ন পৃষ্ঠা ৩৬
- Bengali Word নির্মক্ষিক Bengali definition [নির্মোক্খিক্] (বিশেষ্য) মক্ষিকার অভাব; মশা মাছি থেকে মুক্ত। □ (বিশেষণ) জনপ্রাণীহীন; নির্জন। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+মক্ষিক, অব্যয়ীভাব সমাস}
- Bengali Word নির্মঞ্ছন Bengali definition [নির্মন্ছন্] (বিশেষ্য) অভ্যর্থনা; বরণ। {(তৎসম বা সংস্কৃত) নির্মঞ্ছ+অন(ল্যুট্)}
- Bengali Word নির্মম Bengali definition [নির্মম্] (বিশেষণ) ১ নিষ্ঠুর; হৃদয়হীন; নির্দয়। ২ মমতা-শূন্য; স্নেহশূন্য। ৩ বাসনাবর্জিত। নির্মমতা (বিশেষ্য) ১ নিষ্ঠুরতা; হৃদয়হীনতা। ২ মমতাহীনতা। ৩ মমতা। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+মম; বহুব্রীহি সমাস}
- Bengali Word নির্মল, নিরমল (পদ্যে ব্যবহৃত) Bengali definition [নির্মর্, নিরমল্] (বিশেষণ) ১ স্বচ্ছ; আবিলতাশূন্য। ২ মলিনতাশূন্য; ময়লাহীন; অমলিন। ৩ নিষ্পাপ; অকলঙ্ক; নির্দোষ (নির্মল চরিত্র)। ৪ শুভ্র (নির্মল কান্তি)। ৫ পূত; বিশুদ্ধ; পবিত্র; পাক (নির্মল হৃদয়)। নির্মলা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। নির্মলতা (বিশেষ্য) স্বচ্ছতা; পবিত্রতা। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+মল; বহুব্রীহি সমাস}
- Bengali Word নির্মলি, নির্মলী Bengali definition [নির্মোলি্] (বিশেষ্য) পানি পরিষ্কারক ফল বা বীজবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) নির্মলা>}
- Bengali Word নির্মা, নিরমা Bengali definition [নির্মা, নিরমা] (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) নির্মাণ করা; তৈরি করা {(তৎসম বা সংস্কৃত) নির্মাণ>}
- Bengali Word নির্মাণ ১, নিরমানো Bengali definition [নির্মান্, নির্মানো] (পদ্যে ব্যবহৃত) (ক্রিয়া) নির্মাণ করা; তৈরি করা বা করানো। □ (বিশেষ্য) একই অর্থে। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√মা+অন(ল্যুট্)}
- Bengali Word নির্মাণ ২ Bengali definition [নির্মান্] (বিশেষ্য) ১ গঠন; প্রস্তুতকরণ; রচনা। ২ প্রতিষ্ঠাকরণ। নির্মাতা (বিশেষণ) নির্মাণ করে এমন; নির্মাণকারী; গঠনকারী; প্রস্তুতকারী। নির্মিতি (বিশেষণ) নির্মাণকার্য; রচনা। নির্মিৎসা (বিশেষ্য) নির্মাণের ইচ্ছা। নির্মীয়মাণ (বিশেষণ) নির্মিত হচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√মা+ অন(ল্যুট্)}
- Bengali Word নির্মাল্য Bengali definition [নির্মাল্লো] (বিশেষ্য) ১ যে মালা নিবেদন করা হয়েছে। ২ দেবতার প্রসাদ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+মাল্য}
- Bengali Word নির্মিত, নির্মিতি, নির্মিৎসা, নির্মীয়মাণ Bengali definition ⇒ নির্মাণ
- Bengali Word নির্মুক্ত Bengali definition [নির্মুক্তো] (বিশেষণ) ১ নিঃশেষে মুক্ত; সম্পূর্ণরূপে মুক্ত। ২ খোলস ছাড়া সাপ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√মুচ্+ত(ক্ত)}
- Bengali Word নির্মূল Bengali definition [নির্মুল্] (বিশেষণ) ১ মূল ছিন্ন হয়েছে এমন; মূলসহ উৎপাটিত; বিনষ্ট। ২ ভিত্তিহীন; অমূলক। ৩ সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত; বিলুপ্ত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+মূল; বহুব্রীহি সমাস}
- Bengali Word নির্মূলন Bengali definition [নির্মূলন্] (বিশেষ্য) ১ মূলসহ উৎপাটন। ২ বিনাশ; উৎসাদন; ধ্বংস। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√মূল্+অন(ল্যুট্)}
- Bengali Word নির্মেঘ Bengali definition [নির্মেঘ্] (বিশেষণ) মেঘশূন্য (নির্মেঘ পৌষের প্রখর রৌদ্রের-বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+মেঘ; বহুব্রীহি সমাস}
- Bengali Word নির্মোক Bengali definition [নির্মোক্] (বিশেষ্য) ১ সাপের খোলস (কালীয় নাগের কালো নির্মোক পরে কে-সত্যেন্দ্রনাথ দত্ত) ২ বর্ম; সাঁজোয়া। ৩ আচ্ছাদন (জড়তার নির্মেক ছিঁড়ে-আতাউর রহমান)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√মুচ্+অ(ঘঞ্)}
