ন পৃষ্ঠা ২২
- Bengali Word নিক ৩ Bengali definition [নিক্] (ক্রিয়া) অনুজ্ঞায় ‘নিয়ে যাক’ এই অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √নী>}
- Bengali Word নিকট Bengali definition [নিকট্] (বিশেষণ) কাছাকাছি; সমীপে; ঘনিষ্ঠ। □ (বিশেষ্য) নৈকট্য; সামীপ্য (তার নিকটে)। নিকটবর্তী(-তিন্), নিকটস্থ (বিশেষণ) কাছাকাছি আছে এমন; সন্নিহিত; সমীপবর্তী; আসন্ন; সমীপস্থ। নিকটবর্তিনী, নিকটস্থা (স্ত্রীলিঙ্গ)। নিকটবর্তিতা বি। {(তৎসম বা সংস্কৃত) নি+√কট্+অ(অচ্)}
- Bengali Word নিকতি Bengali definition ⇒ নিক্তি
- Bengali Word নিকপিক Bengali definition [নিক্পিক্] (বিশেষণ) ঈষৎ আন্দোলিত বা কম্পিত (নিকপিক করে ক্ষীণ কাঁকাল, পেশোয়াজ কাঁপে টালমাটাল-কাজী নজরুল ইসলাম)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word নিকম্মা Bengali definition [নিকম্মা] (বিশেষণ) ১ অদক্ষ; অনিপুণ; অকম্মা। ২ অপদার্থ। ৩ নিষ্কর্মা; বেকার। {(তৎসম বা সংস্কৃত) নিষ্কর্মা>}
- Bengali Word নিকর Bengali definition [নিকর্] (বিশেষ্য) ১ সমূহ; রাশি (স্বচ্ছ শীতল আনন্দ যার তরঙ্গনিকর-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ মোট; সাকুল্য; সমষ্টি (নিকট বাকি)। {(তৎসম বা সংস্কৃত) নি+√কৃ+অ(অপ্)}
- Bengali Word নিকরুণ Bengali definition [নিকোরুন্] (বিশেষণ) করুণাহীন; নিষ্করুণ; নির্দয়; নিষ্ঠুর। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+করুণ>নিষ্করুণ>}
- Bengali Word নিকষ, নিকস Bengali definition [নিকশ্] (বিশেষ্য) কষ্টিপাথর; যা দিয়ে সোনা পরীক্ষা করা হয়; শান। নিকষকৃষ্ণ (বিশেষণ) ঘোর অন্ধকার (গৃহের ভিতরকার নিকষকৃষ্ণ অন্ধকারের মধ্যে-রবীন্দ্রনাথ ঠাকুর)। নিকষণ (বিশেষ্য) কষ্টিপাথরে ঘর্ষণ। নিকষিত (বিশেষণ) পরীক্ষিত; মার্জিত; পালিশ করা; কষ্টিপাথরের ঘষা; বিশুদ্ধ (নিকষিত হেম-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) নি+√কষ্+অ(ঘঞ্)}
- Bengali Word নিকসন Bengali definition [নিকশোন্] (বিশেষণ) ১ নির্বাসন; নিষ্ক্রমণ; নির্দয়; নিষ্ঠুর। {(তৎসম বা সংস্কৃত) নিষ্ক্রমণ; (হিন্দি) √নিকস>}
- Bengali Word নিকসানো (ব্রজবুলি) Bengali definition [নিকসানো] (ক্রিয়া) বের হওয়া। নিকসউ (ব্রজবুলি) বের হোক (নিকসউ কঠিন পরাণ-বিদ্যাপতি)। নিকসব (ক্রিয়া) নির্গত বা বের হবে (জীব নিকসব-বিদ্যাপতি)। নিকসয়ে (ক্রিয়া) বের হয় (বচন না নিকসয়ে-বিদ্যাপতি)। নিকসন (ক্রিয়া) বের হলো (নিকসল জটিলা সনে-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) নিষ্ক্রমণ; (হিন্দি) নিকস্না}
- Bengali Word নিকা Bengali definition ⇒ নিকাহ
- Bengali Word নিকাত Bengali definition [নিখাত্] (বিশেষণ) ১ খনন করা হয়েছে এমন। ২ খনিত; পোতা হয়েছে এমন; প্রোথিত। ৩ সংস্থাপিত; প্রতিষ্ঠিত। {(তৎসম বা সংস্কৃত) নি+√খন্+ত(ক্ত)}
- Bengali Word নিকানো, নিকনো Bengali definition [নিকানো, নিকনো] (ক্রিয়া) মাটি, গোবর প্রভৃতি দিয়ে ঘরের দেয়াল, মেঝে, আঙিনা মার্জনা করা বা লেপা (পাড়ার একপাশে নিকানো-পুছানো ছোট খড়ের ঘর দু’তিনখানা-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √নিক্ত> (প্রাকৃত) ণিক্ক}
- Bengali Word নিকার Bengali definition [নিকার্] (বিশেষ্য) ভর্ৎসনা; তিরস্কার। ২ ক্ষতি; অনিষ্ট। ৩ অপমান; অবমাননা। ৪ লাঞ্ছনা। নিকৃত (বিশেষণ) তিরস্কৃত। ২ অপমানিত। ৩ লাঞ্ছিত। {(তৎসম বা সংস্কৃত) নি√কৃ+(ঘঞ্)}
