Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word নিলাজ Bengali definition [নিলাজ্‌] (বিশেষণ) লজ্জাহীন; নির্লজ্জ; বেহায়া (কেমনে নিবাই নিলাজ ভূষণ ভাতি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) নির্লজ্জ>}
  • Bengali Word নিলাম Bengali definition [নিলাম্‌] (বিশেষ্য) ১ দেনার দায়ে প্রকাশ্যে বিক্রয়। ২ উপস্থিত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি দাম দিতে ইচ্ছুক ব্যক্তির নিকট বিক্রয়। নিলাম ডাকা, নিলামে ডাকা (ক্রিয়া) নিলামে প্রতিযোগিতায় দর বাড়ানো। নিলামি (বিশেষণ) ১ নিলাম করা হবে এমন। ২ নিলামে ক্রীত এমন। ৩ নিলাম করার মতো। {পর্তুগিজ leilam}
  • Bengali Word নিলীন Bengali definition [নিলিন্‌] (বিশেষণ) বিলীন; নিমগ্ন; অন্তর্হিত (নীল আলোকের আবছায়াতে নিলীন তরুচয়-সত্যেন্দ্রনাথ দত্ত)। নিলীয়মান (বিশেষণ) নিলীন হচ্ছে এমন; বিলীয়মান; প্রচ্ছন্ন। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√লী+ত(ক্ত)}
  • Bengali Word নিলয় Bengali definition [নিলয়্] (বিশেষ্য) ১ গৃহ; আলয় (সুখের নিলয় সেই পরিণত-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ বাসস্থান; আবাস। ৩ আধার; আগার; আশ্রয়। ৪ নিঃশেষে লয়; বিলয়। ৫ হৃৎপিণ্ডের বা মস্তিষ্কের ক্ষুদ্র গহ্বর। {(তৎসম বা সংস্কৃত) নিঃ√লী+অ(অচ্‌)}
  • Bengali Word নিশঙ্ক Bengali definition ⇒ নিঃশঙ্ক
  • Bengali Word নিশপিশ, নিসপিস Bengali definition [নিশ্‌পিশ্‌] (অব্যয়) অস্থিরতা প্রকাশক শব্দ; চাঞ্চল্যজ্ঞাপক শব্দ (যখন কাউকে মারবার জন্যে আমার হাত দুটো ভয়ানক নিশপিশ করে উঠত-কাজী নজরুল ইসলাম)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word নিশমন, নিশামন Bengali definition [নিশমন্‌, নিশামোন্‌] (বিশেষ্য) ১ শ্রবণ; শোনা। ২ দর্শন; দেখা। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√শমি+অন(ল্যুট্‌)}
  • Bengali Word নিশা ১ Bengali definition ⇒ নেশা
  • Bengali Word নিশা ২ Bengali definition [নিশা] (বিশেষ্য) রাত্রি; রজনী; যামিনী। নিশাকর (বিশেষ্য) চন্দ্র; শশাঙ্ক; রজনীকর। নিশাকান্ত (বিশেষ্য) চন্দ্র (নবনিশাকান্ত কান্তি-মাইকেল মধুসূদন দত্ত)। নিশাগম (বিশেষ্য) রাত্রির আগমন। নিশাচর (বিশেষ্য) রাত্রিতে বিচরণশীল নিপাশ, পেচক, রাক্ষস, চোর প্রভৃতি। □ (বিশেষণ) রাত্রিতে বিচরণ করে এমন। নিশাচরী (বিশেষণ)(স্ত্রীলিঙ্গ)। নিশাত্যয় (বিশেষ্য) সকাল; প্রভাত; রাত্রির শেষ বা অবসান। নিশানাথ, নিশাপতি (বিশেষ্য) চন্দ্র; চাঁদ। নিশান্ত (বিশেষ্য) রাত্রিশেষ; রাত্রির অবসান; প্রভাত। {(তৎসম বা সংস্কৃত) √নিশ্‌+অ(ক)+আ(টাপ্‌)}
  • Bengali Word নিশাদল, নিসাদল Bengali definition [নিশাদল্‌] (বিশেষ্য) লবণজাতীয় পদার্থ বিশেষ; salammoniac; ammonium chloride। {(ফারসি) নরশাদর}
  • Bengali Word নিশান ১ Bengali definition [নিশান্‌] (বিশেষ্য) ধ্বজা; পতাকা; ঝাণ্ডা; কেতন। {(ফারসি) নিশান্‌}
