ত পৃষ্ঠা ১৯
- Bengali Word তান্তব Bengali definition [তান্তোবো] (বিশেষ্য) ১ তন্তুসংক্রান্ত। □ (বিশেষ্য) তন্তু নির্মিত; সুতায় প্রস্তুত। ৩ সুতিকাপড়। {(তৎসম বা সংস্কৃত) তন্তু+ অ(অণ্)}
- Bengali Word তান্ত্রিক Bengali definition [তান্ত্রিক্] (বিশেষণ) ১ তন্ত্রশাস্ত্রসংক্রান্ত। ২ তন্ত্রশাস্ত্রজ্ঞ; তন্ত্রশাস্ত্রবিদ। ৩ তন্ত্রশাস্ত্রানুযায়ী সাধনা করে এমন; তন্ত্রসাধক। ৪ তন্ত্রশাস্ত্র অনুসারী (এবং অবসরমত তান্ত্রিক সাধনা করিয়া থাকেন-রাজশেখর বসু (পরশু))। তান্ত্রিকতা বি। {(তৎসম বা সংস্কৃত) তন্ত্র+ইক(ঠক্)}
- Bengali Word তাপ Bengali definition [তাপ্] (বিশেষ্য) ১ উষ্ণতা; উত্তাপ। ২ দাহ; জ্বর। ৩ ক্রোধ। ৪ দুঃখ; কষ্ট; ক্ষোভ (এহিমতে পত্রেতে লিখিয়া যথ তাপ-দৌলত উজির বাহরাম খান)। ৫ অশান্তি। ৬ শোক (একে এব্রাহিম আর হুসনের তাপ। উলিদের দর্প শুনি উপজিল কাঁপ-হেয়াত মাহমুদ)। তাপত্রয় (বিশেষ্য) তিনতাপ-আধ্যাত্মিক; আধিদৈবিক ও আধিভৌতিক। তাপমান (বিশেষ্য) তাপপরিমাপক যন্ত্র; থার্মোমিটার। তাপ হরণ (বিশেষ্য) ১ উত্তাপ দূরীকরণ; দুঃখ দূরকারী। □ (বিশেষ্য) দুঃখ হরণকারী বিধাতা। তাপহারী (বিশেষণ) ১ তাপ দূরকারী। ২ দুঃখ হরণকারী বিধাতা। {(তৎসম বা সংস্কৃত) √তপ্+অ(ঘঞ্)}
- Bengali Word তাপক Bengali definition [তপোক্] (বিশেষণ) ১ তাপদায়ক। ২ দুঃখদানকারী। {(তৎসম বা সংস্কৃত) √তপ্+অক(ণ্বুল্)}
- Bengali Word তাপন Bengali definition [তাপোন্] (ক্রিয়া) তাপ উৎপাদন বা জনন; তাপ দান। □ (বিশেষ্য) ১ তাপ প্রয়োগ। ২ সূর্য। □ (বিশেষণ) ১ তাপ উৎপাদক। ২ ক্লেশকর। ৩ মদনের পঞ্চবাণের অন্যতম। ৪ তাপজনক। {(তৎসম বা সংস্কৃত) √তপ্+ণিচ্(=তাপি)+অন(ল্যুট্)}
- Bengali Word তাপনীয় Bengali definition [তাপোনিয়ো] (বিশেষণ) তপ্ত করার যোগ্য; তাপ প্রয়োগ করা হবে এমন। {(তৎসম বা সংস্কৃত) √তাপি+অনীয়}
- Bengali Word তাপর ((ব্রজবুলি)) Bengali definition [তাপর্] তার উপর (তাপর দেখহ বিধু-গোবিন্দদাস)। {(তৎসম বা সংস্কৃত) তদ্>(বাংলা) তা+(তৎসম বা সংস্কৃত) উপরি>(বাংলা) উপর}
- Bengali Word তাপস Bengali definition [তাপোশ্] (বিশেষ্য) তপস্ব; ঋষি; মুনি; দরবেশ। □ (বিশেষণ) তপস্যাকারী (বনের তাপসকুমারী আমি গো-কাজী নজরুল ইসলাম)। তাপস-তরু (বিশেষ্য) ইঙ্গুদী বৃক্ষ। তাপসপ্রিয় (বিশেষণ) তাপসদিগের প্রিয়। □ (বিশেষ্য) পিয়ালবৃক্ষ। তাপসপ্রিয়া (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) দ্রাক্ষালতা। তাপসী (বিশেষ্য) (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। তাপস্য (বিশেষ্য) তপস্বীর ধর্ম আচরণ। {(তৎসম বা সংস্কৃত) তাপস্+অ(অণ্)}
