ন পৃষ্ঠা ২৩
- Bengali Word নিকে Bengali definition ⇒ নিকাহ
- Bengali Word নিকেতন, নিকেত Bengali definition [নিকেতোন্, নিকেত্] (বিশেষ্য) স্থান; গৃহ; আবাস; আলয় (বিদায় হইয়া গেল নিজ নিকেতনে-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) নি+√কিত্+অন(ল্যুট্), অ(ঘঞ্)}
- Bengali Word নিকোচন Bengali definition [নিকোচোন্] (বিশেষ্য) সংকোচন। {(তৎসম বা সংস্কৃত) নি+√কুচ্+অন(ল্যুট্)}
- Bengali Word নিক্তি, নিকতি Bengali definition [নিক্তি] (বিশেষ্য) ওজন করার বা মাপার যন্ত্রবিশেষ; মূল্যবান ধাতু সূক্ষ্মভাবে পরিমাপের জন্য ব্যবহৃত তুলাদণ্ডবিশেষ (যৌবন কেনাবেচা হবে কিরে বানিয়ার নিক্তিতে-কাজী নজরুল ইসলাম)। {(হিন্দি) নিক্তি>}
- Bengali Word নিক্বণ Bengali definition [নিক্কন্] (বিশেষ্য) নিনাদ; ঝঙ্কার; ধ্বনি; মিষ্টি আওয়াজ (মঙ্গল নিক্বন সহ মৃদু যথা যবে দূর কুঞ্জবনে গাছে পিককুল মিলি-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) নি+√ক্বণ্+অ(অণ্)}
- Bengali Word নিক্ষিপ্ত Bengali definition [নিক্খিপ্তো] (বিশেষণ) ১ নিচে ফেলেছে এমন; ছুড়ে ফেলা হয়েছে এমন। ২ গচ্ছিত। ৩ অর্পিত; ন্যস্ত। ৪ পরিত্যক্ত; বর্জিত। {(তৎসম বা সংস্কৃত) নি+√ক্ষিপ্+ত(ক্ত)}
- Bengali Word নিক্ষেপ Bengali definition [নিক্খেপ্] (বিশেষ্য) ১ ফেলে দেওয়া। ২ স্থাপন (পদনিক্ষেপ)। ৩ ত্যাগ। ৪ গচ্ছিতকরণ; ন্যাস; অর্পণ। নিক্ষেপক (বিশেষণ) ছুঁড়ে ফেলে এমন; ক্ষেপণ করে এমন; নিক্ষেপকারী। {(তৎসম বা সংস্কৃত) নি+√ক্ষিপ্+অ(ঘঞ্)}
- Bengali Word নিকড়ে, নিকড়িয়া Bengali definition [নিকোড়ে, নিকোড়িয়া] (বিশেষণ) অর্থশূন্য; কপর্দকশূন্য; নির্ধন; দরিদ্র (নিকড়িয়া ছুটির অজস্রতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {নি+কাড়ি+ইয়া>}
- Bengali Word নিখরচ, নিখরচা Bengali definition [নিখরোচ্, নিখর্চা] (ক্রিয়াবিশেষণ) খরচ না করে; বিনা মূল্যে; বিনা ব্যয়ে (নিখরচায় ছাপাইয়া দিতেছেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(ফারসি) নি+খরচ}
- Bengali Word নিখর্ব Bengali definition [নিখর্বো] (বিশেষ্য) দশ সহস্র কোটিসংখ্যা। {(তৎসম বা সংস্কৃত) নি+খর্ব}
- Bengali Word নিখাকি, নিখাউন্তি Bengali definition [নিখাকি, নিখাউন্তি] (বিশেষণ) কম খায় বা কিছুই খায় না এমন (স্ত্রীলোক)। □ (বিশেষ্য) অনাহারী বা অল্পহারী স্ত্রীলোক। নিখেকো, নিখাউন্তে (পুংলিঙ্গ)। {নি+খাকি}
- Bengali Word নিখাদ Bengali definition [নিখাদ্] (বিশেষ্য) ১ স্বরগ্রামের সপ্তম স্বর ‘নি’ (কানাড়া রাগিণীর কোমল গান্ধারে আর নিখাদে-কাজী নজরুল ইসলাম)। ২ খাদহীন; খাঁটি; ভেজালশূন্য; বিশুদ্ধ (ওই আমাদের নিখাদ সোনা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) নিষাদ>}
- Bengali Word নিখিল Bengali definition [নিখিল্] (বিশেষণ) ১ সমস্ত; সমগ্র; সমুদয় (তোমার চরণ করেছে বরণ নিখিল জন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সমগ্র সৃষ্টি; বিশ্ব; সারা জাহান; পৃথিবী। ৩ সম্পূর্ণ; অনন্ত। {(তৎসম বা সংস্কৃত) নি+খিল; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিখুঁত Bengali definition [নিখুঁত্] (বিশেষণ) নির্দোষ; ত্রুটি নেই এমন; পূর্ণাঙ্গ। নিখুঁতা (স্ত্রীলিঙ্গ) (চিরযৌবনা নিটোল, নিখুঁতা-রাজশেখর বসু (পরশু))। নিখুঁতি (বিশেষ্য) যাতে খুঁত, দোষ বা ত্রুটি নেই। {(তৎসম বা সংস্কৃত) নিখণ্ড>}
