত) পরি+কল্পক, কল্পনাধিকারিক; বহুব্রীহি সমাস}
 • Bengali Word পরিকল্পক, পরিকল্পয়িতা Bengali definition [পরিকল্‌পক্‌, পরিকল্‌পোয়িতা] (বিশেষ্য) পরিকল্পনা করে এমন; পরিকল্পনাকারী। {(তৎসম বা সংস্কৃত) পরি+কল্পক, কল্পয়িতা}
 • Bengali Word পরিকল্পন, পরিকল্পনা Bengali definition [পোরিকল্‌পোন্‌, পরিকল্‌পোনা] (বিশেষ্য) ১ চিন্তন; উদ্ভাবন; planning। □ (বিশেষণ) নকশা; কল্পিত রচনার প্রণালি; plan। পরিকল্পনাধিকারিক (বিশেষ্য) পরিকল্পনা করে এমন সরকারি কর্মচারী; planning officer। {(তৎসম বা সংস্কৃত) পরি+√কল্পি+অন(ল্যুট্‌)+আ(টাপ্‌)}
 • Bengali Word পরিকল্পিত Bengali definition [পোরিকোল্‌পিতো] (বিশেষণ) ১ পরিকল্পনা করা হয়েছে এমন। ২ স্থিরীকৃত; নির্ধারিত। {(তৎসম বা সংস্কৃত) পরি+√কল্পি+ত(ক্ত)}