  • Bengali Word নিশান ২, নিশানা, নিশানি Bengali definition [নিশান্, নিশানা, নিশানি] (বিশেষ্য) ১ নিদর্শন; চিহ্ন। ২ অভিজ্ঞান; পরিচয়। ৩ লক্ষ্য; উদ্দেশ্য। ৪ টিপ। নিশানদার (বিশেষণ) পরিচিত বলে নির্দেশ করে এমন; শনাক্তকারী (ভাইয়ের নিশানদার স্বরূপে চিনিয়া কহিতে লাগিল তাকে হাসিয়া হাসিয়া-হেয়াত মাহমুদ)। নিশানদিহি (বিশেষ্য) শনাক্তকরণ; পরিচিত বলে নির্দেশ (তাই একটা কিছু দিয়ে নিশানদিহি করার জন্যে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। নিশানবরদার, নিশানবর্দার (বিশেষ্য), (বিশেষণ) পতাকাবাহী। নিশানি (বিশেষ্য) চিহ্ন; অভিজ্ঞান; পরিচয় (নহে কি মোর নিশানি-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। {(ফারসি) নিশানাহ্‌}
  • Bengali Word নিশাল Bengali definition [নিশাল্‌] (বিশেষণ) অঝোর; অবিশ্রাম; মুষলধারা (ক্ষমা কর মোর চোখের জলের নিশাল দেয়ার ধার-জসীমউদ্‌দীন)। {অজ্ঞাত মূল; আঞ্চলিক}
  • Bengali Word নিশাস (পদ্যে ব্যবহৃত) Bengali definition [নিশাশ্‌] (বিশেষ্য) নিঃশ্বাস; নাসাগত বায়ু (তা’রি সে শেষ নিশাস-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) নিঃশ্বাস>}
  • Bengali Word নিশাসেকে Bengali definition [নিশাশেকে] (ক্রিয়াবিশেষণ) এক নিশ্বাসে (সাত পুখুরীর জল চাই এক নিশাসেকে-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) নিশ্বাস>+এক+এ(তৃতীয়া বিভক্তি)}
  • Bengali Word নিশি Bengali definition [নিশি্‌] (বিশেষ্য) ১ রাত্রি; নিশা; রজনী। ২ কল্পিত প্রেতযোনিবিশেষ। নিশিদিন, নিশিদিশি (ক্রিয়াবিশেষণ) রাত্রিদিন; অহরহ; সর্বদা; অনুক্ষণ। নিশিপালন (বিশেষ্য) অমাবস্যা পূর্ণিমা ও সংক্রান্তিতে হিন্দুদের রাত্রে উপবাস বা অন্নভোজন বর্জন। নিশির ডাক (বিশেষ্য) কল্পিত প্রেতযোনি-প্রবাদ এই যে, রাত্রিকালে এদের ডাকে নিদ্রোত্থিত মানুষ এদের অনুসরণ করে মারা যায়। নিশিসমাগম (বিশেষ্য) রাত্রির আগমন; সন্ধ্যা। {(তৎসম বা সংস্কৃত) নিশা>}
  • Bengali Word নিশিত Bengali definition [নিশিতো] (বিশেষণ) তীক্ষ্ন; ধারালো; শাণিত। {(তৎসম বা সংস্কৃত) নি+√শো+ত(ক্ত)}
  • Bengali Word নিশিবোঁ Bengali definition [নিশিবোঁ] (ক্রিয়া) (ভবিষ্যৎ কাল উত্তম পুরুষ) উৎসর্গ করবো বা বিসর্জন দেবো (দাসী হআঁ তার পাএ নিশিরোঁ আপনা-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) নির্মঞ্ছন>}
  • Bengali Word নিশীথ Bengali definition [নিশিথ্‌] (বিশেষ্য) ১ রাত্রি; রজনী। ২ মধ্যরাত্র; অর্ধরাত্রি। ৩ গভীর রাত্রি (নিশীথে কি কথা কয়ে গেলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। নিশীথনিবিড় (বিশেষণ) ঘনকৃষ্ণ; কালো (অঞ্চলমাঝে ঢাকিব তোমায় নিশীথনিবিড় চুলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√শী+থ(থক্‌)}
  • Bengali Word নিশীথিনী Bengali definition [নিশিথিনি] (বিশেষ্য) রাত্রি; রজনী (মধুর হল বিধুর হল মাধবী নিশীথিনী-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) নিশীথ+ইন্‌(ইনি)+ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word নিশীন Bengali definition ⇒ নশীন
