ন পৃষ্ঠা ৩৫
- Bengali Word নির্বাপিত Bengali definition [নির্বাপিতো] (বিশেষণ) নিবিয়ে দেওয়া হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+বাপিত}
- Bengali Word নির্বাসন Bengali definition [নির্বাশোন্] (বিশেষ্য) কোনো গুরুতর অপরাধের দণ্ডস্বরূপ স্বদেশ থেকে বহিষ্কার (না নির্বাসন নয়-রবীন্দ্রনাথ ঠাকুর)। নির্বাসিত (বিশেষণ) স্বদেশ থেকে বহিষ্কৃত; নির্বাসন দণ্ডপ্রাপ্ত (দ্রবীকৃত চোখ; নির্বাপিত ভঙ্গি, নির্বাসিত শরীর-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। নির্বাসিতা (বিশেষণ)(স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√বাসি+অন(ল্যুট্)}
- Bengali Word নির্বাহ Bengali definition [নির্বাহো] (বিশেষ্য) ১ চালানো (সংসার-যাত্রা নির্বাহ)। ২ সম্পাদন; সমাপন (কার্যনির্বাহ কমিটি)। ৩ নিষ্পত্তি; সমাপ্তি; শেষ। নির্বাহক (বিশেষণ) নির্বাহ করে এমন; নির্বাহকারী; সম্পাদনকারী; সমাধানকারী। নির্বাহিত (বিশেষণ) নির্বাহ করা হয়েছে এমন; সম্পাদিত; বাহক; বাহিত। নির্বাহী (বিশেষ্য) কার্যাদি নির্বাহ করেন যিনি (নির্বাহী কর্মকর্তা)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√বহ্+অ(ঘঞ্)}
- Bengali Word নির্বিকল্প Bengali definition [নির্বিকল্পো] (বিশেষণ) ১ সংশয়হীন; অভ্রান্ত (তিনি এমন নির্বিকল্প সত্য খোঁজেন-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ বিকল্পহীন; রূপান্তরহীন। ৩ জ্ঞাতৃ-জ্ঞেয়ত্ব ভেদহীন। ৪ অখণ্ড জ্ঞান; পূর্ণজ্ঞান। নির্বিকল্প সমাধি (বিশেষ্য) হিন্দুমতে অদ্বিতীয় পরমব্রহ্মে একাগ্রচিত্তে অবস্থান। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+বিকল্প}
- Bengali Word নির্বিকার Bengali definition [নির্বিকার্] (বিশেষণ) ১ বিকারবিহীন; বিকারশূন্য। ২ নির্লিপ্ত; উদাসীন; মনোবিকারশূন্য; চাঞ্চল্যশূন্য (জ্বলে নির্বিকার নক্ষত্র আকাশে-মনির)। ৩ পরিবর্তনহীন; অধিকৃত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+বিকার; বহুব্রীহি সমাস}
- Bengali Word নির্বিঘ্ন Bengali definition [নির্বিঘ্নো] (বিশেষণ) বিঘ্নশূন্য; বাধাহীন; নিরুপদ্রব; বিপদহীন; নিরাপদ। নির্বিঘ্নতা (বিশেষ্য) বিঘ্নশূন্যতা। নির্বিঘ্নে (ক্রিয়াবিশেষণ) অবাধে; নিরাপদে; নিরুপদ্রবে; বিঘ্নশূন্য অবস্থায়। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+বিঘ্ন}
- Bengali Word নির্বিচার Bengali definition [নির্বিচার্] (বিশেষণ) ১ বিচারহীন; বিচার না করে কৃত। ২ বিবেচনাশূন্য। ৩ বাছবিচার করে না এমন। নির্বিচারে (ক্রিয়াবিশেষণ) বাছবিচার না করে; সমদৃষ্টিতে; বিবেচনা বাদ দিয়ে (বই বেরবামাত্র নির্বিচারে কিনতেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+বিচার; বহুব্রীহি সমাস}
- Bengali Word নির্বিণ্ন Bengali definition [নির্বিন্নো] (বিশেষণ) খিন্ন; অনুতপ্ত; দুঃখিত; নির্বেদযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+বিদ্+ত(ক্ত)}
- Bengali Word নির্বিবাদ Bengali definition [নির্বিবাদ্] (বিশেষণ) বিবাদশূন্য; বিরোধহীন; অবিরোধী; শান্তিপূর্ণ। নির্বিবাদী(-দিন্) (বিশেষণ) নিরীহ; অবিরোধী। নির্বিবাদে (ক্রিয়াবিশেষণ) বিবাদ না করে। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+বিবাদ}
- Bengali Word নির্বিরোধ, নির্বিরোধী (অশুদ্ধ) Bengali definition [নির্বিরোধ, নির্বিরোধি] (বিশেষণ) বিরোধশূন্য; নির্বিবাদ; নিরীহ; শান্ত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+বিরোধ; নিঃ+বিরোধী; বহুব্রীহি সমাস}
- Bengali Word নির্বিশঙ্ক Bengali definition [নির্বিশঙ্কো] (বিশেষণ) শঙ্কা নেই এমন; নিঃশঙ্ক; নির্ভয়; নির্ভীক। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+বিশঙ্কা}
- Bengali Word নির্বিশেষ Bengali definition [নির্বিশেশ্] (বিশেষণ) ভেদরহিত; অবিশেষ; অভিন্ন; সদৃশ। নির্বিশেষে (ক্রিয়াবিশেষণ) ইতরবিশেষ ভেদ না করে। {ন. নিঃ+বিশেষ; বহুব্রীহি সমাস}
- Bengali Word নির্বিষ Bengali definition [নির্বিশ্] (বিশেষণ) ১ বিষশূন্য; বিষহীন (তাই আমার ওঝা আমারই মনটাকে নির্বিষ করিবার জন্য এত করিয়া ঝাড়া দিতেছেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ (আলঙ্কারিক) কাপুরুষ; ভীরু; ক্লীব। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+বিষ}