- Bengali Word নিকারি, নিকারী, নিকিরি Bengali definition [নিকারি, নিকারী, নিকিরি] (বিশেষ্য) মুসলমান মৎস্য-ব্যবসায়ী। {(তৎসম বা সংস্কৃত) নিকার>?}
- Bengali Word নিকাল Bengali definition [নিকাল্] (অব্যয়) বিতাড়ন; বহিষ্করণ; বের করণ অর্থে (নিকাল যাওয়া)। নিকালো হিঁয়াসে ১ দূর হয়ে যাও; বের হয়ে যাও। ২ এখান থেকে বের করে দাও; দূর করে দাও। {(তৎসম বা সংস্কৃত) নি+√কালি}
- Bengali Word নিকাশ, নিকাস Bengali definition [নিকাশ্] (বিশেষ্য) ১ বের হওয়া; নির্গমন; নিষ্কাশন (পানি নিকাশের রাস্তা)। ২ সমাপন; শেষ (হিসাব-নিকাশ)। ৩ ধ্বংস; শেষ; অবসান; বিনাশ; বধ (দিলীর খাঁকে পথিমধ্যে নিকাশ করিতে হইবে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৪ চূড়ান্ত হিসাব (কেমন করে হিসাব দিব নিকাশ যদি চায়, দিন ফুরায়ে যায়রে আমার দিন ফুরায়ে যায়-গান)। {(তৎসম বা সংস্কৃত) নি√কাশ্+অ(অচ্); (আরবি) নিকাশ}
- Bengali Word নিকাশি Bengali definition [নিকাশি] (বিশেষণ) চূড়ান্ত হিসাব সম্বন্ধীয়; চুক্তি। {নিকাশ+ই}
- Bengali Word নিকাষ Bengali definition [নিকাশ্] (বিশেষ্য) ১ জমি কর্ষণ। ২ ঘর্ষণ; ঘষ্টানি। {(তৎসম বা সংস্কৃত) নি+√কষ্+অ(ঘঞ্)}
- Bengali Word নিকাস Bengali definition ⇒ নিকাশ
- Bengali Word নিকাহ, নিকা, নিকে Bengali definition [নিকাহ্, নিকা, নিকো] (বিশেষ্য) ১ বিবাহ; বিয়ে (মোল্লা পড়িয়া নিকা দান পায় সিকা সিকা-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ২ দ্বিতীয় বিবাহ; বিধবা বিবাহ (নতুন করে করব নিকাহ আঙুর-লতার কন্যাকে-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) নিকাহ}
- Bengali Word নিকায় Bengali definition [নিকায়্] (বিশেষ্য) ১ আবাসগৃহ। ২ সমান ধর্ম বা নীতিবিশিষ্ট ব্যক্তিবর্গ বা তাঁদের প্রতিষ্ঠান। ৩ সমূহ। ৪ লক্ষ্য। ৫ বৌদ্ধশাস্ত্র। {(তৎসম বা সংস্কৃত) নি+√চি+অ(ঘঞ্)}
- Bengali Word নিকি, নিকী, নিক Bengali definition [নিকি, নিকী, নিক্] (বিশেষ্য) ছোট উকুন; নিক; উকুনের ডিম (ডেঙ্গর উকুন নিকি করে ইলিবিলি-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) লিক্ষিকা>}
- Bengali Word নিকিরী Bengali definition ⇒ নিকারি
- Bengali Word নিকুচি Bengali definition [নিকুচি] (বিশেষ্য) দফারফা; শেষ; মরন; ধ্বংস (নেশার নিকুচি-মুনীর চৌধুরী)। □ (বিশেষণ) অবাধ্যতা (তোর হুকুমের নিকুচি করেনি-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) নি+√কুঞ্চ্}
- Bengali Word নিকুঞ্জ Bengali definition [নিকুন্জো] (বিশেষ্য) বাগান; বনে বা উদ্যানে লতাদি দ্বারা আবৃত জায়গা; লতাগৃহ (কার নিকুঞ্জে রাত কাটায়ে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) নি+√গুন্জ্+অ(ঘঞ্)}
- Bengali Word নিকৃত Bengali definition ⇒ নিকার
- Bengali Word নিকৃত্ত Bengali definition [নিকৃত্তো] (বিশেষণ) ১ ছেদিত বা ছিন্ন। ২ খণ্ডিত; কর্তিত। নিকৃত্তর (বিশেষ্য) ১ ছেদক। ২ খণ্ডন। নিকৃন্তী (বিশেষণ) সতর্ক; বিনাশক; ছেদক। {(তৎসম বা সংস্কৃত) নি+√কৃত্+ত(ক্ত)}
- Bengali Word নিকৃপেঁ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [নিকৃপেঁ] (ক্রিয়াবিশেষণ) চুপ করে; নিঃশব্দে (নিলজী নিকৃপেঁ যাক-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) নিষ্কম্প>}
- Bengali Word নিকৃষ্ট Bengali definition [নিক্কৃশ্টো] (বিশেষণ) ১ অপছন্দ; নীচ; মন্দ; অপকৃষ্ট; জঘন্য। ২ দরিদ্র (নিকৃষ্টকে ধন দিলে পুণ্য সেহিমতে, তোমাকে নিকৃষ্ট দেখি চাহি ধন দিতে-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) নি+√কৃষ্+ত(ক্ত)}