- Bengali Word নিখোঁজ Bengali definition [নিখোঁজ্] (বিশেষণ) পাত্তাহীন; খোঁজ পাওয়া যায় না এমন; সন্ধানশূন্য; নিরুদ্দেশ। {নি+খোঁজ}
- Bengali Word নিগণ্ঠ, নিগন্থ Bengali definition [নিগন্ঠো, নিগন্থো] (বিশেষ্য) ১ জৈন সম্প্রদায় (নগ্ন থাকা নিগণ্ঠদের তাপের একটা অঙ্গ-রাহুল সাংকৃত্যায়ন [অনুবাদক-ভগীরথ])। □ (বিশেষণ) গ্রন্থিহীন; বন্ধনহীন। {(তৎসম বা সংস্কৃত) নির্গন্থ>}
- Bengali Word নিগদ Bengali definition [নিগদ্] (বিশেষ্য) ভাষণ; উক্তি; কথন। নগদিত (বিশেষণ) ভাষিত; কথিত; উক্তি। {(তৎসম বা সংস্কৃত) নি+√গদ্+অ(অপ্)}
- Bengali Word নিগন্থ Bengali definition ⇒ নিগণ্ঠ
- Bengali Word নিগম Bengali definition [নিগম্] (বিশেষ্য) ১ নগর; লোকালয়; হাট; বাজার; বাণিজ্যস্থান। ২ বেদ (নিগম আগমে তুমি নিরূপম কায়া-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৩ সঙ্ঘ; বণিকসঙ্ঘ। ৪ পথ; যেদিকে মানুষ হাঁটে; চলে; নির্গমন (যাবে যে হজম হয়ে নিগমের আগেতেই-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) নি+√গম্+অ(ঘ)}
- Bengali Word নিগমন Bengali definition [নিগমোন্] (বিশেষ্য) বের হওয়া; বহিগর্মন। {(তৎসম বা সংস্কৃত) নি+√গম্+অন(ল্যুট্)}
- Bengali Word নিগমিত Bengali definition [নিগোমিতো] (বিশেষণ) সংঙ্ঘবদ্ধ; মিলিত। {(তৎসম বা সংস্কৃত) নি+√গম্+ই(ণিচ্)+ত(ক্ত)}
- Bengali Word নিগরণ Bengali definition [নিগরোন্] (বিশেষ্য) ভোজন; ভক্ষণ; গলাধঃকরণ। {(তৎসম বা সংস্কৃত) নি+√গৃ+অন(ল্যুট্)}
- Bengali Word নিগাবান, নিগাহবান Bengali definition [নিগাবান্, নিগাহ্বান] (বিশেষ্য) দেখা শোনা করে যে; তত্ত্বাবধায়ক; পাহারাদার; রক্ষী। নিগামানি, নিগাবানি, নিগাহবানি (বিশেষ্য) তত্ত্বাবধান; দেখাশোনা; পাহারাদারি। {(ফারসি) নিগাহ্বান}
- Bengali Word নিগার Bengali definition [নিগার্] (বিশেষ্য) অশ্বেতাঙ্গ; কাফ্রি; কৃষ্ণাঙ্গ; কালা আদমি। {(ইংরেজি) nigger-কালো দানা; Niger-Negro}
- Bengali Word নিগাহ, নঘিা Bengali definition [নিগাহ্, নিঘা] (বিশেষ্য) ১ নজর; দৃষ্টি; লক্ষ। ২ মনোযোগ; অভিনিবেশ। ৩ তত্ত্বাবধান; পরিচালন; খবরদারি। {(ফারসি) নিগাহ্}
- Bengali Word নিগাহবান, নিগাহ্বানী Bengali definition ⇒ নিগাবান
- Bengali Word নিগীর্ণ Bengali definition [নিগির্নো] (বিশেষণ) গিলিত; গলাধঃকৃত; ভক্ষিত। {(তৎসম বা সংস্কৃত) নি+√গৃ+ত(ক্ত)}
- Bengali Word নিগূঢ় Bengali definition [নিগুঢ়ো/নিগুড়ো] (বিশেষণ) গোপন; অপ্রকাশ্য; আবৃত; একান্ত গুপ্ত; জটিল; রহস্যময়; দুর্জ্ঞেয়; অত্যন্ত গভীর (তদপেক্ষা গুরুতর এবং নিগূঢ় প্রভেদও-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) নি+গুহ্+ত(ক্ত}
- Bengali Word নিগূঢ় ২ Bengali definition [নির্গুঢ়ো] (বিশেষণ) ১ অত্যন্ত গূঢ়; অত্যন্ত দুর্জ্ঞেয়। ২ অধ্যধিক রহস্যপূর্ণ। ৩ বিশেষ গোপনীয়। ৪ অতিশয় জটিল। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+গূঢ়; প্রাদি.}
- Bengali Word নিগৃহীত Bengali definition [নিগ্গৃহিতো] (বিশেষণ) ১ পীড়িত; ক্লেশিত; শসিত; দণ্ডিত। ২ কঠোরভাবে গৃহীত এমন; ধৃত; আয়ত্ত। {(তৎসম বা সংস্কৃত) নি+√গ্রহ্+ত(ক্ত)}