- Bengali Word নির্বিষয় Bengali definition [নির্বিশয়্] (বিশেষ্য) অগোচর; যা ইন্দ্রিয়গ্রাহ্য নয়; বিষয় সম্পর্কে উদাসীন। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+বিষয়; প্রাদি.}
- Bengali Word নির্বীজ Bengali definition [নির্বিজ্] (বিশেষণ) ১ বীজহীন; বীজরহিত। ২ জীবাণুমুক্ত; পচে না এমন। ৩ কারণহীন। ৪ পুরুষত্বশূন্য। নির্বীজন (বিশেষ্য) জীবাণুশূন্যকরন; disinfection; sterilization। নির্বীজ সমাধি (বিশেষ্য) সমাধিবিশেষ। নির্বীজিত (বিশেষণ) জীবাণুশূন্য করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+বীজ}
- Bengali Word নির্বীর Bengali definition [নির্বির্] (বিশেষণ) বীররহিত; বীরশূন্য। নির্বীরা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) যে নারীর স্বামী ও পুত্র মৃত; অবীরা। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+বীর; বহুব্রীহি সমাস}
- Bengali Word নির্বুদ্ধি Bengali definition [নির্বুদ্ধি] (বিশেষণ) বিশেষ জ্ঞান নেই এমন; বুদ্ধিশূন্য; মূর্খ; নির্বোধ (কি করে বোঝাবো বলুন নির্বুদ্ধি মেয়েটাকে-মনোজ বসু)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+বুদ্ধি}
- Bengali Word নির্বৃতি Bengali definition [নির্বৃতি] (বিশেষ্য) ১ মুক্তি। ২ সন্তোষ। ৩ সুখ; আনন্দ ও দুঃখনিবৃত্তি। ৪ শান্তি। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√বৃ+তি(ক্তি)}
- Bengali Word নির্বৃত্ত Bengali definition [নির্বৃত্তো] (বিশেষণ) ১ সম্পন্ন; নিষ্পন্ন। ২ উৎপন্ন। ৩ বৃত্তি বা জীবিকার অভাব। নির্বৃত্তি (বিশেষ্য) সমাপ্তি; অবসান। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√বৃ+ত(ক্ত)}
- Bengali Word নির্বেদ Bengali definition [নির্বেদ্] (বিশেষ্য) ১ অনুতাপ; আত্মগ্লানি; খেদ। ২ বৈরাগ্য; উদাসীনতা; সংসারে বিরাগ। ৩ নৈরাশ্য। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√বিদ্+অ(ঘঞ্)}
- Bengali Word নির্বোধ Bengali definition [নির্বোধ্] (বিশেষণ) বোধহীন; অজ্ঞান; মূর্খ; বুদ্ধিশূন্য (নির্বোধ আনন্দ-মনোজ বসু)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+বোধ}
- Bengali Word নির্ব্যাজ Bengali definition [নির্ব্যাজ্] (বিশেষণ) ছলনারহিত; অকপট; সরল; অব্যাজ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ব্যাজ}
- Bengali Word নির্ব্যূঢ় Bengali definition [নির্বুঢ়ো] (বিশেষণ) ১ নিশ্চিত; প্রমাণিত (নির্ব্যূঢ় স্বত্বে স্বত্ববান-মনোজ বসু)। ২ অবাধ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+বি+ঊঢ়}
- Bengali Word নির্ভর Bengali definition [নির্ভর্] (বিশেষ্য) ১ আশ্রয়; ভরসা; অবলম্বন। ২ বিশ্বাস; আস্থা। □ (বিশেষণ) ১ পরিপূর্ণ। ২ অধিক; অতিরিক্ত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ভর; বহুব্রীহি সমাস}
- Bengali Word নির্ভাবনা Bengali definition [নির্ভাবোনা] (বিশেষ্য) দুর্ভাবনার অভাব; নিশ্চিন্ততা; দুশ্চিন্তা দূর হওয়ার ভাব। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ভাবনা}
- Bengali Word নির্ভার Bengali definition [নির্ভার্] (বিশেষণ) ভারহীন (নির্ভার অস্তিত্ব এক বসেছে নিঃশব্দে-শামসুর রাহমান)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ভার; বহুব্রীহি সমাস}
- Bengali Word নির্ভীক Bengali definition [নির্ভিক্] (বিশেষণ) শঙ্কারহিত; নিংশঙ্ক; ভয়শূন্য; ভীতিহীন; সাহসী। নির্ভীকতা (বিশেষ্য) ভীতিহীনতা; সাহসিকতা (উন্নতির লক্ষণই হচ্ছে নির্ভীকতা-আশ)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√ভী+ক(কপ্)}
- Bengali Word নির্ভুল Bengali definition [নির্ভুল্] (বিশেষণ) ১ ত্রুটিশূন্য; সঠিক। ২ ভুলশূন্য; ব্রমহীন। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ (বাংলা) ভুল; বহুব্রীহি সমাস}
- Bengali Word নির্ভেজাল Bengali definition [নির্ভেজাল্] (বিশেষণ) ভেজালহীন; খাঁটি (বিজ্ঞানী নির্ভেজাল সত্যের সন্ধানী-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ (বাংলা) ভেজাল}
- Bengali Word নির্ভয় Bengali definition [নির্ভয়্] (বিশেষণ) ১ শঙ্কাশূন্য; ভয়শূন্য; নিংশঙ্ক; নির্ভীক। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ভয়; বহুব্রীহি সমাস}