  • Bengali Word নিশুতি Bengali definition [নিশুতি] (বিশেষ্য) গভীর রাত্রি। □ (বিশেষণ) নিদ্রিত; নীরব; নিঃশব্দ; নির্জন (গ্রাম নিশুতি হইয়া গেলে অনেক রাত্রে তিনি বনে বনে ফুল ফুটাইয়া বেড়ান-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) নিষুপ্তি>}
  • Bengali Word নিশোয়াস (ব্রজবুলি) Bengali definition [নিশোয়াস্‌] (বিশেষ্য) নিঃশ্বাস (সমুখে না যায় সঘনে নিশোয়াস-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) নিঃশ্বাস>}
  • Bengali Word নিশ্চল Bengali definition [নিশ্‌চল্‌] (বিশেষণ) গতিশূন্য; অচল; স্থির (পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। নিশ্চলতা (বিশেষ্য) গতিহীনতা। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√ল্‌+অ(অচ্‌)}
  • Bengali Word নিশ্চায়ক, নিশ্চিত Bengali definition ⇒ নিশ্চয়
  • Bengali Word নিশ্চিন্ত, নিশ্চিন্দি (আঞ্চলিক) Bengali definition [নিশ্‌চিন্‌তো, নিশ্‌চিন্‌দি] (বিশেষণ) ভাবনাহীন; চিন্তারহিত; নির্ভাবনা; নিরুদ্বিগ্ন। নিশ্চিন্ততা (বিশেষ্য) নিরুদ্বিগ্নতা (হয়তো তারি নিশ্চিন্ততায়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। নিশ্চিন্তপুর যাওয়া (ক্রিয়া) মৃত্যুবরণ করা; মরে যাওয়া। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+চিন্তা,>}
  • Bengali Word নিশ্চেতন Bengali definition [নিশ্‌চেতন্‌] (বিশেষণ) অজ্ঞান; চেতনাহীন; বোধহীন (নিশ্চেতন নিশীথের ভালে- রঠা)। নিশ্চেতনা (বিশেষ্য) ১ চেতনাহীনতা; বোধহীনতা। ২ (আলঙ্কারিক) উপেক্ষা (বিধির নিশ্চেতনায়- রবীন্দ্ররাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+চেতন}
  • Bengali Word নিশ্চেষ্ট Bengali definition [নিশ্‌চেশ্‌টো] (বিশেষণ) ১ উদ্যমহীন; চেষ্টাশূন্য। ২ গতিশক্তিরহিত; অচল। ৩ অলস। নিশ্চেষ্টতা (বিশেষ্য) জড়ের স্থিতি প্রবণতা; জাঢ্য (ইহা কেবল ভারতবর্ষীয়দিগের স্বভাবসিদ্ধ নিশ্চেষ্টতার ফল- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+চেষ্টা; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিশ্চয় Bengali definition [নিশ্‌চয়্‌] (বিশেষ্য) ১ নিঃসন্দেহ জ্ঞান; নিঃসন্দিগ্ধতা; স্থির ধারণা। ২ নির্ধারণ; সিদ্ধান্ত (আলোচনায় নিশ্চয় করা হয়েছে)। □ (বিশেষণ) ১ নিঃসন্দেহ; সংশয়রহিত; অসংশয়; নিঃসন্দিগ্ধ (নিশ্চয়চিত্ত)। ২ স্থির (নিশ্চয় ধারণা)। □ (ক্রিয়াবিশেষণ) অবশ্য; নিঃসন্দেহে (নিশ্চয় সে আসবে)। নিশ্চয়তা (বিশেষ্য) অসংশয়তা; সন্দেহশূন্যতা; সন্দেহরাহিত্য। নিশ্চায়ক (বিশেষণ) ১ নিশ্চয়কারী। ২ নির্ণয়কারক। নিশ্চিত (বিশেষণ) নিঃসন্দেহ; নিঃসংশয়। □ (ক্রিয়াবিশেষণ) নিশ্চয়; অবশ্য (নিশ্চিত ‍শুকাবে তারা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√চি+ অ(অচ্‌)}
  • Bengali Word নিশ্ছিদ্র Bengali definition [নিস্‌ছিদ্‌দ্রো] (বিশেষণ) ১ ছিদ্র নেই এমন; ছিদ্রশূন্য। ২ ত্রুটিহীন; নির্দোষ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ছিদ্র}