Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word নিসাড়া Bengali definition [নিশাড়া] (বিশেষণ) নিঃশব্দ; নীরব; নিশুতি; সাড়াশব্দহীন। {নি+সাড়া}
  • Bengali Word নিসিন্দা, নিসিন্দে Bengali definition [নিসিন্‌দা, নিসিন্‌দে] (বিশেষ্য) নিমের ন্যায় তিক্ত ক্ষুদ্র বৃক্ষবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) নিসিন্ধু>}
  • Bengali Word নিসুত Bengali definition [নিশুত্‌] (বিশেষণ) গভীর; নীরব (এই দিবা মধ্যাহ্নকালেও যেন সব নিঝুম নিসুত-শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন)। {(তৎসম বা সংস্কৃত) নিষুপ্ত>}
  • Bengali Word নিসূদক Bengali definition [নিশুদক্‌] (বিশেষণ) হন্তা; হত্যাকারী; বধকারী; বিনাশকারী। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√সূদি+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word নিসূদন Bengali definition [নিশুদন্‌] (বিশেষ্য) হনন; বিনাশ; বধ। □ (বিশেষণ) বিনাশকারী; বধকারী। {(তৎসম বা সংস্কৃত) নি+√সূদি+অন(ল্যুট্‌)}
  • Bengali Word নিসৃষ্ট Bengali definition [নিস্‌সৃশ্‌টো] (বিশেষণ) ১ ন্যস্ত; অর্পিত; দত্ত। ২ প্রেরিত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√সৃজ্‌+ত(ক্ত)}
  • Bengali Word নিস্তনাবুদ Bengali definition ⇒ নাস্তানাবুদ
  • Bengali Word নিস্তনী Bengali definition [নিস্‌তোনি] (বিশেষণ) স্তনশূন্যা; স্তনহীনা। □ (বিশেষ্য) (ওষুধের) বড়ি। {(তৎসম বা সংস্কৃত) নি+স্তন+ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word নিস্তব্ধ Bengali definition [নিস্‌তব্‌ধো] (বিশেষণ) স্থির; নিস্পন্দ; নীরব। নিস্তব্ধতা (বিশেষ্য) নীরবতা। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√স্তন্‌ভ্‌+ত(ক্ত)}
  • Bengali Word নিস্তরঙ্গ Bengali definition [নিস্‌তরোঙ্‌গো] (বিশেষণ) ১ তরঙ্গহীন। ২ অচঞ্চল; স্থির; প্রশান্ত (নিস্তরঙ্গ পদ্মার বক্ষ চিরে ভীম গর্জনে ছুটে চলেছে আমাদের স্টীমার-এস. এন. কিউ জুলফিকার আলী(নছরু))। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+তরঙ্গ}
  • Bengali Word নিস্তরণ Bengali definition [নিস্‌তরোন্‌] (বিশেষ্য) ১ পার গমন; উত্তরণ; ২ নিস্তার; পরিত্রাণ; মুক্তি; নিষ্কৃতি। ৩ নির্গমন। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+তরণ}
  • Bengali Word নিস্তল Bengali definition [নিস্‌তল্‌] (বিশেষণ) ১ তলহীন; যার কোনো পাশ সমতল নয়। ২ বর্তুলাকার; গোলাকার। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+তল}
  • Bengali Word নিস্তার Bengali definition [নিস্‌তার্‌] (বিশেষ্য) ১ নিষ্কৃতি; উদ্ধার; অব্যাহতি (আমি কিরূপে তোমায় নিস্তার করিব বল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ পরিত্রাণ; মুক্তি। নিস্তারক (বিশেষণ) নিস্তারকারী; উদ্ধারক; ত্রাতা; রক্ষাকারী। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√তৃ+অ(ঘঞ্‌)}
  • Bengali Word নিস্তারিণী Bengali definition [নিস্‌তারিনি] (বিশেষ্য) ১ হিন্দুদেবী দুর্গা। ২ নিস্তারকারিণী; ‍মুক্তিদায়িনী। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+তারিণী}
  • Bengali Word নিস্তুষ Bengali definition [নিস্‌তুশ্‌] (বিশেষণ) তুষহীন। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+তুষ}