- Bengali Word তাপা Bengali definition [তাপা] (ক্রিয়া) ১ গরম হওয়া; উত্তপ্ত হওয়া। ২ পোহানো; তাপ বা উত্তাপ গ্রহণ করা (আগুন তাপানো)। ৩ উক্ত সকল অর্থে। তাপানো, তাপন (ক্রিয়া) তপ্ত করা। ৪ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। তাপয়ল ((ব্রজবুলি)) (ক্রিয়া) সন্তপ্ত করল; তাপিত বা উত্তপ্ত বা দুঃখিত করল; কষ্ট দিল। তাপার্ত (বিশেষণ) তাপিত; ব্যথিত (আসিছে তাপর্ত, ক্লিষ্ট ধরণীর পরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) তাপ+(বাংলা) আ}
- Bengali Word তাপিত Bengali definition [তাপিতো] (বিশেষণ) ১ উত্তপ্ত; তাপপ্রাপ্ত (স্পর্শিবে তাপিত ভাল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ক্লিষ্ট; ক্লেশ বা দুঃখকে প্রাপ্ত; সন্তপ্ত; দুঃখিত। তাপিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √তপ্+ণিচ্+ত(ক্ত)}
- Bengali Word তাপী Bengali definition [তাপি] (বিশেষণ) ১ তাপযুক্ত; উত্তপ্ত। ২ সন্তাপযুক্ত; দুঃখপ্রাপ্ত; ক্লিষ্ট। তাপিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) (সাপিনী তাপিমী তাপে বিবরে লুকায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। তাপী (বিশেষণ) তাপজনক; তাপ উৎপাদক। {(তৎসম বা সংস্কৃত) তাপ+ ইন্(ণিনি)}
- Bengali Word তাফতা Bengali definition [তাফ্তা] (বিশেষ্য) রেশম ও পশম মিশিয়ে প্রস্তুত এক প্রকার শীতবস্ত্র; এক প্রকার চেলি বস্ত্র। {(ফারসি) তাফ্তহ; (ইংরেজি) }
- Bengali Word তাফাল Bengali definition [তাফাল্] (বিশেষ্য) গুড় তৈরি করার উনুন; অগ্নিশিখা; উত্তাপ। {(ফারসি) তফ্ }
- Bengali Word তাব Bengali definition [তাব্] (বিশেষ্য) ধুনা। {(আরবি)তুবা }
- Bengali Word তাবকি, তাবকী Bengali definition ⇒ তবকি
- Bengali Word তাবা, তাবাহ Bengali definition [তাবা, তাবাহ্] (বিশেষ্য) ধ্বংস; বিনষ্ট (.....তাতেডুবে ম’ল হায় কত নুহ্ হল তাব-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) তাবাহ্}
- Bengali Word তাবিজ, তা’বীয Bengali definition [তাবিজ্] (বিশেষ্য) ১ বাহুর এক প্রকার অলঙ্কার। ২ কবচ; মাদুলি (খোদার নাম করে তাবিজ-তুমার দিয়ে একদল লোক যেমন রুজি রোজগার করে-ওবায়েদুল হক)। {(আরবি)তাবীয}
- Bengali Word তাবিন Bengali definition [তাবিন্] (বিশেষ্য) মুসলিম চিকিৎসক; হেকিম। {(আরবি)তাবঈন}
- Bengali Word তাবির Bengali definition [তাবির্] (বিশেষ্য) আলোচনা; ব্যাখ্যা (তজকিরা তাবির আজি শুনিল শ্রবণে-হেয়াত মাহমুদ)। {(আরবি)তাবীর }
- Bengali Word তাবিল, তাবীল Bengali definition [তাবিল্] (বিশেষ্য) ব্যাখ্যা (অন্ততঃ একটা কিছু তাবিল করিতেই হইবে-মআখাঁ)। {(আরবি)তা’বীল}
- Bengali Word তাবীন Bengali definition ⇒ তাবিন
- Bengali Word তাবুত, তাবূত Bengali definition [তাবুত্] (বিশেষ্য) ১ শবাধার; কফিন (মৃতদেহের সদ্গতি-উপাসনা [জানাজা] করাইতে তাবুতশায়ী করাইয়া সাধারণের সম্মুখে আনয়ন করিলেন-মীর মশাররফ হোসেন)। ২ তাজিয়া বা কবরের প্রতীক। ৩ নিশানা। {(আরবি)তাবূত }