- Bengali Word নির্মোঘ Bengali definition [নির্মোঘ্] (বিশেষণ) অমোঘ; অব্যর্থ (সত্যের কৃপাণ নির্মোঘ তুমি-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+মোঘ; বহুব্রীহি সমাস}
- Bengali Word নির্মোচন Bengali definition [নির্মোচোন্] (বিশেষ্য) ১ নিঃশেষে ত্যাগ; সম্পূর্ণ মোচন। ২ খোলস, পালক ইত্যাদি ত্যাগকরণ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+মোচন}
- Bengali Word নির্মোচ্য Bengali definition [নির্মোচ্চো] (বিশেষণ) ১ মোচনযোগ্য; মোচনের উপযুক্ত। ২ মোচন, দূর বা ত্যাগ করতে হবে এমন। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+মোচ্য}
- Bengali Word নির্মৎসর Bengali definition [নির্মত্সর্] (বিশেষণ) ঈর্ষাশূন্য। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+মৎসর; বহুব্রীহি সমাস}
- Bengali Word নির্যাতক Bengali definition [নির্জাতোক্] (বিশেষণ) ১ উৎপীড়ক; জালিম; নির্যাতনকারিী (ঐ নির্যাতকের বন্দীকারায় সত্য কি কভু শক্তি হারায়-কাজী নজরুল ইসলাম)। ২ যন্ত্রণাদায়ক। নির্যাতিকা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√যাতি+অক(ণ্বুল্)}
- Bengali Word নির্যাতন Bengali definition [নির্জাতোন্] (বিশেষ্য) ১ পীড়ন; উৎপীড়ন; নিগ্রহ; অত্যাচার; প্রহার। ২ প্রতিহিংসা। নির্যাতিত (বিশেষণ) উৎপীড়িত; অত্যাচারিত; নিগৃহীত। নির্যাতিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√যাতি+অন(ল্যুট্)}
- Bengali Word নির্যাশ Bengali definition ⇒ নির্জাস ও নির্যাস
- Bengali Word নির্যাস, নির্জাস Bengali definition [নির্জাশ্] (বিশেষ্য) ১ সার; রস। ২ শ্রেষ্ঠাংশ। ৩ নিস্যন্দ; extract। ৪ সিদ্ধান্ত (গৃহস্থ দেখিল যায় হরিণ পালায়া, নির্জাশ করিয়া ভাঙ্গ মারিলে ফেলায়া-হেমু)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√যস্+ই(ণিচ্)+অ(অচ্)}
- Bengali Word নির্লজ্জ Bengali definition [নির্লজ্জো] (বিশেষণ) বেহায়া; লজ্জাশূন্য; লজ্জাহীন। নির্লজ্জতা (বিশেষ্য) লজ্জাহীনতা; বেহায়াপনা। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+লজ্জ; বহুব্রীহি সমাস}
- Bengali Word নির্লিপ্ত Bengali definition [নির্লিপ্তো] (বিশেষ্য) ১ সম্বন্ধহীন; সম্পর্কশূন্য; সংস্রববিহীন। □ (বিশেষণ) ১ উদাসীন (যত দিন সংসারে নির্লিপ্ত থাকেন-রাজশেখর বসু (পরশু))। ২ অনাসক্ত; আসক্তিহীন (এমনি দার্শনিক নির্লিপ্ততা এসেছিল সকলের মধ্যে-মনোজ বসু; নির্মল নির্লিপ্ত এক-সুফী মোতাহার হোসেন)। নির্লিপ্ততা, নির্লিপ্তি (বিশেষ্য) ১ সংস্রবহীনতা। ২ উদাসীনতা। ৩ অনাসক্ততা। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√লিপ্+ত(ক্ত)}
- Bengali Word নির্লেপ Bengali definition [নির্লেপ্] (বিশেষণ) ১ লেপহীন; লেপনশূন্য; প্রলেপশূন্য। ২ নিঃসম্পর্ক; সম্পর্কহীন। ৩ নির্লিপ্ত; উদাসীন। □ (বিশেষ্য) স্বতন্ত্র। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+লেপ; বহুব্রীহি সমাস}
- Bengali Word নির্লোভ Bengali definition [নির্লোভ্] (বিশেষণ) লোভশূন্য; অনাসক্ত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+লোভ}
- Bengali Word নির্লোম Bengali definition [নির্লোম্] (বিশেষণ) লোমশূন্য; পশমশূন্য। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+লোমন্; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিরয় Bengali definition [নিবয়্] (বিশেষ্য) দোজখ; নরক; মৃত্যুর পর পাপের জন্য শাস্তি ভোগের স্থান। নিরয়গামী (বিশেষণ) মৃত্যুর পর দোজখে যাবে এমন; নরকগামী। {(তৎসম বা সংস্কৃত) নির্+√ই+অ(অচ্)}
- Bengali Word নিলম্বন Bengali definition [নিলম্বোন্] (বিশেষ্য) ১ মুলতবি; সিদ্ধান্ত স্থগিত বা মুলতবি রাখা। ২ অস্থায়ীভাবে পদচ্যুতি; suspension। নিলম্বিত (বিশেষণ) ১ মুলতবি। ২ অস্থায়ীভাবে পদচ্যুত; suspended। নিলম্বিত গণিতক (বিশেষ্য) কাঁচা হিসাব; suspense account। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√লম্ব্+অন(ল্যুট্)}