Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word নাড়ু Bengali definition [নাড়ু] (বিশেষ্য) গোলাকার মিষ্টান্ন বিশেষ; লাড়ু। নাড়ু গোপাল (বিশেষ্য) ১ (আলঙ্কারিক) আদরের ছেলে; শিশুকৃষ্ণ। ২ (আলঙ্কারিক) সেকালের গ্রাম্য পাঠশালার শাস্তিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) লড্ডুক>}
  • Bengali Word নায়ক Bengali definition [নায়োক্‌] (বিশেষণ), (বিশেষ্য) নেতা; পরিচালক; সর্দার (দেশনায়ক)। □ (বিশেষ্য) ১ সেনাপতি। ২ রাজা (অনায়ক দেশ)। ৩ স্ত্রীলোকের প্রণয়ী; প্রেমাসক্ত ব্যক্তি। ৪ স্বামী। ৫ ছায়াছবি অথবা গ্রন্থের বর্ণনীয় প্রধান চরিত্র; hero। নায়িকা (স্ত্রীলিঙ্গ)। নায়কীয় (বিশেষণ) নায়ক সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) √নী+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word নায়কি, নায়কী Bengali definition [নায়োকি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) নায়িকা (নায়ক লয়ে কেলিছে নায়কী, খলখলখল হাসি মধুর অধরে-মাইকেল মধুসূদন দত্ত)। □ (বিশেষ্য) বীণা প্রভৃতি যন্ত্রের প্রধান তার। {(তৎসম বা সংস্কৃত) নায়ক+ (বাংলা) ই, ঈ}
  • Bengali Word নায়কীয় Bengali definition ⇒ নায়ক
  • Bengali Word নায়র ১ Bengali definition ⇒ নাইয়র
  • Bengali Word নায়র ২ Bengali definition [নায়োর্‌] (বিশেষ্য) প্রণয়ী; নায়ক। নায়রী২ (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) নাগর>}
  • Bengali Word নায়রি, নায়র ১ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [নায়োরি] (বিশেষ্য) নাগরী। {(তৎসম বা সংস্কৃত) নাগর+ (বাংলা) ই, ঈ}
  • Bengali Word নায়রী ২ Bengali definition ⇒ নাইয়র ও নায়র২
  • Bengali Word নায়াত, না’আত Bengali definition [নায়াত্‌] (বিশেষ্য) স্তুতি; প্রশস্তি; নবীর স্তুতি। {(আরবি) না’আত্‌}
  • Bengali Word নায়িকা Bengali definition ⇒ নায়ক
  • Bengali Word নায়ির, নায়িবে-ইলাহি Bengali definition ⇒ নায়েব
  • Bengali Word নায়েক Bengali definition [নায়েক্‌] (বিশেষ্য) সৈন্যবিভাগের সাধারণ সিপাহিদের ঊর্ধ্বতর পদমর্যাদাসম্পন্ন সিপাহি। ন্যান্স-নায়েক (বিশেষ্য) সহকারী নায়েক পদের যোদ্ধা। {(আরবি) লায়েক}
  • Bengali Word নায়েব, নাএব, নায়িব Bengali definition [নায়েব্‌, নাএব, নায়িব্‌] (বিশেষ্য) ১ তহশিল অফিসের প্রধান কর্মচারী; প্রতিনিধি (কাজি নাহি মানে পেগম্বরে নায়েব-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ জমিদারের কাছারির ভারপ্রাপ্ত প্রধান কর্মচারী। ৩ অধীন কর্মচারী; সহকারী (আমার যে কার্য হইবেক তাহারি নাএব তোমারদিগকে করিব-রামরাম বসু)। নায়েবে-ইলাহি (বিশেষ্য) আল্লাহর প্রতিনিধি (যে মানব মতে পারে নায়িবে ইলাহী-আবুল ফরাহ মুঃ আবদুল হক ফরিদী)। নায়েবি, নায়েবী১ (বিশেষ্য) নায়েবের কাজ বা পদ (জমিদারের নায়েবি পদ গ্রহণ করিয়াছেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। নায়েবি২ (বিশেষণ) ১ নায়েব সংক্রান্ত। ২ নায়েবের উপযুক্ত। নায়েবে নবি, নায়েবে রসুল (বিশেষ্য) নবির প্রতিনিধি; ইসলাম ধর্মের প্রচারক ও বিশেষজ্ঞ। {(আরবি) নাএব}