- Bengali Word তাবে Bengali definition ⇒ তাঁবে
- Bengali Word তাবোইন, তাবেঈন, তাবিন Bengali definition [তাবোয়িন্, তাবোইন্, তাবিন্] (বিশেষণ) ১ আজ্ঞাবহগণ। ২ অনুসারীগণ; অধীনস্থ (সাবেঈন তাবেঈন হয়ে চিল্লায় জোর ওই ওই নাচে দীন্-কাজী নজরুল ইসলাম)। ৩ হজরত মুহম্মদ (সা.)-এর প্রত্যক্ষ অনুসারীদের অনুসারী। □ (ক্রিয়া) অনুসরণ করা (তৃতীয়ে রেকাত পড়ে এমাম যখন। তাহার তাবিন করে উচিত যেমন-হেয়াত মাহমুদ)। তাবেয়ি, তাবী’ঈ (একব) (তাবেয়ীদের যুগ-মআখাঁ)। {(আরবি)তাবি’ঈন }
- Bengali Word তাবৎ Bengali definition [তাবোত্] (অব্যয়) (বিশেষণ) ১ সমুদয়; সমস্ত (মানুষ থেকে ইতর জীব তাবতেরই-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ তৎপরিমাণ; তত (যাবৎ আনিবে তাবৎ নষ্ট হেইবে)। □ (অব্যয়) সেই পর্যন্ত; সেই পরিমাণ সময়; ততক্ষণ (যাবৎ সে না যায় তাবৎ বস)। □ (সর্বনাম) সকল (এদেশে তাবতের মুখে ঐ কথা)। {(তৎসম বা সংস্কৃত) তদ্+বৎ(বতুপ্)}
- Bengali Word তামদারি Bengali definition [তাম্দারি] (বিশেষ্য) আপ্যায়ন; অভ্যর্থনা; ভোজন করানো (অভ্যর্থনার আয়োজনের এক পয়সাও সরকার সাহেবের তামদারির তহবিল হইতে খরচ না হয়-মুহম্মদ মনসুরউদ্দীনউ)। {(আরবি)ত’আম +(ফারসি) দারি }
- Bengali Word তামরস Bengali definition [তাম্রশ্] (বিশেষ্য) ১ পদ্ম; কমল; উৎপল; পঙ্কজ; শতদল (যথা ফলে মধুময় তামরস কি বসন্ত কি শরদে-মাইকেল মধুষূদন দত্ত)। ২ তাম্র; তামা। ৩ স্বর্ণ; সোনা। ৪ সংস্কৃত ছন্দবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) তামর (জল)+√সস্(স্থিতি)+অ(ড)}
- Bengali Word তামলী Bengali definition ⇒ তাম্বূলিক
- Bengali Word তামস Bengali definition [তামোশ্] (বিশেষণ) ১ ঘন অন্ধকারাচ্ছন্ন। ২ তামসিক; তমোগুণযুক্ত। তামসী (স্ত্রীলিঙ্গ)। তামসতপ, তামসতপঃ (বিশেষ্য) ১ অন্যের ক্ষতি সাধনার্থ আত্মপীড়াদায়ক তপস্যা। ২ অজ্ঞতাবশত আত্মনিগ্রহমূলক কৃচ্ছ্রসাধনা। তামসদান (বিশেষ্য) ১ অজ্ঞতাবশত অপাত্রে দান। ২ শ্রদ্ধাহীন দান; দুর্ব্যবহারযুক্ত দান। তামস-প্রকৃতি (বিশেষ্য) ১ জড়তা ভাবাশ্রিত স্বভাব। ২ তমোগুণের আধিক্যযুক্ত স্বভাব। তামসযজ্ঞ (বিশেষ্য) ১ সগর্বে ও অশ্রদ্ধাপূর্ণভাবে অনুষ্ঠিত যজ্ঞ। ২ বিধিহীন যজ্ঞ। তামসশাস্ত্র (বিশেষ্য) ১ নিরীশ্বর দর্শন। ২ বৌদ্ধশাস্ত্র। {(তৎসম বা সংস্কৃত) তমস্+অ(অণ্)}
- Bengali Word তামসিক Bengali definition [তামোশিক্] (বিশেষণ) ১ তমোগুণসংক্রান্ত। ২ তমোগুণপূর্ণ (জিনিসের উপর তোমার তামসিক মায়া আছে-বুদ্ধদেব বসু)। ৩ মেঘাচ্ছন্ন। তামসিকী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) তসম্+ইক(ঠঞ্)+ঈ}