  • Bengali Word নিস্তেজ Bengali definition [নিস্‌তেজ্‌] (বিশেষণ) ১ দুর্বল; ক্ষীণ; তেজোহীন; শক্তিহীন। ২ দীপ্তিশূন্য। ৩ নিষ্প্রভ; বলবীর্যহীন; হীনপ্রভ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+তেজ; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিস্তেজাঃ Bengali definition [নিস্‌তেজাহ্‌] (বিশেষণ) নিস্তেজ; তেজোহীন; দুর্বল বলবীর্যহীন। ২ দীপ্তিশূন্য; নিষ্প্রভ। অনুজ্জ্বল। ৩ হীনপ্রভ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+তেজাঃ}
  • Bengali Word নিস্পন্দ, নিঃস্পন্দ Bengali definition [নিস্‌পন্‌দো] (বিশেষণ) ১ স্পন্দনশূন্য। ২ স্থির; অচঞ্চল; অকম্পিত। ৩ নিঃসাড়; অসাড়। নিস্পন্দতা (বিশেষ্য) অসাড়তা; স্পন্দনহীনতা। {(তৎসম বা সংস্কৃত) নি(নাই)+স্পন্দ; নিঃ+√স্পন্দ}
  • Bengali Word নিস্ফল Bengali definition [নিশ্‌ফল্‌] (বিশেষণ) ১ ফলহীন; ফল ধরে না এমন। ২ ব্যর্থ; অকৃতকার্য; পণ্ড; বিফল। ৩ অকারণ; অনর্থক; নিরর্থক। নিষ্ফলা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। নিষ্ফলতা (বিশেষ্য) ব্যর্থতা। নিষ্ফলা (বিশেষণ) ১ বন্ধ্যা; ফলহীনা; সন্তান হয় না এমন। ২ ফলবর্জিত; ফল ধরে না এমন। নিষ্ফলা বার (বিশেষ্য) যে দিনে সব কাজই নিষ্ফল হয়। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ফল; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিস্বন, নিস্বান Bengali definition [নিশ্‌শন্‌, নিশ্‌শান্‌] (বিশেষ্য) শব্দ; নিনাদ; ধ্বনি; আওয়াজ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√স্বন্‌+অ(অপ্‌, ঘঞ্‌)}
  • Bengali Word নিস্যন্দ, নিষ্যন্দ Bengali definition [নিশ্‌শন্‌দো] (বিশেষ্য) ১ ক্ষরণ; কর্ষণ; পতন; ঝরন। ২ নির্যাস। নিস্যন্দিত (বিশেষণ) ক্ষরিত। নিষ্যন্দী, নিস্যন্দী (-দিন্‌) (বিশেষণ) ঝরায় বা ক্ষরণ করায় এমন; ক্ষরণকারী। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√স্যন্দ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word নিহত Bengali definition [নিহতো] (বিশেষ্য), (বিশেষণ) ১ হত; বিনাশিত; বিনষ্ট; মেরে ফেলা হয়েছে এমন। নিহন্তা (বিশেষ্য), (বিশেষণ) বধকর্তা; হননকারী। {(তৎসম বা সংস্কৃত) নি+√হন্‌+ত(ক্ত)}
  • Bengali Word নিহাই, নেহাই Bengali definition [নিহাই, নেহাই] (বিশেষ্য) স্বর্ণকার বা কর্মকারগণ যে বেদি বা উচ্চ বস্তুর উপর উত্তপ্ত ধাতব পদার্থ রেখে পিটিয়ে পাত তৈরি করে। {(তৎসম বা সংস্কৃত) নিধাপিকা>}
  • Bengali Word নিহার Bengali definition ⇒ নীহার
  • Bengali Word নিহারন, নেহারন Bengali definition [নিহারন্‌, নেহারোন্‌] (বিশেষ্য) দর্শন; অবলোকন; নিরীক্ষণ। {(তৎসম বা সংস্কৃত) নিরীক্ষণ>}
  • Bengali Word নিহারা, নিহারনু, নিহারিল Bengali definition ⇒ নেহারা
  • Bengali Word নিহারি, নেহারি Bengali definition [নিহারি, নেহারি] (বিশেষ্য) পলান্ন; ঘৃতপক্ব মাংসমিশ্রিত খিচুড়িজাতীয় খাদ্যবিশেষ (বড় বড় হাঁড়ীতে সারা রাত নিহারী চড়ান আছে-রশীদ খাঁন)। (তুলনীয়) তিহারী, তেহারি। {(হিন্দি) নিহারী}
  • Bengali Word নিহালি Bengali definition ⇒ নেহালি
  • Bengali Word নিহাস Bengali definition [নিহাশ্‌] (বিশেষণ) ১ হাসিহীন। ২ ঢেউহীন (নিহাস নদীর নিজল পানিতে আঁকাবাঁকা স্রোত খেলে-মহীউদ্দিন)। {(তৎসম বা সংস্কৃত) নি+হাস্য>}
  • Bengali Word নিহিত Bengali definition [নিহিতো] (বিশেষণ) ১ রাখা হয়েছে এমন; গূঢ়ভাবে স্থাপিত। ২ নিক্ষিপ্ত। ৩ অর্পিত; ন্যস্ত। ৪ রক্ষিত। ৫ অভিহিত। ৬ গুপ্ত; লুক্কায়িত। {(তৎসম বা সংস্কৃত) নি+√ধা+ত(ক্ত)}