  • Bengali Word না’আত Bengali definition ⇒ নায়াত
  • Bengali Word নি ১ Bengali definition [নি] (অব্যয়) সামীপ্য, আতিশয্য, অভাব, সাদৃশ্য ইত্যাদি ভাবপ্রকাশক উপসর্গ। {(তৎসম বা সংস্কৃত) উপসর্গবিশেষ}
  • Bengali Word নি ২ Bengali definition [নি] (বিশেষ্য) সঙ্গীতের সপ্তসুরের শেষ সুর; সপ্তম স্বর; নিষাদ (সা, রে, গা, মা, পা, ধা, নি)। {(তৎসম বা সংস্কৃত) নিষাদ>}
  • Bengali Word নি-মোরাদ Bengali definition [নিমোরাদ্‌] (বিশেষ্য) শক্তি নেই এমন (মরদের যদি মর্দামীই না রইল তবে ত সে নি-মোরাদে-কাজী নজরুল ইসলাম)। {নি+ (আরবি) মুরুবৎ}
  • Bengali Word নিঁদ Bengali definition [নিঁদ্‌] (বিশেষ্য) নিদ্রা; ঘুম; তন্দ্রা (রায়বেরেলির জঙ্গী দিলীর ভেঙ্গেছে লক্ষ রাতের নিঁদ-ফররুখ আহমদ)। {(তৎসম বা সংস্কৃত) নিদ্রা>}
  • Bengali Word নিঁদ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [নিঁদ্‌] (আছিনু কাঁচা নিঁদে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) নিদ্রা> (প্রাকৃত) নিন্দ>}
  • Bengali Word নিংড়ানো, নিংড়নো, নিঙ্গড়ানো Bengali definition [নিঙ্‌ড়ানো, নিঙ্‌ড়নো, নিঙ্‌গড়ানো] (ক্রিয়া) ১ চাপ দিয়ে বা পাক দিয়ে পানি বের করা; নিষ্কাশন করা। ২ শোষন করা; শেষ করা। {(তৎসম বা সংস্কৃত) নিজির্‌>}
  • Bengali Word নিঃ Bengali definition [নিহ্‌] সমাসের ক্ষেত্রে ‘নি’ এবং পরপদের প্রথম ধ্বনির উচ্চারণ দ্বিত্ব] (অব্যয়) ১ নিশ্চয়তা; সঠিক (নির্ণয়)। ২ আতিশয্যা; সম্পূর্ণতা; শেষ (নিঃশেষ)। ৩ বহির্গমন; বের হওয়া (নিঃশ্বাস)। ৪ অভাব; একাকিত্ব (নির্জন)। নিঃক্ষত্র, নিঃক্ষত্রিয় (বিশেষণ) ক্ষত্রিয় নয় এমন; ক্ষত্রিয়শূন্য। নিঃশঙ্ক, নিশঙ্ক (বিশেষণ) শঙ্কাহীন; ভীতিহীন; নির্ভয়; নির্ভীক। নিঃশব্দ (বিশেষণ) নির্বাক; শব্দহীন; নীরব। নিঃশেষ (বিশেষণ) সম্পূর্ণ; অবশেষ না রেখে। নিঃশোষিত (বিশেষণ) সমাপ্ত; শেষ হয়েছে এমন; ফুরিয়ে গেছে এমন। নিঃশ্রেয়স (বিশেষ্য) ১ মুক্তি। ২ কুশল; মঙ্গল। ৩ সুখ; আরাম। ৪ জ্ঞান; বিজ্ঞান। নিঃশ্বসন, নিশ্বসন (বিশেষ্য) শ্বাসগ্রহণ ও ত্যাগ। নিঃশ্বসিত, নিশ্বসিত (বিশেষণ) গৃহীত শ্বাস ও পরিত্যক্ত শ্বাস। নিঃশ্বাস, নিশ্বাস (বিশেষ্য) ফুসফুস থেকে নির্গত বায়ু; বা বাইরে থেকে নাসিকা বা ফুসফুসের অভ্যন্তরে গৃহীত বায়ু; দম। প্রশ্বাস বিপরীতার্থক শব্দ। নিঃসংজ্ঞা (বিশেষণ) সংজ্ঞা নেই এমন; অজ্ঞান; অচেতন; senseless। নিঃসংশয়, নিঃসন্দেহ (বিশেষণ) সন্দেহরহিত; সংশয়হীন; নিশ্চিত। নিঃসংশয়তা (বিশেষ্য)। নিঃসঙ্কোচ (বিশেষণ) সঙ্কোচশূন্য। □ (বিশেষণ) অকুণ্ঠ; কুণ্ঠাহীন। নিঃসঙ্গ (বিশেষণ) একাকী; সঙ্গীহারা; সংস্রবরহিত; সংকোচশূন্য; নিরাসক্ত। নিঃসঙ্গতা বি। নিঃসত্ত্ব (বিশেষণ) সারহীন; অসার; বলহীন; বীর্যহীন; দুর্বল; ধৈর্যশূন্য; প্রাণহীন। নিঃসন্তান (বিশেষণ) সন্তান নেই এমন; বন্ধ্যা; আঁটকুড়া। নিঃসম্পর্ক (বিশেষণ) সম্পর্কহীন; সম্বন্ধশূন্য; অনাত্মীয়। নিঃসম্বল (বিশেষণ) সঙ্গতিহীন; সম্বলহীন; নিঃস্ব; দরিদ্র; বিত্তহীন। নিঃসরণ (বিশেষ্য) বহির্গমন; নির্গত হওয়া। নিঃসহায় (বিশেষণ) অসহায়; সহায় নেই এমন; সহায়হীন। নিঃসাড় (বিশেষণ) সাড়াশূন্য; শব্দহীন; অসাড়; নিস্তেজ (সারা বাড়ীটা যেন নিঃসাড়ে ঘুমিয়ে পড়েছে-মঈন)। নিঃসারক (বিশেষণ) নিঃসারণকারী; নিষ্কাশন করায় এমন। নিঃসারণ (বিশেষ্য) ১ বের করা; নিষ্কাশন; নিংড়ানো (বর্জনীয় পদার্থের নিষ্কাশনকেই নিঃসারণ বলে-আআশ)। ২ নির্বাসন। ৩ দ্বার; দরজা। নিঃসারিত (বিশেষণ) বের করা হয়েছে এমন। নিঃসীম (বিশেষণ) সীমাহীন; অনন্ত; বিস্তীর্ণ (নিঃসীম শূন্যে-রবীন্দ্রনাথ ঠাকুর; নিঃসীম ধানক্ষেত-মনোজ বসু)। নিঃসীমতা (বিশেষ্য) শূন্যতা; উদাসীনতা (চায় বুঝি মোর নিঃসীমতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। নিঃসৃত (বিশেষণ) নির্গত; বহির্গত; ক্ষরিত। নিঃস্পন্দন (বিশেষণ) স্পন্দনহীন; স্থির (আর তার হৃৎপিণ্ড যেন নিঃস্পন্দন হয়ে গেলো-বুদ্ধদেব বসু)। নিঃস্পৃহ (বিশেষণ) স্পৃহাহীন; কামনাশূন্য; বাসনাবিহীন (নিঃসঙ্গ, নিঃস্পৃহ সর্ব আভরণহীন-রবীন্দ্রনাথ ঠাকুর)। নিঃস্পৃহতা (বিশেষ্য) বাসনাশূন্য; নিষ্কাম; কামনাহীন। নিঃস্রব, নিঃস্রাব (বিশেষ্য) ১ তরল বস্তু বের হওয়া; ক্ষরণ। ২ ভাতের ফেন। নিঃস্রোত (বিশেষ্য) স্রোতহীন। নিঃস্ব (বিশেষণ) সম্বলহীন; দরিদ্র; গরিব; ফকির; মিসকিন। নিঃস্বতা (বিশেষ্য) সম্বলহীনতা; দারিদ্র্য। নিঃস্বন (বিশেষ্য) শব্দ; রব; নিনাদ; ধ্বনি (নির্ঝর-বারির কুলু কুলু নিঃস্বন-ইসমাইল হোসেন শিরাজী)। নিঃস্বর (বিশেষণ) আওয়াজশূন্য; নীরব; স্বরবিহীন। {(তৎসম বা সংস্কৃত) নির্‌ উপসর্গ}
  • Bengali Word নিঅলি (প্রাচীন বাংলা) Bengali definition [নিওলি] (বিশেষ্য) নিয়লি ফুল। {(তৎসম বা সংস্কৃত) নেপালী>; অথবা নবমল্লিকা>}
  • Bengali Word নিঅড় (প্রাচীন বাংলা) Bengali definition [নিয়ড়] (বিশেষণ) নিকট। নিঅড়ে (প্রাচীন বাংলা) (ক্রিয়াবিশেষণ) কাছে; নিকটে। {(তৎসম বা সংস্কৃত) নিকট>}
  • Bengali Word নিআঁ (আবা.) Bengali definition [নিয়াঁ] (অসমাপিকা ক্রিয়া) নিয়ে (নিআঁ মথুরার হাটে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) নত্বিা> (প্রাকৃত) ণইঅ>}
  • Bengali Word নিউ Bengali definition [নিউ] (বিশেষণ) নতুন (নিউ মার্কেট)। {(ইংরেজি) new}
  • Bengali Word নিউক্লিয়াস Bengali definition [নিউক্‌ক্লিয়াস্‌] (বিশেষ্য) পরমাণু কেন্দ্র (পরমাণুর কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস-আআশ)। {(ইংরেজি) nucleus}
  • Bengali Word নিউমোনিয়া Bengali definition [নিউমোনিয়া] (বিশেষ্য) ফুসফুসের প্রদাহসহ জ্বর। {(ইংরেজি) pneumonia}
  • Bengali Word নিও-প্লাটোনিজম Bengali definition [নিয়োপ্লাটোনিজম্‌] (বিশেষ্য) প্লাটোর মতবাদের সাথে প্রাচীন মরমিবাদের মিশ্রণজাত নূতন দার্শনিক চিন্তাধারা (এতে নিও-প্লাটোনিজম ও বেদান্ত দর্শনের প্রভাব আছে-আনিসুজ্জামান)। {(ইংরেজি) neo-Platoism}
  • Bengali Word নিক ১ Bengali definition [নিক্‌] (বিশেষ্য) মাটিতে গাড়ির চাকার যে দাগ হয়। {(তৎসম বা সংস্কৃত) নানিক>; (তুলনীয়) (হিন্দি) নীক}
  • Bengali Word নিক ২ Bengali definition [নিক্‌] (বিশেষ্য) উকুনের বাচ্চা বা ডিম। {(তৎসম বা সংস্কৃত) নিক্ষা> (প্রাকৃত) নিক্‌খা>}